Skip to content

নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান: দ্রবণ

Class 9 Chemistry – Solution

chem-class-9

Video Credit: বাংলার শিক্ষা ক্লাসরুম

Textual Credit: Sahaj Path for Sahaj Shiksha

প্রথম পর্ব:

দ্বিতীয় পর্ব:

প্রশ্ন উত্তর: দ্রবন (Solution)

বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর

1. প্রকৃত দ্রবণ (A), কোলযয়েড দ্রবণ (B) ও প্রলম্বনের (C) কণাগুলির আকার বৃদ্ধির ক্রম হলো –
(A) A > B > C
(B) B > A > C
(C) C > B > A
(D) A > B > C

[ কারণ– প্রকৃত দ্রবণ (10-8 cm), কোলযয়েড দ্রবণ (10-7 থেকে 10-5 cm) ও প্রলম্বনের (10-4 cm) কণাগুলির আকার]

2. চাপ বৃদ্ধিতে জলীয় দ্রবণে যেটির দ্রাব্যতা বৃদ্ধি পায় –
(A) KNO3
(B) Ca(OH)2
(C) NaCl
(D) CO2

3. উষ্ণতার ওপর দ্রবণের কোন শক্তি মাত্রা নির্ভর করে না?
(A) ওজনমাত্রিক শতাংশ
(B) আয়তন মাত্রিক শতাংশ
(C) g L-1 শক্তিমাত্রা
(D) mol L-1 শক্তিমাত্রা

[ উষ্ণতার পরিবর্তনে দ্রাবের মোল সংখ্যা একই থাকলেও দ্রবণের আয়তন পরিবর্তিত হয় ।তাই উষ্ণতার পরিবর্তনের দ্রবণের মোলারিটি পরিবর্তিত হয়]

4. ইমালশনের উদাহরণ হল –
(A) মেঘ
(B) ধোয়া
(C) দুধ
(D) ক্রিম

5. কোনো নির্দিষ্ট উষ্ণতায় একটি সম্পৃক্ত দ্রবণে আরও দ্রাব যোগ করলে দ্রবণের ঘনত্ব –
(A)বাড়বে
(B)কমবে
(C)একই থাকবে
(D)কোনোটিই নয়।

6. উষ্ণতা বৃদ্ধিতে জলে CaSO4 এর দ্রাব্যতা-
(A)হ্রাস পায়
(B)বৃদ্ধি পায়
(C)একই থাকে
(D)কোনোটিই নয়।

7. উষ্ণতা বৃদ্ধিতে কার দ্রাব্যতা অপরিবর্তিত থাকে-
(A)CaSO4
(B)KNO3
(C)ZnCl2
(D)NaCl

8. ধোঁয়া হল একটি-
(A)কঠিন এরোসল
(B)তরল এরোসল
(C)অবদ্রব কারক
(D)ইমালসন।

9. বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশা উভয়ই তরল অবস্থায় থাকলে সেই কলয়েডকে বলে-
(A)সল
(B)জেল
(C)ইমালসন
(D)ফোম

10. উষ্ণতা বৃদ্ধিতে যে কঠিন পদার্থের দ্রাব্যতা হ্রাস পায়-
(A)কলিচুন
(B)পটাশিয়াম নাইট্রেট
(C)ম্যাগনেসিয়াম সালফেট
(D)সোডিয়াম ক্লোরাইড

শূন্যস্থান পূরণ করো

1. কোলয়ডীয় দ্রবন হল একপ্রকার ___ মিশ্রণ।
উত্তর – অস্বচ্ছ ও অসমসত্ব ।

2. কোলযয়েড দ্রবণ ___ গতি দেখায়।
উত্তর – ব্রাউনীয়।

3. রং ___ জাতীয় কোলয়েডের উদাহরণ।
উত্তর – সল ।

4. ___ প্রয়োগ করে কেলাসন প্রক্রিয়া দ্রুত করা যায়।
উত্তর – বীজ কেলাস ।

5. দ্রাব্যতার সংজ্ঞায় ___ –এর উল্লেখ করা আবশ্যক।
উত্তর – উষ্ণতা।

6. ক্লোরোফর্ম হলো একটি ___ দ্রাবক।
উত্তর– অ–জলীয়।

7. দুধ একটি …… দ্রবন।
উঃ- কলয়েড।

8. পিতলে ……….হল দ্রাব।
উঃ- জিঙ্ক।

9. কলয়েড দ্রবণকে ……..পদ্ধতিতে বিশুদ্ধ করা হয়।
উঃ- ঝিল্লি বিশ্লেষণ ।

সত্য / মিথ্যা নিরূপণ করো

1. জলে গ্লবার সল্ট এর দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে বৃদ্ধি পায়।
উত্তর – মিথ্যা ।

কারণ – গ্লবার সল্টের দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধির সঙ্গে 32.4° C উষ্ণতা পর্যন্ত বাড়ে কিন্তু ওর বেশি উষ্ণতায় দ্রাব্যতা হ্রাস পায়।

2. জলে CO2 গ্যাসের দ্রাব্যতা উষ্ণতা হ্রাসে বৃদ্ধি পায়।
উত্তর – সত্য।

3 প্রলম্বনের কণা থিতিয়ে পড়ে।
উত্তর – সত্য ।

4. ক্লোরোফর্ম ও কেরোসিন উভয়ই অ–জলীয় দ্রাবক।
উত্তর – মিথ্যা।

5. কলয়েড প্রকৃতপক্ষে একটি দ্বি- দশা বিশিষ্ট অসমসত্ব মিশ্রণ।
উঃ- সত্য।

সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন উত্তর

1. দুটি টেস্ট টিউবের একটিতে সম্পৃক্ত ও অপরটিতে অসম্পৃক্ত দ্রবণ আছে । এদের কিভাবে সনাক্ত করবে?

উত্তর – উষ্ণতা অপরিবর্তিত রেখে প্রদত্ত দ্রবণের নমুনায় আরো কিছুটা দ্রাবযোগ করে ভালোভাবে নাড়ানো হলে –
যদি দ্রাবের কিছু অংশ বা সম্পূর্ণ অংশ দ্রবীভূত হয়ে যায় ও দ্রবণের ঘনত্ব বৃদ্ধি পায় তবে প্রদত্ত দ্রবণটি ওই উষ্ণতায় অসম্পৃক্ত।
যদি সংযুক্ত দ্রাবের সম্পূর্ণ অংশ ও দ্রবীভূত অবস্থায় পাত্রের তলায় থিতিয়ে পড়ে ও দ্রবণের ঘনত্ব অপরিবর্তিত থাকে তবে প্রদত্ত দ্রবণটি ওই উষ্ণতায় সম্পৃক্ত।

2. জলের মধ্যে DNA কিভাবে দ্রবীভূত হয়?

উত্তর – জলে DNA এর অনুকুলি জলের অন্তরাণবিক ক্ষুদ্র স্থানে প্রবেশ করতে পারেনা। তাই এদের অনু বহু সংখ্যক জলের অণুকে অপসারিত করে জ্বলিও মাধ্যমে প্রবেশ করে ও কোলয়ডীয় দ্রবণ তৈরি করে।

3. কিভাবে কোলয়ডীয় সালফার প্রস্তুত করবে?

উত্তর – একটি বিকারে সামান্য সোডিয়াম থায়োসালফেট কেলাস নিয়ে ওর মধ্যে যথেষ্ট পরিমাণ জল যুক্ত করা হলো। এবার মিশ্রণটিকে ভালোভাবে নেড়ে লঘু দ্রবণ প্রস্তুত করা হলো। এরপর ওই দ্রবণে কয়েক ফোটা লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড মেশালে সোডিয়াম থায়ো সালফেট বিয়োজিত হয়ে যে সালফার উৎপন্ন করে তা কোলয়েড কণার আকারে বিস্তৃত অবস্থায় থাকে। এইভাবে সোডিয়াম থায়োসালফেট থেকে কোলয়ডীয় সালফার প্রস্তুত করা হয়।

4. কোলয়ডের দুটি বৈশিষ্ট্যপূর্ণ ধর্মের উল্লেখ কর।

উত্তর –
কোলয়ডীয় দ্রবণের কণাগুলি প্রকৃত দ্রবণের কণা অপেক্ষা আকারে বড় কিন্তু প্রলম্বনের কণা অপেক্ষা ছোটো।
কোলয়ডীয় দ্রবণের কণাগুলির ব্রাউনীয় গতি দেখা যায়।

আরও বৈশিষ্ট্য –

কোলয়ডের সূক্ষ্ম কনাগুলিকে খালি চোখে বা সাধারণ মাইক্রোস্কোপের সাহায্যে দেখা যায় না কিন্তু আল্ট্রা মাইক্রোস্কোপের সাহায্যে দেখা যায়।
এই কণা গুলি ফিল্টার পেপারের মধ্য দিয়ে বেরিয়ে যেতে পারলেও পার্চমেন্ট পেপার এর মধ্য দিয়ে যেতে পারে না।

5. জুতোর কালির বিসতৃত দশা ও বিস্তার মাধ্যম কী কী ?

উঃ- বিসতৃত দশা- কঠিন।
বিস্তার মাধ্যম- তরল।

6. একটি সোদক কেলাসের নাম লেখো।

উঃ- গ্রীন- ভিট্রিয়ল [FeSO4, 7H2O]

7. কোনো সম্পৃক্ত দ্রবণকে কীভাবে অসম্পৃক্ত দ্রবণে পরিণত করবে? একটি উপায় লেখো।

উঃ- কোনো সম্পৃক্ত দ্রবণে অতিরিক্ত দ্রাব যোগ করলে দ্রবণটি অসম্পৃক্ত হয়ে যাবে।

8. দ্রাব্যতা কাকে বলে ? এর একক কী?

উঃ- কোনো নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করার জন্য প্রয়োজনীয় দ্রাবের গ্রামে প্রকাশিত সংখ্যা কে ওই উষ্ণতায় দ্রাবটির দ্রাব্যতা বলে।
দ্রাব্যতা একটি সংখ্যা মাত্র, এর কোনো একক নেই।

9.একটি অসম্পৃক্ত দ্রবণকে কী কী উপায়ে সম্পৃক্ত করা যাবে?

উঃ- একটি অসম্পৃক্ত দ্রবণকে নিন্মলিখিত উপায়ে সম্পৃক্ত করা যায়-

১) অসম্পৃক্ত দ্রবণকে উত্তপ্ত করে সম্পৃক্ত করা যায়।
২) অসম্পৃক্ত দ্রবণে অতিরিক্ত পরিমান দ্রাব যোগ করে সম্পৃক্ত করা যায়।

10. এককাপ জলে চিনির দ্রাব্যতা কি দার্জিলিং ও কলকাতায় একই হবে? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও।

উঃ- এককাপ জলে চিনির দ্রাব্যতা দার্জিলিং ও কলকাতায় একই হবে না। কারন দ্রাব্যতা উষ্ণতার ওপর নির্ভর করে। উষ্ণতা আলাদা হলে দ্রাব্যতার মান আলাদা হবে। যেহেতু কলকাতা ও দার্জিলিং এর মধ্যে উষ্ণতার পার্থক্য আছে তাই এককাপ জলে চিনির দ্রাব্যতা দার্জিলিং ও কলকাতায় একই হবে না।

11. 20oC উষ্ণতায় খাদ্যলবণের দ্রাব্যতা 35 বলতে কী বোঝ?

উঃ- 20oC উষ্ণতায় 100 গ্রাম জলে 35 গ্রাম খাদ্য লবণ দ্রবীভূত করলে একটি সম্পৃক্ত দ্রবন উৎপন্ন হয়।

12. দ্রাব্যতা লেখ কী?

উঃ- একটি গ্রাফ-পেপারে X – অক্ষ বরাবর উষ্ণতা এবং Y – অক্ষ বরাবর দ্রাব্যতা ধরে যে রেখাচিত্র অঙ্কন করা হয়, তাকে দ্রাব্যতা লেখ বলে। উষ্ণতা পরিবর্তনের সাথে দ্রাব্যতার পরিবর্তন এই লেখচিত্রের সাহায্যে আরও ভালোভাবে বোঝা যায়।

13. দৈনন্দিন জীবনে ইমালসনের ব্যবহারিক প্রয়োগ লেখো।

উঃ- আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত দুধ, মাখন, ভ্যানিশিং ক্রিম, কোল্ড ক্রিম ইত্যাদির প্রত্যেকটিই ইমানসন।
তরল ওষুধ রূপে ব্যবহৃত কড লিভার তেল, ভিটামিন বি-কমপ্লেক্স ইত্যাদি তেলে-জল জাতীয় ইমালসন।

14. নদীর ঘোলা জল বালতিতে অনেকক্ষণ রেখে দিলেও তা কখনোই স্বচ্ছ হয় না কেন?

উঃ- নদীর ঘোলা জল একটি কোলয়ডীয় দ্রবন। এতে যে কাদা মাটির কণাগুলি থাকে তার ব্যাস 1 nm থেকে 100 nm হয়ে থাকে। এই কণাগুলি সহজে থিতিয়ে পড়ে না। তাই নদীর ঘোলা জল বালতিতে অনেকক্ষণ রেখে দিলেও স্বচ্ছ হয় না।

15. ইমালসন কী?

উঃ- যে কোলয়ডীয় দ্রবণের বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশা উভয়েই তরল পদার্থ, তাদের ইমালসন বলে। যেমন- দুধ, মাখন, শ্যাম্পু ইত্যাদি।

16. দৈনন্দিন জীবনে ইমালসনের ব্যবহারিক প্রয়োগ লেখো। মাত্রা বলতে কী বোঝায়?

উঃ- কোনো দ্রবণের 100 ml আয়তনে যত গ্রাম দ্রাব দ্রবীভূত থাকে, সেই গ্রাম সংখ্যা কে ওই দ্রবণের শতকরা মাত্রা বলে।

17. এরোসল কী ? উদাহরণ দাও।

উঃ- এরোসল একধরনের কোলয়েড দ্রবন। এরোসল সাধারণত দুই প্রকার-

কঠিন এরোসল- বিস্তৃত দশা কঠিন এবং বিস্তার মাধ্যম গ্যাসীয়। যেমন- ধোঁয়া।

তরল এরোসল- বিস্তৃত দশা তরল এবং বিস্তার মাধ্যম গ্যাসীয়। যেমন- কুয়াশা, মেঘ।

18. ইমালসম কারক কাকে বলে ?

উঃ- দুটি অমিশ্রনীয় তরলের মধ্যে সাধারণত তৃতীয় একটি পদার্থ যা যোগ করলে ইমালসনের স্থায়িত্ব বৃদ্ধি পায়, তাকে ইমালসন কারক বলে। যেমন- জিলেটিন, অ্যালবুমিন।

19. তরলে কঠিন পদার্থের দ্রাব্যতা কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে?

উঃ- তরলে কঠিনের দ্রাব্যতা, তরল ও কঠিন প্রকৃতি, চাপ এবং উষ্ণতার ওপর নির্ভর করে।

 

20. জেল কী? উদাহরণ দাও।

উঃ- যে কোলয়েড সিস্টেমের বিস্তৃত দশা তরল এবং বিস্তার মাধ্যম কঠিন তাকে জেল বলে। যেমন- জিলেটিন।

21. পিতলে 80% তামা ও 20% দস্তা আছে। এটি কী ধরনের দ্রবন ও এর মধ্যে কোনটি দ্রাব ও কোনটি দ্রাবক?

উঃ- দ্রবণটি একটি কঠিন সল। এখানে দ্রাব হল দস্তা এবং দ্রাবক হল পিতল।

দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন উত্তর

1. বিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশা সহ প্রতিটির উদাহরণ দাও : (i) জেল (ii) ফোম (iii) সল

উত্তর –

কোলয়ডের নাম বিস্তৃতদশা বিস্তার মাধ্যম উদাহরণ
জেল তরল কঠিন জেলি, দই
ফোম গ্যাস তরল সাবানের ফেনা।
সল কঠিন তরল রং

2. হাইপো–এর অতিপৃক্ত দ্রবণ কিভাবে প্রস্তুত করা হয়?

উত্তর – একটি টেস্ট টিউবে সামান্য হাইপো অর্থাৎ সোডিয়াম থায়োসালফেট কেলাস নিয়ে টেস্টটিউবকে ওয়াটার বাথে বসিয়ে ধীরে ধীরে উত্তপ্ত করা হলো। কিছুক্ষণের মধ্যে হাইপো–তে উপস্থিত কেলাস জলের মধ্যে সোডিয়াম থায়োসালফেট দ্রবীভূত হয়ে স্বচ্ছ দ্রবণ উৎপন্ন করবে।

3. দ্রবণের শক্তি মাত্রাকে আয়তন ভিত্তিক শতাংশ (%W/V) হিসেবে কিভাবে প্রকাশ করা হয়?

উত্তর – প্রতি 100 mL আয়তনের দ্রবণে যত গ্রাম দ্রাব দ্রবীভূত থাকে সেই ভর প্রকাশক সংখ্যায় ওই দ্রবণের আয়তন ভিত্তিক শতাংশ বা শতকরা মাত্রা।

ভর আয়তন ভিত্তিতে শতকরা মাত্রা (%W/V)

= { দ্রাবের ভর (g এককে) ÷ দ্রবণের আয়তন (mL এককে)} × 100

4. তিনটি অ–জলীয় দ্রাবকের ক্ষতিকর প্রভাব লেখো।

উত্তর – তিনটি অ–জলীয় দ্রাবকের ক্ষতিকর প্রভাব –

ইথাইল অ্যালকোহল – স্মৃতিশক্তির হ্রাস ও লিভারের ক্রিয়াশীলতার ব্যাঘাত ঘটায় এবং ক্যান্সার সৃষ্টি করে।

ক্লোরোফর্ম – কিডনি ও লিভারের ক্ষতি করে। এছাড়াও ক্যান্সার সৃষ্টি করে।

অ্যাসিটন – ডায়াবেটিস বা মধুমেহ রোগের প্রবণতা বৃদ্ধি করে।

5. বীজ কেলাস কী? এর একটি ব্যবহার লেখো।

উঃ- কোনো পদার্থের সম্পৃক্ত দ্রবন থেকে কেলাস প্রস্তুত করার সময়, উত্তপ্ত অবস্থা থেকে ঠাণ্ডা করতে থাকলে কেলাস পৃথক হতে শুরু করে। এই সময় যদি ওই কঠিন পদার্থের ছোট কেলাস সুতো দিয়ে ওই দ্রবণের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে দ্রবন থেকে অতিরিক্ত কঠিন পদার্থ ছোটো আকারের কেলাসের উপর ধীরে ধীরে জমা হয় এবং এই কেলাসে আকার বৃদ্ধি পায়। এভাবে বড়ো আকারের কেলাস প্রস্তুত করা যায়। সুতো দিয়ে ঝোলানো ছোটো কেলাসটিকে ” বীজ কেলাস ” বা ” Seed Crystal ” বলে।

শিল্পক্ষেত্রে চিনির সম্পৃক্ত দ্রবন থেকে মিছরি প্রস্তুতিতে, ফটকিরির কেলাস প্রস্তুতিতে ব্যবহার করা হয়।

6. হাইপো এর সংকেত লেখো। হাইপো এর জলীয় দ্রবন সম্পৃক্ত না অতিপৃক্ত কী করে বুঝবে ?

উঃ- সোডিয়াম থায়োসালফেটের কেলাসকে হাইপো বলে। এর সংকেত । ঘরের উষ্ণতায় প্রস্তুত সোডিয়াম থায়োসালফেটের সম্পৃক্ত দ্রবণে সোডিয়াম থায়োসালফেটের একটি ছোটো কেলাস যোগ করলে কিছুক্ষণের মধ্যেই দ্রবন ওই দ্রবন থেকে সোডিয়াম থায়োসালফেট কেলাস পৃথক হয়ে গেলে এবং সমস্ত দ্রবন কঠিনে পরিণত হলে বুঝতে হবে দ্রবণটি অতিপৃক্ত।

গাণিতিক প্রশ্ন উত্তর

1. 60°C উষ্ণতায় 90g KNO3 , 100g জলে দ্রবীভূত হলে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয় ওই উষ্ণতায় KNO3 এর জলে দ্রাব্যতা কত?

উত্তর– ওই উষ্ণতায় KNO3 এর জলে দ্রাব্যতা 90 ।

2. 10L NaOH দ্রবণে দ্রবীভূত 60g NaOH দ্রবীভূত আছে দ্রবণটির gL -1 এককে গাঢ়ত্ব নির্ণয় কর।

উত্তর –

দ্রবণটির শক্তিমাত্রা = NaOH এর ভর ÷ দ্রবণের আয়তন

= 40÷5 gL -1

= 8 gL -1

3. 6.25g সোডিয়াম ক্লোরাইডকে জলে দ্রবীভূত করে দ্রবণের আয়তন সঠিকভাবে 125 cm3 করা হলো ওই দ্রবণের শতকরা মাত্রা নির্ণয় কর।

উত্তর – 125 cm3 = 125 mL

দ্রবনটির শতকরা মাত্রা = ( সোডিয়াম ক্লোরাইডের ভর × 100 ) ÷ দ্রবণের আয়তন

= 6.25 × 100 ÷ 125 %

দ্রবণটির শক্তিমাত্রা = 5 %

4. 1L আয়তনের একটি দ্রবণে 90g গ্লুকোজ দ্রবীভূত আছে । mol.L -1 এককে দ্রবনটির শক্তি মাত্রা কত?

উত্তর – 90g গ্লুকোজের মোল সংখ্যা

= 90 ÷ 180 mol

= 0.5 mol

দ্রবণটির মোলারিটি

= 0.5 ÷ 1 mol L -1

= 0.5 mol L -1

5. সোডিয়াম হাইড্রোক্সাইডের 10L জলীয় দ্রবণে 80g NaOH দ্রবীভূত আছে ।দ্রবণটির gL-1 এককে গাঢ়ত্ব নির্ণয় কর।

উত্তর – দ্রবনটির গাঢ়ত্ব = 80 ÷ 10 gL -1 = 8 gL -1

6. 20oC উষ্ণতায় 7.6 g চিনির সম্পৃক্ত দ্রবণে 5.1 g চিনি দ্রবীভূত আছে। ওই উষ্ণতায় চিনির দ্রাব্যতা নির্ণয় করো।

উঃ- চিনির সম্পৃক্ত দ্রবণের ভর= 7.6 g, দ্রবণে দ্রবীভূত চিনির ভর= 5.1 g

অতএব, দ্রবণে উপস্থিত জলের ভর= (7.6-5.1) g = 2.5 গ্রাম।

7. 35o C উষ্ণতায় কোনো লবণের 75 g সম্পৃক্ত দ্রবণে 25 g লবণ দ্রবীভূত আছে। ওই উষ্ণতায় লবণটির দ্রাব্যতা নির্ণয় করো।

উঃ- লবণের সম্পৃক্ত দ্রবণের ভর= 75 g, দ্রবণে দ্রবীভূত লবণের ভর= 25 g

অতএব, দ্রবণে উপস্থিত জলের ভর= (75-25) g = 50 গ্রাম।

8. 75 ml ফুটন্ত জলে 50 g লেড নাইট্রেট দ্রবীভূত আছে। দ্রবণটিকে 20o C উষ্ণতায় ঠাণ্ডা করলে কী পরিমান লবণ কেলাসিত হবে? (20o C উষ্ণাতায় লেড নাইট্রেটের দ্রাব্যতা= 54.4)

উঃ- 20o C উষ্ণাতায় লেড নাইট্রেটের দ্রাব্যতা= 54.4

75 ml জলের ভর = 75 g

20o C উষ্ণাতায় 100 g জলকে সম্পৃক্ত করতে লবণ লাগে 54.4 g

75 g জলকে সম্পৃক্ত করতে লবণ লাগে =(54.4 X 75) ÷ 100 = 40.8 g

অতএব, দ্রবণটিকে 20o C উষ্ণাতায় ঠাণ্ডা করলে (50-40.8)=9.2 g লবণ কেলাসিত হবে।

9. 10% Ca(OH)2 দ্রবণের শক্তি g/L এককে প্রকাশ করো।

উঃ- 100 ml দ্রবণে Ca(OH)2 আছে 10 গ্রাম

1000 বা 1L দ্রবণে Ca(OH)2 আছে = (10 X 1000) ÷ 100 = 100 গ্রাম.

10% Ca(OH)2 দ্রবণের শক্তি 100 g/L

10. 40C উষ্ণতায় KNO3 এর 32 g সম্পৃক্ত দ্রবণে 12 g KNO3 দ্রবীভূত আছে। 40o C উষ্ণাতায় KNO3 এর দ্রাব্যতা কত? গ্লবার লবণের জলে দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধির সঙ্গে কীভাবে পরিবর্তিত হয়?

উঃ- KNO3 এর সম্পৃক্ত দ্রবণের ভর= 32 g, দ্রবণে দ্রবীভূত KNO3 এর ভর= 12 g

অতএব, দ্রবণে উপস্থিত জলের ভর= (32-12) g = 20 গ্রাম।


Loading

Leave a Reply

error: