Skip to content

ভারতের ভূগোল: 50টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

ভারতের ভূগোল

Indian Geography

jenerakhabhalo-web

1)উত্তর-দক্ষিণে ভারতের মূল ভূখণ্ডের বিস্তৃতি কত?
☞3214 কিমি।
2)ভারতের মোট কটি রাজ্য উপকূলরেখা স্পর্শ করে আছে?
☞9টি।
3) উকাই প্রকল্প কোন নদীর উপর অবস্থিত?
☞ তাপ্তি নদী।
4) যোগ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত?
☞ কর্নাটকে (সরাবতী নদীর উপর)।
5) ভারতের প্রাচীনতম পর্বতমালা নাম কি?
☞ আরাবল্লী পর্বত।
6) কোন প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের আন্তর্জাতিক সীমানা সর্বাধিক?
☞ বাংলাদেশ।
7) নীলগিরি পর্বত কোন পর্বতমালার অংশ বিশেষ? 
☞পশ্চিমঘাট পর্বতমালা।
8) কফি উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করেছে?
☞ কর্ণাটক।
9) ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত?
☞ দেরাদুন।
10)  ভারতের প্রাচীনতম তৈল ক্ষেত্রের নাম কি?
☞ ডিগবয়।
11) ভারতের কোথায় প্রথম পেট্রোরসায়ন শিল্প কারখানা গড়ে ওঠে?
☞ ট্রম্বেতে।
12) রেটুন পদ্ধতিতে কোন ফসল চাষ করা হয়?
☞আখ।
13) দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে?
☞কোয়েম্বাটুর।
14) আমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
☞সবরমতী।
15) ভারত ও শ্রীলংকার মাঝে বালি ও পাথরে স্বাভাবিকভাবে নির্মিত সেতুর নাম কি?
☞আদম সেতু।
16) ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় স্থাপিত হয়েছিল?
☞ মহারাষ্ট্রের তারাপুর।
17) নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর উপর অবস্থিত?
☞ কৃষ্ণা।
18) রাজস্থানের মরু অঞ্চলের চলমান বালিয়াড়িকে কি বলে?
☞ ধ্রিয়ান।
19) সাতপুরা ও বিন্ধ্য  পর্বতের মধ্যবর্তী গ্রস্ত উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী?
☞নর্মদা।
20) শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত?
☞ কাবেরী নদী।
21) কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়?
☞কোশী নদী।
22) ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কি ধরনের  বনভূমি দেখা যায়?
☞ চিরহরিৎ বনভূমি।
24) কৃষ্ণ মৃত্তিকার স্থানীয় নাম কি?
☞রেগুর।
25) ভারতে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
☞ কাঞ্চনজঙ্ঘা।
26) পশ্চিমবঙ্গের দুর্গাপুর লৌহ ইস্পাত কারখানাটি কোন নদীর তীরে অবস্থিত?
☞ দামোদর নদের তীরে।
27) ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যটির নাম কি?
☞সুন্দরবন।
28) কেরালার মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলা হয়?
☞কয়াল।
29) ভারতের বৃহত্তম উপহ্রদ এর নাম কি?
☞চিল্কা।
30) “মারুতি উদ্যোগ লিমিটেড” কোথায় অবস্থিত?
☞ হরিয়ানার গুরগাঁও।
31) ভারতের বৃহত্তম নিউজপ্রিন্ট উৎপাদন কারখানাটি কোথায় অবস্থিত?
☞ নেপানগর।
34) সয়াবিন উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করেছে?
☞ মধ্যপ্রদেশ।
35) রাজস্থানের মরু অঞ্চলের ধূলিঝড়কে কি বলা হয়?
☞আঁধি।
36)ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি কোথায় অবস্থিত?
☞ তামিলনাড়ুর নেভেলি।
37) কোন মালভূমিকে ভারতের খনিজ ভান্ডার বলা হয়?
☞ ছোটনাগপুর মালভূমি।
38) ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি?
☞ সিয়াচেন হিমবাহ।
39) ভারতের কোন রাজ্যে চন্দন কাঠ বেশি পাওয়া যায়?
☞ কর্ণাটক।
40) কোন বন্দরের মাধ্যমে ভারতের চা সবচেয়ে বেশি রপ্তানি হয়?
☞কলকাতা।
41) চা উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করেছে?
☞ আসাম।
42)আগ্রা কোন নদীর তীরে অবস্থিত?
☞যমুনা।
43)ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম কী?
☞বিহার।
44)ভারতের কয়েকটি অন্তর্বাহিনী নদীর নাম লেখ।
☞লুনি, মেধা, ঘাঘর।
45)ভারতের প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয়?
☞শ্রীরামপুর।
46)ভারতের দীর্ঘতম নদীবাঁধের নাম কী?
☞হীরাকুঁদ বাঁধ।(মহানদীর উপর)
47)কোন প্রণালী আন্দামানকে নিকোবর দ্বীপপুঞ্জ থেকে পৃথক করেছে?
☞10 ডিগ্রী চ্যানেল।
48)লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কী?
☞কাভারাত্তি।
49)ভারতের নবীনতম অঙ্গরাজ্যের নাম কী?
☞তেলেঙ্গনা।
50)রাজস্থানের থর মরুভূমির লবণাক্ত জলের হ্রদকে স্থানীয় ভাষায় কী বলা হয়?
☞ধান্দ।

Loading

Leave a Reply

error: