
Bengali – বাংলা
[A] ঠিক উত্তরটি নির্বাচন করো : (1×7=7)
- ‘ছিরি’ হল একটি—
(A) তৎসম শব্দ
(B) অর্ধতৎসম শব্দ
(C) তদ্ভব শব্দ
(D) দেশি শব্দ।
Ans: (B) অর্ধতৎসম শব্দ।
- ‘যে-কেউ’-একটি—
(A) অনির্দেশক সর্বনাম
(B) সংযোগবাচক সর্বনাম
(C) সাকল্যবাচক সর্বনাম
(D) যৌগিক সর্বনাম।
Ans: (D) যৌগিক সর্বনাম।
- প্রোফেসর শঙ্কু আবিষ্কৃত পাখি পড়ানো যন্ত্রটির নাম—
(A) অরনিথন
(B) লিঙ্গুয়াগ্রাফ
(C) মিরাকিউরল
(D) অ্যানাইহিলিন।
Ans: (A) অরনিথন।
- ‘তখন সে জিজ্ঞাসা করিল যে, “তোমার বয়স কত” ?’ উত্তরে শ্রোতা জানিয়েছে—
(A) পাঁচ-সাত বছর।
(B) সাত-আট বছর।
(C) দশ-এগারো বছর।
(D) নয়-দশ বছর।
Ans: (C) দশ-এগারো বছর।
- ‘ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা’— ব্যথিত গন্ধ আছে—
(A) বাংলার নীল সন্ধ্যার আকাশে
(B) হিজলে কাঁঠালে জামে
(C) কিশোরের পায়ে-দলা মথাঘাসে আর লাল লাল বটের ফলে
(D) নরম ধানে।
Ans: (C) কিশোরের পায়ে-দলা মথাঘাসে আর লাল লাল বটের ফলে।
- ‘উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিঞ্চিৎ নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন—
(A) কবি ইকবাল।
(B) নিদা ফজিল।
(C) আলি সরদার জাফরি।
(D) মির্জা গালিব।
Ans: (A) কবি ইকবাল।
- ইংল্যাণ্ডে বেদান্ত প্রচারের কাজে স্বামী বিবেকানন্দকে বিশেষ সাহায্য করেছিলেন–
(A) মিস্টার ই. টি. স্টার্ডি।
(B) মিস হেনরিয়েটা মুলার।
(C) ক্যাপ্টেন জে. এইচ সেভিয়ার।
(D) মিসেস সারা বুল।
Ans: (A) মিস্টার ই. টি. স্টার্ডি।
[B] কমবেশি ১৫টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (1×8=8)
- ‘রাধারাণী তখন বিষণ্ন বদনে সকল কথা তাহার মাকে বলিয়া, মুখপানে চাহিয়া রহিল – সকাতরে বলিল— “মা! এখন কী হবে” ?’— উত্তরে রাধারাণীর মা কী বলেছিলেন ?
Ans: উত্তরে রাধারানীর মা বলেছিলেন দাতা ব্যক্তি না জেনে টাকা দেয়নি, দুঃখের কথা শুনেই দান করেছে- তারা ভিখারি হয়েছে, দান গ্রহণ করে খরচ করে।
- সেখানে যাওয়া আসা অত্যন্ত কঠিন। নিম্নরেখ পদটি কী ধরনের বিশেষ্য ?
Ans: এটি একটি ক্রিয়াবাচক বিশেষ্য।
- আগন্তুক শব্দ বলতে কী বোঝ ?
Ans: যেসব শব্দ অন্য ভাষা থেকে বাংলা শব্দ ভান্ডারে এসেছে সেই শব্দগুলোকে আগন্তুক শব্দ বলে। যেমন- ইস্কুল, আনারস, আইন ইত্যাদি।
4.পঙ্গুক্রিয়ার একটি উদাহরণ দাও।
Ans: আছ্ ধাতু, যা ধাতু ইত্যাদি হল পঙ্গুক্রিয়ার উদাহরণ।
- ‘মুহূর্তের মধ্যে একটা চরম বিপদের আশঙ্কা আমার রক্ত জল করে দিল।’ — বক্তা কোন্ বিপদের আশঙ্কা করেছেন?
Ans: প্রফেসার শঙ্কু তার পোষ কর্ভাস পাখিটি জাদুকর আর্গাস চুরি করে নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।
- উর্দু সাহিত্যের মূল সুর কোন ভাষার সঙ্গে বাঁধা ?
Ans: উর্দু সাহিত্যের মূল সুর ফারসি ভাষার সঙ্গে বাঁধা আছে। - ‘যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া’— কোন্ উঠানে গিয়ে দাঁড়ানোর কথা বলা হয়েছে ?
Ans: আবহমান কবিতায় উঠান হল জন্মস্থান বা মাতৃভূমি স্বরূপ স্বাধীন উন্মুক্ত পরিষরের প্রতীক। - তাঁর সঙ্গে বনিয়ে চলা অসম্ভব।’— কার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব বলে পত্রলেখক মনে করেন ?
Ans: স্বামী বিবেকানন্দ মিস নােবলকে উদ্দেশ্য করে মিস্ মুলার সম্পর্কে মন্তব্যটি করেছেন। বিবেকানন্দের মতে, ছেলেবেলা থেকেই নিজেকে নেত্রী ভাবা এবং নিজের ক্ষমতায় অতিরিক্ত বিশ্বাস তাকে বিচ্ছিন্ন করে তুলেছে। বিবেকানন্দের মনে হয়েছে যে মিস নােও অল্পদিনেই বুঝে নিতে পারবেন যে, মিস মুলারের সঙ্গে কাজ করা সম্ভব নয়।
[C] কমবেশি ১৫০ শব্দে নীচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : (5×1=5)
- ‘বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান। — ‘নব নব সৃষ্টি’ প্রবন্ধে প্রাবন্ধিক বাঙালির বিদ্রোহী সত্তার পরিচয় কীভাবে পরিস্ফুট করেছেন তা আলোচনা করো।
- ‘সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়।’ — প্রাবন্ধিকের এমন মন্তব্যের কারণ কী? প্রসঙ্গত, বর্তমান যুগের ইংরেজি ও বাংলা ভাষা সম্পর্কে তিনি কোন্ অভিমত ব্যক্ত করেছেন ?
[D] কমবেশি ১৫০ শব্দে নীচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও: (5×1=5)
- ‘নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি’— কার, কোন্ যন্ত্রণার কথা উদ্ধৃতাংশে ব্যক্ত হয়েছে ? তার দুঃখ বাসি না হওয়ার কারণ কী ?
- ‘পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখে নি কো”– উদ্ধৃতাংশে কোন্ কন্যার প্রসঙ্গ রয়েছে? পৃথিবীর কোনো পথ তাকে দেখেনি বলে কবির মনে হয়েছে কেন ?
[E] কমবেশি ১৫০ শব্দে নীচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও: (5×1=5)
- ‘কিন্তু আসল কথা এই যে, নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে।’— কোন প্রসঙ্গে
প্রশ্নোদ্ধৃত উক্তিটির অবতারণা করেছেন ? প্রসঙ্গত, উদ্দিষ্ট ব্যক্তির প্রতি তাঁর স্নেহশীলতার প্রকাশ পরে কীভাবে প্রকাশ পেয়েছে তা বুঝিয়ে দাও। - ‘কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো’—কার প্রতি স্বামী বিবেকানন্দের এই পরামর্শ ? তিনি কোন্ কাজে ঝাঁপ দিতে চান ? কাজে ঝাঁপ দেবার আগে স্বামী বিবেকানন্দ কোন্ বিষয়গুলি সম্পর্কে বিশেষভাবে চিন্তা করা প্রয়োজন বলে তাঁকে জানিয়েছেন ?
[F] কমবেশি ১৫০ শব্দে নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : (5×1=5)
- ‘তাহারা দরিদ্র, কিন্তু লোভী নহে।’— কাদের সম্পর্কে এই উক্তি? পাঠ্যাংশে তাদের দারিদ্র, এবং নির্লোভতার পরিচয় কীভাবে পরিস্ফুট হয়েছে।
- ‘…রথের টান অর্ধেক হইতে না হইতে বড়ো বৃষ্টি আরম্ভ হইল।’ — বৃষ্টি আরম্ভ হওয়ায় কোন্ পরিস্থিতি তৈরি হল ? রাধারাণীকে সেই পরিস্থিতি থেকে কে, কীভাবে উদ্ধার করলেন ?
[G] কমবেশি ১৫০ শব্দে নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : (5×1=5)
- ‘শয়তান পাখি।… কিন্তু কী অসামান্য তার বুদ্ধি !’ – বক্তা কে ? কোন পাখিটিকে সে কেন শয়তান’ বলেছে ? পাখিটির বুদ্ধিমত্তার যে পরিচয় ‘কর্ভাস’ গল্পে পাওয়া যায়, তা বিবৃত করো।
- ‘…সে পক্ষিবিজ্ঞানীদের সম্মেলনে আমাকে নেমন্তন্ন পাঠানোর বন্দোবস্ত করেছে।’— কে প্রোফেসর শঙ্কুকে পক্ষিবিজ্ঞানীদের সম্মেলনে নেমন্তন্ন পাঠানোর বন্দোবস্ত করেছিলেন ? সানতিয়াগোর সেই সম্মেলনে কী ঘটেছিল ?
নব নব সৃষ্টি |
- “রচনার ভাষা তার বিষয়বস্তুর ওপর নির্ভর করে” -সপ্রসঙ্গ ব্যাখ্যা করো।
- “সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি” -কেন ইংরেজি চর্চা বন্ধ করার সময় আসেনি?
- কাকে আত্মনির্ভরশীল ভাষা বলা হয় এবং কেন?
- “বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর” -বক্তব্যের তাৎপর্য ব্যাখ্যা করো।
- ” ‘ধর্ম’ বদলালেই জাতির চরিত্র বদলায় না” -কোন ধর্মের কথা বলা হয়েছে? এরূপ বলার কারণ কী?
আকাশে সাতটি তারা |
- “এরই মাঝে বাংলার প্রাণ” -তাৎপর্য বিশ্লেষণ করো।
- “কামরাঙা-লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরে ঢেউয়ে ডুবে গেছে” -তাৎপর্য বিশ্লেষণ করো।
- আকাশে সাতটি তারা কবিতায় কবির দেখা বাংলার রূপ নিজের ভাষায় লেখো।
- “আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা” -সন্ধ্যা শান্ত ও অনুগত কেন? তাকে নীল বলা হয়েছে কেন?
- “পৃথিবীর কোন পথ এ কন্যারে দেখে নি কো” -কোন কন্যার কথা বলা হয়েছে? তার রূপের বর্ণনা দাও।
চিঠি |
- টিকা লেখো: কল্যাণীয়া মিস নোবল, মিসেস সেভিয়ার, মিস ম্যাকলাউড
- ‘এদেশে এলে তুমি নিজেকে অর্ধ-উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্ঠিত দেখতে পাবে” -তুমি কে? বক্তা এমন কথা কেন বলেছেন? এ প্রসঙ্গে বক্তার সমাজ ভাবনার পরিচয় দাও।
- “তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে” -উক্তিটি কার? বক্তার এমন মন্তব্যের কারণ কী?
- মিস নোবলকে লেখা চিঠিতে বিবেকানন্দ কোন বিষয়ে আগাম সতর্ক বার্তা দিয়েছেন? সংক্ষেপে তার পরিচয় দাও।
- “….তুমি সেইরূপ নারী” -কীরূপ নারী? এই নারী সম্পর্কে আলোচনা করো।
৩. পাঠ্য চিঠিতে স্বামী বিবেকানন্দের চরিত্রের বর্ণনা দাও।
আবহমান |
- “যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া” -তাৎপর্য উল্লেখ করে ব্যাখ্যা করো।
- আবহমান কবিতার নামকরণের সার্থকতা লেখো।
- “নোট গাছটা বুড়িয়ে ওঠে, কিন্তু মুড়োয় না” -তাৎপর্য বিশ্লেষণ করো।
- “ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা” -একগুঁয়েটার দুরন্ত পিপাসা কি? তাৎপর্য ব্যাখ্যা করো।
- “ফুরয় না তার কিছুই ফুরয় না” – কী ফুরয় না এবং কেন?
রাধারানী |
- “সেই এক পয়সার বনফুলের মালার সকল কথাই বাহির করিয়া লইল” -কোন কথা? ব্যাখ্যা করো।
- “রাধারানীর বিবাহ দিতে পারিল না” -রাধারানী কে? তার বিবাহ দিতে পারলো না কেন?
- “তার নাম ও নোট লেখা আছে” -সে কে? কিভাবে রাধারানীকে সাহায্য করেছিল?
- “আমরা ভিখারি হয়েছি, দান গ্রহণ করিয়া খরচ করি” -বক্তা কে? প্রসঙ্গ উল্লেখ করে তাদের এরূপ অবস্থার কারণ ব্যাখ্যা করো।
- “তাহারা, দরিদ্র কিন্তু লোভী নয়” -মন্তব্যটি বিশ্লেষণ করো।
- রাধারানীর চরিত্র বর্ণনা করো।
কর্ভাস (শঙ্কুর ডায়েরী) |
- “দু-সপ্তাহেয় অভাবনীয় প্রোগ্রেস” -কোন বিষয়ে একথা বলা হয়েছে? কি রকম প্রোগ্রেস হয়েছিল?
- কর্ভাস গল্পের আর্গাস সম্পর্কে কী কী জানা যায়?
- কর্ভাসের চুরি যাওয়া ঘটনাটি সংক্ষেপে আলোচনা করো।
- “পাখির চেয়ে আমার অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে জাদুকর ব্যক্তিটিকে” -জাদুকর ব্যক্তির পরিচয় দাও। তাকে ইন্টারেস্টিং মনে হবার কারণ কী?
- “প্রত্যেক প্রাণীরই কিছু কিছু নির্দিষ্ট সহজাত ক্ষমতা থাকে” -প্রাণীদের ক্ষমতা উল্লেখ করো।
- কর্ভাস গল্পে কর্ভাসের বুদ্ধিমত্তার পরিচয় দাও।
অথবা, কর্ভাস কে? সে কিভাবে উধাও হয়েছিল?
English – ইংরেজি
Lesson 5 – All Summer in a Day
- Stephen with a broom is his hand was guarding over the
(a) bears
(b) gorilla
(c) apes
(d) armadillo
Ans: (c) apes
- The name of the black Celebes ape was
(a) Etam
(b) Jeremy
(c) Mike
(d) Stephen
Ans: (a) Etam
- The reptiles dozed in the temperature of
(a) sixty degrees
(b) seventy degrees
(c) eighty degrees
(d) ninety degrees
Ans: (a) sixty degrees
- Tick the correct answer from the given alternative:
(a) dusk
(b) dawn
(c) afternoon
(d) evening
Ans: (b) dawn
- The birds searching the dewy grass on the lawn were
(a) peahens
(b) peacocks
(c) robins
(d) thrushes
Ans: (a) peahens
Answer the following questions within fifteen words:
- What do all the animals do at the start of a new day?
Ans: Animals bustle around and gallop about in their cages.
- As the light faded, where does the robin fly off to ?
Ans: The robin flies off to roost in the mimosa three.
- How does the sky as one is awakened by the birdsong ?
Ans: The sky looks slightly tinged with yellow.
- How do the parrots and parakeets salute the people?
Ans: Parakeets and parrots salute people with a cacophony of sounds.
Lesson 6 – Mild the Mist upon the Hill
-
- The poet watches the cloudy
(a) morning
(b) evening
(c) afternoon
(d) night
Ans: (b) evening
- The colour of the mist is
(a) grey
(b) white
(c) yellow
(d) blue
Ans: (d) blue
- The damp stands on the
(a) wall
(b) floor
(c) bush
(d) grass
Ans: (d) grass
- The mist was upon the
(a) grass
(b) roof
(c) hill
(d) leaf
Ans: (c) hill
- The sorrow of the day is described as
(a) silent
(b) terrible
(c) overwhelming
(d) little
Ans: (a) silent
- The hall door mentioned in the poem is
(a) new
(b) large
(c) broken
(d) old
Ans: (d) old
Answer the following questions within twenty-five words:
- What did the poet watch on the ‘cloudy evening’ ?
Ans: Poet watches the blue mists covering the horizon chain.
- Where does a poet see herself when she thinks of her childhood?
Ans: The poet sees herself near the old hall door in her father’s house.
Lesson 7 – Tom Loses a Tooth
Tick the correct answer from the given alternatives:
- Tom drew his sore toe from under the
(a) sheet
(b) blanket
(c) pillow
(d) mosquito-net
Ans: (a) sheet
- Sid flew down the stairs to call
(a) the doctor
(b) Mary
(c) the nurse
(d) aunt Polly
Ans: (d) aunt Polly
- Tom felt miserable on the mornings of
(a) Sunday
(b) Monday
(c) Thursday
(d) Saturday
Ans: (b) Monday
- If Aunt Polly was to know that Tom had a loose tooth, she would
(a) call a doctor
(b) bring him some medicines
(c) surely pull it out
(d) tell him to rest
Ans: (c) surely pull it out
Answer the following questions within fifteen words:
- How are Sid and Mary related to Tom?
Ans: Sid is Tom’s brother and Mary is Tom’s cousin.
- Why did Tom ask Sid not to stir him?
Ans: Because, one of Tom’s toes was paining.
- Which one of Tom’s teeth had come loose?
Ans: One of Tom’s upper front teeth had come loose.
Answer the following questions within twenty-five words:
- How did Aunt Polly react to the news that Tom was dying?
Ans: Aunt Polly’s face grew pale and her lips trembled.
- How was Tom’s loose tooth taken out?
Ans: Aunt Polly fastened one end of the silk thread to Tom’s tooth and the other end to the bed-pot. She pulled and the tooth hung dangling by the bed-post.
- What did Tom remember hearing from a doctor?
Ans: Tom remembered hearing from a doctor that a certain ailment could lay up a patient for three days.
Lesson 8 – His First Flight
-
- The colour of the seagull’s body was
(a) red
(b) black
(c) blue
(d) grey
Ans: (d) grey
- The two brothers and sisters of the seagull were lying on the
(a) pain
(b) plateau
(c) valley
(d) hill
Ans: (b) plateau
- At night the seagull slept in a little
(a) nest
(b) hole
(c) turret
(d) burrow
Ans: (b) hole
- The ledge faced the
(a) north
(b) south
(c) east
(d) west
Ans: (b) south
Physical Science – ভৌত বিজ্ঞান
সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1×8= 8
- একটি কঠিন এরোসল হল –
(a) গঁদ
(b) দুধ
(c) মেঘ
(d) ধোঁয়া
- লঘু অ্যাসিড দ্রবণের সঙ্গে বিক্রিয়ায় H₂, গ্যাস উৎপন্ন করতে পারে না-
(b) Zn.
(c) Cu
(d) Mg
(a) Fe
- একটি দ্বিক্ষারীয় অ্যাসিড হল-
(a) HCI
(b) H₂SO₄
(c) HNO₃
(d) H₃PO₄
- কার্যের মাত্রীয় সংকেত হল
(a) MLT²
(b) ML² T³
(c) ML² T²
(d) MLT³
- m ও 4m ভরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 2 : 1 হলে, তাদের ভরবেগের অনুপাত –
(a) 1 : v2
(b) 1 : 2
(c) 1 : 4
(d) 1 : 6.2
- বৃষ্টির ফোঁটা গোলাকার হয় যে ধর্মের জন্য
(a) পৃষ্ঠটান
(b) সান্দ্রতা
(c) বায়ুমণ্ডলীয় চাপ
(d) প্লবতা।
- জলে ভাসমান একটি বস্তুর আয়তনের 0.4 অংশ জলের বাইরে আছে। বস্তুটির উপাদানের আপেক্ষিক গুরুত্ব-
(a) 0.4
(b) 0.6
(c) 0.5
(d) 0.7
- 0.1 মোল অক্সিজেনের STP-তে আয়তন হল-
(a) 11.2 L
(b) 22.4 L.
(c) 44.8 L
(d) 2.24 L
নীচের প্রশ্নগুলি অতি সংক্ষেপে উত্তর দাও : 1×7=7
- উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কমে এমন একটি যৌগের উদাহরণ দাও।
- অ্যাসিড দ্রবণে ফেনলপথ্যালিনের বর্ণ কীরূপ হয়?
- F বল প্রযুক্ত হওয়ায় একটি বস্তু V বেগে গতিশীল হয়। এক্ষেত্রে ক্ষমতা কত?
অথবা,
1 কিলোওয়াট = কত অশ্ব ক্ষমতা ?
- চাপের SI একক কী? অথবা, ঘাতের মাত্রীয় সংকেত লেখো।
- শূন্যস্থান পূরণ করো : প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান ____________________ বার।
- সত্য না মিথ্যা লেখো : 1 গ্রাম-পরমাণু হাইড্রোজেন বলতে 2 গ্রাম হাইড্রোজেনকে
বোঝায়।
- শূন্যস্থান পূরণ করো : ইমালসনে বিস্তার দশা ও বিস্তার মাধ্যম উভয়েই ______________ ।
অথবা,
প্রকৃত দ্রবণে দ্রাব কণাগুলির ব্যাস _____________ সেমি বা তার কম।
নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও : 2×5=10
- কলয়েডীয় দ্রবণ কাকে বলে? উদাহরণ দাও।
- আরহেনিয়াসের তত্ত্ব অনুসারে অ্যাসিড কাকে বলে? উদাহরণ দাও।
অথবা,
দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি শমিত লবণ ও আম্লিক লবণের
উদাহরণ দাও।
- বলের দ্বারা কার্য বলতে কী বোঝায়? উদাহরণ দাও।
- ধারারেখ প্রবাহ কাকে বলে? অথবা, বানৌলির নীতিটি বিবৃত করো।
- অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে? এর মান কত?
নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও : 3×5 = 15
- জিংকের সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ায় কী ঘটে সমীকরণ-সহ লেখো।
একটি দ্রবণের pH = 3 হলে, দ্রবণের প্রকৃতি কীরূপ?
- v বেগে ধাবমান m ভর বিশিষ্ট বস্তুর গতিশক্তি নির্ণয় করো।
অথবা,
একটি বাতি 10 সেকেন্ডে 1000 জুল তড়িৎ শক্তি খরচ করে। বাতিটির ক্ষমতা কত নির্ণয় করো।
- স্থিতিস্থাপকতা সংক্রান্ত হুকের সূত্রটি লেখো। ইয়ং গুণাঙ্ক কাকে বলে? ইয়ং গুণাঙ্কের SI একক লেখো।
অথবা,
সাইফন কী? সাইফনক্রিয়ার দুটি শর্ত লেখো।
- একটি নাইট্রোজেন পরমাণুর প্রকৃত ভর গ্রাম এককে নির্ণয় করো। নাইট্রোজেনের পারমাণবিক গুরত্ব 14।
- কেলাসন কাকে বলে? কীভাবে কেলাস প্রস্তুত করা হয়?
অথবা,
40°C উষ্ণতায় প্রস্তুত একটি লবণের সম্পৃক্ত দ্রবণের 75 g-কে বাষ্পীভূত করলে 20 g অবশেষে পাওয়া গেল। 40°C উন্নতায় লবণটির দ্রাব্যতা কত?
Life Science – জীবন বিজ্ঞান
সঠিক উত্তরটি নির্বাচন করো : 1x 5 = 5
- নিম্ন মহাশিরা ও ডান অলিন্দের সংযোগস্থলে অবস্থিত কপাটিকাটি হল—
(i) পালমোনারি কপাটিকা
(ii) অ্যায়োর্টিক কপাটিকা
(iii) থিবেসিয়ান কপাটিকা
(iv) ইউস্টেচিয়ান কপাটিকা
- হাঁপানি উপশমকারী উপক্ষারটি হল—
(i) রেসারপিন
(ii) ডাটুরিন
(iii) নিকোটিন
(iv) ক্যাফিন
- সন্ধান প্রক্রিয়ায় উৎপন্ন হয়—
(i) মিথাইল অ্যালকোহল
(ii) জৈব অক্সাইড
(iii) জল
(iv) ইথাইল অ্যালকোহল
- পাইন গাছ একটি —
(i) আংশিক মৃতজীবী
(ii) আংশিক পরজীবী
(iii) আংশিক মিথোজীবী
(iv) আংশিক পতঙ্গভুক
- রক্তে অণুচক্রিকার সংখ্যা কমে গেলে যে রোগটি হয় তা হল—
(i) অ্যানিমিয়া
(ii) লিউকোমিয়া
(iii) পারপিউরা
(iv) সায়াটিকা
নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশমতো উত্তর দাও :
- শূন্যস্থান পূরণ করো :
(a) _________________ কে হিল বিকারক বলে।
(b) বিজ্ঞানী _________________ প্রোটোপ্লাজমকে ‘জীবনের ভিত্তি’ রূপে বর্ণনা করেন।
(c) কাঁকড়ার শ্বাস-অঙ্গকে ____________ বলে।
- সত্য অথবা মিথ্যা নিরূপণ করো :
(a) ফ্লোয়েমের সিভনল খাদ্যরস পরিবহণে মুখ্য ভূমিকা পালন করে।
(b) মলকে রেচন পদার্থ বলা হয়।
(c) অলিন্দ প্রাচীরের তুলনায় নিলয়ের প্রাচীর অধিক স্থূল হয়।
ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মেলাও (তিনটি): 1×3=3
| ‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
| (a) অ্যাট্রোপিন | (i) পেপসিন |
| (b) অন্ধকার দশা | (ii) বেলেডোনা |
| (c) প্রোটিন | (iii) AV নোড |
| (d) হূৎপিণ্ডের পেসমেকার | (iv) ব্ল্যাকম্যান বিক্রিয়া |
| (v) SA নোড |
প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :
- অ্যামিবার রেচন অঙ্গের নাম কী?
- সালোকসংশ্লেষে সক্ষম একটি ব্যাকটেরিয়ার উদাহরণ দাও।
- জলের পুনঃবিশোষণে সাহায্যকারী হরমোনটির নাম লেখো।
দু-একটি বাক্যে উত্তর দাও (পাঁচটি): 2×5 = 10
- রজন ও তরুক্ষীরের একটি করে অর্থকরী গুরুত্ব লেখো।
- লসিকার দুটি কাজ লেখো।
- মানুষের দন্তসংকেতটি লেখো।
- সবাত শ্বসনের সমীকরণটি লিখে দেখাও।
- সালোকসংশ্লেষের কার্যবর্ণালি কাকে বলে? সালোকসংশ্লেষের আলোকবিক্রিয়ার অস্তিম পদার্থগুলি কী কী?
- বাষ্পমোচন ও বাষ্পীভবনের দুটি পার্থক্য লেখো।
- অগ্ন্যাশয় গ্রন্থি নিঃসৃত একটি ফ্যাটভঙ্গক ও একটি শর্করাভঙ্গক উৎসেচকের নাম লেখো। টায়ালিন উৎসেচকটি কোন্ জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে?
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো তিনটি) : 5×3=15
- রক্ততঞ্চনের বিভিন্ন পর্যায় সম্বন্ধে লেখে রক্ততঞ্চনের তাৎপর্য দুটি উল্লেখ করো।
- বৃক্কের মধ্যে মূত্র উৎপাদনের পদ্ধতিগুলির নাম উল্লেখ করো। মানুষের রেচনে যকৃতের ভূমিকা কী?
- গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ছকের সাহায্যে দেখাও।
- আরশোলার মুক্ত সংবহনতন্ত্রের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো : (i) অ্যালারি পেশি (ii) অস্ট্রিয়া (iii) হৃৎপিণ্ড (iv) পেরিকার্ডিয়াল সাইনাস।
অথবা,
মানুষের রেচনতন্ত্রের চিত্রটি অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো : (i) অ্যাড্রিনাল গ্রন্থি (ii) গবিনী (iii) রেনাল ধমনি (iv) মূত্রাশয়।
Mathematics – গণিত
- প্রমাণ করো যে, একটি সামান্তরিকের কর্ণদ্বয় সমান হলে সামান্তরিকটি একটি আয়তকার চিত্র ।
- প্রমাণ করি যে , একটি সামান্তরিকের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হলে এবং কর্ণদ্বয় পরপরকে লম্ব ভাবে ছেদ করলে , সামান্তরিকটি একটি বর্গাকার চিত্র ।
- প্রমাণ করি যে, একটি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে লম্ব ভাবে ছেদ করলে , প্রমাণ করো সামান্তরিকটি একটি রম্বস ।
- ABC ত্রিভুজের BC বাহুর মধ্যবিন্দু D; D বিন্দু দিয়ে CA এবং BA বাহুর সমান্তরাল সরলরেখাংশ BA এবং CA বাহুকে E ও F বিন্দুতে ছেদ করে । প্রমাণ করি যে , EF = ½ BC
- D এবং E বিন্দুদ্বয় যথাক্রমে ABC ত্রিভুজের AB ও AC বাহুর ওপর এমনভাবে অবস্থিত যে , AD = ¼ AB এবং AE = ¼ AC ; প্রমাণ করি যে , DE || BC এবং DE = ¼ BC
- ABC ত্রিভুজের AB এবং AC বাহুর মধ্যবিন্দু যথাক্রমে D ও E ; P ও Q যথাক্রমে CD ও BD এর মধ্যবিন্দু ।প্রমাণ করি যে BE ও PQ পরস্পরকে সমদ্বিখন্ডিত করে ।
- P(x) = x2-5x বহুপদী সংখ্যামালার শূন্যদ্বয় 0 এবং 5
- P(x) = x2-2x-8 বহুপদী সংখ্যামালার শূন্যদ্বয় 4 এবং (-2)
- f(x) = 4+3x-x3 +5×6
- k-এর মান কত হলে x+2 দ্বারা 2×4+3×3+2kx2+3x+6 বহুপদী সংখ্যামালাটি বিভাজ্য হবে হিসাব করে লিখি ।
Geography – ভূগোল
বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো : 1×7=7
-
- জাপানের ফুজিয়ামা যে শ্রেণির পর্বতের উদাহরণ তা হলো
(A) আগ্নেয় পর্বত
(B) ভঙ্গিল পর্বত
(C) স্তূপ পর্বত
(D) ক্ষয়জাত পর্বত
- আবহবিকারের ফলে চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ড মূল শিলার ওপর যে আস্তরণ তৈরি করে সেটি হলো –
(A) আদি শিলা
(B) রেগলিথ
(C) মৃত্তিকা
(D) স্ক্রী
- উত্তরবঙ্গের একটি নদী হলো –
(A) কাঁসাই
(B) ইছামতী
(C) দামোদর
(D) তিস্তা
- পশ্চিমবঙ্গের পশ্চিমে অবস্থিত রাজ্যটির নাম –
(A) অসম
(B) ত্রিপুরা
(C) সিকিম
(D) ঝাড়খণ্ড।
- পৃথিবীর মাঝ বরাবর পূর্ব-পশ্চিমে বিস্তৃত 0° কাল্পনিক রেখাটির নাম হলো –
(A) মূলমধ্যরেখা
(C) মকরক্রান্তি রেখা
(B) কর্কটক্রান্তিরেখা
(D) নিরক্ষরেখা।
- ঘড়িতে দুপুর 2 টো 56 বাজে। এটিকে প্রকাশ করার ঠিক বিকল্পটি হলো –
(A) 2:56
(B) 2 টো 56 মি.
(C) 2:56a.m
(D) 2:56p.m
- নীচের যে জোড়াটি পরস্পর সম্পর্কযুক্ত তা হলো –
(A) অগ্ন্যুদগম – অন্তর্জাত প্ৰক্ৰিয়া
(B) স্তূপ পর্বত – ভাঁজ
(C) গ্রস্ত উপত্যকা— গিরিজনি আলোড়ন
(D) ভঙ্গিল পর্বত—মহীভাবক আলোড়ন।
বাক্যটি সত্য হলে ‘ঠিক’ ও অসত্য হলে ‘ভুল’ লেখো : 1×2=2
- পশ্চিমবঙ্গের নবীনতম জেলা আলিপুরদুয়া।
- একই অক্ষরেখায় জলবায়ুর কোনো পরিবর্তন দেখা যায় না।
উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো : 1×2=2
- নদীবাহিত পলি সঞ্চিত হয়ে _________
সমভূমি গঠন করে।
- পশ্চিমবঙ্গে অবস্থিত ভারতের উচ্চতম রেলস্টেশন __________।
স্তম্ভ মেলাও : 1×3=3
| বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
| 1. বিষমসত্ত্ব শিলা | (A) ক্ষয়জাত পৰ্বত |
| 2. উদ্ভিদের শিকড় | (B) ক্ষুদ্রকণা বিশরণ |
| 3. প্রাকৃতিক শক্তি | (C) জৈবিক আবহবিকার |
একটি বা দুটি শব্দে উত্তর দাও : 1×1=1
- ৯০° পূর্ব দ্রাঘিমার প্রতিপাদ স্থানের দ্রাঘিমার মান কত হবে?
নীচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো : 2×4=4
- মানুষের নানা অবৈজ্ঞানিক কাজকর্মে মাটির গুণগত মান ক্রমশ হ্রাস পাচ্ছে। এমন দুটি পদ্ধতি বা উপায় উল্লেখ করো যাতে মৃত্তিকার গুণগত মান পুনরুদ্ধার করা সম্ভব হয়।
অথবা,
আবহবিকার কাকে বলে?
- পশ্চিমবঙ্গের সর্বাধিক বর্ষণযুক্ত এবং শুষ্কতম স্থানদুটির নাম লেখো।
অথবা,
পশ্চিমবঙ্গের জলবায়ুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
- মূলমধ্যরেখার দুটি তাৎপর্য উল্লেখ করো।
অথবা,
অক্ষাংশ কাকে বলে?
- ব্যবচ্ছিন্ন মালভূমি গঠিত হবার দুটি শর্ত লেখো।
অথবা,
আগ্নেয় পর্বতের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
নীচের প্রশ্নগুলির উত্তর দাও : 3×4=12
- তিনটি বিষয়ের ভিত্তিতে আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে তুলনামূলক আলোচনা করো।
অথবা,
চিত্রসহ শল্কমোচন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো।
- সুন্দরবন অঞ্চলের নদীগুলির তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
অথবা,
পশ্চিমবঙ্গের তথ্যপ্রযুক্তি শিল্পের তিনটি সমস্যা উল্লেখ করো।
- তিনটি বিষয়ের ভিত্তিতে অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য নিরূপণ করো।
অথবা,
স্থানীয় সময় ও প্রমাণ সময়ের সংজ্ঞা দাও।
- পৃথিবীর বেশিরভাগ মানুষই সমভূমি অঞ্চলকে বাসস্থানের ক্ষেত্র হিসাবে বেছে নিয়েছেন। বক্তব্যটির স্বপক্ষে তিনটি যুক্তি দাও।
অথবা,
ভঙ্গিল পর্বতের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : 5×1=5
- টোকিও (১৩৯°৪৫ পূ:) থেকে ২০১৬ সালের ১লা মার্চ মঙ্গলবার ভোর ৩টের সময় একটি ই-মেল কলকাতায় (৮৮°২৪ পৃ:) পাঠানো হয়েছিল। সেটি কলকাতায় কোন্ দিন, কোন্ তারিখ ও কোন সময় এসে পৌঁছেছিলো?
অথবা,
পশ্চিমবঙ্গের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির – এই বক্তব্যটির সত্যতা বিচার করো।
History – ইতিহাস
সঠিক উত্তরটি নির্বাচন করো:
- মিশ্রিত কয়লা ও চুনাপাথর জ্বালিয়ে তার তাপে লোহা গলানোর আবিষ্কার পদ্ধতি আবিষ্কার করেছিলেন-
(A) জেমস ওয়াট
(B) জন স্মিটন
(C) ম্যাথুবোল্টন
(D) আব্রাহাম ডার্বি
- দাস ক্যাপিটাল লিখেছিলেন-
(A) সাঁ সিমোঁ
(B) রবার্ট ওয়েন
(C) কার্ল মার্কস
(D) শার্ল ফুরিয়ের
- ডেভির নিরাপত্তা বাতিটি ব্যবহৃত হত-
(A) খনি গর্ভে
(B) কারখানায়
(C) রান্নাঘরে
(D) অফিসে
- রাশিয়ার পার্লামেন্টের নাম-
(A) ডুমা
(B) সেনেট
(C) এস্টেট জেনারেল
(D) রাইখস্ট্যাগ
- চোদ্দো দফা নীতি ঘোষণা করেন-
(A) লেনিন
(B) কাইজার দ্বিতীয় উইলিয়াম
(C) উড্রো উইলসন
(D) রুজভেল্ট
- ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল-
(A) ইংল্যান্ডে
(B) রাশিয়াতে
(C) অস্ট্রিয়াতে
(D) ফ্রান্সে
- ইউরোপে বিপ্লবের বছর বলা হয়-
(A) ১৮৩০ খ্রিস্টাব্দকে
(B) ১৮৪৮ খ্রিস্টাব্দকে
(C) ১৮৫২ খ্রিস্টাব্দকে
(D) ১৮১৫ খ্রিস্টাব্দকে
8 . ইয়ং ইতালি প্রতিষ্ঠা করেছিলেন-
(A) ম্যাৎসিনি
(B) গ্যারিবল্ডি
(C) ভিক্টর ইমানুয়েল
(D) কাভুর
নীচের প্রশ্নগুলির উত্তর দাও:
- ‘কনফেডারেশন অফ দি রাইন’ কে গঠন করেন?
- বস্ত্রশিল্পের উপযোগী দুটি যন্ত্রের নাম লেখো।
- একটি বাক্যে উত্তর দাও:
- কার্লসবাড ডিক্রি কে জারি করেন?
সত্য বা মিথ্যা নির্ণয় করো:
- লেনিন ও হবসন আধুনিক সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদের অর্থনৈতিক ব্যাখ্যা দিয়েছিলেন।
- ফ্রান্সের দু’জন কল্পনাশ্রয়ী সমাজতন্ত্রী হলেন সাঁ সিমোঁ ও লুই ব্যাঙ্ক।
- ১৮৫৬ খ্রিস্টাব্দে দ্বিতীয় আফিম যুদ্ধ হয়েছিল।
নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো:
- বিবৃতি: ১৯১৯ খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল।
ব্যাখ্যা-১: মহামন্দা রোধ করার জন্য।
ব্যাখ্যা-২: বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য।
ব্যাখ্যা-৩: ফ্যাসিবাদ রোধ করার জন্য।
- বিবৃতি: ভারতে ব্রিটিশ উপনিবেশ তৈরি করা হয়েছিল।
ব্যাখ্যা-১: শিল্পবিপ্লবের জন্য দরকারি কাঁচামাল সংগ্রহের জন্য।
ব্যাখ্যা-২: ভারতে শিল্পবিপ্লব ঘটানোর জন্য।
ব্যাখ্যা-৩: ভারতে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ঘটানোর জন্য।
দুটি অথবা তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো ৪টি):
- শিল্পবিপ্লবের সময় ইংল্যান্ডকে বিশ্বের কারখানা কেন বলা হতো?
- সেরাজোভা হত্যাকান্ড কী?
- হুভার মোরাটোরিয়াম বলতে কী বোঝো?
- রিসর্জিমেন্টো কী?
- জোলভারেইন কাকে বলে?
সাত বা আটটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও:
- যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সঙ্গে ইংল্যান্ডের শিল্পবিপ্লবের সম্পর্ক বিশ্লেষণ করো।
- রাশিয়ার অর্থনীতি কীভাবে রুশ বিপ্লবের প্রেক্ষাপট তৈরী করেছিল?
- টীকা লেখো: ভিয়েনা সম্মেলন (১৮১৫ খ্রিস্টাব্দ)
পনেরো বা ষোলোটি বাক্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:
- প্যারি কমিউন বিষয়ে একটি টীকা লেখো। শিল্পবিপ্লব কীভাবে উপনিবেশবাদের জন্ম দিয়েছিল?
- প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃতি বিশ্লেষণ করো। ভার্সাই চুক্তির মূল শর্তগুলি কী ছিল?
- বিসমার্কের রক্ত ও লৌহনীতি জর্মন ঐক্য ঘটিয়েছিল – মন্তব্যটি যুক্তিসহ আলোচনা করো।
![]()