Skip to content

Algae & Fungi শৈবাল ও ছত্রাক

Source: Internet
Video source & credit: সমগ্র শিক্ষা মিসন (পূর্ব মেদিনীপুর)

algae fungi

Algae & Fungi শৈবাল ও ছত্রাক

শৈবাল উদ্ভিদে ক্লোরোপ্লাস্ট থাকে. তাই এরা সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে সক্ষম এবং এরা স্বভোজী.

ছত্রাক উদ্ভিদে ক্লোরোপ্লাস্ট থাকে না.তাই এরা নিজেরা খাদ্য তৈরি করতে পারে না. এরা মৃতজীবী বা পরজীবী হিসেবে বাস করে.

শৈবাল কি ?

বিভিন্ন ধরনের আকার ও আয়তন বিশিষ্ট স্বভোজী পুষ্টি সম্পন্নকারী এবং ক্লোরোফিল সম্বলিত নিউক্লিয়াসবিহীন অথবা নিউক্লিয়াস যুক্ত সমাঙ্গদেহী অর্থাৎ থ্যালোফাইটা বিভাগযুক্ত সরল প্রকৃতির উদ্ভিদকে শৈবাল বলা হয়।

শৈবাল প্রধানত জলজ উদ্ভিদ। তবে কয়েক প্রকার শৈবাল স্থলজ ও অর্ধ জলজ পরিবেশে জন্মায়। শৈবালের দেহের গঠন এককোষী থেকে বহুকোষী জটিল প্রকৃতির হতে পারে। কয়েকটি শৈবালের উদাহরণঃ chlorella, Nostoc, Anabaena, Cladophora ইত্যাদি।

ছত্রাক কি ?

বিভিন্ন প্রকৃতির আকার ও আয়তন বিশিষ্ট ক্লোরোফিল বিহীন, নিউক্লিয়াসযুক্ত ও পরভোজী পুষ্টি সম্পন্ন ওবং অযৌন ও যৌন প্রজননক্ষম থ্যালোফাইটা গোষ্ঠীভুক্ত সরল প্রকৃতির উদ্ভিদকে ছত্রাক বলে।

জীববিজ্ঞানের যে শাখায় ছত্রাক সমন্ধে আলোচনা করা হয় তাকে ছত্রাকতত্ত্ব বা মাইকোলজি (Mycology) বলে। কয়েকটি ছত্রাকের উদাহরণঃ Penicillium, Mucor, Phoma, Rhizoctonia ইত্যাদি।

শৈবাল ও ছত্রাকের পার্থক্য

১। বিভিন্ন ধরনের আকার ও আয়তন বিশিষ্ট স্বভোজী পুষ্টি সম্পন্নকারী এবং ক্লোরোফিল সম্বলিত নিউক্লিয়াসবিহীন অথবা নিউক্লিয়াস যুক্ত সমাঙ্গদেহী অর্থাৎ থ্যালোফাইটা বিভাগযুক্ত সরল প্রকৃতির উদ্ভিদকে শৈবাল বলা হয়।

অপরদিকে বিভিন্ন প্রকৃতির আকার ও আয়তন বিশিষ্ট ক্লোরোফিল বিহীন, আদর্শ নিউক্লিয়াসযুক্ত ও পরভোজী পুষ্টি সম্পন্ন ওবং অযৌন ও যৌন প্রজননক্ষম থ্যালোফাইটা গোষ্ঠীভুক্ত সরল প্রকৃতির উদ্ভিদকে ছত্রাক বলে।

২। শৈবালের দেহে ক্লোরোফিল আছে বলে শৈবাল সবুজ বর্ণের। অপরদিকে ছত্রাকের দেহে ক্লোরোফিল নেই বলে এরা বর্ণহীন বা কিছুটা ছাই বর্ণের।

৩।শৈবাল সালোকসংশ্লেষণ পক্রিয়ায় অংশগ্রহণ করে নিজের খাদ্য নিজে তৈরি করে, এরা স্বভোজী। অপরদিকে ছত্রাক সালোকসংশ্লেষণ পক্রিয়ায় অংশগ্রহণ করে না বলে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, এরা পরভোজী।

৪। শৈবালের বংশবিস্তার ও জীবচক্রে আলোর প্রয়োজন। অপরদিকে ছত্রাকের বংশবিস্তার ও জীবচক্রে আলোর প্রয়োজন হয় না।

৫। শৈবালের কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত। অপরদিকে ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন জাতীয় দ্রব্যের সমন্বয়ে গঠিত।

৬। শৈবাল বহুকোষী ও কলয়েডীয়। অপরদিকে ছত্রাক বহুকোষী ও সূত্রবৎ।

৭। শৈবালের বিশ্রাম দশার নাম সিস্ট (cysts)। অপরদিকে ছত্রাকের বিশ্রাম দশার নাম স্পোর (spores)

৮। শৈবালের সঞ্চিত খাদ্য সর্করা ও স্টার্চ জাতীয়। অপরদিকে ছত্রাকের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন।

৯। সাধারণত শৈবাল জলজ পরিবেশে জন্মায়। অপরদিকে অধিকাংশ ছত্রাক স্থলজ বা মৃত্তিকা পরিবেশে জন্মায়।

১০। কয়েকটি শৈবালের উদাহরণঃ chlorella, Nostoc, Anabaena, Cladophora ইত্যাদি। অপরদিকে কয়েকটি ছত্রাকের উদাহরণঃ Penicillium, Mucor, Phoma, Rhizoctonia ইত্যাদি।

Video Guidance

YouTube player

Loading

Leave a Reply

error: