Skip to content

সাহিত্যানুশীলন – দ্বাদশ শ্রেণী (তৃতীয় সেমিস্টার)

bnga_cl-12-sem-3
num-allot-cl-12-sem-3-bnga

আদরিণী পাঠ্যাংশ

আদরিণী বহুবিকল্পভিত্তিক প্রশ্ন-উত্তর (MCQ)

ধর্ম পাঠ্যাংশ

ধর্ম বহুবিকল্পভিত্তিক প্রশ্ন-উত্তর (MCQ)

দিগ্বিজয়ের রূপকথা পাঠ্যাংশ

দিগ্বিজয়ের রূপকথা বহুবিকল্পভিত্তিক প্রশ্ন-উত্তর (MCQ)

১। এই হৃদয়ের খাপে ভরা”- ‘হৃদয়ের খাপে’ কী ভরা আছে?
(গ) মন্ত্রপূত ইস্পাতখণ্ড
(ক) মন্ত্রপূত কবচ
(ঘ) মন্ত্রপূত কবচকুণ্ডল
(খ) মন্ত্রপূত অসি
উত্তরঃ (খ) মন্ত্রপূত অসি 

২। “নিশ্চিত পৌঁছুবো…”-কে পৌঁছোবে?
(ঘ) পাটরানি
(গ) কবি-কথক
(ক) দুয়োরানি
(খ) সুয়োরানি
উত্তরঃ (গ) কবি-কথক 

৩। কবিতায় ব্যবহৃত ‘খর্জুর’ শব্দটির ভাষাতাত্ত্বিক বিবর্তনটি হল –
(ঘ) খর্জুর (সং) > খর্জুর (প্রা) > খাজুর বা খেজুর (বাং)
(ক) খজুর (সং) > খর্জুর (প্রা) > খাজুর বা খেজুর (বাং)
(গ) খর্জুর (সং) > খর্জুর (প্রা) > খাজুর বা খেজুর (বাং)
(খ) খর্জুর (সং) > খজুর (প্রা) > খাজুর বা খেজুর (বাং)
উত্তরঃ (গ) খর্জুর (সং) > খর্জুর (প্রা) > খাজুর বা খেজুর (বাং) 

 

৪। “শাণিত ইস্পাত খন্ড।”- ‘শাণিত’ শব্দের অর্থ-
(খ) রক্তাক্ত
(ক) অতি ধারালো বা তীক্ষ্ণ
(গ) বৃহৎ
(ঘ) প্রচণ্ড বা প্রখর
উত্তরঃ (ক) অতি ধারালো বা তীক্ষ্ণ 

৫। “নিশ্চিত পৌঁছুবো…”- কোথায় পৌঁছোনোর কথা বলা হয়েছে?
(গ) মালয়দ্বীপে
(ক) লাক্ষাদ্বীপে
(ঘ) খজুরের দ্বীপে
(খ) সুমাত্রা দ্বীপে
উত্তরঃ (ঘ) খজুরের দ্বীপে 

 

৬। কবিতানুসারে ‘শাণিত ইস্পাত খন্ড’ বলতে কীসের প্রতি ইঙ্গিত করা হয়েছে?
(ঘ) মন্ত্রপূত কবচকুণ্ডল
(ক) মন্ত্রপূত তীর
(গ) মন্ত্রপূত ধনুক
(খ) মন্ত্রপূত অসি
উত্তরঃ (খ) মন্ত্রপূত অসি 

৭। কবিতানুসারে ‘অসি’ কোথায় ভরা আছে?
(ক) অস্ত্র রাখার খাপে
(গ) হৃদয়ের খাপে
(ঘ) তৃণীরের খাপে
(খ) তরবারির খাপে
উত্তরঃ (গ) হৃদয়ের খাপে 

৮। শাণিত ইস্পাত খন্ড’ ছাড়াও মন্ত্রপূত অসির আর কোন্ বৈশিষ্ট্যসূচক শব্দ কবিতায় উল্লিখিত আছে?
(খ) অটুট
(গ) ক্ষণভঙ্গুর
(ক) অভঙ্গ
(ঘ) অভঙ্গুর
উত্তরঃ (ঘ) অভঙ্গুর 

৯। ‘দিগ্বিজয়ের রূপকথা’ কবিতা অনুযায়ী মানুষের দিগ্বিজয়ী হতে প্রয়োজন-
(গ) ভাগ্য ও বাহুবল
(খ) জাদুমন্ত্র
(ঘ) বিশ্বাস ও ভালোবাসা
(ক) অর্থ ও লোকবল
উত্তরঃ (ঘ) বিশ্বাস ও ভালোবাসা 

১০। “এই হৃদয়ের খাপে ভরা” – হৃদয়ের খাপে বলতে বোঝানো হয়েছে
(গ) ভীরু হৃদয়ের গভীরতা
(খ) কামনাবাসনাময় হৃদয়ের গভীরতা
(ক) আত্মপ্রত্যয়ী বীরত্বে পূর্ণ হৃদয়ের গভীরতা
(ঘ) কপট, স্বার্থান্বেষী হৃদয়ের গভীরতা
উত্তরঃ (ক) আত্মপ্রত্যয়ী বীরত্বে পূর্ণ হৃদয়ের গভীরতা 

বাংলা ভাষা পাঠ্যাংশ

পোটরাজ পাঠ্যাংশ

পোটরাজ বহুবিকল্পভিত্তিক প্রশ্ন-উত্তর (MCQ)

তার সঙ্গে পাঠ্যাংশ

তার সঙ্গে বহুবিকল্পভিত্তিক প্রশ্ন-উত্তর (MCQ)

bhasa-bnga-cl-12-sem-3

বাংলা গানের ইতিহাস পাঠ্যাংশ

বাংলা গানের ইতিহাস বহুবিকল্পভিত্তিক প্রশ্ন-উত্তর (MCQ)

১। মানুষের আদিমতম শিল্প হল
(ক) নৃত্য
(খ) সংগীত
(গ) অঙ্কন
(ঘ) আবৃত্তি।
উত্তরঃ (খ) সংগীত

২। মানুষের ভাব প্রকাশের আদিমতম হাতিয়ার ছিল
(ক) সংগীত
(খ) ভাষা
(গ) সুর
(ঘ) চোখ।
উত্তরঃ (গ) সুর

৩। কীসের অনুকরণে মানুষের মধ্যে সুরের জাগরণ ঘটেছিল?
(ক) মেঘ ডাকার শব্দের অনুকরণে
(খ) মনের ভাষার অনুকরণে
(গ) বাতাসের শব্দের অনুকরণে
(ঘ) পশুপাখির ভাষার অনুকরণে।
উত্তরঃ (ঘ) পশুপাখির ভাষার অনুকরণে

 

৪। বিভিন্ন শব্দ অনুকরণের চেষ্টায় দ্রুত বিবর্তিত হয়েছে মানুষের
(ক) বাগযন্ত্র
(খ) শ্রবণেন্দ্রিয়
(গ) মস্তিষ্ক
(ঘ) গায়কি।
উত্তরঃ (ক) বাগযন্ত্র

৫। মানুষের প্রথম সাংগীতিক যন্ত্র হল তার-
(ক) হস্ত
(খ) সেতার
(গ) কণ্ঠ
(ঘ) তানপুরা।
উত্তরঃ (গ) কণ্ঠ

 

৬। ভারত তথা বাংলার যাবতীয় বাদ্যযন্ত্রকে ক-টি ভাগে ভাগ করা সম্ভব-
(ক) একটি
(খ) দুটি
(গ) তিনটি
(ঘ) চারটি।
উত্তরঃ (ঘ) চারটি

৭। নিম্নোক্ত বিকল্পগুলির মধ্যে কোন্টি বাংলার যাবতীয় বাদ্যযন্ত্রগুলির প্রকার নয়?
(ক) তারযন্ত্র
(খ) বাঁশি
(গ) খোল-ঢোল-তবলার মতো তালবাদ্য
(ঘ) করতালি।
উত্তরঃ (ঘ) করতালি

৮। নিম্নলিখিত বাদ্যযন্ত্রগুলির মধ্যে কোন্টি নিরেট বা ঘন তালযন্ত্র?
(ক) তবলা
(খ) তানপুরা
(গ) ঘুঙুর
(ঘ) সেতার।
উত্তরঃ (গ) ঘুঙুর

৯। একটি তালবাদ্যের উদাহরণ হল-
(ক) করতাল
(খ) খোল
(গ) সানাই
(ঘ) একতারা।
উত্তরঃ (খ) খোল

১০। একটি তারযন্ত্র হল-
(ক) ঢাক
(খ) বাঁশি
(গ) তানপুরা
(ঘ) খঞ্জনি।
উত্তরঃ (গ) তানপুরা

বাঙালির বিজ্ঞানচর্চার সংক্ষিপ্ত পরিচিতি পাঠ্যাংশ

বাঙালির বিজ্ঞানচর্চার সংক্ষিপ্ত পরিচিতি বহুবিকল্পভিত্তিক প্রশ্ন-উত্তর (MCQ)

১। শিবপুর বোটানিক্যাল গার্ডেনের আদি নাম কী ছিল?
(ক) রয়‍্যাল বোটানিক্যাল গার্ডেন
(খ) রয়‍্যাল বেঙ্গল গার্ডেন
(গ) ন্যাশনাল গার্ডেন
(ঘ) বোটানিক গার্ডেন।
উত্তরঃ (ক) রয়‍্যাল বোটানিক্যাল গার্ডেন

২। শিবপুর বোটানিক্যাল গার্ডেনের অপর নাম কী?
(ক) আচার্য প্রফুল্লচন্দ্র রায় বোটানিক্যাল গার্ডেন
(খ) আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন
(গ) মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বোটানিক্যাল গার্ডেন
(ঘ) আচার্য প্রফুল্লচন্দ্র চাকী বোটানিক্যাল গার্ডেন।
উত্তরঃ (খ) আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন

৩। শিবপুর ‘বোটানিক্যাল গার্ডেন’ কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
(ক) ১৮৮৭ খ্রিস্টাব্দে
(খ) ১৮৮৫ খ্রিস্টাব্দে
(গ) ১৭৭৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৮৭ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ঘ) ১৭৮৭ খ্রিস্টাব্দে

 

৪। ইস্ট ইন্ডিয়া কোম্পানির অন্যতম বাণিজ্যকেন্দ্র ও বন্দর কোথায় ছিল?
(ক) শ্রীরামপুরে
(খ) কলকাতায়
(গ) দিল্লিতে
(ঘ) চন্দননগরে।
উত্তরঃ (খ) কলকাতায়

৫। ইস্ট ইন্ডিয়া কোম্পানির জলযান মেরামত করার জন্য প্রয়োজন হত-
(ক) শাল কাঠের
(খ) সেগুন কাঠের
(গ) মেহগনি কাঠের
(ঘ) শিরীষ কাঠের।
উত্তরঃ (খ) সেগুন কাঠের

 

৬। সেগুন কাঠ কোন্ দেশ থেকে ভারতে আসত?
(ক) ব্রহ্মদেশ
(খ) চীন দেশ
(গ) ঘানা
(ঘ) শ্যাম দেশ।
উত্তরঃ (ক) ব্রহ্মদেশ

৭। বোটানিক্যাল গার্ডেনের মতো কৃত্রিম অরণ্য স্থাপনের মূল উদ্দেশ্য কী ছিল?
(ক) উৎকৃষ্ট মানের কাঠ পাওয়া
(খ) মশলাপাতি সহজে পাওয়া
(গ) ক ও খ উভয়ই সঠিক
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (গ) ক ও খ উভয়ই সঠিক

৮। কোম্পানির বাগান বলা হত
(ক) ন্যাশনাল গার্ডেনকে
(খ) ইস্ট ইন্ডিয়া গার্ডেনকে
(গ) রয়‍্যাল গার্ডেনকে
(ঘ) রয়‍্যাল বোটানিক্যাল গার্ডেনকে।
উত্তরঃ (ঘ) রয়‍্যাল বোটানিক্যাল গার্ডেনকে

৯। কোম্পানির বাগানের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
(ক) কর্নেল রবার্ট কিড
(খ) কর্নেল রবার্ট উইলিয়াম
(গ) কর্নেল রবার্ট ফ্রস্ট
(ঘ) কর্নেল রবার্ট জ্যাকসন।
উত্তরঃ (ক) কর্নেল রবার্ট কিড

১০। কোম্পানির বাগানের প্রথম অবৈতনিক সুপার ছিলেন –
(ক) কর্নেল উইলিয়াম বাকনার
(খ) কর্নেল উইলিয়াম রকসবার্গ
(গ) কর্নেল রবার্ট কিড
(ঘ) কর্নেল রবার্ট উইলিয়াম।
উত্তরঃ (গ) কর্নেল রবার্ট কিড

বাঙালির ক্রীড়াসংস্কৃতির সংক্ষিপ্ত পরিচিতি পাঠ্যাংশ

বাঙালির ক্রীড়াসংস্কৃতির সংক্ষিপ্ত পরিচিতি বহুবিকল্পভিত্তিক প্রশ্ন-উত্তর (MCQ)

১। বাঙালির আদি ক্রীড়াসংস্কৃতির সংক্ষিপ্ত পরিচয় পাওয়া যায় কোন্ গ্রন্থে?
(ক) ‘বাঙালির সংস্কৃতি (আদিপর্ব)’
(খ) ‘বাঙ্গালীর ইতিহাস (আদিপর্ব)’
(গ) ‘বাংলার ইতিহাস (আধুনিক পর্ব)’
(ঘ) ‘বাঙালির খেলাধূলা (আধুনিক পর্ব)’
উত্তরঃ (খ) ‘বাঙ্গালীর ইতিহাস (আদিপর্ব)’

২। ‘বাঙ্গালীর ইতিহাস (আদিপর্ব)’ গ্রন্থটির রচয়িতা কে?
(ক) নীহাররঞ্জন রায়
(খ) জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর
(গ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
(ঘ) রাখালদাস বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ (ক) নীহাররঞ্জন রায়

৩। পাহাড়পুর ও ময়নামতীর ফলকগুলিতে যে খেলাগুলির ছবি পাওয়া যায় সেগুলি হল–
(ক) শিকার ও দাবা
(খ) দাবা ও কুস্তি
(গ) নৌচালনা ও দাবা
(ঘ) কুস্তি ও শিকার
উত্তরঃ (ঘ) কুস্তি ও শিকার

 

৪। ‘বাঙ্গালীর ইতিহাস’ গ্রন্থ অনুযায়ী রাজা-মহারাজ-সামন্ত-মহাসামন্তদের প্রধান বিহার বা ক্রীড়া কী ছিল?
(ক) শিকার বা মৃগয়া
(খ) জলক্রীড়া ও উদ্যানরচনা
(গ) কুস্তি ও মল্লযুদ্ধ
(ঘ) লাঠি ও তলোয়ার খেলা
উত্তরঃ (ক) শিকার বা মৃগয়া

৫। অন্ত্যজ, ম্লেচ্ছ, শবর, চন্ডাল প্রভৃতি অরণ্যচারী কৌমদের প্রধান উপজীব্য কী ছিল?
(ক) মল্লযুদ্ধ
(খ) শিকার
(গ) নৌকাবাইচ
(ঘ) লাঠিখেলা
উত্তরঃ (খ) শিকার

 

৬। কোন্ গ্রন্থে নারীদের জলক্রীড়া এবং উদ্যানরচনার উল্লেখ আছে?
(ক) গীতগোবিন্দ-এ
(খ) মেঘদূত-এ
(গ) পবনদূত-এ
(ঘ) রঘুবংশ-এ
উত্তরঃ (গ) পবনদূত-এ

৭। নীহাররঞ্জন রায় বাঙালির আদি ক্রীড়াসংস্কৃতির পরিচয় দিতে গিয়ে প্রাচীনকালে কোন্ কোন্ খেলার প্রচলন বেশি ছিল বলে উল্লেখ করেছেন?
(ক) শিকার ও নৌচালনা
(খ) লাঠিখেলা ও ষাঁড়ের লড়াই
(গ) দাবা ও পাশাখেলা
(ঘ) মল্লযুদ্ধ ও লাঠিচালনা
উত্তরঃ (গ) দাবা ও পাশাখেলা

৮। বিবাহ উৎসবের প্রধান অঙ্গ বলে বিবেচিত হত কোন্ খেলা?
(ক) দাবা
(খ) পাশা
(গ) কুস্তি
(ঘ) হা-ডু-ডু
উত্তরঃ (খ) পাশা

৯। দ্যুত কোন্ খেলার অপর নাম?
(ক) দাবা
(খ) ফুটবল
(গ) তাস
(ঘ) পাশা
উত্তরঃ (ঘ) পাশা

১০। গ্রামবাংলায় প্রচলিত কিছু খেলা যেগুলিকে ইংরেজিতে Folk Games বলে, বাংলায় তাদের কী বলে?
(ক) গ্রাম্য খেলা
(খ) গ্রাম্য ক্রীড়া
(গ) লোকক্রীড়া
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (গ) লোকক্রীড়া

bhasha

ভাষাবিজ্ঞান ও তার শাখাপ্রশাখা পাঠ্যাংশ

ভাষাবিজ্ঞান ও তার শাখাপ্রশাখা বহুবিকল্পভিত্তিক প্রশ্ন-উত্তর (MCQ)

১। ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়
(ক) বিজ্ঞান
(খ) ভাষা
(গ) ধ্বনি
(ঘ) সাহিত্য।
উত্তরঃ (খ) ভাষা

২। ভাষার বিজ্ঞানই হল-
(ক) ভাষাবিজ্ঞান
(খ) ভাষাতত্ত্ব
(গ) ভাষাকল্প
(ঘ) মৌখিক ভাষা।
উত্তরঃ (ক) ভাষাবিজ্ঞান

 

৩। ভাষাবিজ্ঞানের মূল উদ্দেশ্য কী?
(ক) মানুষকে মাতৃভাষা ভিন্ন অন্য ভাষা শেখানো
(খ) ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত চর্চা করা
(গ) মৌখিক ভাষায় মানুষকে যথাযথ উচ্চারণ শেখানো
(ঘ) বিজ্ঞান কীভাবে বিভিন্ন ভাষায় আলোচিত হতে পারে, তা নিয়ে চর্চা।
উত্তরঃ (খ) ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত চর্চা করা

৪। বিজ্ঞানের অন্যান্য শাখার মতো ভাষাবিজ্ঞান হল একটি-
(ক) নিত্য সক্রিয় বিদ্যা
(খ) স্থাননির্ভর বিদ্যা
(গ) নিত্য প্রগতিশীল বিদ্যা
(ঘ) ‘ক’ ও ‘গ’ দুটিই।
উত্তরঃ (ঘ) ‘ক’ ও ‘গ’ দুটিই

 

৫। বিশেষ থেকে সাধারণের দিকে যে গতিপদ্ধতি, সেটি হল-
(ক) অবরোহমূলক পদ্ধতি
(খ) বিশ্লেষণমূলক পদ্ধতি
(গ) আরোহমূলক পদ্ধতি
(ঘ) নথিভুক্তকরণমূলক পদ্ধতি।
উত্তরঃ (গ) আরোহমূলক পদ্ধতি

৬। বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনার প্রথম ধাপটি কী?
(ক) তথ্যসংগ্রহ ও নথিভুক্তকরণ
(খ) যাচাই
(গ) বিশ্লেষণ
(ঘ) অনুমান।
উত্তরঃ (ক) তথ্যসংগ্রহ ও নথিভুক্তকরণ

৭। বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনা করার জন্য নথিভুক্ত তথ্যকে কী করা হয়?
(ক) সংরক্ষণ
(খ) যাচাই
(গ) বিশ্লেষণ
(ঘ) প্রেরণ।
উত্তরঃ (গ) বিশ্লেষণ

৮। ভাষার উপাদানগুলি বারবার বিশ্লেষণ করে যখন একইরকম ফল বা প্রতিক্রিয়া আসতে থাকে, তখন বিষয়টির কী করা হয়?
(ক) নথিভুক্তকরণ
(খ) পুনর্বিশ্লেষণ
(গ) প্রচার
(ঘ) সাধারণীকরণ।
উত্তরঃ (ঘ) সাধারণীকরণ

৯। বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কিত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও সাধারণীকরণের পর কী করা হয়?
(ক) অনুমান ও যাচাই
(খ) পুনর্বিশ্লেষণ
(গ) সংরক্ষণ
(ঘ) প্রচার ও প্রসার।
উত্তরঃ (ক) অনুমান ও যাচাই

১০। ভাষাবিজ্ঞানের আলোচনায় কোন্ ভাষার গুরুত্ব অনেক বেশি?
(ক) মুখের ভাষা
(খ) লেখার ভাষা
(গ) সাধুভাষা
(ঘ) চলিতভাষা।
উত্তরঃ (ক) মুখের ভাষা

ধ্বনিতত্ত্ব পাঠ্যাংশ

ধ্বনিতত্ত্ব বহুবিকল্পভিত্তিক প্রশ্ন-উত্তর (MCQ)

১। ধ্বনিতত্ত্বে ‘বাগধ্বনি’ বলতে বোঝায়
(ক) যানবাহনের আওয়াজ
(খ) জীবজন্তুর ডাক
(গ) মানুষের মুখে উচ্চারিত ধ্বনি
(ঘ) উপরোক্ত সবকটিই সঠিক।
উত্তরঃ (গ) মানুষের মুখে উচ্চারিত ধ্বনি

২। ভাষার অর্থহীন এবং ক্ষুদ্রতম একক হল
(ক) ধ্বনি
(খ) বাগধ্বনি
(গ) বিভাজ্যধ্বনি
(ঘ) অবিভাজ্যধ্বনি।
উত্তরঃ (খ) বাগধ্বনি

৩। ভাষা প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে
(ক) বাগযন্ত্র
(খ) হস্ত
(গ) পদ
(ঘ) চক্ষু।
উত্তরঃ(ক) বাগযন্ত্র

 

৪। ধ্বনি উচ্চারণে কেন্দ্রীয় ভূমিকা পালন করে
(ক) কর্ণ
(খ) জিহ্বা
(গ) হৃৎপিণ্ড
(ঘ) ফুসফুস।
উত্তরঃ (ঘ) ফুসফুস

৫। নীচের কোন্টি বাগ্যন্ত্রের অন্তর্গত নয়?
(ক) দন্ত
(খ) নাসিকা
(গ) কর্ণ
(ঘ) কণ্ঠ।
উত্তরঃ (গ) কর্ণ

 

৬। ধ্বনির লিখিত ও সাংকেতিক রূপ কী?
(ক) বর্ণ
(খ) ধ্বনি
(গ) বিভাজ্যধ্বনি
(ঘ) পদ।
উত্তরঃ (ক) বর্ণ

৭। ধ্বনি জুড়ে জুড়ে কী তৈরি হয়?
(ক) বাক্য
(খ) শব্দ
(গ) বর্ণ
(ঘ) দল।
উত্তরঃ (খ) শব্দ

৮। শব্দ মধ্যস্থিত যে ক্ষুদ্রতম ধ্বনি বা ধ্বনিসমষ্টি নিশ্বাসের এক প্রয়াসে উচ্চারিত হতে পারে এবং যাতে একটিমাত্র স্বরধ্বনি থাকে, তাকে বলে
(ক) শব্দ
(খ) বাক্য
(গ) অক্ষর
(ঘ) পদ।
উত্তরঃ (গ) অক্ষর

৯। ধ্বনিতত্ত্বে কী নিয়ে আলোচনা করা হয়?
(ক) বাগধ্বনি
(খ) বর্ণ
(গ) লিখন শৈলী
(ঘ) জীবজন্তুর ডাক।
উত্তরঃ (ক) বাগধ্বনি

১০। বাস্তুনির ব্যাবহারিক চরিত্র নিয়ে আলোচনা করে-
(ক) ধ্বনিবিজ্ঞান
(খ) বাক্যতত্ত্ব
(গ) ধ্বনিতত্ত্ব
(ঘ) শব্দার্থতত্ত্ব।
উত্তরঃ (গ) ধ্বনিতত্ত্ব

শব্দার্থতত্ত্ব পাঠ্যাংশ

শব্দার্থতত্ত্ব বহুবিকল্পভিত্তিক প্রশ্ন-উত্তর (MCQ)

১। শব্দার্থ’ বলতে আমরা বুঝি
(ক) শব্দের সঙ্গে শব্দ বা শব্দগুচ্ছের সম্পর্ক
(খ) শব্দের সঙ্গে ধ্বনি বা ধ্বনিগুচ্ছের সম্পর্ক
(গ) শব্দের সঙ্গে বাক্য বা বাক্যাংশের সম্পর্ক
(ঘ) উপরোক্ত কোনোটিই নয়।
উত্তরঃ (ক) শব্দের সঙ্গে শব্দ বা শব্দগুচ্ছের সম্পর্ক

২। ভাষাবিজ্ঞানের যে শাখায় ভাষার অর্থযুক্ত নানা অংশ এবং অর্থ সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচিত হয়, সেই শাখাটির নাম
(ক) ধ্বনিতত্ত্ব
(খ) বাক্যতত্ত্ব
(গ) শব্দার্থতত্ত্ব
(ঘ) রূপতত্ত্ব।
উত্তরঃ (গ) শব্দার্থতত্ত্ব

৩। শব্দার্থতত্ত্ব হল
(ক) মানবভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের অর্থ এবং তার কার্যক্রিয়া সম্পর্কিত আলোচনা
(খ) কেবল শব্দের বাইরের প্রকাশরূপ সম্পর্কিত আলোচনা
(গ) কেবল ভাষার অন্তর্নিহিত অর্থ সংক্রান্ত আলোচনা
(ঘ) উপরোক্ত কোনোটিই নয়।
উত্তরঃ (ক) মানবভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের অর্থ এবং তার কার্যক্রিয়া সম্পর্কিত আলোচনা

 

৪। ‘শব্দার্থতত্ত্ব’- এর ইংরেজি পরিভাষাটি হল – –
(ক) Symantics
(খ) Symantic
(গ) Semantica
(ঘ) Semantics
উত্তরঃ (ঘ) Semantics

৫। ‘Semantics’ -শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
(ক) মাইকেল ব্রেল
(খ) নোয়াম চমস্কি
(গ) আর এল ট্রাস্ক
(ঘ) পিটার মার্ক রজেট।
উত্তরঃ (খ) নোয়াম চমস্কি

 

৬। নিম্নের কোনটি ‘শব্দার্থতত্ত্ব’-এর নামান্তর?
(ক) বাগ্বিজ্ঞান
(খ) বাগার্থবিজ্ঞান
(গ) বাগর্থবিজ্ঞান
(ঘ) শব্দবিজ্ঞান।
উত্তরঃ (গ) বাগর্থবিজ্ঞান

৭। শব্দার্থকে কত ভাগে ভাগ করা হয়?
(ক) একভাগে
(খ) দুইভাগে
(গ) তিনভাগে
(ঘ) চারভাগে।
উত্তরঃ (খ) দুইভাগে

৮। শব্দার্থের প্রথম ভাগটির নাম
(ক) নিদর্শন
(খ) খণ্ডিত অর্থ
(গ) সাধারণ অর্থ
(ঘ) ব্যঞ্জনা অর্থ
উত্তরঃ (গ) সাধারণ অর্থ

৯। শব্দার্থের দ্বিতীয় ভাগটির নাম
(ক) সাধারণ অর্থ
(খ) নিদর্শন
(গ) খণ্ডিত অর্থ
(ঘ) ব্যঞ্জনা অর্থ
উত্তরঃ (খ) নিদর্শন

১০। অভিধানে আমরা যেভাবে অর্থকে পাই, তা হল –
(ক) সাধারণ অর্থ
(খ) নিদর্শন
(গ) বিশেষ অর্থ
(ঘ) উপরোক্ত কোনোটিই নয়
উত্তরঃ (ক) সাধারণ অর্থ

Loading

Leave a Reply

error: