All sources: Internet
Carbon Cycle কার্বন চক্র
Carbon cycle shows the movement of carbon in elemental and combined states on earth. Diamond and graphite are the elemental forms of carbon and in combined state, it is found as carbonates in minerals and as carbon dioxide gas in the atmosphere.
কার্বন চক্র কাকে বলে?
Carbon Cycle Definition
Carbon cycle is the process where carbon compounds are interchanged among the biosphere, geosphere, pedosphere, hydrosphere, and atmosphere of the earth.
কার্বন চক্রের বিন্যাস ধারা
Carbon Cycle Steps
১৷ নির্গম পথ – যে ভৌত, রাসায়নিক ও জৈবিক ক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড জীব জগৎ থেকে পরিবেশে নির্গত হয় তাকে নির্গম পথ বলে।
(ক) ভৌত ক্রিয়া – আগ্নেয় গিরির অগ্নুৎপাত উষ্ণ প্রসবনের স্রোত প্রভৃতি থেকে বাতাসে কার্বন ডাই অক্সাইডের সংযোগ ঘটে।
(খ) রাসায়নিক ক্রিয়া – কলকারখানার কয়লার দহন, কাঠের দহন, জ্বালানীর দহনে বাতাসে কার্বন ডাই অক্সাইডের সংযোগ ঘটে।
(গ) জৈবিক ক্রিয়া – সবুজ উদ্ভিদ, স্থলজ ও জলজ প্রাণী শ্বসন ক্রিয়ায় বাতাসে কার্বন ডাই অক্সাইড মুক্ত করে।
২৷ আগম পথ – যে ভৌত, রাসায়নিক ও জৈবিক ক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড পরিবেশ থেকে জীব জগতে প্রবেশ করে, তাকে আগম পথ বলে।
(ক) ভৌত ক্রিয়া – বাতাসের কার্বন ডাই অক্সাইড জলে দ্রবীভূত হয় যা জলজ উদ্ভিদ ও শৈবাল সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরির জন্য গ্রহণ করে।
(খ) রাসায়নিক ক্রিয়া – বাতাসের কার্বন ডাই অক্সাইড বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে কার্বলিক অ্যাসিড গঠন করে। বৃষ্টির জলের সাথে ওই অ্যাসিড সমুদ্র, নদী ও পুকুরে স্থানান্তরিত হয়। শামুক জাতীয় প্রাণীর দেহে অবস্থিত ক্যালসিয়াম হাইড্রক্সাইড জলে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইডের সাথে ক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট গঠন করে।
(গ) জৈবিক ক্রিয়া – স্থলজ ও জলজ সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরির জন্য বাতাসের কার্বন ডাই অক্সাইড ও জলে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে।
- Carbon present in the atmosphere is absorbed by plants for photosynthesis.
- These plants are then consumed by animals and carbon gets bioaccumulated into their bodies.
- These animals and plants eventually die, and upon decomposing, carbon is released back into the atmosphere.
- Some of the carbon that is not released back into the atmosphere eventually become fossil fuels.
- These fossil fuels are then used for man-made activities, which pumps more carbon back into the atmosphere.
কার্বন চক্রের বিবরণ
Carbon Cycle Description
- স্থলজ ও বায়বীয় পরিবেশের কার্বন চক্র ,
- জলজ পরিবেশের কার্বন চক্র এবং
- স্থলজ ও বায়বীয় পরিবেশের এবং জলজ পরিবেশের কার্বন ডাই অক্সাইডের মধ্যে পারস্পরিক সম্পর্ক ।
The above carbon cycle diagram elaborates the flow of carbon along different paths.
স্থলজ ও বায়বীয় পরিবেশের কার্বন চক্র
Carbon Cycle on Land
স্থলজ ও বায়বীয় পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইডের অপসারণ :
- স্থলজ স্বভােজী জীবগােষ্ঠী , প্রধানত সবুজ উদ্ভিদ সালােকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য উৎপাদনের জন্য বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড শােষণ করে । উৎপন্ন শর্করাজাতীয় খাদ্যে কার্বন আবদ্ধ হয় ।
- পরভােজী জীবগােষ্ঠী প্রত্যক্ষ বা পরােক্ষভাবে খাদ্যের মাধ্যমে স্বভােজী জীবগােষ্ঠী থেকে কার্বন নিজ শরীরে আবদ্ধ করে ।
স্থলজ ও বায়বীয় পরিবেশে কার্বন ডাই অক্সাইডের সংযােজন :
- সমস্ত স্থলজ জীব শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড বায়বীয় পরিবেশে ত্যাগ করে । তবে স্বভােজী জীবগােষ্ঠী দিনের বেলায় শ্বসনে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের কিছু অংশ সালােকসংশ্লেষে ব্যবহার করে ।
- বিভিন্ন প্রাকৃতিক নিয়মেও বায়বীয় পরিবেশে কার্বন ডাই অক্সাইডের সংযোজন হতে থাকে , যেমন- পচনকারী ব্যাকটেরিয়া ও ছত্রাকের মাধ্যমে মৃত জীবদেহ বিয়ােজিত হয়ে , উদ্ভিদজাত কাঠ ও বিভিন্ন জ্বালানির ( যথা — কয়লা , পেট্রোলিয়াম ) দহনের মাধ্যমে , আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় উষ্ণ প্রস্রবণ থেকে , চুনাপাথর ও অ্যাসিডের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড নির্গত হয়ে পরিবেশে সংযােজিত হয়ে থাকে ।
Carbon in the atmosphere is present in the form of carbon dioxide. Carbon enters the atmosphere through natural processes such as respiration and industrial applications such as burning fossil fuels. The process of photosynthesis involves the absorption of CO2 by plants to produce carbohydrates.
The equation is as follows:
CO2 + H2O + energy → (CH2O)n + O2
Carbon compounds are passed along the food chain from the producers to consumers. The majority of the carbon exists in the body in the form of carbon dioxide through respiration. The role of decomposers is to eat the dead organism and return the carbon from their body back into the atmosphere.
The equation for this process is:
(CH2O)n + O2 → CO2 + H2O
জলজ পরিবেশের কার্বন চক্র
Oceanic Carbon Cycle
জলজ পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড অপসারণ :
- সম্পূর্ণ নিমজ্জিত জলজ সবুজ উদ্ভিদগােষ্ঠী সালােকসংশ্লেষ প্রক্রিয়ার জন্য জলে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ।
- জলে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইডকে কিছু কিছু সামুদ্রিক মাছ শােষণ করে নিজের দেহে কার্বনেটে পরিণত করে দেহগঠনের কাজে লাগায় ।
জলজ পরিবেশে কার্বন ডাই অক্সাইডের সংযােজন :
- সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বসবাসকারী জলজ জীব শ্বসন প্রক্রিয়ার ফলে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড পরিবেশে ত্যাগ করে তবে জলে পূর্ণ নিমজ্জিত স্বভােজী জীবগােষ্ঠী শ্বসনের ফলে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের কিছু অংশ সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় ব্যবহার করে এবং বাকি অংশ পরিবেশে ত্যাগ করে ।
- জলজ মৃত কম্বােজ জাতীয় প্রাণীর দেহ কঙ্কালে উপস্থিত ক্যালশিয়াম কার্বনেট অ্যাসিড জাতীয় পদার্থের সংস্পর্শে এলে , এই কার্বনেট যৌগ থেকে কার্বন ডাই অক্সাইড মুক্ত হয় এবং পরিবেশে কার্বন ডাই অক্সাইডের সংযােজন ঘটে ।
This is essentially a carbon cycle but in the sea. Ecologically, oceans take in more carbon than it gives out. Hence, it is called a “carbon sink.” Marine animals convert carbon to calcium carbonate and this forms the raw building materials require to create hard shells, similar to the ones found in clams and oysters.
When organisms with calcium carbonate shells die, their body decomposes, leaving behind their hard shells. These accumulate on the seafloor and are eventually broken down by the waves and compacted under enormous pressure, forming limestone.
When these limestone rocks are exposed to air, they get weathered and the carbon is released back into the atmosphere as carbon dioxide
স্থলজ ও বায়বীয় পরিবেশ এবং জলজ পরিবেশের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পারস্পরিক সম্পর্ক
কার্বন চক্রের গুরুত্ব বা তাৎপর্য
Importance of Carbon Cycle
পরিবেশে কার্বন চক্রের গুরুত্ব বা তাৎপর্য গুলি হল
- জীবের দেহগঠনের অন্যতম উপাদান হল কার্বন , কার্বন চক্র পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ নির্দিষ্ট রাখার মাধ্যমে জীবের অস্তিত্ব রক্ষা করে ।
- জীবের খাদ্যের প্রধান উৎস হল স্বভােজী জীবগােষ্ঠী দ্বারা সালােকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন খাদ্য । এই খাদ্যের অন্যতম উপাদান হল কার্বন । এই কার্বন পরিবেশ থেকে সালােকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্যে আবদ্ধ হয় । এই খাদ্য জীবকোশে শ্বসনের মাধ্যমে শক্তি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে এই শক্তির সাহায্যে জীব বিভিন্ন শারীরবৃত্তীয় কার্য সম্পন্ন করে এবং কার্বন ডাই অক্সাইড পরিবেশে নির্গত হয়ে পরিবেশের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ নির্দিষ্ট রাখে ।
- এছাড়াও কার্বন চক্র পরােক্ষভাবে অক্সিজেন চক্রকে নিয়ন্ত্রণ করে জীবের শ্বসনের প্রয়ােজনীয় অক্সিজেনের পরিমাণ পরিবেশে নির্দিষ্ট রাখে ।
Importance of Carbon Cycle
- Carbon cycle explains the movement of carbon between the earth’s biosphere, geosphere, hydrosphere and atmosphere.
- Carbon is an important element of life. Carbon dioxide in the atmosphere is taken up by the green plants and other photosynthetic organisms and is converted into organic molecules that travel through the food chain. Carbon atoms are then released as carbon dioxide when organisms respire.
- The formation of fossil fuels and sedimentary rocks contribute to the carbon cycle for very long periods.
- The carbon cycle is associated with the availability of other compounds as well.
Frequently Asked Questions (FAQ)
What is the carbon cycle?
Carbon Cycle is a biogeochemical cycle where various carbon compounds are interchanged among the various layers of the earth, namely, the biosphere, geosphere, pedosphere, hydrosphere and atmosphere.
What are the 4 steps of the carbon cycle?
- Carbon enters the atmosphere as CO2
- CO2 is absorbed by autotrophs such as green plants
- Animals consume plants, thereby, incorporating carbon into their system
- Animals and plants die, their bodies decompose and carbon is reabsorbed back into the atmosphere.
What are the types of the carbon cycle?
Carbon Cycle can be classified into two types based on the duration of the process into two types:
- Short term – This type occurs within a relatively short period of time. It is named as such because it takes just days, months or years for carbon to flow across the various carbon reservoirs.
- Long term – This type takes thousands of years to occur. The excess carbon from the short-term cycle is stored for a long time before they are released.
Why is the carbon cycle important?
Carbon Cycle is an important aspect of the survival of all life on earth. From an environmental perspective, carbon provides insulation by trapping the sun’s heat. From a biological perspective, carbon is the building block of life and forms stable bonds with other elements necessary for life.
Video Representation – 1
Video Representation – 2