Skip to content

ষষ্ঠ শ্রেণী : পরিবেশ ও বিজ্ঞান : মডেল প্রশ্ন উত্তর

Class 6 Science (Poribesh O Bigyan) Model Questions Answers

model questions answers

ছাত্র / ছাত্রীরা সহজ পাঠ শিক্ষক / শিক্ষিকাদের সাথে সরাসরি কথা বলতে কল করতে পারো ১৮০০৮৯০৬০০৬ টোল ফ্রি নম্বরে

মডেল প্রশ্ন উত্তর: সেট ০১

1.সঠিক উত্তরটি নির্বাচন করো:           প্রশ্নমান – 1
 
(i)প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন?
(a) দুধ থেকে দই তৈরি / (b) কাঠ পুড়ে যাওয়া / (c) লোহায় মরচে ধরা / (d) মোমের গলন
উত্তর : মোমের গলন
 
(ii)চুন জলের উপরের আস্তরণের জন্য প্রয়োজন –
(a) অক্সিজেন / (b) কার্বন ডাই অক্সাইড / (c) নাইট্রোজেন / (d) হাইড্রোজেন গ্যাস
উত্তর : কার্বন ডাই অক্সাইড
 
(iii)কোন জিনিসটি প্রাণীদের থেকে পাওয়া যায়?
(a) সুতো / (b) সুতলি দড়ি / (c) উল / (d) চটের বস্তা
উত্তর : উল
 
(iv)পালিশ করতে লাগে –
(a) গদ / (b) কুইনাইন / (c) রজন / (d) রবার
উত্তর : রজন
 
(v)ক্রোমিয়ামের চিহ্ন হলো –
(a) K / (b) Cr / (c) Co / (d) Cl
উত্তর : Cr
 
 
2.নিচের প্রশ্নগুলির উত্তর দাও।                প্রশ্নমান – 1
 
(i)সত্য বা মিথ্যা লেখ : নতুন উদ্ভিদ তৈরির জন্য পরাগ মিলন খুবই জরুরী।
উত্তর : সত্য।
 
(ii)শূন্যস্থান পূরণ করো: বরফ থেকে জল এবং জল থেকে বরফ হওয়া একটি ____ পরিবর্তনের উদাহরণ।
উত্তর : ভৌত।
 
(iii)
বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও:

বামস্তম্ভ ডানস্তম্ভ
(a) ম্যালাথিয়ন (II) সাগর কুসুম
(b) ক্লাইন মাছ (II) রাসায়নিক কীটনাশক
  (III) সামুদ্রিক মাছের যকৃত
উত্তর :

বামস্তম্ভ ডানস্তম্ভ
(a) ম্যালাথিয়ন (II) রাসায়নিক কীটনাশক
(b) ক্লাইন মাছ (I) সাগর কুসুম
3.নিচের প্রশ্নগুলির উত্তর দাও               প্রশ্নমান – 2
 
(i)কারণ ব্যাখ্যা করো: পাউরুটির গায়ে অসংখ্য ফুটো দেখা যায়।
উত্তর : পাউরুটি তৈরীর জন্য ময়দার সাথে এককোষী ছত্রাক ইস্ট মেশানো হয়। এর ফলে অ্যালকোহল ও কার্বন-ডাই-অক্সাইড উৎপন্ন হয়। এই কার্বন ডাই-অক্সাইড ময়দার ভেতর থেকে বেরোনোর সময় অসংখ্য ফুটো তৈরি হয়।
 
(ii)
(a) একটি জায়গায় কোন এক বছর বন্যা হল – এটি পর্যাবৃত্ত না অপর্যাপ্ত ঘটনা?
উত্তর : অপর্যাপৃত্ত ঘটনা।
 
(b)জলের ক্লোরিন মেশানো হয় কেন?
উত্তর : জলের মধ্যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া ভাইরাস ও প্রোটোজোয়া থাকে যা বিভিন্ন রোগ সৃষ্টি করে। জলে ক্লোরিন মেশালে এই সমস্ত ক্ষতিকারক ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি নষ্ট হয়ে যায় এবং জল বিশুদ্ধ হয়।
 
(iii)নিম্নলিখিত যৌগ গুলির সংকেত লেখো:

(a) ফসফরাস পেন্টাক্লোরাইড
উত্তর : PCl5
 
(b)হাইড্রোজেন সালফাইট
উত্তর : H2S
 
(c)ফসফিন
উত্তর : PH3
 
(d)মিথেন
উত্তর : CH4

ছাত্র / ছাত্রীরা সহজ পাঠ শিক্ষক / শিক্ষিকাদের সাথে সরাসরি কথা বলতে কল করতে পারো ১৮০০৮৯০৬০০৬ টোল ফ্রি নম্বরে

মডেল প্রশ্ন উত্তর: সেট ০২

1.সঠিক উত্তরটি নির্বাচন করো:               প্রশ্নমান – 1
 
(i)বই বা খাতা বাধায় করতে লাগে–
(a) রজন / (b) রবার / (c) গঁদের আঠা / (d) কোনোটিই নয়
উত্তর : গঁদের আঠা
 
(ii)ল্যাকটোব্যাসিলাস হলো এক ধরনের –
(a) ছত্রাক / (b) ব্যাকটেরিয়া / (c) ভাইরাস / (d) প্রোটোজোয়া
উত্তর : ব্যাকটেরিয়া
 
(iii)পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস –
(a) অ্যামোনিয়া / (b) হাইড্রোজেন সালফাইড / (c) অক্সিজেন / (d) নাইট্রোজেন
উত্তর : হাইড্রোজেন সালফাইড
 
(iv)নিম্নলিখিত কোন ঘটনাটি একমুখী?
(a) হাওয়া ভরে বেলুন ফোলানো / (b) লোহায় মরচে পড়া / (c) জল ফুটে বাষ্প হওয়া / (d) মোমবাতির গলে যাওয়া
উত্তর : লোহায় মরচে পড়া
 
(v)আচার ভাল রাখতে মেশানো হয় –
(a) লবণ / (b) চিনি / (c) মসলা / (d) ভিনিগার
উত্তর : ভিনিগার
 
(vi)সোনার ল্যাটিন নাম –
(a) ফেরাম (Ferrum) / (b) অরাম (Aurum) / (c) ক্যালিয়াম (Kallium) / (d) কিউপ্রাম (Cupram)
উত্তর : অরাম (Aurum)
 
2.অতি সংক্ষিপ্ত উত্তর দাও: (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়)               প্রশ্নমান – 1
 
(i)ম্যালেরিয়ার ওষুধ কি থেকে তৈরি হয়?
উত্তর : সিঙ্কোনা গাছের ছাল থেকে।
 
(অথবা)চটের বস্তা তৈরি করতে কি ব্যবহার করা হয়?
উত্তর : পাটের তন্তু।
 
(ii)একটি পর্যাবৃত্ত ঘটনার উদাহরণ দাও।
উত্তর : ঋতু পরিবর্তন।
 
(iii)চিনি কি কি মৌলের পরমাণু দিয়ে তৈরি?
উত্তর : কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন এর পরমাণু দ্বারা তৈরি।
 
3.একটি বা দুটি বাক্যে উত্তর দাও: (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়)               প্রশ্নমান – 2
 
(i)একটি মোমবাতি জ্বালিয়ে কাচের গ্লাস দিয়ে ঢাকা দিলে কি ঘটনা ঘটবে এবং কেন?
উত্তর : কিছুক্ষণ জ্বলার পর মোমবাতিটি নিভে যাবে। কারণ, মোমবাতি জ্বলার জন্য অক্সিজেন প্রয়োজন। কাচের গ্লাসের মধ্যে যতটুকু অক্সিজেন থাকবে সেটার সাহায্যে মোমবাতিটুকু জ্বলবে, অক্সিজেন ফুরিয়ে যাওয়ার পর মোমবাতি নিভে যাবে।
 
(অথবা)অম্লায়িত জলের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করলে কি ঘটনা ঘটবে?
উত্তর : অম্লায়িত বা অ্যাসিড মেশানো জলের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করলে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে।
 
(ii)উভমুখী ঘটনা কাকে বলে? উদাহরণসহ লেখ।
উত্তর : যে ঘটনায় কোন পদার্থের পরিবর্তন ঘটলে তা আগের অবস্থায় ফিরে পাওয়া যায় তাকে উভমুখী ঘটনা বলে।
যেমন বরফ গলে জল হওয়া একটি উভমুখী ঘটনা।
 
(iii)পরজীবী কাদের বলে?
উত্তর : যেসব জীব বেঁচে থাকার জন্য অন্য জীবের উপর নির্ভর করে তাকে পরজীবী বলে।
যেমন উকুন, স্বর্ণলতা ইত্যাদি।
 
(অথবা)ধান ক্ষেতে অ্যাজোলা পানা চাষ করা হয় কেন?
উত্তর : অ্যাজোলা পানার মধ্যে অ্যানাবিনা নামে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়া বাতাসের নাইট্রোজেনকে বেঁধে ফেলতে পারে। তাই সার হিসেবে অ্যাজোলা ব্যবহার করা হয়।

ছাত্র / ছাত্রীরা সহজ পাঠ শিক্ষক / শিক্ষিকাদের সাথে সরাসরি কথা বলতে কল করতে পারো ১৮০০৮৯০৬০০৬ টোল ফ্রি নম্বরে

মডেল প্রশ্ন উত্তর: সেট ০৩

1.সঠিক উত্তরটি নির্বাচন করো:               প্রশ্নমান – 1
 
(i)অ্যাজোলা বাতাসের কোন গ্যাস আবদ্ধ করে ?
(a) হাইড্রোজেন / (b) নাইট্রোজেন / (c) কার্বন-ডাই-অক্সাইড / (d) অক্সিজেন
উত্তর : নাইট্রোজেন
 
(ii)কোনটি মৌল নয়?
(a) তামা / (b) কার্বন / (c) সোনা / (d) অ্যামোনিয়া
উত্তর : অ্যামোনিয়া
 
(iii)সবজিকে ছোট ছোট টুকরো করলে মোট ক্ষেত্রফল অপশন আছে একই থাকে বেশি হয় কম হয় কোনটি নাই উত্তর হবে বেশি হয় উত্তর
(a) একই থাকে / (b) বেশি হয় / (c) কম হয় / (d) কোনোটিই নয়
উত্তর : বেশি হয়
 
(iv)আর্জেন্টাম হল
(a) আর্সেনিক / (b) সিলভার / (c) কপার / (d) আয়রন
উত্তর : সিলভার
 
(v)কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয়?
(a) ভূমিকম্প / (b) গাছের পাতা ঝরে পড়া / (c) পূর্ণিমা / (d) লিপ ইয়ার
উত্তর : ভূমিকম্প
 
(vi)সেপটোমাইসিস হল এক ধরনের
(a) ব্যাকটেরিয়া / (b) ছত্রাক / (c) ভাইরাস / (d) প্রোটোজোয়া
উত্তর : ব্যাকটেরিয়া
 
2.নির্দেশমতো উত্তর দাও               প্রশ্নমান – 1
 
(i)শূন্যস্থান পূরণ কর: পিঁপড়ে ও _____ হলো দুই মিথোজীবী প্রাণী।
উত্তর : জাব পোকা
 
(ii)সত্য / মিথ্যা লেখো: গ্রাফাইট অধাতু হলেও তড়িৎ পরিবহনে সক্ষম।
উত্তর : সত্য
 
(iii)PCl5 – এর পুরো নাম কি?
উত্তর : ফসফরাস পেন্টা ক্লোরাইড
 
3.নিচের প্রশ্নগুলির উত্তর দাও               প্রশ্নমান – 2
 
(i)উৎস সহ উদ্ভিদের একটি বর্জ্য পদার্থের নাম লেখ যা আমাদের ওষুধ রুপে ব্যবহৃত হয়।
উত্তর : কুইনাইন সিঙ্কোনা গাছের ছালে পাওয়া এক ধরনের উপক্ষার। কুইনাইন থেকে ম্যালেরিয়া রোগের ঔষধ তৈরি হয়।
 
(ii)একটি উদাহরণ দাও, যেখানে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন একসাথে ঘটে।
উত্তর : মোমবাতি জ্বালানো হলে ভৌত ও রাসায়নিক পরিবর্তন একসাথে ঘটে। এক্ষেত্রে বোম গলে চুইয়ে পড়ে এবং পুনরায় গিয়ে জমে যায়। এটি ভৌত পরিবর্তন। অন্যদিকে চুইয়ে পড়া মুখ পুনরায় আর জ্বলতে পারে না কারণ তার মধ্যেকার হাইড্রোকার্বন জ্বলে যায়।
 
(–)খোলা হাওয়ায় পরিষ্কার চুন জল ঘোলা হয়ে যাওয়ার জন্য কোন গ্যাস দায়ী?
উত্তর : কার্বন-ডাই-অক্সাইড
 
(iii)জলের অনু কি কি মৌল দিয়ে গঠিত? এই অনুতে কোন মৌলের কয়টি পরমাণু আছে?
উত্তর : জলের অক্সিজেন ও হাইড্রোজেন মৌল নিয়ে গঠিত।
◽ এই অনুতে দুটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু আছে।

ছাত্র / ছাত্রীরা সহজ পাঠ শিক্ষক / শিক্ষিকাদের সাথে সরাসরি কথা বলতে কল করতে পারো ১৮০০৮৯০৬০০৬ টোল ফ্রি নম্বরে

মডেল প্রশ্ন উত্তর: সেট ০৪

1.সঠিক উত্তরটি নির্বাচন কর একদম খালি আনসার               প্রশ্নমান – 1
 
(i)স্টেপটোমাইসেস এক ধরনের
(a) ব্যাকটেরিয়া / (b) ভাইরাস / (c) ছত্রাক / (d) আদ্যপ্রাণী
উত্তর : ব্যাকটেরিয়া
 
(ii)কার্বন টেট্রাক্লোরাইড যৌগিক ক্লোরিন পরমাণুর সংখ্যা
(a) পাঁচটি / (b) চারটি / (c) তিনটি / (d) দুইটি
উত্তর : চারটি
 
(iii)কোন গ্যাস কোন কিছুকে জ্বলতে সাহায্য করে কিন্তু নিজে জ্বলে না?
(a) হাইড্রোজেন / (b) অক্সিজেন / (c) কার্বন-ডাই-অক্সাইড / (d) নাইট্রোজেন
উত্তর : অক্সিজেন
 
(iv)একটি যৌগিক পদার্থ হল
(a) চিনির শরবত / (b) বাজির মসলা / (c) জল / (d) মধু
উত্তর : জল
 
2.শূন্যস্থান পূরণ কর               প্রশ্নমান – 1
 
(i)লোহায় মরচে পড়া _____ পরিবর্তনের উদাহরণ।
উত্তর : রাসায়নিক
 
(ii)তাপ ও তড়িৎ এর সুপরিবাহী একটি অধাতু হল _____ 
উত্তর : গ্রাফাইট
 
(iii)কুইনাইন পাওয়া যায় _____ গাছের ছাল থেকে।
উত্তর : সিঙ্কোনা
 
(iv)পদার্থের অনুর গঠনের পরিবর্তন হয় _____ পরিবর্তনের ফলে।
উত্তর : রাসায়নিক
 
(v)দুধ থেকে দই এ পরিণত করতে _____ অনুজীব টি সাহায্য করে।
উত্তর : ল্যাকটোব্যাসিলাস
 
(vi)কোন মৌলের পরমাণুদের জোটবদ্ধ অবস্থা কে _____ বলে।
উত্তর : অণু
 
(vii)জাবপোকা যে শর্করা সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে তার নাম হলো _____ 
উত্তর : হানি ডিউ
 
3.নিচের প্রশ্নগুলোর উত্তর দাও                প্রশ্নমান – 2
 
(i)মিথোজীবী কাদের বলে? একটি উদাহরণ দাও।
উত্তর : যখন দুটি জীব পরস্পরের উপর নির্ভর করে বেঁচে থাকে তখন তাদের মিথোজীবী বলে।
যেমন: পিঁপড়ে ও জাব পোকা।
 
(ii)রাসায়নিক পরিবর্তনের দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর : 1. রাসায়নিক পরিবর্তন একমুখী।
2. রাসায়নিক পরিবর্তন স্থায়ী।
3. রাসায়নিক পরিবর্তনের নতুন পদার্থ উৎপন্ন হয়।
 
(iii)মৌলের পরমাণু কাকে বলে? দুটি নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখ
উত্তর : মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণার মধ্যে ওই মৌলের সমস্ত ধর্ম বজায় থাকে , তাকে মৌলের পরমাণু বলে।
◽ দুটি নিষ্ক্রিয় গ্যাস হল – হিলিয়াম ও আর্গন।
 
(iv)কার্বারিল কি? পাথুরে চুন কি কি মৌলের পরমাণু দিয়ে গঠিত?
উত্তর : কার্বারিল হলো এক ধরনের রাসায়নিক কীটনাশক।
◽ পাথরের চুন ক্যালসিয়াম ও অক্সিজেন এর পরমাণু দিয়ে তৈরি।

ছাত্র / ছাত্রীরা সহজ পাঠ শিক্ষক / শিক্ষিকাদের সাথে সরাসরি কথা বলতে কল করতে পারো ১৮০০৮৯০৬০০৬ টোল ফ্রি নম্বরে

মডেল প্রশ্ন উত্তর: সেট ০৫

1.সঠিক উত্তরটি নির্বাচন করো               প্রশ্নমান – 1
 
(i)ম্যালেরিয়া রোগের ঔষধ হলো কে বলতে পারো ম্যালেরিয়া রোগের ওষুধ কি?
(a) মরফিন / (b) কুইনাইন / (c) গদ / (d) রজন
উত্তর : কুইনাইন
 
(ii)প্রদত্ত কোনটি উভমুখী পরিবর্তন ?
(a) দুধ থেকে দই তৈরি / (b) লোহাকে গরম করা / (c) লোহায় মরচে পড়া / (d) রান্না করা
উত্তর : লোহাকে গরম করা
 
(iii)কোনটি মৌল নয়?
(a) তামা / (b) কার্বন / (c) সোনা / (d) অ্যামোনিয়া
উত্তর : অ্যামোনিয়া
 
(iv)জোয়ার ভাটা একটি
(a) পর্যাবৃত্ত / (b) মনুষ্যসৃষ্ট / (c) অপর্যাবৃত্ত / (d) অনভিপ্রেত
উত্তর : পর্যাবৃত্ত
 
(v)একটি অক্সিজেনের পরমাণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা
(a) 1 / (b) 2 / (c) 3 / (d) 4
উত্তর : 2
 
2.শূন্যস্থান পূরণ কর               প্রশ্নমান – 1
 
(i)দুধ থেকে দই সৃষ্টিতে সাহায্যকারী ব্যাকটেরিয়া হলো _____ 
উত্তর : ল্যাকটোব্যাসিলাস
 
(ii)মিথেন এর সংকেত হল _____ 
উত্তর : CH4
 
(iii)ফিল্টার করার পর প্রাপ্ত তরল কে বলা হয় _____ 
উত্তর : পরিস্রুত
 
(iv)ভিটামিন _____ আমাদের চোখ ভালো রাখে।
উত্তর : A
 
(i)মিথজীবিতা কাকে বলে? একটি মিথোজীবী সম্পর্কের উদাহরণ দাও।
উত্তর : যখন দুটি জীব পরস্পরের উপর নির্ভর করে বেঁচে থাকে তখন তাদের সম্পর্ককে মিথজীবিতা বলে।
◽ জাবপোকা ও পিঁপড়ের মধ্যেকার সম্পর্ক হল মিথোজীবীতার সম্পর্ক।
 
(ii)কাদা গুলা জল থেকে কাদা ও জল কিভাবে পৃথক করবে? এই পদ্ধতিটির নাম কি?
উত্তর : কাদাগোলা জলকে পরিস্রাবণ প্রক্রিয়ার মাধ্যমে পৃথক করব। একটি ফিল্টার কাগজের মাধ্যমে কাদাকলা জল থেকে কাদাকে পৃথক করব। এই পদ্ধতিটির নাম পরিস্রাবণ পদ্ধতি।
 
(iii)পর্যাবৃত্ত ও অপর্যাবৃত্ত ঘটনা কাকে বলে? একটি করে উদাহরণ দাও।
উত্তর : যে ঘটনা নির্দিষ্ট সময় পর পর ঘটে তাকে পর্যাপৃত্ত ঘটনা বলে। এবং যে ঘটনা নির্দিষ্ট সময় পর পর ঘটে না তাকে অপর্যাবৃত্ত ঘটনা বলে।
◽ একটি পর্যাবৃত্ত ঘটনা হলো জোয়ার ভাটা এবং একটি অপর্যাবৃত্ত ঘটনা হলো হঠাৎ বন্যা হওয়া।

ছাত্র / ছাত্রীরা সহজ পাঠ শিক্ষক / শিক্ষিকাদের সাথে সরাসরি কথা বলতে কল করতে পারো ১৮০০৮৯০৬০০৬ টোল ফ্রি নম্বরে

মডেল প্রশ্ন উত্তর: সেট ০৬

1.সঠিক উত্তরটি নির্বাচন কর               প্রশ্নমান – 1
 
(i)কোন গাছ থেকে ম্যালেরিয়ার ওষুধ পাওয়া যায়?
(a) সিঙ্কোনা / (b) সর্পগন্ধা / (c) তুলসী / (d) বাসক
উত্তর : সিঙ্কোনা
 
(ii)গাছেরা খাবার তৈরি করার সময় যে গ্যাসটি ত্যাগ করে সেটি হল
(a) CO2 / (b) H2 / (c) SO3 / (d) O2
উত্তর : O2
 
(iii)প্রদত্ত কোন রাসায়নিক পদার্থটি সার হিসেবে ব্যবহৃত হয়?
(a) কর্বারিল / (b) ডাই অ্যামোনিয়াম ফসফেট / (c) HCl / (d) ম্যালাথিয়ন
উত্তর : ডাই অ্যামোনিয়াম ফসফেট
 
(iv)নিম্নলিখিত কোন ঘটনাটি একটি ভৌত পরিবর্তন?
(a) লোহায় মরচে পড়া / (b) দুধ থেকে দই তৈরি হওয়া / (c) কর্পূরের উবে যাওয়া / (d) গাছের পাতার রং পাল্টে যাওয়া
উত্তর : কর্পূরের উবে যাওয়া
 
(v)সোনার চিহ্ন হলো
(a) Au / (b) S / (c) Ag / (d) Cu
উত্তর : Au
 
(vi)প্রদত্ত কোন মিশ্রণটি তরল ও গ্যাস মিশে তৈরি হয়েছে?
(a) নুন ও লোহার গুড়োর মিশ্রণ / (b) চিনির জলীয় দ্রবণ / (c) পুকুরের জলে O2 দ্রবীভূত হওয়া / (d) O2 এবং N2 গ্যাসের মিশ্রণ
উত্তর : পুকুরের জলে O2 দ্রবীভূত হওয়া
 
2.নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও               প্রশ্নমান – 1
 
(i)আমাশয়ের জীবাণু মানুষের কোন অংশে বাসা বাঁধে?
উত্তর : অন্ত্রে বাসা বাঁধে।
 
(ii)সামান্য খাবার নুন মেশানো জলে ব্যাটারি থেকে বিদ্যুৎ পাঠালে যে দুটি মৌল উৎপন্ন হয়, তাদের অনুর সংকেত লেখ।
উত্তর : হাইড্রোজেন : H2
অক্সিজেন : O2
 
(iii)ফসফরাস ট্রাইফ্লুওরাইড যৌগের সংকেত লেখ।
উত্তর : PF3
 
(iv)ইস্ট শরকরাকে ভেঙ্গে যে দুটি যৌগ উৎপন্ন করে তাদের নাম লেখ।
উত্তর : অ্যালকোহল ও কার্বন-ডাই-অক্সাইড।
 
3.নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওপ্রশ্নমান – 2
(i)গরু ও গো-বক মিথোজীবী তার মাধ্যমে কিভাবে বেঁচে থাকে?
উত্তর : আগের উত্তর দেখো।
 
(ii)আচারের ভিনেগার মেশানো হয় কেন?
উত্তর : আচারে ভিনেগার মেশালে আচার অনেকদিন ভালো থাকে। ভিনিগারে থাকা অ্যাসিটিক অ্যাসিড আচারের মধ্যেকার জীবাণু মেরে ফেলে। তাই সহজে আচার নষ্ট হয় না।
 
(iii)কার্বন থেকে কার্বন-ডাই-অক্সাইড কিভাবে পাওয়া যাবে?
উত্তর : অক্সিজেনের উপস্থিতিতে কার্বন কে পোড়ালে কার্বন ও অক্সিজেনের বিক্রিয়া ঘটবে। এর ফলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে।
 
(iv)পরিস্রাবণ পদ্ধতির সাহায্যে নুন জল থেকে নুন ও জলকে আলাদা করা সম্ভব নয় কেন?
উত্তর : নুন জলের মধ্যে নুন খুবই সূক্ষ্ম কণা হিসেবে জলের অনুর সাথে মিশে যায়। পরিস্রাবণ পদ্ধতিতে ফিল্টার কাগজ এই সুক্ষ নুনের কণা আটকাতে পারে না। তাই পরিশ্রমণ পদ্ধতির সাহায্যে নুন জল থেকে নুন ও জলকে আলাদা করা সম্ভব নয়।

ছাত্র / ছাত্রীরা সহজ পাঠ শিক্ষক / শিক্ষিকাদের সাথে সরাসরি কথা বলতে কল করতে পারো ১৮০০৮৯০৬০০৬ টোল ফ্রি নম্বরে

মডেল প্রশ্ন উত্তর: সেট ০৭

1.সঠিক উত্তরটি নির্বাচন কর               প্রশ্নমান – 1
 
(i)ল্যাকটোপ্যাসিলাস প্রয়োজন দুধ থেকে _____ তৈরিতে।
(a) মাখন / (b) চিজ / (c) দই / (d) পনির
উত্তর : দই
 
(ii)পৃথিবীর শক্তির মূল উৎস হলো –
(a) পেট্রোলিয়াম / (b) জল / (c) কয়লা / (d) সূর্য
উত্তর : সূর্য
 
(iii)প্রদত্ত কোনটি ধাতু?
(a) দস্তা / (b) গন্ধক / (c) অক্সিজেন / (d) ফ্লুওরিন
উত্তর : দস্তা
 
(iv)কোনটি ভৌত পরিবর্তন?
(a) কাঠ পুড়ে যাওয়া / (b) লোহায় মরচে পড়া / (c) বরফ গলে যাওয়া / (d) দুধ থেকে দই তৈরি হওয়া
উত্তর : বরফ গলে যাওয়া
 
(v)কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী?
(a) তামা / (b) পারদ / (c) গ্রাফাইট / (d) রুপো
উত্তর : গ্রাফাইট
 
2.নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও।               প্রশ্নমান – 1
 
(i)দহনে সহায়ক বায়ুর উপাদানের নাম লেখ।
উত্তর : অক্সিজেন
 
(ii)হাঙ্গরের যকৃতে কি কি ভিটামিন পাওয়া যায়?
উত্তর : ভিটামিন A ও D ।
 
(iii)রুপোর ল্যাটিন নাম কি?
উত্তর : আর্জেন্টাম।
 
(iv)একটি জলের অণুতে কোন মৌলের কয়টি পরমাণু আছে?
উত্তর : একটি জলের অণুতে দুইটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু আছে।
 
(v)ছত্রাক ও শৈবালের মিথোজীবী সম্পর্ককে কি বলে?
উত্তর : লাইকেন।
 
(vi)শীতকালে আমাদের ঠোট ফাটে কেন?
উত্তর : শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে । তাই বাতাস আমাদের ঠোঁট থেকে জলীয় বাষ্প শোষণ করে। তাই ঠোঁট শুষ্ক হয়ে ফেটে যায়।
 
3.যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দাও।               প্রশ্নমান – 2
 
(i)ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য লেখ।
উত্তর :

ধাতু অধাতু
ধাতুর চকচকে হয়। অধাতু চকচকে হয় না।
ধাতুতাপ ও তড়িৎ এর সুপরিবাহী। অধাতু তাপ ও তড়িৎ এর কুপরিবাহী। (ব্যতিক্রম: গ্রাফাইট)
ধাতুকে পিটিয়ে পাতলা পাতে পরিণত করা যায়। অধাতুকে পাতলা পাতে পরিণত করা যায় না।
ধাতুকে উপর থেকে ফেললে ঢং শব্দ হয়। অধাতুকে উপর থেকে ফেললে ঢং শব্দ হয় না।
 
(ii)ধান ক্ষেতে আজোলা চাষ করলে জমিতে সার দেওয়া প্রয়োজন হয় না কেন?
উত্তর : আগের উত্তর দেখো।
 
(iii)পারদের ধাতব বৈশিষ্ট্য গুলি লেখ।
উত্তর : ১. পারদ চকচকে হয়।
২. পারদ ও তড়িৎ এর সুপরিবাহী।
 
(iv)খাদ্য ও খাদক বলতে কী বোঝায়?
উত্তর : নিবেরা বেঁচে থাকার জন্য যা কিছু খাই, তাকে খাদ্য বা Food বলে। বাস্তুতন্ত্রে যারা সবুজ উদ্ভিদের তৈরি তৈরি খাদ্য উপাদান কিংবা অন্য জীবের উপর নির্ভরশীল তাদের খাদক বলে।
 
(v)মৌলের পারমাণবিকতা কাকে বলে?
উত্তর : কোন মৌলের অনুতে যতগুলি পরমাণু থাকে তাকে সেই মৌলের পারমাণবিকতা বা atomic number বলে। যেমন অক্সিজেনের পারমাণবিকতা 2।

ছাত্র / ছাত্রীরা সহজ পাঠ শিক্ষক / শিক্ষিকাদের সাথে সরাসরি কথা বলতে কল করতে পারো ১৮০০৮৯০৬০০৬ টোল ফ্রি নম্বরে

মডেল প্রশ্ন উত্তর: সেট ০৮

1.এক কথায় উত্তর দাও                প্রশ্নমান – 1
 
(i)অ্যামোনিয়ার সংকেত লেখ
উত্তর : NH3
 
(ii)স্টেপটোমাইসিন কি?
উত্তর : স্টেপটোমাইসিন হলো এক ধরনের জীবাণুনাশক ঔষধ।
 
(iii)কোন গ্যাস জ্বলতে সাহায্য করে কিন্তু নিজে জ্বলে না?
উত্তর : অক্সিজেন
 
(iv)রজন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়?
উত্তর : পাইন ও শাল জাতীয় গাছ থেকে।
 
(v)জলে অক্সিজেন পরমাণুর যোজ্যতা কত?
উত্তর : 2
 
(vi)সাগর কুসুমের সঙ্গে মিথোজীবীতা দেখা যায় কোন প্রাণীর?
উত্তর : সন্ন্যাসী কাকড়া ও ক্লাউন মাছের সাথে।
 
2.শূন্যস্থান পূরণ কর               প্রশ্নমান – 1
 
(i)ম্যাগনেসিয়াম অক্সিজেন এর সঙ্গে যুক্ত হয়ে _____ যৌগ গঠন করে।
উত্তর : ম্যাগনেসিয়াম অক্সাইড
 
(ii)সাধারণ লবণ একটি _____ পদার্থ।
উত্তর : যৌগিক
 
(iii)তামার ল্যাটির নাম _____ 
উত্তর : কিউপ্রাম।
 
(iv)ময়দা বা আটার মিশ্রণটিকে ফুলেঁপে উঠতে সাহায্য করে _____ 
উত্তর : কার্বন-ডাই-অক্সাইড।
 
(v)একটি সম্পূর্ণ পরজীবী উদ্ভিদ হল _____ 
উত্তর : স্বর্ণলতা
 
3.নিচের প্রশ্নগুলোর উত্তর দাও               প্রশ্নমান – 2
 
(i)ধাতুর দুটি সাধারণ ধর্ম লেখ।
উত্তর : ◽ ধাতু তাপ ও তড়িৎ এর সুপরিবাহী। ◽ ধাতুকে পিটিয়ে পাতলা পাত তৈরি করা যায়।
 
(ii)ভিটামিন ডি এর উৎস গুলি লেখ। এই ভিটামিনের কাজ কি।
উত্তর : ভিটামিন ডি এর উৎস হল দুধ ডিমের সাদা অংশ মাশরুম কড লিভার অয়েল ব্রোকলি ইত্যাদি। ভিটামিন ডির দাঁত ও হাড় শক্ত রাখে । রিকেট রোগ আটকায়।
 
(iii)নিচের কোনগুলি ভৌত পরিবর্তন এবং কোনগুলি রাসায়নিক পরিবর্তন লেখো।
উত্তর : 
(a) লোহা থেকে চুম্বক তৈরি। লোহা থেকে চুম্বক তৈরি একটি ভৌত পরিবর্তন।
(b) গাছের পাতার রং পাল্টে যাওয়া এটি একটি রাসায়নিক পরিবর্তন
(c) দূর থেকে দই তৈরি এটি একটি রাসায়নিক পরিবর্তন
(d) বরফ গলে যাওয়া রাসায়নিক পরিবর্তন

ছাত্র / ছাত্রীরা সহজ পাঠ শিক্ষক / শিক্ষিকাদের সাথে সরাসরি কথা বলতে কল করতে পারো ১৮০০৮৯০৬০০৬ টোল ফ্রি নম্বরে

মডেল প্রশ্ন উত্তর: সেট ০৯

1.সঠিক উত্তরটি নির্বাচন কর               প্রশ্নমান – 1
 
(i)গাছের কোটরে বাস করে
(a) বাবুই পাখি / (b) মাকড়সা / (c) বাদুড় / (d) কাঠবেড়ালি
উত্তর : কাঠবেড়ালি
 
(ii)এরিথ্রোমাইসিন ওষুধ পাওয়া যায়
(a) ছত্রাক থেকে / (b) ব্যাকটেরিয়া থেকে / (c) উদ্ভিদ থেকে / (d) প্রাণী থেকে
উত্তর : ব্যাকটেরিয়া থেকে
 
(iii)কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয়?
(a) ঋতু পরিবর্তন / (b) জোয়ার ভাটা / (c) হঠাৎ বন্যা হওয়া / (d) পূর্ণিমা
উত্তর : হঠাৎ বন্যা হওয়া
 
(iv)জল ও চিনির মিশ্রণের ক্ষেত্রে কোন কথাটি ঠিক?
(a) জল দ্রাব, চিনি দ্রাবক / (b) এদের ফিল্টার করে আলাদা করা যায় / (c) কেদের চুম্বকের সাহায্যে আলাদা করা যায় / (d) জল দ্রাবক, চিনি দ্রাব
উত্তর : জল দ্রাবক, চিনি দ্রাব
 
2.নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও               প্রশ্নমান – 1
 
(i)আমি হলুদ রঙের নরম তারের মতো দেখতে এক ধরনের লতা। আমি অন্য গাছের ওপর জন্মায় ও তার রস শোষন করে বেঁচে থাকি। আমি কে?
উত্তর : আমি স্বর্ণলতা।
 
(ii)সূর্যের আলোর সাহায্যে গাছের খাদ্য তৈরি কি ধরনের পরিবর্তন?
উত্তর : রাসায়নিক
 
(iii)কার্বন টেট্রাক্লোরাইড এর একটি অণুতে একটি কার্বন পরমাণু আছে। তাহলে কার্বন টেট্রাক্লোরাইড এর অনুর সংকেত কি হবে?
উত্তর : CCl4
 
(iv)একটি তরল ধাতুর নাম লেখ
উত্তর : পারদ।
 
3.একটি বা দুটি বাক্যে উত্তর দাও               প্রশ্নমান – 2
 
(i)দুটি প্রাকৃতিক তন্তুর নাম ও তাদের ব্যবহার লেখ।
উত্তর : কার্পাস : সুতো ও পোশাক তৈরি করতে।
পাট : দড়ি, বস্তা ইত্যাদি তৈরি করতে।
 
(ii)ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের দুটি পার্থক্য।
উত্তর :

ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন
ভৌত পরিবর্তন উভমুখি রাসায়নিক পরিবর্তনে একমুখী
ভৌত পরিবর্তন অস্থায়ী রাসায়নিক পরিবর্তন স্থায়ী
ভৌত পরিবর্তনের নতুন পদার্থ উৎপন্ন হয় না রাসায়নিক পরিবর্তনের নতুন পদার্থ উৎপন্ন হয়
 
(iii)চিনিকে দলে গুলে দেওয়ার পর আর দেখতে পাওয়া যায় না কেন?
উত্তর : জলে চিনি গুলে দেওয়ার পর চিনি অনুগুলির জলের অনুর সাথে মিশে সর্বত্র ছড়িয়ে পড়ে। চিনির অণুগুল অতি সূক্ষ্ম হওয়ায় তা চোখে পড়ে না।

ছাত্র / ছাত্রীরা সহজ পাঠ শিক্ষক / শিক্ষিকাদের সাথে সরাসরি কথা বলতে কল করতে পারো ১৮০০৮৯০৬০০৬ টোল ফ্রি নম্বরে

মডেল প্রশ্ন উত্তর: সেট ১০

1.সঠিক উত্তর নির্বাচন কর               প্রশ্নমান – 1
 
(1)কুইনাইন পাওয়া যায়
(a) কফি বীজ থেকে / (b) সিঙ্কোনা গাছের ছাল থেকে / (c) বট গাছের ছাল থেকে / (d) সর্পগন্ধা গাছের মূল থেকে
উত্তর : সিঙ্কোনা গাছের ছাল থেকে
 
(ii)একটি পরজীবী হল
(a) উকুন / (b) বাঘ / (c) বনবিড়াল / (d) টিকটিকি
উত্তর : উকুন
 
(iii)ভৌত পরিবর্তন হলো
(a) কালো চুল পেকে সাদা হওয়া / (b) বরফ গলে জল হওয়া / (c) লোহায় মরচে পড়া / (d) কাঠ জ্বালানো
উত্তর : বরফ গলে জল হওয়া
 
(iii)ইউরিয়া ব্যবহৃত হয়
(a) জ্বালানি হিসাবে / (b) রান্নায় / (c) ওষুধ রূপে / (d) সার হিসাবে
উত্তর : সার হিসাবে
 
(iv)জলের সংকেত হল

(a) O2H / (b) H2O2 / (c) H3O / (d) H2O
উত্তর : H2O

2.নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও               প্রশ্নমান – 1
 
(i)কডমাসের যকৃত থেকে কোন ভিটামিন সমৃদ্ধ তেল পাওয়া যায়?
উত্তর : ভিটামিন A ও D সমৃদ্ধ তেল পাওয়া যায়
 
(ii)শূন্যস্থ শূন্যস্থান পূরণ কর: দই প্রস্তুতির জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম হলো ____ ।
উত্তর : ল্যাকটোব্যাসিলাস
 
(iii)প্রদত্ত বিবৃতি কি সত্যটা মিথ্যা লেখ: চাল থেকে মুড়ি প্রস্তুত করা একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ।
উত্তর : সত্য
 
(iv)বেমানান ঘটনাটি চিহ্নিত কর: সাপের খোলস ত্যাগ করা, সুনামি, লিপ ইয়ার, সিলিং ফ্যানের ব্লেডের ঘোরা
উত্তর : সুনামি।

এটি একটি অপর্যাবৃত্ত ঘটনা।
(v)পটাশিয়াম মৌলটির চিহ্ন কি?
উত্তর : K
 
(vi)সোডা ওয়াটারে দ্রব্য, দ্রাবক কি কি
উত্তর : জল হল দ্রাবক এবং কার্বন-ডাই-অক্সাইড গ্যাস হলো দ্রাব।
 
3.নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও               প্রশ্নমান – 2
 
(i)মিথোজীবিতা বলতে কী বোঝো? একটি উদাহরণ দাও।
উত্তর : আগের উত্তর দেখো।
 
(ii)স্ট্রেপটোমাইসেস কি? এর থেকে প্রাপ্ত একটি ওষুধের নাম।
উত্তর : স্ট্রেপটোমাইসেস এক ধরনের ব্যাকটেরিয়া। এর থেকে প্রাপ্ত একটি ওষুধের নাম হলো এরিথ্রোমাইসিন।
 
(iii)রেললাইনের জোড়ার মুখে ফাঁকা রাখা হয় কেন?
উত্তর : রেল লাইনের জোড়ার মুখে ফাঁকা না রাখলে যখন রেলগাড়ি চলে রেললাইন উত্তপ্ত হবে তখন রেললাইন প্রসারিত হয়ে বেঁকে যাবে এবং রেলগাড়ি উল্টে যাবে। তাই রেল লাইনের জোড়ার মুখে ফাঁকা রাখা হয়।
 
(iv)অ্যামোনিয়া ও কার্বন ডাই অক্সাইডের সংকেত লেখ
উত্তর : অ্যামোনিয়া : NH3
কার্বন ডাই অক্সাইড: CO2
 
(v)নিচের পদার্থ গুলির মধ্যে কোনটি বা কোনগুলি মৌলিক, যৌগিক বা মিশ্র পদার্থ?
উত্তর : 
ম্যাগনেসিয়াম : মৌলিক পদার্থ।
লোহা: মৌলিক পদার্থ
নুন জল: মিশ্র পদার্থ
চিনি : যৌগিক পদার্থ

ছাত্র / ছাত্রীরা সহজ পাঠ শিক্ষক / শিক্ষিকাদের সাথে সরাসরি কথা বলতে কল করতে পারো ১৮০০৮৯০৬০০৬ টোল ফ্রি নম্বরে

মডেল প্রশ্ন উত্তর: সেট ১

1.সঠিক উত্তরটি নির্বাচন কর               প্রশ্নমান – 1
 
(i)সাগর কুসুম মিথোজীবীতার সম্পর্ক গড়ে তোলে
(a) জাব পোকার সঙ্গে / (b) শালিকের সঙ্গে / (c) ক্লাউন মাছের সঙ্গে / (d) গরুর সঙ্গে
উত্তর : ক্লাউন মাছের সঙ্গে
 
(ii)অ্যাজোলা পানা বাতাসের কোন গ্যাস বেঁধে ফেলতে পারে
(a) অক্সিজেন / (b) কার্বন-ডাই-অক্সাইড / (c) নাইট্রোজেন / (d) হাইড্রোজেন
উত্তর : নাইট্রোজেন
 
(iii)কোনটি পর্যাবৃত্ত ঘটনা?
(a) ভূমিকম্প / (b) পূর্ণিমা / (c) হড়পা বান / (d) সুনামি
উত্তর : পূর্ণিমা
 
(iv)নিচের যে পরিবর্তনটি রাসায়নিক পরিবর্তন তা হল
(a) পিতলের বাসনে ছোপ ধরা / (b) কর্পূরের উবে যাওয়া / (c) জল ফুটে বাষ্প পাওয়া / (d) লোহাকে চুম্বুকে পরিণত করা
উত্তর : পিতলের বাসনে ছোপ ধরা
 
(v)কোনটি অধাতু কিন্তু তড়িতের সুপরিবাহী?
(a) তামা / (b) পারদ / (c) লোহা / (d) গ্রাফাইট
উত্তর : গ্রাফাইট
 
(vi)প্রদত্ত কোনটি মৌল?
(a) জল / (b) বায়ু / (c) মিথেন / (d) ম্যাঙ্গানিজ
উত্তর : ম্যাঙ্গানিজ
 
2.দু এক কথায় উত্তর দাও               প্রশ্নমান – 1
 
(i)দই তৈরিতে কোন অনুজীব সাহায্য করে?
উত্তর : ল্যাকটোব্যাসিলাস নামে এক ধরনের ব্যাকটেরিয়া।
 
(ii)মনুষ্য সৃষ্ট এবং অভিপ্রেত এমন একটি ঘটনার উদাহরণ দাও।
উত্তর : বৃক্ষরোপণ বা গাছ লাগানো।
 
(iii)খাদ্য লবণে উপস্থিত মৌল গুলির চিহ্ন লেখো।
উত্তর : 
সোডিয়াম : Na
ক্লোরিন : Cl
 
3.একটি বার দুটি বাক্যে উত্তর দাও।               প্রশ্নমান – 2
 
(i)মানুষ জামা কাপড়ের জন্য কিভাবে উদ্ভিদের উপর নির্ভর করে।
উত্তর : পঠন সেতু এর আগের উত্তর দেখো।
 
(অথবা,)পরাগ মিলনের প্রয়োজনীয়তা কি? মৌটুসী কিভাবে পরাগ মিলনের সাহায্য করে?
উত্তর : পঠন সেতু এর আগের উত্তর দেখো।
 
(ii)বড় ডেলার চেয়ে সম ওজনের গুঁড়ো ধুনো তাড়াতাড়ি জ্বলে ওঠে কেন?
উত্তর : আগের উত্তর দেখো
 
(অথবা)সুস্থ ক্ষেতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হলে তা কিভাবে মানুষের শরীরে ক্ষতি করে?
উত্তর : আগের উত্তর দেখো।
 
(iii)মৌল X এবং Y যথাক্রমে ধাতু ও অধাতু। X ও Y এর যোজ্যতা যথাক্রমে 2 ও 3 হলে মৌন দুটির সমন্বয়ে গঠিত যৌগের সংকেত লেখ।
উত্তর : X3Y2
 
(অথবা)জল ও বালির মিশ্রণ থেকে কি কি উপায়ে বালিকে পৃথক করা যায়?
উত্তর : জল বালির মিশ্রণ থেকে আস্রাবণ ও পরিস্রাব ও প্রক্রিয়ায় বালিকে পৃথক করা যায়। আশ্রাবণ প্রক্রিয়ায় মিশ্রনটি রেখে দিলে বালি খিতিয়ে পড়ে। পরিস্রাবণ প্রক্রিয়ায় ফিল্টার কাগজে বালি আটকে যায়।

ছাত্র / ছাত্রীরা সহজ পাঠ শিক্ষক / শিক্ষিকাদের সাথে সরাসরি কথা বলতে কল করতে পারো ১৮০০৮৯০৬০০৬ টোল ফ্রি নম্বরে

মডেল প্রশ্ন উত্তর: সেট ১

1.সঠিক উত্তরটি নির্বাচন কর:               প্রশ্নমান – 1
 
(i)কোন জিনিসটি প্রাণীদের থেকে পাওয়া যায়?
(a) তার (b) সুতলি (c) উল
উত্তর : উল
 
(ii)কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয়?
(a) লিপইয়ার (b) জোয়ার ভাটা (c) রাস্তায় গাড়ি যাওয়া আসা
উত্তর : রাস্তায় গাড়ি যাওয়া আসা
 
2.শূন্যস্থান পূরণ কর:               প্রশ্নমান – 1
 
(i)ইস্ট হলো এক ধরনের এককোষী _____ 
উত্তর : ছত্রাক
 
(ii)ম্যালেরিয়ার ঔষধ তৈরি হয় _____ গাছের ছাল থেকে।
উত্তর : সিঙ্কোনা
 
3.নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও               প্রশ্নমান – 1
 
(i)হ্যানিডিউ কি?
উত্তর : জাব পোকা বা এফিড গাছের শর্করা সমৃদ্ধ শোষণ করে যে শর্করা সমৃদ্ধ বর্জ্য পদার্থ ত্যাগ করে তাকে হানি ডিউ বলে। হানি ডিউ হল পিঁপড়ের খাবার।
 
(ii)“আমি একটি তরল ধাতু, তাপ ও তড়িৎ এর সুপরিবাহী এবং সাধারণ অবস্থায় তরল” – আমি কে?
উত্তর : পারদ।
 
(ii)মৌল কাদের বলে?
উত্তর : যে পদার্থকে বিশ্লেষণ করলে কেবল সেই পদার্থ পাওয়া যায় তাকে মৌল বলে।
 
(iii)PH3 যৌগে P এর যোজ্যতা কত?
উত্তর : PH3 যৌগে P এর যোজ্যতা 3।
 
(iii)রজন এর একটি ব্যবহার লেখো।
উত্তর : রজন কাঠ পালিশ করতে ব্যবহার করা হয়।
 
(iv)জলের সংকেত লেখ।
উত্তর : H2O
 
(vii)দইয়ের সাজাতে উপস্থিত জীবাণুটির নাম কি?
উত্তর : ল্যাকটোব্যাসিলাস।
 
4.নিম্নলিখিত প্রশ্নগুলির দু একটি বাক্যে উত্তর দাও               প্রশ্নমান – 2
(i)রাসায়নিক পরিবর্তন কাকে বলে?
উত্তর : যে পরিবর্তনে পদার্থকে আর আগের অবস্থায় ফিরে পাওয়া যায় না অর্থাৎ নতুন পদার্থ উৎপন্ন হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে।

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

1.সঠিক উত্তর নির্বাচন করো:               প্রশ্নমান – 1
 
(i)খাদ্যের ব্যাপারে আমরা সম্পূর্ণরূপে নির্ভরশীল-
(a) সূর্যের উপর / (b) গাছের উপর / (c) প্রাণীর উপর /
উত্তর : গাছের উপর
 
(ii)ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন পাওয়া যায় সিঙ্কোনা গাছের –
(a) ছাল থেকে / (b) পাতা থেকে / (c) মূল থেকে /
উত্তর : ছাল থেকে
 
(iii)নিঃশ্বাসের বায়ুতে সবচেয়ে বেশি মাত্রায় থাকে –
(a) অক্সিজেন / (b) অক্সিজেন / (c) নাইট্রোজেন /
উত্তর : নাইট্রোজেন
 
(iv)পাউরুটি তৈরিতে ব্যবহৃত ইস্ট হলো-
(a) শৈবাল / (b) ছত্রাক / (c) ব্যাকটেরিয়া /
উত্তর : ছত্রাক
 
(v)ভূমিকম্প একটি
(a) পর্যাবৃত্ত ঘটনা / (b) অভিপ্রেত ঘটনা / (c) অনভিপ্রেত ঘটনা /
উত্তর : অনভিপ্রেত ঘটনা
 
(vi)PH3 কোন যৌগের সংকেত?
(a) ফসফিন / (b) অ্যামোনিয়া / (c) মিথেন /
উত্তর : ফসফিন
 
(vii)আমাশয়ের জীবাণু কোথায় বাসা বাঁধে?
(a) অন্ত্রে / (b) ফুসফুসে / (c) হাড়ে /
উত্তর : অন্ত্রে
 
2.পূর্ণ বাক্যে উত্তর দাও               প্রশ্নমান – 1
 
(i)দইয়ের মধ্যে যে অনুজীবটি থাকে তার নাম কি?
উত্তর : দইয়ের মধ্যে যে অনুজীবটি থাকে তার নাম ল্যাক্টোব্যাসিলাস।
 
(ii)একটি ঘটনার উল্লেখ করো যেখানে ভৌত ও রাসায়নিক পরিবর্তন একসঙ্গে ঘটে।
উত্তর : মোমবাতির দহন হলো এমন ঘটনা যেখানে ভৌত ও রাসায়নিক পরিবর্তন একসাথে ঘটে।
 
(iii)পরাগ মিলন বলতে কী বোঝায়?
উত্তর : মৌমাছি, প্রজাপতি কিংবা বায়ুর মাধ্যমে যখন এক ফুলের পরাগরেনু যখন অন্য ফুলে গিয়ে পড়ে তখন সেই ঘটনাকে পরাগমিলন বলে।
 
(iv)ফুলের কোন অংশ বীজে পরিণত হয়?
উত্তর : ডিম্বকক বীজে পরিণত হয়।
 
(v)ফুলের কোন অংশ ফলে পরিণত হয়?
উত্তর : ডিম্বাশয় ফলে পরিণত হয়।
 
(vi)তাপের সুপরিবাহী এমন একটি অধাতুর নাম লেখ।
উত্তর : তাপের সুপরিবাহী একটি অধাতুর নাম হল গ্রাফাইট
 
(vii)কাগজ পুড়ে ছাই হলো – এটি কি ধরনের ঘটনা?
উত্তর : এটি একটি একমুখী ঘটনা।
 
(viii)ঘড়ির কাঁটার ঘূর্ণন – কি ধরনের ঘটনা?
উত্তর : পর্যাবৃত্ত ঘটনা।
 
(ix)বায়ুতে কোন উপাদানটি সবচেয়ে বেশি থাকে?
উত্তর : নাইট্রোজেন।
 
(x)যক্ষার জীবাণু কোথায় বাসা বাঁধে?
উত্তর : ফুসফুসে।
 
(xi)সিঙ্কোনা গাছের ছাল থেকে কি পাওয়া যায়?
উত্তর : ম্যালেরিয়া রোগের ঔষধ কুইনাইন পাওয়া যায় ।
 
(xii)পানীয় জলে কোন ট্যাবলেট মিশিয়ে জীবাণুমুক্ত করা হয়?
উত্তর : হ্যালোজেন ট্যাবলেট।
 
(xiii)আমি একটি অধাতু। কিন্তু আমি তড়িৎ পরিবহন করতে পারি। আমি কে?
উত্তর : গ্রাফাইট।
 
(xiv)ল্যাকটো ব্যাচেলাস নামক ব্যাকটেরিয়া দুধে কোন অ্যাসিড উৎপন্ন করে?
উত্তর : ল্যাক্টিক অ্যাসিড।
 
(xv)জাব পোকারা যে শর্করা সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে তাকে কি বলে?
উত্তর : হানিডিউ
 
3.শূন্যস্থান পূরণ কর               প্রশ্নমান – 1
 
(i)সামুদ্রিক মাছের _____ – এ ভিটামিন A ও D থাকে।
উত্তর : যকৃত
 
(ii)রেশম মথ থেকে _____ পাওয়া যায়।
উত্তর : সিল্ক
 
(iii)উদ্ভিদের খাদ্য তৈরীর প্রক্রিয়াটি হল _____ 
উত্তর : সালোকসংশ্লেষ
 
(iv)জোয়ার ভাটা একটি _____ ঘটনা।
উত্তর : পর্যাবৃত্ত
 
(v)পালিশ করার জন্য প্রয়োজনীয় _____ গাছ থেকে পাই।
উত্তর : রবার
 
(vi) ____ একটি রাসায়নিক কীটনাশক।
উত্তর : ম্যালাথিয়ন
 
(vii) ____ কে ঝাড়ুদার পাখি বলা হয়।
উত্তর : কাক
 
4.সংক্ষিপ্ত উত্তর দাও               প্রশ্নমান – 2
 
(i)ধাতু কাকে বলে? ধাতুর দুটি ধর্ম লেখ।
উত্তর : যেসব মৌল চকচকে হয়, তাপ ও তড়িৎ পরিবহন করতে পারে তাদের ধাতু বলে।
◽ ১. ধাতুকে পিটিয়ে পাতলা পাতে পরিণত করা যায়।
২. ধাতুকে উপর থেকে ফেললে ঢং শব্দ হয়।
 
(ii)প্রকৃতির ঝাড়ুদার কাকে বলে এবং কেন?
উত্তর : শকুনকে প্রকৃতির ঝাড়ুদার বলে। ঝাড়ুদার যেমন ঝাড় দিয়ে চারপাশ পরিষ্কার রাখে ঠিক তেমনি শকুন আমাদের চারপাশের মরা পচা জীবজন্তু খেয়ে পরিবেশ পরিষ্কার রাখে । তাই শকুনকে প্রকৃতির ঝাড়ুদার বলে।
 
(iii)গরুর গাড়ির চাকায় কিভাবে লোহার বেড় করানো হয়?
উত্তর : লোহার বেরিকে প্রথমে আগুনে রেখে উত্তপ্ত করা হয়। এর ফলে বেড় আকার বেড়ে যায়। এরপরে বের ঠান্ডা করলে কাঠের চাকার সাথে বেশ শক্ত হয়ে আটকে যায়।
 
(iv)মাছে লবণ মাখানো হয় কেন?
উত্তর : মাঝে লবণ মাখালে মাছের ভিতরের জল বেরিয়ে যায়। এর ফলে মা সহজে পচেনা, অনেকক্ষণ টাটকা থাকে।
 
(v)রাতে বড় গাছের নিচে ঘুমানো উচিত নয় কেন?
উত্তর : রাতের বেলায় গাছ শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে এবং অক্সিজেন গ্রহণ করে। এর ফলে গাছের নিচে অক্সিজেনের পরিমাণ কমে যায়। রাত্রিবেলায় বড় গাছের নিচে ঘুমালে শ্বাসকষ্ট হতে পারে তাই বড় গাছের নিচে ঘুমানো উচিত নয়।
 
(vi)নুন মেশানো জলে বিদ্যুৎ পাঠালে জল ভেঙে কি কি তৈরি হয়? আচার চাটনিতে কোন রাসায়নিক পদার্থ মেশানো হয়?
উত্তর : মন মেশানো জলে বিদ্যুৎ পাঠালে হাইড্রোজেন ও অক্সিজেন তৈরি হয়।
◽ আচার-চাটনিতে ভিনেগার মেশানো হয়।
 
(vii)কেলাসন কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর : যে প্রক্রিয়ায় কোন দ্রবনকে উত্তপ্ত করে কঠিন কেলাস পাওয়া যায় তাকে কেলাসন বলে।
◽ নুন ও জলের মিশ্রণ কে উত্তপ্ত করলে জল বাষ্পভূত হয়ে শেষে নুনের কেলাস পড়ে থাকে।
 

 
1.সঠিক উত্তরটি নির্বাচন করো                প্রশ্নমান – 1
 
(i)যে বস্তুর ওপর আলো পড়লে চকচক করে না, তা হল –
(a) কাঠকয়লা / (b) হিরে / (c) তামা / (d) পিতল
উত্তর : কাঠকয়লা
 
(ii)মৌলিক অনু হলো –
(a) জলের অনু / (b) লবণের অণু / (c) অক্সিজেনের অণু / (d) চিনির অণু
উত্তর : অক্সিজেনের অণু
 
(iii)কোন জায়গায় কোন এক বছর বন্যা হল, সেটে কি ধরনের ঘটনা?
(a) পর্যাবৃত্ত / (b) একমুখী / (c) অপর্যাবৃত্ত / (d) উভমুখী
উত্তর : অপর্যাবৃত্ত
 
(iv)কোন উদ্ভিদের মূল কে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি?
(a) আদা / (b) আম / (c) সজিনা / (d) গাজর
উত্তর : গাজর
 
2.“A” স্তম্ভের সঙ্গে “B” স্তম্ভ মিলিয়ে লেখ।               প্রশ্নমান – 3
 
(–)স্তম্ভ মেলাও
A – স্তম্ভ B – স্তম্ভ
(i) কুইনাইন (a) প্রাকৃতিক ঘটনা
(ii) মুরগির ডিম ফুটে বাচ্চা হওয়া (b) অ্যামোনিয়া
(iii) NH3 (c) সিঙ্কোনা গাছ
  (d) মিথেন

উত্তর :

A – স্তম্ভ B – স্তম্ভ
(i) কুইনাইন (c) সিঙ্কোনা গাছ
(ii) মুরগির ডিম ফুটে বাচ্চা হওয়া (a) প্রাকৃতিক ঘটনা
(iii) NH3 (b) অ্যামোনিয়া
3.নিচের প্রশ্নগুলির উত্তর দাও।               প্রশ্নমান – 1
 
(i)শূন্যস্থান পূরণ কর: গাছের খাবার তৈরি করার সময় গাছ বাতাস থেকে ____ গ্রহণ করে।
উত্তর : কার্বন ডাই অক্সাইড
 
(ii)সত্য – মিথ্যা নির্বাচন কর: খাবার খেয়ে হজম হয়ে গেল – এটি একটি রাসায়নিক পরিবর্তন।
উত্তর : সত্য ✓
 
(iii)আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে কোন ভিটামিন?
উত্তর : ভিটামিন A
 
(iv)একটি কাঁচের বোতলের মুখে তার ধাতব তৈরি ঢাকনাটি এটে বসে গেছে । তুমি কিভাবে ঢাকনাটি খুলবে?
উত্তর : ঢাকনাটিকে আগুনে গরম করব। এতে ঢাকনাটি প্রসারিত হয়ে বড় হয়ে যাবে। কোন কাপড় দিয়ে এবার গরম ঢাকনাটি সহজেই খুলবে
 
4.সংক্ষিপ্ত উত্তর দাও               প্রশ্নমান – 2
 
(i)অক্সিজেনের দুটি ধর্ম লেখ।
উত্তর :

  1. অক্সিজেন বর্ণহীন গন্ধহীন গ্যাস।
  2. অক্সিজেন নিজে জ্বলে না কিন্তু জ্বলতে সাহায্য করে।
 

ছাত্র / ছাত্রীরা সহজ পাঠ শিক্ষক / শিক্ষিকাদের সাথে সরাসরি কথা বলতে কল করতে পারো ১৮০০৮৯০৬০০৬ টোল ফ্রি নম্বরে

Loading

Leave a Reply

error: