Skip to content

দ্বিতীয় ইউনিট টেস্টের সাজেশন প্রশ্ন (ষষ্ঠ শ্রেণী)

cl-6-unit-test-sug

Bengali – বাংলা

(A) সঠিক উত্তরটি নির্বাচন করো (যেকোনো চারটি): (4 × 1 = 4)

  1. _______________ পাখায় আলোক লুকায় ছাড়িয়ে পূবের মাঠ –

(কাকের / বকের / শালিকের)

Ans: শালিকের

  1. ‘পিঁপড়ে’ কবিতায় কবির নাম হলো-

(অমিয় চক্রবর্তী / শিবরাম চক্রবর্তী / নীরেন্দ্র নাথ চক্রবর্তী)

Ans: নীরেন্দ্র নাথ চক্রবর্তী

  1. শেষ পর্যন্ত ছোট্ট বাঘ-বাবা-মা থাকত-

(সুন্দর খোলায় / সজনে খোলায় / পাখিরালয়)

Ans: পাখিরালয়

  1. এদেশের যত পালা পার্বন সব কিছুর মূলে রয়েছে-

(চাষবাস / কলকারখানা / শিল্প)

Ans: চাষবাস

  1. গোপালের বাবা ________________  আমের চারাগাছ লাগিয়েছিল।

(হিমসাগর / ফজলি / ল্যাংড়া)

Ans: হিমসাগর

  1. ‘মরশুমের দিনে’ -গদ্যাংশটির রচয়িতা হলেন-

(রাজকিশোর পট্টনায়ক / ধনগোপাল মুখোপাধ্যায় / সুভাষ মুখোপাধ্যায়)

Ans: সুভাষ মুখোপাধ্যায়

(B) একটি বাক্যে উত্তর দাও (যেকোনো চারটি): (4 × 1 = 4)

  1. ‘ঝুমুর’ কবিতার কবির নাম কী?

Ans: ‘ঝুমুর’ কবিতার কবির নাম সুকান্ত ভট্টাচার্য

  1. ‘এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ পথ’ -এটি কোন গল্পের অংশ?

Ans: ‘এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ পথ’ ‘রাঁচির দিনপঞ্জি’ গল্পের অংশ।

  1. কবি কী বলে পিঁপড়েদের সম্বোধন করেছেন?

Ans: কবি পিঁপড়েদের ‘ভ্রাতৃপ্রতিম’ বলে সম্বোধন করেছেন।

  1. ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্যে প্রথমে কী ধরতে গিয়েছিল?

Ans: ছোট্ট বাঘ প্রথমে খরগোশ ধরতে গিয়েছিল।

  1. ‘এক গেরবাজ পায়রা’ বলা হয়েছে কাকে?

Ans: ‘এক গেরবাজ পায়রা’ বলা হয়েছে গোপালকে

  1. কিসের প্রার্থনায় ‘বসুন্ধরা’ ব্রত পালন করা হয়?

Ans: পরিবারের মঙ্গল কামনায় ‘বসুন্ধরা’ ব্রত পালন করা হয়।

(C) যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও: (2 × 3 = 6)

  1. “সেইদিন থেকে গাছ হেলে পড়েছে পূর্বদিকে” -এখানে কোন দিনের কথা বলা হয়েছে? গাছটি হেলে পড়ার কারণ কী?

Ans: “সেইদিন থেকে গাছ হেলে পড়েছে পূর্বদিকে”— এখানে ঝড়ের দিন-এর কথা বলা হয়েছে। ঝড়ে বাতাস পূর্বদিকে বয়ে যাওয়ায় গাছটি সেই দিকে হেলে পড়েছে।

  1. “মাটি সবারই” -এটি কোন গল্পের অংশ? লেখকের নাম কী? এই গল্পে কে, কাকে এই কথাটি বলেছেন?

Ans: “মাটি সবারই”— এটি ‘মরশুমের দিনে’ গল্পের অংশ। লেখক: সুভাষ মুখোপাধ্যায়। এই গল্পে মুখুজ্জে মশাই কৃষকদের উদ্দেশ্যে এই কথাটি বলেছেন।

(D) দু-এক কথায় উত্তর দাও (যেকোনো দুটি) (2 × 1 = 2)

  1. “এই গেল গেল — নাড়ি ভুঁড়ি সব ফেটে গেল” -উক্তিটি কার?

Ans: “এই গেল গেল — নাড়ি ভুঁড়ি সব ফেটে গেল”— উক্তিটি হ য ব র ল এর।

  1. হ য ব র ল গল্পে ‘বিস্কুট’ কার নাম?

Ans: হ য ব র ল গল্পে ‘বিস্কুট’ হল একটি বেড়ালের নাম

  1. কে, গলা ফুলিয়ে বলেছিল- বাদুড়গোপাল হাজির?

Ans: ছোট ছানা গলা ফুলিয়ে বলেছিল— “বাদুড়গোপাল হাজির”।

(E) যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:  (3 × 1 = 3)

  1. “এখনও হিসেবটা হয়ে উঠল না?” -কে, কাকে হিসাব করতে দিয়েছিল? কত দিন পার হয়ে গেলেও হিসাবটা শেষ হয়নি?

Ans: “এখনও হিসেবটা হয়ে উঠল না?”— গোপালের বাবাগোপালকে হিসাব করতে দিয়েছিল। তিন দিন পার হয়ে গেলেও হিসাবটা শেষ হয়নি।

  1. “আমার নাম শ্রীব্যাকরণ শিং, বি. এ খাদ্য বিশারদ” -এখানে ‘আমি’ কে? তার এরূপ নামের কারণ কী?

Ans: “আমার নাম শ্রীব্যাকরণ শিং, বি. এ খাদ্য বিশারদ”— এখানে ‘আমি’ হলো একটি ছাগল। তার এরূপ নামের কারণ, সে নিজের পরিচয় দিয়ে মানুষকে ঠকাত এবং জ্ঞান বিতরণ করত।

(F) নীচের শব্দগুলি থেকে উপসর্গগুলি আলাদা করে লেখো (যেকোনো দুটি):  (2 × 1 = 2)

অবেলা, বিকৃতি, ভরদুপুর, উপগ্রহ।

Ans: অবেলা → অ + বেলা

বিকৃতি → বি + কৃতি

ভরদুপুর → ভর + দুপুর

উপগ্রহ → উপ + গ্রহ

(G) নীচের শব্দগুলির কোনটি বিশেষ্য ও কোনটি বিশেষণ তা লেখো (যেকোনো দুটি): (2 × 1 = 2)

রাগ, শরীর, রচিত, সব্বোনেশে।

Ans: রাগ → বিশেষ্য

শরীর → বিশেষ্য

রচিত → বিশেষণ

সব্বোনেশে → বিশেষণ

(H) পদ পরিবর্তন করো (যেকোনো দুটি): (2 × 1 = 2)

ঝড়, অঞ্চল, গাছ, আংশিক।

Ans: ঝড় → ঝড়ো (বিশেষণ)

অঞ্চল → আঞ্চলিক (বিশেষণ)

গাছ → গাছি / গাছতলা

আংশিক → অংশ / অংশীদার

English – ইংরেজি

[1] Read the text carefully and answer the following questions:

I had seen the Magic Shop from a far several times. I had passed it once or twice, but never had I thought of going in. One day, my son, Gip dragged me upto the shop. There was such keenness in him that I was forced to get in.

It was a little narrow shop, not very well lit. On the shop counter, there were several crystal balls. On the floor, there were magic mirrors: one to draw you out long and thin and one to make you short and fat. While we were laughing at all these, the shopman appeared.

“How can I help you?” said he.

“I want to buy my little boy a few simple tricks”, I said.

(A) Complete the following sentences with information from the above text: (6)

  1. what was the magic in the mirror of the shop?

Ans: The mirror could make you look long and thin or short and fat.

  1. Why did the narrator go the Magic shop?

Ans: The narrator went to the Magic Shop because his son Gip dragged him there.

  1. Name the items which were available in the shop?

Ans: Crystal balls and magic mirrors.

(B) Write T for true and F for false statements: (3)

  1. They were greatly amused to see the magic items in the shop.

Ans: T

  1. The shopman wanted to help the narrator and his son.

Ans: T

  1. The narrator had never seen the shop before he entered the shop.

Ans: F

[2] Read the text and answer the questions:

The king of football, Pele was born in a village in Brazil on 23 October, 1940 and his first trainer was his father, Dondinho. Later, the Brazilian coach Fiola trained him. In 1957 he played his first football game for Brazil in the national team against Argentina. The very next year he played for Brazil in the World Cup Match against Sweden.

(A) Complete the following sentences with information from the above text: (4)

  1. He played his first football game for his country against ____________

Ans: He played his first football game for his country against Argentina.

  1. Pele was born _______________

Ans: Pele was born in a village in Brazil on 23 October, 1940.

  1. He played for Brazil in the World Cup against Sweden in ___________

Ans: He played for Brazil in the World Cup against Sweden in 1958.

  1. His coaches were _________________

Ans: His coaches were his father Dondinho and the Brazilian coach Fiola.

(B) Write T for true and F for false statements: (2)

  1. Pele was a Brazilian footballer.

Ans: T

  1. People call Pele “The king of Football”.

Ans: T

[3] Fill in the blanks with appropriate articles: (3)

  1. She arrived ______________  hour late.

Ans: She arrived an hour late.

  1. There is ___________ university in our district.

Ans: There is a university in our district.

  1. Brutus is ___________ honourable man.

Ans: Brutus is an honourable man.

[4] Tick the appropriate form of the given verbs in the brackets: (3)

  1. Rita as well as her sister (is/are) taking part in the school sports.

Ans: Rita as well as her sister is taking part in the school sports.

  1. No news (is/are) good news.

Ans: No news is good news.

  1. Each of the children (has/have) arrived late.

Ans: Each of the children has arrived late.

[5] Fill in the blanks with suitable adjectives from the box: (4)

  1. You shall _______________  see a film. (Time)

Ans: You shall soon see a film.

  1. The soldiers fought ______________. (Manner)

Ans: The soldiers fought bravely.

  1. The book is ________________ written. (Manner)

Ans: The book is well written.

  1. I cannot find my pet dog ____________. (Place)

Ans: I cannot find my pet dog here.

Science – বিজ্ঞান

MCQ :

  1. বাঁধের নীচের অংশ চওড়া আর ওপরের অংশ সরু করা হয়, কারণ—

(A) ওপরে জলের চাপ কম, নীচে বেশি 

(B) নীচের অংশে জলের চাপ কম

(C) তৈরির সময় নীচে বেশি মাটি জমে বলে 

(D) ওপর ও নীচ উভয় স্থানেই জলের চাপ সমান

Ans: (A) ওপরে জলের চাপ কম, নীচে বেশি

  1. 1 কিলোপাস্কাল = __ পাস্কাল

(A) 100 

(B) 1000 

(C) 10000 

(D) 10

Ans: (B) 1000

  1. দুটি ভিন্ন ক্ষেত্রফলযুক্ত বস্তুর ওপর সমপরিমাণ বল প্রয়োগ করলে বেশি ক্ষেত্রফলযুক্ত বস্তুতে প্রযুক্ত চাপ

(A) বেশি হবে 

(B) কম হবে 

(C) সমান হবে 

(D) শূন্য হবে

Ans: (B) কম হবে

  1. 1 পাস্কাল = __

(A) 1 বর্গমিটার/1 নিউটন 

(B) 1 নিউটন × 1 বর্গমিটার 

(C) 1 নিউটন/1 বর্গমিটার

Ans: (C) 1 নিউটন/1 বর্গমিটার

  1. গতিশীল গ্যাস বা তরল যে স্থানে বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে

(A) চাপ কম হয় 

(B) চাপ বেশি হয় 

(C) আলাদা করে চাপের কোনো পরিবর্তন হয় না

Ans: (A) চাপ কম হয়

  1. বায়ুর চাপ মাপার যন্ত্রটি হল—

(A) ব্যারোমিটার 

(B) থার্মোমিটার 

(C) হাইড্রোমিটার

Ans: (A) ব্যারোমিটার

  1. নীচের কোন ক্ষেত্রে বারনৌলির নীতি প্রযোজ্য?

(A) গভীর সমুদ্রের মাছ চ্যাপটা আকৃতির হয় 

(B) বাঁধের তলদেশ চওড়া হয়

(C) টিকটিকি দেয়ালের গায়ে আটকে থাকে 

(D) বায়ুপ্রবাহের সময় পতাকা পতপত করে ওড়ে

Ans: (D) বায়ুপ্রবাহের সময় পতাকা পতপত করে ওড়ে

  1. দুটি ভিন্ন ক্ষেত্রফলযুক্ত বস্তুর ওপর সমপরিমাণ বল প্রয়োগ করলে বেশি ক্ষেত্রফলযুক্ত বস্তুতে প্রযুক্ত চাপ

(A) বেশি হবে 

(B) কম হবে 

(C) সমান হবে 

(D) শূন্য হবে

Ans: (B) কম হবে

  1. SI-তে চাপের একক হল—

(A) ক্যান্ডেলা 

(B) কেলভিন 

(C) পাস্কাল

Ans: (C) পাস্কাল

  1. তরলের চাপ নির্ভর করে

(A) তরলের পরিমাণের ওপর 

(B) তরলের গভীরতার ওপর

(C) তরল পাত্রের আকৃতির ওপর 

(D) তরলের আয়তনের ওপর

Ans: (B) তরলের গভীরতার ওপর

SAQ :

  1. নদী বাঁধের তলদেশ চওড়া হয় কেন?

Ans: জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। নদীর তলদেশে জলের গভীরতা বেশি হওয়ায় জলের চাপ বেশি হয়। বেশি চাপে যাতে বাঁধ ভেঙে না যায় তাই নদী বাঁধের তলদেশ চওড়া করা হয়।

  1. বিজ্ঞানী বারনৌলির নীতিটি লেখো।

Ans: বারনৌলির নীতি: কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়।

  1. ঝড়ের সময় কখনো কখনো খড়ের বা টিনের চাল উড়ে যেতে দেখা যায়—কেন?

Ans: তীব্র ঝড়ে ঘরের খড়ের বা টিনের ছাউনির উপরের বায়ুর বেগ বেশি হয়, ফলে ওই স্থানে বায়ুর চাপ কমে যায়। অন্যদিকে ঘরের মধ্যে বায়ুর বেগ তুলনায় খুব কম হয়। ফলে ভিতরে বায়ুর চাপ বেশি থাকে। এই চাপের পার্থক্য খুব বেশি হলে ছাউনি বাইরের দিকে অর্থাৎ উপরের দিকে উড়ে যায়।

  1. চাপ কাকে বলে? এর S.I একক কী?

Ans: একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকেই চাপ বলে। চাপের S.I একক নিউটন/বর্গমিটার বা পাস্কাল (Pa)

  1. একই বল প্রয়োগ করলেও সরু মুখের পেরেক ভোঁতা মুখের পেরেকের চেয়ে সহজেই কাঠে প্রবেশ করে কেন?

Ans: একই বল কম ক্ষেত্রফলে প্রয়োগ করা হলে চাপের পরিমাণ হয় বেশি। যেহেতু সরু মুখের পেরেকের ক্ষেত্রফল ভোঁতা মুখের পেরেকের ক্ষেত্রফল অপেক্ষা কম তাই একই বল প্রয়োগ করলেও সরু মুখের পেরেকের উপর চাপ বেশি হয়। তাই সরু মুখের পেরেক কাঠে সহজেই প্রবেশ করে।

  1. কোনো কোনো মাছের দেহ চ্যাপ্টা হয় কেন?

Ans: জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। এই কারণে জলের গভীরে চাপ কাটিয়ে সহজে চলার জন্য কোনো কোনো মাছ চ্যাপ্টা হয়।

(A) সঠিক উত্তরটি নির্বাচন করো: 6 × 1 = 6

  1. কোনটি বলের SI একক-

(ডাইন / বার / নিউটন / পাস্কাল)

Ans: নিউটন।

  1. SI তে চাপের একক কী?

(ক্যালোরি / জুল / পাস্কাল / নিউটন)

Ans: পাস্কাল।

  1. শ্রোণিচক্রের অস্থিসন্ধি কোন প্রকার?

(বল এবং সকেট সন্ধি / হিঞ্জ সন্ধি / পিভট সন্ধি / স্যাডল সন্ধি)

Ans: স্যাডল সন্ধি।

  1. হেমাটাইট কোন ধাতুর আকরিক-

(লোহা / তামা / সিসা / অ্যালুমিনিয়াম)

Ans: লোহা।

  1. নিস্ কোন প্রকার শিলা-

(আগ্নেয় / পাললিক / পরিবর্তিত)

Ans: পরিবর্তিত।

  1. উদ্ভিদের বৃদ্ধির পরিমাপ কোন যন্ত্রের সাহায্যে করা হয়?

(অক্সানোমিটার / মিটার স্কেল / থার্মোমিটার / ব্যারোমিটার)

Ans: অক্সানোমিটার।

(B) একটি বাক্যে উত্তর দাও: 5 × 1 = 5

  1. ক্ষেত্রফল বৃদ্ধিতে নির্দিষ্ট পরিমাণ বলের জন্য চাপ কমবে না বাড়বে?

Ans: কমবে।

  1. বুক আর পেটের মাঝখানে অবস্থিত পেশিটির নাম কী?

Ans: ডায়াফ্রাম।

  1. একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও।

Ans: কয়লা

  1. SI তে ভরের একক কী?

Ans: কিলোগ্রাম।

  1. “সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়।” -ব্যাখ্যা করো।

Ans: সব আকরিক খনিজ, কারণ তারা প্রাকৃতিকভাবে গঠিত কঠিন পদার্থ, তবে সব খনিজ আকরিক নয়, কারণ সব খনিজ থেকে ধাতু নিষ্কাশন সম্ভব নয়।

  1. একটি স্পর্শহীন বলের উদাহরণ দাও।

Ans: চৌম্বক বল।

(C) সংক্ষেপে উত্তর দাও: 4 × 3 = 12

  1. চাপের সংজ্ঞা দাও। বার্নোলীর নীতিটি বিবৃত করো।

Ans: চাপ হল একক ক্ষেত্রফলে প্রয়োগকৃত বলের পরিমাণ। বার্নোলীর নীতি অনুযায়ী, একটি প্রবাহমান তরলের গতি বৃদ্ধির সাথে সাথে তার চাপ হ্রাস পায়।

  1. মানবদেহে রক্তে উপস্থিত লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অণুচক্রিকার কাজ উল্লেখ করো।

Ans: লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহন করে, শ্বেত রক্তকণিকা রোগ প্রতিরোধে সাহায্য করে এবং অণুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।

  1. রাশির একক বলতে কী বোঝো? একটি প্রাথমিক ও একটি লব্ধ এককের উদাহরণ দাও।

Ans: রাশির একক হল সেই মান, যার দ্বারা রাশির পরিমাণ পরিমাপ করা হয়। প্রাথমিক এককের উদাহরণ: মিটার (দৈর্ঘ্যের জন্য), লব্ধ এককের উদাহরণ: নিউটন (বল বা ওজনের জন্য)।

  1. বস্তুর ভার বা ওজন কাকে বলে? কোথায় বস্তুর ওজন শুন্য হয়?

Ans: বস্তুর ওজন হল পৃথিবীর অভিকর্ষজ বলের কারণে বস্তুটির উপর প্রয়োগকৃত বল। মহাশূন্যে, যেখানে অভিকর্ষজ বল নেই, সেখানে বস্তুর ওজন শুন্য হয়।

(A) নীচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও:

  1. বেগ কোন্ ধরনের রাশি?

Ans: বেগ একটি ভেক্টর রাশি, কারণ এতে মান ও দিক উভয়ই থাকে।

  1. আলোর তীব্রতা মাপার এককের নাম লেখো।

Ans: আলোর তীব্রতা মাপার SI একক হল ক্যান্ডেলা (candela)।

  1. সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর কী মাপা হয় ?

Ans: সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয়।

  1. পুষ্টিস্তর বা ট্রফিক লেভেল কাকে বলে?

Ans: খাদ্যজাল বা খাদ্য শৃঙ্খলে বিভিন্ন স্তরে অবস্থিত জীবদের পুষ্টির উৎস অনুযায়ী যে স্তর নির্ধারিত হয়, তাকে পুষ্টিস্তর বা ট্রফিক লেভেল বলে।

  1. পিউমিসকে কী বলে?

Ans: পিউমিস একটি হালকা ও ছিদ্রযুক্ত আগ্নেয় শিলা, যা আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা দ্রুত শীতল হয়ে তৈরি হয়।

  1. ফসিল বা জীবাশ্ম কোন্ শিলায় দেখা যায়?

Ans: ফসিল বা জীবাশ্ম সাধারণত পাললিক শিলায় পাওয়া যায়।

  1. পিতল কোন্ কোন্ মৌল দিয়ে তৈরি?

Ans: পিতল তামা (Cu) ও দস্তা (Zn) মৌলের সংমিশ্রণে তৈরি একটি মিশ্র ধাতু।

  1. LPG-এর সম্পূর্ণ নাম কী?

Ans: LPG-এর সম্পূর্ণ নাম হল Liquefied Petroleum Gas।

(B) শূন্যস্থান পূরণ করো :

  1. দইয়ের মধ্যে _________________ অ্যাসিড থাকে।

Ans: ল্যাকটিক।

  1. যকৃতের তেলে থাকে ________________।

Ans: ভিটামিন ডি।

  1. সূর্যের সৌরশক্তি খাদ্যের মধ্যে __________ বা ___________ রূপে জমা থাকে।

Ans: রাসায়নিক শক্তি বা জৈব শক্তি।

  1. SI-তে বল বা ওজনের একক ______________।

Ans: নিউটন।

(C) নীচের প্রশ্নগুলির উত্তর দাও:

  1. লিন্ডেম্যানের দশ শতাংশ সূত্রটি বিবৃত করো।

Ans: লিন্ডেম্যানের দশ শতাংশ সূত্র অনুযায়ী, এক পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টিস্তরে মাত্র ১০% শক্তি স্থানান্তরিত হয়; বাকি ৯০% শক্তি জীবের জীবন প্রক্রিয়ায় ব্যবহৃত হয় বা তাপ হিসেবে নষ্ট হয়।

  1. উৎপাদক কাকে বলে? উদাহরণ দাও।

Ans: যেসব জীব সূর্যের আলো ব্যবহার করে খাদ্য প্রস্তুত করে, তাদের উৎপাদক বলে। উদাহরণ: সবুজ উদ্ভিদ, শৈবাল।

  1. পরাগমিলন কাকে বলে?

Ans: পরাগমিলন হল পরাগরেণু পুরুষ অঙ্গ (বৃন্ত) থেকে স্ত্রী অঙ্গ (বীজাণু) তে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়া।

  1. আকরিক বা ওর কাকে বলে? লোহার একটি আকরিকের নাম লেখো ।

Ans: আকরিক হল এমন খনিজ পদার্থ, যেখান থেকে ধাতু লাভজনকভাবে নিষ্কাশন করা যায়। লোহার একটি আকরিকের নাম: হেমাটাইট (Hematite)।

  1. নবীকরণযোগ্য শক্তি কাকে বলে? দুটি উদাহরণ।

Ans: নবীকরণযোগ্য শক্তি হল এমন শক্তি যা প্রাকৃতিকভাবে পুনরায় উৎপন্ন হয় এবং ফুরিয়ে যায় না। উদাহরণ: সৌর শক্তি, বায়ু শক্তি।

  1. ভৌতরাশি বা প্রাকৃতিক রাশি কাকে বলে? উদাহরণ দাও।

Ans: যেসব রাশি পরিমাপযোগ্য এবং প্রাকৃতিকভাবে বিদ্যমান, তাদের ভৌতরাশি বা প্রাকৃতিক রাশি বলে। উদাহরণ: দৈর্ঘ্য, ভর, সময়।

Mathematics – গণিত

(A) বহু নির্বাচনী প্রশ্ন (MCQ) – প্রতিটি ১ নম্বর

  1. 0.6 × 0.3 × 0.2 = ?
    (ক) 0.036
    (খ) 0.0036
    (গ) 0.36
    (ঘ) 0.06
    Ans: (ক) 0.036
  2. 4.07 লিটার = ________ মিলিলিটার

(ক) 407 মিলি.
(খ) 4070 মিলি.
(গ) 40.7 মিলি.
(ঘ) 4007 মিলি.
Ans: (খ) 4070 মিলি.

  1. 19100 কে শতকরায় পরিণত কর।
    (ক) 191%
    (খ) 1910%
    (গ) 19100%
    (ঘ) 19.1%
    Ans: (গ) 19100%
  2. প্রিজমের ভূমি পঞ্চভুজ হলে তার প্রান্তিকী সংখ্যা কত?
    (ক) 10
    (খ) 15
    (গ) 12
    (ঘ) 8
    Ans: (খ) 15
  3. সমরেখ বিন্দু কাকে বলে?
    (ক) একই রেখায় অবস্থিত বিন্দু
    (খ) সমান দূরত্বে অবস্থিত বিন্দু
    (গ) সমান কৌণিক বিন্দু
    (ঘ) সমান মানের বিন্দু
    Ans: (ক) একই রেখায় অবস্থিত বিন্দু

(B) সংক্ষিপ্ত প্রশ্ন – প্রতিটি ২ নম্বর

  1. ‘–8’ এর চেয়ে বড় ২ টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখ।
    Ans: –7 এবং –6
  2. ‘–7’ এর সঙ্গে কত যোগ করলে ‘–12’ পাওয়া যাবে?
    Ans: –5 (কারণ –7 + (–5) = –12)
  3. 1.35 ÷ 1.5 = কত?
    Ans: 0.9
  4. দুটি সরলরেখাংশ সর্বাধিক কতগুলি বিন্দুতে মিলিত হয়?
    Ans: 1 বিন্দুতে
  5. একটি মাত্র তল দ্বারা গঠিত ঘন বস্তুর উদাহরণ দাও।
    Ans: গোলক

(C) বর্ণনামূলক প্রশ্ন – প্রতিটি ৩ নম্বর

  1. যোগফল নির্ণয় করো: (–11) + (+18) + (–16)
    Ans: (–11) + (+18) + (–16) = –9
  2. 24 টি কুলের মধ্যে 6 টি কুল পচে গেছে। শতকরা কত কুল ভালো আছে?
    Ans: ভালো কুল = 24 – 6 = 18

শতকরা ভালো কুল = (18/24) × 100 = 75%

  1. 34 এর মধ্যে 116 এর মধ্যে কতবার আছে?
    Ans: 116 ÷ 34 ≈ 3.41 (আনুমানিক ৩ বার পূর্ণভাবে)
  2. একটি আয়তঘনকের তল সংখ্যা এবং প্রান্তরেখার সংখ্যার সমষ্টি কত?
    Ans: তল সংখ্যা = 6, প্রান্তরেখার সংখ্যা = 12

সমষ্টি = 6 + 12 = 18

  1. (–7) – (–8) = কত?

Ans: (–7) – (–8) = –7 + 8 = 1

 

Geography – ভূগোল

ঠিক উত্তর নির্বাচন করাে : 1×6=6

  1. লাল মাটি/পলি মাটি/পার্বত্য অঞ্চলের মাটি/ল্যাটেরাইট মাটিতে বেশি পরিমাণে জৈব পদার্থ থাকে।

Ans: পলি মাটি মাটিতে বেশি পরিমাণে জৈব পদার্থ থাকে।

  1. তুমি সুন্দরবন অঞলে বেড়াতে গেলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাবে—কটা ঝােপ ও গুল্ম জাতীয় উদ্ভিদ / পার্বত্য নাতিশীতােষ্ণু অরণ্য/উপকূলীয় লবণাম্বু অরণ্য/ক্রান্তীয় পাতাঝরা অরণ্য?

Ans: সুন্দরবন অঞ্চলে দেখা যায় — উপকূলীয় লবণাম্বু অরণ্য

  1. কাজিরাঙা জাতীয় উদ্যান বাঘ/সিংহ/একশৃঙ্গ গন্ডার/রেড পান্ডার জন্য বিখ্যাত।

Ans: কাজিরাঙা জাতীয় উদ্যান বিখ্যাত — একশৃঙ্গ গন্ডার-এর জন্য।

  1. ট্রপােস্ফিয়ারের ওপরে ভূপৃষ্ঠ থেকে ১৬ থেকে ৫০ কিমি পর্যন্ত বিস্তৃত স্তরটির নাম মেসােস্ফিয়ার/থার্মোস্ফিয়ার/স্ট্র্যাটোস্ফিয়ার/এক্সোস্ফিয়ার।

Ans: ট্রপোস্ফিয়ারের ওপরে ১৬ থেকে ৫০ কিমি পর্যন্ত বিস্তৃত স্তরটি হল — স্ট্র্যাটোস্ফিয়ার

  1. প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 5° সে/ 6.5°সে/ 10° সে/ 5.6° সে হারে তাপমাত্রা কমতে থাকে।

Ans: প্রতি ১০০০ মিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা কমে — ৬.৫° সে হারে।

  1. বৃষ্টিচ্ছায় অঞলের উদাহরণ হলাে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল/পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল/পূর্বঘাট পর্বতের পশ্চিম ঢাল/পূর্বঘাট পর্বতের পূর্ব ঢাল।

Ans: বৃষ্টিচ্ছায় অঞ্চলের উদাহরণ — পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল

শূন্যস্থান পূরণ করাে: 1×4=4

  1. ——————- বায়ুর প্রভাবে অক্টোবর-নভেম্বর মাসে করমণ্ডল উপকূলে প্রচুর বৃষ্টিপাত হয়।

Ans: উত্তর-পূর্ব মৌসুমী বায়ু-র প্রভাবে অক্টোবর-নভেম্বরে করমণ্ডল উপকূলে প্রচুর বৃষ্টি হয়।

  1. আটলান্টিক মহাদেশের ——————- হিমবাহ পৃথিবীর দীর্ঘতম হিমবাহ।

Ans: আটলান্টিক মহাসাগরের লাম্বে হিমবাহ পৃথিবীর দীর্ঘতম হিমবাহ।

  1. এক কথায় উত্তর দাও :

ভারতের গুজরাট রাজ্যের কোন অরণ্য সিংহের জন্য বিখ্যাত?

Ans: গুজরাট রাজ্যের গির অরণ্য সিংহের জন্য বিখ্যাত।

  1. শুদ্ধ ও অশুদ্ধ লেখাে :

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কাটাঝােপ ও গুল্মজাতীয় উদ্ভিদ দেখতে পাওয়া যায়।

Ans: শুদ্ধ/অশুদ্ধ:

অশুদ্ধ – আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কাটাঝোপ ও গুল্মজাতীয় উদ্ভিদ দেখা যায়।

শুদ্ধ রূপ – আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায়।

অনধিক ৩০ শব্দে উত্তর দাও : 2×2 = 4

  1. ছােটনাগপুর মালভূমির মাটি চাষের অনুপযুক্ত কেন?

Ans: ছোটনাগপুর মালভূমির মাটি পাথুরে ও খনিজে ভরপুর হলেও জৈব পদার্থ কম থাকায় এবং পানি ধারণ ক্ষমতা কম হওয়ায় চাষের জন্য অনুপযুক্ত।

  1. সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের জন্য আবহাওয়ার পূর্বাভাস কতটা গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করাে?

Ans: সমুদ্রে মাছ ধরতে যাওয়ার আগে আবহাওয়ার পূর্বাভাস জানা খুবই জরুরি, কারণ এতে ঝড়, ঘূর্ণিঝড় বা খারাপ আবহাওয়া থেকে রক্ষা পাওয়া যায়।

অনধিক ৫০ শব্দে উত্তর দাও : 3×2=6

  1. দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ও উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর মধ্যে জলবায়ুগত তিনটি পার্থক্য উল্লেখ করাে।

Ans: দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর পার্থক্য:

  • দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আর্দ্র ও ভারী বৃষ্টি নিয়ে আসে; উত্তর-পূর্ব মৌসুমী বায়ু শুষ্ক।
  • দক্ষিণ-পশ্চিম বায়ু জুন-সেপ্টেম্বরে আসে, উত্তর-পূর্ব বায়ু আসে অক্টোবর-নভেম্বরে।
  • প্রথমটি বঙ্গোপসাগর থেকে আসে, দ্বিতীয়টি মূলত স্থলভাগ থেকে।
  1. আন্টার্কটিকা অভিযান করতে গেলে তুমি বছরের কোন মাস বেছে নেবে এবং কেন?

Ans: অ্যান্টার্কটিকা অভিযান করতে যাওয়া মাস:

আমি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে যাব, কারণ এই সময় দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল হয়, আবহাওয়া তুলনামূলক সহনীয় থাকে এবং দিন দীর্ঘ হয়।

অনধিক ৮০ শব্দে উত্তর দাও : 5×1=5

  1. প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য কীভাবে মানুষের কাজের জন্য নষ্ট হচ্ছে নিজের ভাষায় গুছিয়ে লেখাে।

Ans: প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে যেভাবে:
মানুষ নির্বিচারে বনভূমি কেটে ফেলছে, নদী ও জলাশয়ে বর্জ্য ফেলছে, কারখানা ও যানবাহনের ধোঁয়া বায়ু দূষণ ঘটাচ্ছে। অতিরিক্ত খনিজ উত্তোলন ও নগরায়নের ফলে প্রাণীকুলের আবাসস্থল ধ্বংস হচ্ছে। এসব কাজের ফলে পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে এবং জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের হার বাড়ছে।

প্রশ্নমান: 1 :

  1. ভারতের কোন রাজ্যে গরমকালে ‘লু’ প্রবাহিত হয়?

Ans: রাজস্থান রাজ্যে গরমকালে ‘লু’ প্রবাহিত হয়।

  1. বৃষ্টিপাত পরিমাপের যন্ত্রের নাম কী?

Ans: বৃষ্টিপাত পরিমাপের যন্ত্রের নাম রেনগজ (Rain Gauge)

  1. বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয়?

Ans: ২১শে মার্চ বিশ্ব অরণ্য দিবস পালিত হয়।

  1. দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গের নাম কী?

Ans: দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গের নাম আনাইমুদি

  1. পৃথিবীর শীতলতম স্থানের নাম কী?

Ans: পৃথিবীর শীতলতম স্থানের নাম ভোস্টক (Vostok), আন্টার্কটিকা

  1. শব্দের তীব্রতা মাপার একক কী?

Ans: শব্দের তীব্রতা মাপার একক ডেসিবেল (dB)

  1. আন্টার্কটিকার একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম লেখো।

Ans: আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরির নাম মাউন্ট এরেবাস (Mount Erebus)

  1. ভারত থেকে প্রথম আন্টার্কটিকা অভিযান কত সালে হয়েছিল?

Ans: ভারত থেকে প্রথম আন্টার্কটিকা অভিযান হয় ১৯৮১-৮২ সালে

  1. ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে?

Ans: ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা কমে

  1. কোন যন্ত্রের সাহায্যে বায়ুপ্রবাহের দিক মাপা হয়?

Ans: বায়ুপ্রবাহের দিক মাপা হয় বাতপতাকা (Wind Vane) যন্ত্রের সাহায্যে।

  1. আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

Ans: আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট ভিনসন (Mount Vinson)

  1. কাজিরাঙা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত?

Ans: কাজিরাঙা জাতীয় উদ্যান বিখ্যাত একশৃঙ্গ গন্ডার-এর জন্য।

  1. পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কী?

Ans: পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম লাম্বে হিমবাহ (Lambert Glacier)

  1. কোন যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয়?

Ans: বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার (Hygrometer) দিয়ে।

  1. মৌসুমী শব্দের অর্থ কী?

Ans: মৌসুমী শব্দের অর্থ ঋতু পরিবর্তনশীল বায়ু

বামদিক ও ডানদিক মেলাও:

বামদিক ডানদিক
বায়ুর চাপ বাতপতাকা
বায়ুর উষ্ণতা হাইগ্রোমিটার
বায়ুর আর্দ্রতা রেনগজ
বায়ুর গতিবেগ ব্যারোমিটার
বায়ু প্রবাহের দিক অ্যানিমোমিটার
বৃষ্টিপাত থার্মোমিটার

Ans: 

বামদিক ডানদিক
বায়ুর চাপ ব্যারোমিটার
বায়ুর উষ্ণতা থার্মোমিটার
বায়ুর আর্দ্রতা হাইগ্রোমিটার
বায়ুর গতিবেগ অ্যানিমোমিটার
বায়ু প্রবাহের দিক বাতপতাকা
বৃষ্টিপাত রেনগজ

প্রশ্নমান: 2/3 : 

  1. আন্টার্কটিকায় বৃষ্টিপাত হয় না কেন?

Ans: কারণ আণ্টার্কটিকা অত্যন্ত শুষ্ক, সেখানে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ খুবই কম। ফলে মেঘ তৈরি হয় না ও বৃষ্টিও হয় না।

  1. ‘অ্যালবেডো কী?

Ans: অ্যালবেডো হল ভূপৃষ্ঠ বা বস্তুর উপর পড়া সূর্যকিরণের প্রতিফলনের হার। এটি শতকরা হারে প্রকাশ করা হয়।

  1. ল্যাটেরাইট মাটি ভারতের কোথায় কোথায় দেখা যায়? এই মাটিতে কী কী ফসল চাষ হয়?

Ans: এটি মূলত কর্ণাটক, কেরল ও পশ্চিমবঙ্গে দেখা যায়। এতে কফি, চা, কেশর ইত্যাদি চাষ হয়।

  1. পৃথিবীকে নীলগ্রহ বলে কেন?

Ans: পৃথিবীর ৭০% জলময়। মহাকাশ থেকে এটি নীল দেখায় বলে একে নীলগ্রহ বলা হয়।

  1. কার্যকরী সৌর বিকিরণ কাকে বলে?

Ans: পৃথিবীতে পৌঁছানো ও শোষিত হওয়া সৌর বিকিরণকে কার্যকরী সৌর বিকিরণ বলে।

  1. প্যানজিয়া ও প্যানথালাসা কী?

Ans: প্যানজিয়া ছিল এক বৃহৎ ভূখণ্ড এবং প্যানথালাসা ছিল সেই সময়কার বিশাল মহাসাগর যা প্যানজিয়াকে ঘিরে ছিল।

  1. বৃষ্টিচ্ছায় অঞ্চল বলতে কী বোঝো?

Ans: পাহাড় বা পর্বতের ছায়া অঞ্চলে যেখানে বৃষ্টি কম হয়, তাকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে।

  1. খাদার ও ভাঙর বলতে কী বোঝো?

Ans: ভাঙর হল নদীর পুরনো পলি জমে তৈরি উঁচু অঞ্চল, আর খাদার হল নতুন পলি জমা নিচু এলাকা।

  1. জাতীয় উদ্যান কাকে বলে? একটি জাতীয় উদ্যানের উদাহরণ দাও।

Ans: সরকার নির্ধারিত সংরক্ষিত এলাকা যেখানে পশু ও উদ্ভিদ সংরক্ষণ করা হয়, তাকে জাতীয় উদ্যান বলে। উদাহরণ: সুন্দরবন জাতীয় উদ্যান

প্রশ্নমান: 4/5 :

  1. পৃথিবীর বায়ুমন্ডলের স্তরগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও।

Ans: বায়ুমণ্ডলের স্তরগুলি সংক্ষেপে:

  • ট্রপোস্ফিয়ার: নিচের স্তর, আবহাওয়া এখানেই ঘটে।
  • স্ট্র্যাটোস্ফিয়ার: ওজোন স্তর এখানে থাকে।
  • মেসোস্ফিয়ার: উল্কা এই স্তরে পুড়ে যায়।
  • থার্মোস্ফিয়ার: তাপমাত্রা এখানে অনেক বেশি।
  • এক্সোস্ফিয়ার: সর্বোচ্চ স্তর, মহাকাশের সীমার সঙ্গে যুক্ত।
  1. বায়ুদূষণের প্রধান কারণগুলি লেখো।

Ans: বায়ু দূষণের কারণ:

  • যানবাহনের ধোঁয়া
  • কারখানার গ্যাস
  • বনজঙ্গল ধ্বংস
  • পলিথিন, প্লাস্টিক পোড়ানো
  • ধূলিকণা ও গৃহস্থালি ধোঁয়া
  1. চিত্রসহ পৃথিবীর তাপমন্ডলের বর্ণনা দাও।

Ans: 

  1. আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো।

Ans: 

পার্থক্য আবহাওয়া জলবায়ু
সময় অল্প সময়ের জন্য দীর্ঘ সময়ের জন্য
উদাহরণ আজ বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গের জলবায়ু গরম ও আর্দ্র
  1. অধঃক্ষেপণ কাকে বলে? নিম্নচাপ ও উচ্চ চাপের মধ্যে দুটি পার্থক্য লেখো।

Ans: অধঃক্ষেপণ কী? নিম্নচাপ ও উচ্চচাপের পার্থক্য:
অধঃক্ষেপণ হল, গ্যাস বা বাষ্প তরল বা কঠিনে পরিণত হওয়া।
পার্থক্য:

  • নিম্নচাপে বায়ু উপরে উঠে, উচ্চচাপে নিচে নামে।
  • নিম্নচাপে মেঘ ও বৃষ্টি হয়, উচ্চচাপে আকাশ পরিষ্কার থাকে।
  1. ভারতে মৌসুমী জলবায়ুর প্রভাবগুলি লেখো।

Ans: ভারতে মৌসুমী জলবায়ুর প্রভাব:

  • কৃষির উপর নির্ভরতা
  • জলসংকট ও বন্যা
  • জনজীবনে প্রভাব
  • বৃষ্টির অসাম্য
  1. অরণ্য সংরক্ষণের উপায়গুলি লেখো।

Ans: অরণ্য সংরক্ষণের উপায়:

  • গাছ লাগানো
  • নির্বিচারে বন কাটার নিষেধাজ্ঞা
  • বন আইন কার্যকর করা
  • পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা
  1. অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো।

Ans: অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা:

  • প্রাণীর আবাস সংরক্ষণ
  • অক্সিজেন সরবরাহ
  • জলবায়ু নিয়ন্ত্রণ
  • মাটির ক্ষয় রোধ

History – ইতিহাস

(A) ঠিক উত্তরটি বেছে নাও (যেকোনাে পাঁচটি) : 5×1=5

  1. ষােড়শ মহাজনপদের সময়ে মগধে কৃষির উন্নতি হয়েছিল, কারণ —

(A) সবাই কৃষিকাজ করত

(B) রাজারা কৃষিকাজের জন্য সকলকে বাধ্য করতেন

(C) লােহার লাঙল ব্যবহার করা হতাে

(D) সব জায়গায় জমি খুব উর্বর ছিল।

Ans: (C) লোহার লাঙল ব্যবহার করা হতো

  1. সুয়ান জাং চিন থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন –

(A) ভারতীয় উপমহাদেশ বেড়ানাের জন্য

(B) বৌদ্ধ ধর্ম সম্পর্কে আরও পড়াশােনা করার জন্য

(C) হর্ষবর্ধনের বৌদ্ধ সম্মেলনে যােগ দেবার জন্য

(D) হর্ষবর্ধনের শাসন বিষয়ে বই লেখার জন্য

Ans: (B) বৌদ্ধ ধর্ম সম্পর্কে আরও পড়াশোনা করার জন্য

  1. কুষাণ-মুদ্রায় সম্রাটদের মাথার পিছনে একরকমের জ্যোর্তিবলয় বানানাে হতাে—

(A) সম্রাট ও দেবতা একই জন বােঝানাের জন্য

(B) সম্রাটরা আসলে দেবতা ছিলেন, তা বােঝানাের জন্য

(C) কুষাণ সম্রাটরা জাদুবিদ্যা জানতেন, তা বােঝানাের জন্য

(D) সম্রাটদের শক্তিশালী বােঝানাের জন্য

Ans: (A) সম্রাট ও দেবতা একই জন বোঝানোর জন্য

  1. মেগালিথ হলাে —

(A) পাথরের গাড়ি

(B) পাথরের সমাধি

(C) পাথরের খেলনা

(D) পাথরের বাড়ি

Ans: (B) পাথরের সমাধি

  1. বর্ণাশ্রমের অংশ নয় —

(A) ব্রাক্ষ্মণ

(B) ক্ষত্রিয়

(C) শূদ্র

(D) নৃপতি

Ans: (D) নৃপতি

  1. জৈন ধর্মের প্রধান প্রচারককে বলা হতাে —

(A) কেবলিন

(B) মহাবীর

(C) তীর্থঙ্কর

(D) পার্শ্বনাথ

Ans: (C) তীর্থঙ্কর

(B) নীচের যেকোনাে পাঁচটি প্রশ্নের উত্তর লেখাে : 5×1=5

  1. আদি বৈদিক যুগের কোন প্রতিষ্ঠানে নারীরা অংশগ্রহণে করতে পারতেন?

Ans: আদি বৈদিক যুগে নারীরা সভা ও সমিতি নামক রাজনৈতিক প্রতিষ্ঠানগুলিতে অংশগ্রহণ করতে পারতেন।

  1. ষােড়শ মহাজনপদের সময়ের একটি গণরাজ্যের নাম লেখাে।

Ans: ষোড়শ মহাজনপদের সময়ের একটি গণরাজ্যের নাম বৈশালি

  1. গুপ্ত সম্রাটরা বড়াে বড়াে উপাধি ব্যবহার করতেন কেন?

Ans: গুপ্ত সম্রাটরা নিজেদের সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতা জাহির করার জন্য বড় বড় উপাধি ব্যবহার করতেন।

  1. বেমানান শব্দটি খুঁজে বার করাে :অশ্বমেধ, বাজপেয়, শতমান, রাজশূয়

Ans: বেমানান শব্দ: শতমান (এটি একটি মুদ্রা, বাকি তিনটি যজ্ঞ)।

  1. শূন্যস্থান পূরণ করাে :শকরাজ রুদ্রদামনের সম্পর্কে জানবার সবথেকে গুরুত্বপূর্ণ শিলালেখ ————– l

Ans: জুনাগড় লিপি

  1. ঠিক না ভুল লেখাে : বৌদ্ধধর্ম প্রচারের প্রধান ভাষা ছিল সংস্কৃত।

Ans: ভুল – বৌদ্ধ ধর্ম প্রচারের প্রধান ভাষা ছিল পালি

(C) নীচের যেকোনাে দুটি প্রশ্নের উত্তর লেখাে (দু-তিনটি বাক্যের মধ্যে) : 2×2=4

  1. শক-সাতবাহনদের লড়াই-এর কারণ কী ছিল?

Ans: শক-সাতবাহনদের লড়াই মূলত ছিল দাক্ষিণাত্য ও মধ্য ভারতের নিয়ন্ত্রণ নিয়ে। এই অঞ্চলগুলিতে বাণিজ্যপথ ও প্রাকৃতিক সম্পদ ছিল, যেগুলির দখলের জন্য তারা যুদ্ধ করেছিল।

  1. চিত্রিত ধূসর মাটির পাত্রের দুটি বৈশিষ্ট্য লেখাে।

Ans: চিত্রিত ধূসর মাটির পাত্র দেখতে ধূসর রঙের, এতে সূক্ষ্ম চিত্র আঁকা থাকত। এগুলো মসৃণ ও উন্নত মানের মৃৎপাত্র হিসেবে পরিচিত।

  1. বৌদ্ধধর্মের ত্রিরত্ন কী কী?

Ans: ত্রিরত্ন: বৌদ্ধ ধর্মে তিনটি আশ্রয় বা রত্ন হল – বুদ্ধ, ধর্ম (বুদ্ধের শিক্ষা) ও সংঘ (বৌদ্ধ ভিক্ষুদের সমাজ)

(D) নীচের যেকোনাে দুটি প্রশ্নের উত্তর লেখাে (চার-পাঁচটি বাক্যের মধ্যে): 2×3=6

  1. হর্ষবর্ধন ও দ্বিতীয় পুলকেশীর লড়াই-এর ফল কী হয়েছিল?

Ans: হর্ষবর্ধন ও দ্বিতীয় পুলকেশীর লড়াই-এ হর্ষবর্ধন পরাজিত হয়েছিলেন। এই যুদ্ধ দাক্ষিণাত্যের উপর তার আধিপত্য স্থাপনে ব্যর্থতার প্রতীক।

  1. টীকা লেখাে : চতুরাশ্রম

Ans: চতুরাশ্রম হল মানুষের জীবনের চারটি পর্যায় – ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বনপ্রস্থ ও সন্ন্যাস। প্রতিটি আশ্রমে নির্দিষ্ট ধর্ম পালন করা বাধ্যতামূলক ছিল।

  1. নব্যধর্ম আন্দোলন ছিল মূলত নগরকেন্দ্রিক—মন্তব্যটি বিশ্লেষণ করাে।

Ans: নব্যধর্ম আন্দোলন শহর ও বাণিজ্যকেন্দ্রগুলিতে বেশি জনপ্রিয়তা পেয়েছিল, কারণ নগরে বসবাসকারী বণিক ও ধনী শ্রেণির মধ্যে পুরাতন ধর্মীয় আচার নিয়ে অসন্তোষ ছিল। নতুন ধর্ম সহজবোধ্য ও ব্যয়বহুল আচারবিহীন হওয়ায় তা শহরের মানুষের কাছে গ্রহণযোগ্য ছিল।

(E) নীচের যেকোনাে একটি প্রশ্নের উত্তর লেখাে (আট-দশটি বাক্যের মধ্যে) : 1×5=5

  1. গুপ্ত ও বাকাটক প্রশাসন ব্যবস্থান তুলনামূলক আলােচনা করাে।

Ans: গুপ্ত ও বাকাটক উভয় শাসক বংশেই রাজাকে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মনে করা হতো। গুপ্ত সাম্রাজ্যে প্রশাসনিক কাঠামো সুসংগঠিত ছিল। সেখানে উপাধ্যক্ষ, মহাদণ্ডনায়ক, মহাশ্বরত প্রভৃতি উচ্চপদস্থ কর্মকর্তারা কাজ করতেন। বাকাটক সাম্রাজ্যেও একইভাবে স্থানীয় শাসকদের প্রশাসনের কাজে নিযুক্ত করা হতো। গুপ্তদের মতো বাকাটকরাও জমিদারি প্রথা চালু করেছিল। তবে গুপ্তদের প্রশাসন বেশি স্থায়িত্বপূর্ণ ও বিস্তৃত ছিল।

  1. বৈদিক সমাজের বর্ণাশ্রম প্রথা ও সামাজিক ভেদাভেদ কেন খারাপ, সে বিষয়ে আলােচনা করে বন্ধুকে একটি চিঠি লেখাে।

Ans: প্রিয় বন্ধু,

আশা করি ভালো আছ। আজ আমি তোমাকে বর্ণাশ্রম প্রথা নিয়ে কিছু জানাতে চাই। প্রাচীন ভারতে সমাজকে চারটি শ্রেণিতে ভাগ করা হয় – ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। এই ভাগ করার ফলে শূদ্র ও অন্যান্য নিচু শ্রেণির মানুষ সমাজে অবহেলিত হয়েছে। তারা শিক্ষা, ধর্মীয় কর্মকাণ্ড ও অনেক পেশা থেকে বঞ্চিত ছিল। এই ভেদাভেদ সমাজে ঘৃণা ও বিভাজন সৃষ্টি করেছে। আমরা সবাই সমান – এই মনোভাব নিয়ে সমাজ গড়া দরকার।

তোমার বন্ধু,

[তোমার নাম]

  1. মগধের উত্থান প্রাকৃতিক পরিবেশের জন্য সম্ভব হয়েছিল-মগধ মহাজনপদটির ভৌগােলিক অবস্থান আলােচনা করে মন্তব্যটি বিশ্লেষণ করাে।

Ans: মগধ মহাজনপদটির ভৌগোলিক অবস্থান ছিল তার উন্নতির জন্য অত্যন্ত সহায়ক। এটি গঙ্গা নদীর উপত্যকায় অবস্থিত হওয়ায় কৃষি ও জলপথ বাণিজ্য ছিল সহজলভ্য। চারদিকে পাহাড় ও নদী থাকায় এটি স্বাভাবিকভাবে সুরক্ষিত ছিল। এখানে লোহার আকরিক পাওয়া যেত, যা যুদ্ধাস্ত্র তৈরিতে ব্যবহৃত হতো। মগধের এই ভৌগোলিক সুবিধাগুলি তাকে শক্তিশালী ও সমৃদ্ধ রাজ্য হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছিল।

প্রশ্নমান: 1 :

  1. শকরাজ রুদ্রদামনের সম্পর্কে জানবার সবথেকে গুরুত্বপূর্ণ শিলালেখ কোনটি?

Ans: জুনাগড় শিলালেখ।

  1. বৌদ্ধধর্ম প্রচারের প্রধান ভাষা কী ছিল?

Ans: পালি।

  1. আদি বৈদিক যুগের কোন প্রতিষ্ঠানে নারীরা অংশগ্রহণ করতে পারতেন?

Ans: সভা ও সমিতি।

  1. গুপ্তসম্রাটরা বড়ো বড়ো উপাধি ব্যবহার করতেন কেন?

Ans: নিজেদের ঐশ্বরিক ক্ষমতা ও শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে।

  1. বেদের অপর নাম কী?

Ans: শ্রুতি।

  1. বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন কে?

Ans: পিতা বা গৃহপতি।

  1. মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে?

Ans: চন্দ্রগুপ্ত মৌর্য।

  1. ত্রিপিটক কোন ভাষায় রচিত?

Ans: পালি।

  1. শিলাদিত্য কার উপাধি?

Ans: হর্ষবর্ধনের।

  1. ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন?

Ans: মেগাস্থেনিস।

  1. ঋকবেদে উল্লিখিত কোন নদীর অস্তিত্ব বর্তমানে বিলুপ্ত?

Ans: সরস্বতী।

  1. বৈদিক যুগের জনপ্রিয় খেলা কী ছিল?

Ans: পাশা।

  1. অরাজতান্ত্রিক মহাজনপদটির নাম কী?

Ans: বজ্জি।

  1. জৈন ধর্মগ্রন্থ কোনটি?

Ans: আগম।

  1. আর্যদের আদি বাসভূমি কোথায় ছিল?

Ans: মধ্য এশিয়া।

  1. জেন্দ-আবেস্তা কাদের ধর্মগ্রন্থ?

Ans: পার্সিদের।

  1. বজ্জি জনপদের রাজধানী কোথায় ছিল?

Ans: বৈশালি।

  1. কৃষিক্ষেত্রে লোহার ব্যবহার কোন যুগে শুরু হয়?

Ans: পরবর্তী বৈদিক যুগে।

  1. ‘বোধি’ শব্দের অর্থ কী?

Ans: জ্ঞান বা উপলব্ধি।

  1. মহাবীর কোথায় মৃত্যুবরণ করেন?

Ans: বিহারের পাভাপুরী নামক স্থানে।

  1. মেগালিথ কী?

Ans: বড়ো পাথরের তৈরি সমাধি।

প্রশ্নমান: 2 :

  1. তীর্থঙ্কর কাদের বলা হতো?

Ans: জৈন ধর্মের গুরু বা প্রচারকগণকে তীর্থঙ্কর বলা হতো।

  1. নব্যধর্ম আন্দোলন জনপ্রিয় হয়েছিল কেন?

Ans: সাধারণ মানুষের বোধগম্য ভাষায় ধর্ম প্রচারের জন্য।

  1. আর্য্যসত্য কী?

Ans: বুদ্ধের চতুরি সত্য, যা জীবন ও দুঃখ থেকে মুক্তির উপায় ব্যাখ্যা করে।

  1. কোন অঞ্চল সপ্ত সিন্ধু অঞ্চল নাম পরিচিত?

Ans: অবহ ভারতীয় উপমহাদেশের পাঞ্জাব অঞ্চল।

  1. সভা ও সমিতি কী?

Ans: বৈদিক যুগের দুটি রাজনৈতিক ও পরামর্শদায়ক প্রতিষ্ঠান।

প্রশ্নমান: 3 / 4 :

  1. ষোড়শ মহাজনপদ কাকে বলে? কি কি কারণে মগধ শ্রেষ্ঠ ও শক্তিশালী জনপদে পরিণত হয়?

Ans: ষোড়শ মহাজনপদ ছিল ১৬টি শক্তিশালী রাজ্য।
মগধ শ্রেষ্ঠ হয়েছিল –

  • উর্বর জমি
  • লোহার অস্ত্রের ব্যবহার
  • কৌশলপূর্ণ অবস্থান
  • শক্তিশালী সেনাবাহিনী ও দক্ষ শাসন।
  1. বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থা কেমন ছিল?

Ans: আদি বৈদিক যুগে নারীরা শিক্ষা ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতেন। পরবর্তী যুগে তাদের অবস্থা অধঃপতিত হয়, গৃহকেন্দ্রিক হয়ে পড়ে এবং বাল্যবিবাহ ও পিতৃতান্ত্রিকতা বাড়ে।

  1. টীকা লেখো: চতুরাশ্রম ব্যবস্থা, জাতকের গল্প, অষ্টাঙ্গিক মার্গ, ত্রিরত্ন।

Ans: চতুরাশ্রম ব্যবস্থা – ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বনপ্রস্থ, সন্ন্যাস।

জাতকের গল্প – বুদ্ধের পূর্বজন্মের কাহিনি।

অষ্টাঙ্গিক মার্গ – বুদ্ধের দেখানো মুক্তির পথ (সঠিক দৃষ্টি, সঠিক চিন্তা ইত্যাদি)।

ত্রিরত্ন – বুদ্ধ, ধর্ম, সংঘ।

  1. খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগধের উত্থানের কারণগুলি লেখো।

Ans: খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগধের উত্থানের কারণ

  • কৌশলপূর্ণ ভৌগোলিক অবস্থান
  • উর্বর ভূমি
  • লৌহ প্রযুক্তির ব্যবহার
  • দক্ষ প্রশাসন ও শক্তিশালী রাজা
  1. অশোকের ধম্ম সম্পর্কে যা জানো লেখো।

Ans: অশোকের ধম্ম
অশোকের ধম্ম ছিল অহিংসা, দয়া, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে। তিনি ধর্ম প্রচারে বৌদ্ধধর্মের নীতিগুলি গ্রহণ করেন এবং বিভিন্ন স্থানে শিলালিপির মাধ্যমে তা প্রচার করেন।

Loading

Leave a Reply

error: