Skip to content

পাই চিত্র কষে দেখি ২ (অষ্টম শ্রেণী)

কষে দেখি ২

1. গতকাল  এপ্রিল মাসে রোহিতদের  স্কুলে 22 দিনের পঠন –পাঠন হয়েছিল। রোহিত ওই 23 দিনে তাদের শ্রেণিতে ছাত্রছাত্রিদের উপস্থিতি সংখ্যা লিখে রেখেছে। সেগুলি হল- 15 ,43 ,51,47,43,5,51,47,38,51,47,51,47,51,47,51,51,43,47,43,51,42

আমি ওই কাঁচা তথ্যটি ট্যালিমার্কে সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি ও সেই তালিকা থেকে স্তম্ভচিত্র তৈরি করি ।

সমাধানঃ

 

পরিসংখ্যা বিভাজন ছক

rsz_koshe_dekhi_2_class_8-converted-1

স্তম্ভচিত্রঃ

Screenshot_20210703-211315_Class_8_Maths_60-1

2. আমাদের শ্রেনীর 40 জন ছাত্র ছাত্রীদের মধ্যে প্রতি ছুটির দিনে কতজন বাড়ির কাজে কতঘন্টা সাহা্য্য করে তার স্তম্ভচিত্র তৈরি করলাম ।এই স্তম্ভচিত্র দেখি ও নানা প্রশ্নের উত্তর খুঁজি ।

(i) স্তম্ভচিত্র থেকে আমাদের শ্রেণির কতজন করে ছাত্র ছাত্রী প্রতি ছুটির দিনে কতক্ষন বাড়ির কাজ করে তা লিখি ।

(ii) কতজন ছাত্রছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি সময় বাড়ির কাজে সাহায্য করে লিখি ।

(iii) প্রতি ছুটির দিনে 2 ঘন্টা করে বাড়ির কাজে কতজন ছাত্রছাত্রী সাহায্য করে লিখি ।

সমাধানঃ

(i) স্তম্ভ চিত্র থেকে পাই ,

6 জন ছাত্রছাত্রী 5 ঘন্টা করে বাড়ির কাজ করে , 14 জন ছাত্রছাত্রী 4 ঘন্টা করে বাড়ির কাজ করে , 12 জন ছাত্রছাত্রী 3 ঘন্টা করে বাড়ির কাজ করে , 8 জন ছাত্রছাত্রী 2 ঘন্টা করে  বাড়ির কাজ করে ।

(ii) স্তম্ভচিত্র থেকে পাই ,

 ছুটির দিনে  6 জন ছাত্রছাত্রী  সবচেয়ে বেশি সময়  বাড়ির কাজে সাহায্য করে ।

(iii) স্তম্ভচিত্র থেকে পাই ,

প্রতি ছুটির দিনে 2 ঘণ্টা করে বাড়ির কাজে 8 জন ছাত্রছাত্রী সাহায্য করে ।

3. নীচের পাইচিত্র  দেখি ও প্রশ্নের উত্তর খুঁজি –

(a) শ্রোতারা কোন কোন ধরনের গান পছন্দ করেন তার পাই চিত্র –

(i) লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ন  বৃত্তাকারক্ষেত্রের কত অংশ লিখি ।

(ii)  পাই চিত্র থেকে কোন ধরনের  গানের শ্রোতা সবচেয়ে  বেশি লিখি ।

(iii) কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে কম লিখি ।

সমাধানঃ

(ii) পাই চিত্র থেকে পাই , আধুনিক সঙ্গীতের শ্রোতা সবচেয়ে বেশি ।

(iii) পাই চিত্র থেকে পাই , ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা সবচেয়ে কম ।

(b)  দর্শকরা টিভিতে কোন ধরনের অনুষ্ঠান পছন্দ করেন তার পাই চিত্র –

(i) পাই চিত্রে খবরের দর্শকের বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ  লিখি ।

(ii) কোন ধরণের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে বেশি লিখি ।

(iii) কোণ ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে কম লিখি ।

(iv) মোট দর্শকের কত অংশ খেলাধুলার অনুষ্ঠান দেখেন লিখি ।

সমাধানঃ

4. পঞ্চম শ্রেণির বার্ষিক  মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয়ে যে যে নম্বর পেয়েছে  তার মোট নম্বরের ওপর শতকরা হিসাব নীচের তালিকায় লিখলাম ।

বিষয়  বাংলা  ইংরাজি  অঙ্ক  পরিবেশ   শারীর শিক্ষা ও হাতের কাজ
 প্রাপ্ত নম্বর (শতকরায়) 15 20 30 15 20

সমাধানঃ

পাই চিত্রঃ

Screenshot_20210703-11430_Class_8_Maths_1_1_60

5. আমাদের পাড়ায় মধুবাবুর দোকান আছে । আমি মধুবাবুর দোকানের একদিনের বিভিন্ন ধরনের জিনিস বিক্রির তালিকা তৈরি করলাম ।

 জিনিস সাধারণ পাউরুটি স্লাইস পাউরুটি কেক বিস্কুট
  মূল্য (টাকা ) 320   100  160      140

আমি এই তথ্যটির পাই চিত্র তৈরির চেষ্টা করি ।

সমাধানঃ ওই একদিনে মোট (320+100+160+140) = 720 টাকার জিনিস  বিক্রি  হয়েছে ।

পাই চিত্রঃ

Screenshot_20210703-213524_Class_8_Maths_50

6. অষ্টম শ্রেণির দুটি বিভাগের ছাত্র ছাত্রীরা অবসর সময় কী কী বিষয় পছন্দ করেন তার একটি তালিকা তৈরি  করেছি । (এক একজন একটিই বিষয় পছন্দ করবে ) ।

পছন্দের  বিষয় গান  কবিতা  নাচ  নাটক  ছবি আঁকা
ছাত্রছাত্রীর সংখ্যা (জন ) 20 25 27 28 30

এই তথ্য থেকে মোট ছাত্রছাত্রীর কত অংশ কোন  কোন বিষয় পছন্দ করে হিসাব করি । প্রতিটি  বৃত্তকলার কেন্দ্রিয় কোণ  খুঁজি ও সেই অনুযায়ী পাইচিত্র অঙ্কন করি ।

সমাধানঃ মোট ছাত্র ছাত্রীর সংখ্যা = (20+25+27+28+20 )জন = 120 জন ।

 

পাই চিত্রঃ

Screenshot_20210703-114212_Class_8_Maths_1_70

7. আমি একটি মডেল তৈরি করেছি ।  উপকরণ কেনার খরচের একটি তালিকা তৈরি করলাম ।

উপকরণ আর্ট পেপার  স্কেচ পেন  কাঁচি  রঙিন ফিতে  পিচবোর্ড
খরচ (টাকা )  9  12  25   6    8

 তথ্য গুলির পাইচিত্র  তৈরি করি ।

সমাধানঃ মোট খরচ = (9 +12+25+6+8) টাকা = 60 টাকা ।

পাই চিত্রঃ

Screenshot_20210703-114221_Class_8_Maths_1_70

8.একদিন একটি চিত্র  প্রদর্শণীতে আসা 450 জন দর্শকের পছন্দের চিত্রশিল্পীর তালিকা তৈরি করলাম ।

 
 চিত্রশিল্পীর নাম  জামিনী রায়  নন্দলাল বসু  চিন্তামনি কর  গনেশ পাইন
 পছন্দের  দর্শক সংখ্যা  150   120  80  100

এই   তথ্য নিয়ে পাই চিত্র  তৈরি করি ও বৃত্তকলা গুলির কেন্দ্রীয় কোণ লিখি ।

সমাধানঃ

মোট দর্শকের সংখ্যা = (150 +120 +80 +100 ) জন = 450 জন

পাই চিত্রঃ

Screenshot_20210703-114227_Class-8-Maths-1

9. 180 জনের একটি দলকে পছন্দের  ঋতু জিজ্ঞাসা  করে প্রাপ্ত তথ্য দিয়ে নীচের পাই চিত্র বানানো হলো –

 নীচের পাই চিত্র থেকে  প্রশ্নগুলির উত্তর  খোঁজার চেষ্টা করি –

rsz_screenshot_20210703-191046_drive

 

(i) সবচেয়ে  বেশি জন কোন ঋতু পছন্দ করে এবং কতজন লিখি ।

(ii) সবচেয়ে কমজন কোন  ঋতু পছন্দ করে  এবং কতজন লিখি ।

(iii) কতজন  গ্রীষ্মকাল পছন্দ করে লিখি ।

(iv) সবচেয়ে ছোটো বৃত্তকলা দ্বারা কোন ঋতু বোঝানো  হয়েছে ?

(v) নিজে পাই চিত্র  দেখি  ও আরও দুটি নতুন প্রশ্ন তৈরি করে  উত্তর খুঁজি ।

 

প্রশ্ন 2: সবচেয়ে বড়ো বৃত্তকলা দ্বারা কোন ঋতু বোঝানো হয়েছে ?

 উত্তরঃ সবচেয়ে বড়ো বৃত্তকলা দ্বারা শীতকাল ঋতু বোঝানো হয়েছে ।

Loading

Leave a Reply

error: