প্রশ্ন ও উত্তর
অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর:
(১) ADH -এর অভাবে কী রোগ হয়?
ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র।
(২) ABO রক্তগ্রুপের আবিষ্কর্তা কে?
ল্যান্ড স্টেইনার।
(৩) হিং কোন উদ্ভিদ-এর কোন জাতীয় রেচন পদার্থ?
হিং, অ্যাসাফয়টিড নামক উদ্ভিদ থেকে নির্গত হওয়া এক ধরনের পদ রজন।
(৪) মূত্রের এমন একটি উপাদানের নাম লেখো, যা গ্লোমেরিউলার পরিশ্রুত তরলে থাকে না, পরে তৈরি হয়।
অ্যামোনিয়া।
(৫) মস্তিষ্কের ভেন্ট্রিকল ও নিউরোসিলে উপস্থিত তরল পদার্থ কোনটি?
সেরিব্রোস্পাইনাল ফ্লুইড।
(৬) যে প্রাণীর রক্তরসে হিমোগ্লোবিন দ্রবীভূত থাকে তার উদাহরণ দাও।
কেঁচো।
(৭) অন্তঃকর্ণে উপস্থিত তরলগুলি কী কী?
এন্ডোলিম্ফ ও পেরিলিম্ফ।
(৮) ভিল্লাই-এর আকার আঙুলের মতো হবার সুবিধা কী ?
ভিল্লাই-এর আকার আঙুলের মতো হবার কারণে অন্ত্রের শোষণ হল বৃদ্ধি পায় ও শোষণ সঠিকভাবে হয়।
(৯) কোন শ্বসনে মুক্ত বা বায়বীয় অক্সিজেন প্রয়োজন?
সবাত শ্বসন।
(১০) অন্ধকার দশা কোথায় ঘটে? অথবা সালোকসংশ্লেষের আলোক নিরপেক্ষ দশা কোথায় সম্পন্ন হয়?
অন্ধকার দশা ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় ঘটে।
(১১) রজন কী?
পাইন গাছের রজন নালিতে প্রাপ্ত একপ্রকার নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। বানতেল জারিত হয়ে রজন উৎপন্ন হয়।
(১২) সমজাতীয় পদার্থের অণুর মধ্যেকার আকর্ষণ বলকে কী বলে?
সমসংযোগ বল/ সংশক্তি।
(১৩) সিগারেট ও বিড়ির ধোঁয়ায় উপস্থিত কোন পদার্থের প্রভাবে শ্বাসনালীর ভেতরে সিলিয়াগুলো বিনষ্ট হয়?
টারজাতীয় পদার্থ।
(১৪) সালোকসংশ্লেষের উপাদানগুলির মধ্যে কোনটি অভ্যন্তরীণ উপাদান?
ক্লোরোফিল।
(১৫) হৃৎপিণ্ডের দ্বিপত্র ও ত্রিপত্র কপাটিকা কার সাহায্যে নিলয় পেশির সঙ্গে যুক্ত হয়?
দ্বিপত্র ও ত্রিপত্র কপাটিকা কর্ডিটেন্ডনির সাহায্যে নিলয়ের পেশিতে যুক্ত হয়।
(১৬) যেসব জীব খাদ্যের জন্য অন্য জীবের ওপর নির্ভরশীল তাদের কী বলে?
পরভোজী।
(১৭) মানবদেহের কয়েকটি বহিঃকোশীয় তরলের নাম করো।
রক্ত, লসিকা, CSF, সাইনেভিয়াল তরল।
(১৮) সালোকসংশ্লেষের অন্ধকার দশায় উৎপন্ন প্রথম কার্বনযুক্ত স্থায়ী যৌগ কোনটি?
ফসফোগ্লিসারিক অ্যাসিড (PGA)।
(১৯) সাইট্রিক অ্যাসিড কোথায় পাওয়া যায়?
লেবু জাতীয় ফলে।
(২০) বাম্পমোচনের দুটি বহিঃপ্রভাবক-এর উদাহরণ দাও।
তাপমাত্রা, আলো, আর্দ্রতা।
For Practice Questions Click Here
For Online Model Test Click Here