Skip to content

সাধারণ বিজ্ঞান থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

General Science Selective Important Questions Answers

১. প্রশ্ন: ডিএনএ অণুর দ্বি –হ্যালিক্স কাঠামোর জনক কে?
উত্তর: ওয়াটসন ও ক্রিক

২. প্রশ্ন: হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?
উত্তর: আমিষ

৩. প্রশ্ন: কোন প্রানীকে মরুভূমির জাহাজ বলা হয়?
উত্তর: উট

৪. প্রশ্ন: আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কত ধরনের?
উত্তর: ৩

৫. প্রশ্ন: হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত?
উত্তর: বিশেষ ধরনের অনৈচ্ছিক

৬. প্রশ্ন: রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?
উত্তর: অক্সিজেন পরিবহন করা

৭. প্রশ্ন: মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস –
উত্তর: শ্বসন

৮. প্রশ্ন: Photosynthesis takes place in –
উত্তর: Green parts of the plants

৯. প্রশ্ন: ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহণ করে?
উত্তর: নাইট্রোজেন

১০. প্রশ্ন: ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হল–
উত্তর: চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়

১১. প্রশ্ন: Dengue fever is spread by–
উত্তর: Aedes aegypti mosquito

১২. প্রশ্ন: সুষম খাদ্যের উপাদান কয়টি?
উত্তর: ৬ টি

১৩. প্রশ্ন: ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?
উত্তর: অগ্ন্যাশয় হতে

১৪. প্রশ্ন: হাড় ও দাঁতকে মজবুত করে-
উত্তর: ক্যালসিয়াম ও ফসফরাস

১৫. প্রশ্ন: অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল –
উত্তর: গ্লাইকোজেন

১৬. প্রশ্ন: প্রানী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে –
উত্তর: জেনেটিক্স

১৭. প্রশ্ন: কোন খাদ্যে প্রোটিন বেশি?
উত্তর: মসুর ডাল

১৮. প্রশ্ন: কোন ডালের সঙ্গে ল্যাথারাইজম রোগের সর্ম্পক আছে?
উত্তর: খেসারী

১৯. প্রশ্ন: জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি ?
উত্তর: জল সেচ

২০. প্রশ্ন: জলের জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয়–
উত্তর: শুশুক

২১. প্রশ্ন: যে সব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয়-
উত্তর: প্যাথজেনিক

২২. প্রশ্ন: মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?
উত্তর: স্নায়ুতন্ত্রের

২৩. প্রশ্ন: ভাইরাস জনিত রোগ নয় কোনটি?
উত্তর: নিওমোনিয়া

২৪. প্রশ্ন: প্রাণী জগতের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে-
উত্তর: ইভোলিওশন

২৫. প্রশ্ন: নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে?
উত্তর: ট্রিপসিন

২৬. প্রশ্ন: মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে?
উত্তর: প্লিহাতে

২৭. প্রশ্ন: কোনটি এ্যান্টিবায়োটিক?
উত্তর: পেনিসিলিন

২৮. প্রশ্ন: জন্ডিসে আক্রান্ত হয় –
উত্তর: যকৃত

২৯. প্রশ্ন: সবচেয়ে বড় ভাইরাস হল-
উত্তর: গো-বসন্তের ভাইরাস

৩০. প্রশ্ন: কোনো পরিবহন তন্ত্র নেই-
উত্তর: ছত্রাকের

৩১. প্রশ্ন: ঝিনুকের রক্তে কি নেই?
উত্তর: হিমোগ্লোবিন

৩২. প্রশ্ন: গলদা চিংড়ি কোন পর্বের প্রানী?
উত্তর: আর্থ্রোপোডা

৩৩. প্রশ্ন:মুক্তায় কত ভাগ CaCO3 থাকে?
উত্তর: ৮৮-৯০ ভাগ

৩৪. প্রশ্ন: চিংড়ির চাষকে কি বলে?
উত্তর: Prawn culture

৩৫. প্রশ্ন: ঝিনুক সংগ্রহের আদর্শ সময় কোনটি?
উত্তর: গ্রীষ্মকাল

৩৬. প্রশ্ন: “আমা” শব্দের অর্থ কি?
উত্তর: সাগর কন্যা

৩৮. প্রশ্ন: মাছ চাষের জন্য উপকারী জল হল-
উত্তর: ক্ষার ধর্মী জল

৩৯. প্রশ্ন: মাছের প্রাকৃতিক খাবার হল-
উত্তর: প্লাংকটন

৪০. প্রশ্ন: ক্ষুদ্র ক্ষুদ্র প্রানীকে কি বলে-
উত্তর: জুয়োপ্ল্যাংকটন

৪১. প্রশ্ন: ব্ল্যাক টাইগার বলা হয় –
উত্তর: বাগদা চিংড়ি

৪২. প্রশ্ন: প্রতিদিন আমরা গড়ে আমিষ খাই কত গ্রাম?
উত্তর: ২১

৪৩. প্রশ্ন: জীবদেহের কাজের একক কি?
উত্তর: কোষ

৪৪. প্রশ্ন: সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন কে?
উত্তর: রবার্ট হুক

৪৫. প্রশ্ন: টিস্যুর গঠনগত একক কি?
উত্তর: কোষ

৪৬. প্রশ্ন: মানুষের ক্রোমোজোম সংখ্যা কতটি?
উত্তর: ৪৬

৪৭. প্রশ্ন: কত সালে রিকম্বিনেট DNA তৈরি করা হয়?
উত্তর: ১৯৭২

৪৮. প্রশ্ন: প্রানিজগতের জীববৈচিত্র্যকে কি বলে?
উত্তর: প্রানীবৈচিত্র্য

৪৯. প্রশ্ন: Fauna বলতে কি বুঝায়?
উত্তর: প্রানিকূল

৫০. প্রশ্ন: ছত্রাকের কোষ কি দিয়ে তৈরি?
উত্তর: কাইটিন

৫১. প্রশ্ন: DNA কোথায় থাকে?
উত্তর: নিউক্লিয়াসে

৫২. প্রশ্ন: কোনটি একবীজপত্রী উদ্ভিদ নয় __
উত্তর: ছোলা

৫৩. প্রশ্ন: সবচাইতে দ্রুতগামী পাখি কোনটি?
উত্তর: সুইফট বার্ড

৫৪. প্রশ্ন: বানরের হাত আছে কয়টি?
উত্তর: হাত নেই

৫৫. প্রশ্ন: কলকাসুন্দা কি?
উত্তর: উপগুল্ম

৫৬. প্রশ্ন: রক্তকোষের উপাদান নয় কোনটি?
উত্তর: হিমোগ্লোবিন

৫৭. প্রশ্ন: হংকং ভাইরাস নামে পরিচিত কোন ভাইরাস?
উত্তর: SARS

৫৮. প্রশ্ন: টয়ালিন কি পরিপাক করে?
উত্তর: শর্করা

৫৯. প্রশ্ন: বিলিরুবিন কোথায় থাকে?
উত্তর: প্লীহায়

৬০. প্রশ্ন: মানব দেহের মোট কশেরুকার সংখ্যা কতটি?
উত্তর: ৩৩

৬১. প্রশ্ন: পেশিগুলো হাড়ের সাথে কিসের সাহায্যে লেগে থাকে?
উত্তর: লিগামেন্ট

৬২. প্রশ্ন: এইডস কোন ভাইরাসের জন্য হয়
উত্তর: HIV

৬৩. প্রশ্ন: পিত্তপাথর গলাতে ব্যবহার করা হয় ?
উত্তর: রেডিও আইসোটোপ

৬৪. প্রশ্ন: দ্বীবর্ষজীবী উদ্ভিদ নয় কোনটি?
উত্তর: কচু

৬৫. প্রশ্ন: মাশরুম নামে পরিচিত কোনটি ?
উত্তর: এগারিকাস

৬৬. প্রশ্ন: Pteris কে বলা হয়
উত্তর: সানফার্ন

৬৭. প্রশ্ন: দ্বিপদ নামকরনের কয়টি অংশ থাকে ?
উত্তর: ২

৬৮. প্রশ্ন: পেনিলিসিলিন আবিষ্কার করেন কে ?
উত্তর: আলেকজান্ডার ফ্লেমিং

৬৯. প্রশ্ন: Father of Bacteriology বলা হয় কাকে?
উত্তর: লুই পাস্তুর

৭০. প্রশ্ন: প্রথম জীবনের উদ্ভিদ হয় কোন পরিবেশে ?
উত্তর: জলজ

৭১. প্রশ্ন: জীবন্ত জীবাশ্ম কোনটি
উত্তর: cycas

৭২. প্রশ্ন: biology শব্দের প্রবর্তক কে?
উত্তর: ল্যামার্ক

৭৩. প্রশ্ন: ইবোলা ভাইরাস কিসের নামে নামকরণ করা হয় ?
উত্তর: নদী

৭৪. প্রশ্ন: ভাইরাস জনিত রোগ নয় কোনটি ?
উত্তর: জ্বর

৭৫. প্রশ্ন: মানব দেহে জ্বীনের সংখ্যা কত?
উত্তর: ৪০০০০

৭৬. প্রশ্ন: সরল টিস্যু কত প্রকার ?
উত্তর: ৩

৭৭. প্রশ্ন: DNA আবিষ্কার হয় কত সালে?
উত্তর: ১৮৬৮

৭৮. প্রশ্ন: নাইট্রোজেন বেস কয় ধরনের ?
উত্তর: ২

৭৯. প্রশ্ন: জৈবপ্রযুক্তির অন্যতম হাতিয়ার বলা হয় কাকে?
উত্তর: প্লাজমিড

৮০. প্রশ্ন: উদ্ভিদের গৌন উপাদান কয়টি ?
উত্তর: ৮

৮১. প্রশ্ন: কোনটি গৌন উপাদান না ?
উত্তর: Mg

৮২. প্রশ্ন: ম্যালেরিয়া রোগ হয় কিসের অভাবে?
উত্তর: অ্যানোফিলিস মশা

৮৩. প্রশ্ন: কত সালে প্রথম ব্যাকটেরিয়ার নামকরন করা হয়?
উত্তর: ১৯২৭

৮৪. প্রশ্ন: যক্ষ্মার প্রতিষেধক কোনটি?
উত্তর: B.C.G

৮৫. প্রশ্ন: E.Coli মানবদেহের কোথায় থাকে?
উত্তর: অন্ত্রে

৮৬. প্রশ্ন: পচা রোগ হয় কোন সবজির?
উত্তর: আলু

৮৭. প্রশ্ন: উদ্ভিদের নামকরন করে কোন প্রতিষ্ঠান?
উত্তর: ICBN

৮৮. প্রশ্ন: শ্রেণী বিন্যাস ধাপ কয়টি?
উত্তর: ৭টি

৮৯. প্রশ্ন: Apis Indica কিসের বৈজ্ঞানিক নাম?
উত্তর: মৌমাছি

৯০. প্রশ্ন: এক কোষী নয় কোনটি?
উত্তর: মেটাজোয়া

৯১. প্রশ্ন: বহুকোষী প্রাণী নয় কোনটি?
উত্তর: প্রোটোজোয়া

৯২. প্রশ্ন: ফলের কয়টি অংশ থাকে?
উত্তর: ২টি

৯৩. প্রশ্ন: এপিগাইনাস ফুল–
উত্তর: লাউ, কুমড়া, ঝিঙ্গা ইত্যাদি।

৯৪. প্রশ্ন: রক্তে PH এর মান কত?
উত্তর: ৭.২-৭.৪

৯৫. প্রশ্ন: রক্তজমাট বাধতে সাহায্যে করে কোন ধাতু?
উত্তর: ক্যালসিয়াম

৯৬. প্রশ্ন: নাড়ির স্পন্দন প্রবাহিত হয় কিসে?
উত্তর: ধমনীতে

৯৭. প্রশ্ন: ব্যাঙের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট ?
উত্তর: ৩

৯৮. প্রশ্ন: মেডুলা কিসের অংশ?
উত্তর: মস্তিষ্কের

৯৯. প্রশ্ন: দৃষ্টি এবং শ্রবণের সাথে জড়িত
উত্তর: মধ্য মস্তিষ্ক

১০০. প্রশ্ন: খনিজ লবণ কি করে?
উত্তর: জৈবিক কাজে অংশগ্রহণ করে

১০১. প্রশ্ন: গ্লাইকোজেন কোথায় জমা থাকে?
উত্তর: Liver

১০২. প্রশ্ন: মৌমাছির চাষ হলো-
উত্তর: এপিকালচার

১০৩. প্রশ্ন: দুধে থাকে-
উত্তর: ল্যাকটিক এসিড

১০৪. প্রশ্ন: এন্টিবায়োটিকের কাজ-
উত্তর: জীবানু ধ্বংস করা

১০৫. প্রশ্ন: মাশরুম এক ধরণের-
উত্তর: ফাঙ্গাস

১০৬. প্রশ্ন: যকৃতের রোগ কোনটি?
উত্তর: জন্ডিস

১০৭. প্রশ্ন: উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র-
উত্তর: ক্রেসকোগ্রাফ

১০৮. প্রশ্ন: কোন ভিটামিন পানিতে দ্রবণীয়?
উত্তর: সি (Vitamin C)

১০৯. প্রশ্ন: পাতা বেগুনী হয়ে যায় কিসের অভাবে?
উত্তর: ফসফরাস

১১০. প্রশ্ন: মিউরেট অব পটাশ এর সংক্ষিপ্ত রূপ কি?
উত্তর: এমপি

১১১. প্রশ্ন: কোনটি উপকারী পোকা?
উত্তর: নেকড়ে মাকড়াসা

১১২. প্রশ্ন: কৃষকের লাঙল বলা হয় কাকে?
উত্তর: কেঁচো

১১৩. প্রশ্ন: সাকারের সাহায্যে প্রজনন হয় না কোনটির?
উত্তর: পাথর কুচি

১১৪. প্রশ্ন: মানব দেহের সবচেয়ে ছোট কোষ-
উত্তর: শ্বেত রক্তকণিকা

১১৫. প্রশ্ন: জীবনের ভিত্তি বলা হয় কাকে?
উত্তর: প্রোটোপ্লাজম

১১৬. প্রশ্ন: কত সালে নিউক্লিয়াস আবিষ্কার করা হয়?
উত্তর: ১৮৩১

১১৭. প্রশ্ন: মাইট্রোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন থাকে?
উত্তর: ৭৩%

১১৮. প্রশ্ন: DNA এর নাইট্রোজেন বেস কতগুলো?
উত্তর: ৪টি

১১৯. প্রশ্ন: বাংলাদেশে সর্বপ্রথম কত সালে টেস্টটিউব বেবীর জন্ম হয়?
উত্তর: ২০০১

১২০. প্রশ্ন: কোন প্রাণী শব্দ করতে পারে না?
উত্তর: চিতাবাঘ

১২১. প্রশ্ন: সুস্পষ্ট গুড়ি বিশিষ্ট কাষ্ঠলকে কি বলে?
উত্তর: বৃক্ষ

১২২. প্রশ্ন: ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় কোনটি?
উত্তর: পূর্ণাঙ্গ ব্যাঙ

১২৩. প্রশ্ন: মস্তিষ্কের আবরণীর নাম-
উত্তর: মেনিনমেস

১২৪. প্রশ্ন: স্নেহ বা লিপিডের পরিপাক কোথায় শুরু হয়?
উত্তর: পাকস্থলিতে

১২৫. প্রশ্ন: রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে কি হয়?
উত্তর: জন্ডিস

১২৬. প্রশ্ন: রক্তে গ্লুকোজের পরিমাণ কমায় কোনটি?
উত্তর: ইনসুলিন

১২৭. প্রশ্ন: ডেঙ্গু জ্বর ছড়ায় কোন ভাইরাসের কারণে?
উত্তর: ফ্ল্যাভি ভাইরাস

১২৮. প্রশ্ন: সালোকসংশ্লেষণের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি?
উত্তর: ২২-৩৫

Loading

Leave a Reply

error: