Skip to content

Madhyamik Life Science Mock Test – 02

মাধ্যমিক জীবনবিজ্ঞান মক টেস্ট – ০২

Madhyamik Life Science – মাধ্যমিক জীবনবিজ্ঞান

life science
  1. মাইটোসিস ও মিয়োসিস নির্ভরতা, অপত্য অভিযোজন ক্ষমতা – অযৌন ও যৌন জননের পার্থক্য লেখো। (2 টি)।
  2. “মিয়োসিসকে হ্রাস বিভাজন বলে” ব্যাখ্যা করো।
  3. স্নায়ু কোষ, স্নায়ুতন্ত্র ও স্নায়ুর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো।
  4. একটি যৌন জননকারী জীবের দেহে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা ৩৬ হলে, ওই জীবের শুক্রাণু ও জাইগোটের ক্রোমোজোম সংখ্যা কত?
  5. স্প্লীনোমেগালি কি? α থ্যালাসেমিয়া সাইলেন্ট রোগটির কারণ লেখ।
  6. রেখাচিত্রের সাহায্যে ফার্নের জনুক্রম বর্ণনা করো।
  7. বৃদ্ধির সাথে বিকাশের সম্পর্ক কি?
  8. ডিউটেরোনোপ ও ট্রাইটানোপ বলতে কি বঝো।
  9. “স্বপরাগযোগ অপেক্ষা ইতরপরাগ যোগ অধিকতর উন্নত প্রক্রিয়া” তুমি কিভাবে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করবে।
  10. বীজ ও মুকুলের সুপ্তাবস্তা ভঙ্গ করতে ও উদ্ভিদের বংশগত খর্বতা দূরীকরণে জিব্বারেলিন হরমোনের ভূমিকা লেখো।
  11. খ্রিস্টমাস রোগ কী কারণে সৃষ্টি হয়? কত নং ক্রোমোজোমের মিউটেশনের ফলে বিটা থ্যালাসেমিয়া হয়?
  12. শিম্পাঞ্জিরা কিভাবে শক্ত খোলা ভেঙ্গে বাদাম খায়?
  13. গিনিপিগের ক্ষেত্রে bbRR এবং bbRr জিনোটাইপ দুটির ফিনোটাইপ কী একই?
  14. মাইটোসিস : ভ্রুণমূল :: মিয়োসিস :______?______।
  15. উদ্যান চর্চায় কৃত্রিম উদ্ভিদ হরমোনের দুটি ব্যবহারিক প্রয়োগ লেখো।
  16. প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়া দুটি গুরুত্ব লেখো।
  17. ইন্টারফেজ কাকে বলে?
  18. অপুংজনি কাকে বলে? উদাহরণ দাও।
  19. টিস্যু কালচার কাকে বলে?
  20. ইতরপরাগযোগ স্বপরাগযোগ অপেক্ষা উন্নত কেনো? দুটি কারন লেখো।
  21. বংশগতিতে বিশুদ্ধ বলতে কী বোঝো? উদাহরণসহ লেখো।
  22. থ্যালাসেমিয়ার জেনেটিক কাউন্সেলিং এর ভূমিকা লেখো।
  23. ল্যামার্কের মতবাদ অনুসারে উট পাখির ডানা নিষ্ক্রিয়তা ব্যাখ্যা করো।
  24. পায়রার উড্ডয়ন অভিযোজনে পালকের কি ভূমিকা আছে ?
  25. নাইট্রিফিকেশন ও ডিনাইট্রিফিকেশন এর পার্থক্য লেখো।
  26. হটস্পট বলতে কী বোঝো ? উদাহরণ দাও।
  27. এক্স সিটু সংরক্ষণ ও ইন সিটু সংরক্ষণের পার্থক্য লেখো।
  28. ঘোড়ার বিবর্তনের চারটি বৈশিষ্ট্য লেখ যা পরিবর্তন হয়েছে।
  29. মাছের জলজ অভিযোজন-এ পাখনার ভূমিকা লেখো।
  30. মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয় কেন?
  31. অভয়ারণ্যে দুটি বৈশিষ্ট্য লেখ।
  32. ঘোড়ার বিবর্তনের ইতিহাসে চারটি প্রধান জীবাশ্ম পূর্বপুরুষের নাম সময়ের পর্যায়ক্রমে সাজিয়ে লেখো।
  33. “মা বর্ণান্ধ হলে পুত্র বর্ণান্ধ হয়” কারণটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও।
  34. সাইনোভিয়াল সন্ধি কাকে বলে? উদাহরণ দাও।
  35. বয়ঃসন্ধি দশায় শুক্রাশয় ও ডিম্বাশয়ের উপর GTH এর প্রভাব লেখো।
  36. কন্যা সন্তান জন্মদানে কার অবদান বেশি তোমার যুক্তিতে ব্যাখ্যা করো।
  37. পিপল্ স বায়োডাইভারসিটি রেজিস্টার এর জীববৈচিত্র সংক্রান্ত যে প্রধান বিষয়গুলি লিপিবদ্ধ করা হয় তা লেখো।
  38. তুলনামূলকভাবে ভ্রুনতত্ত্ব কীভাবে অভিব্যক্তির পক্ষে প্রমাণ দেয়।
  39. উপযোজনে লেন্স এবং সিলিয়ারি পেশির ভূমিকা লেখো।
  40. সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়াটি লেখো।
  41. জিনের পুনঃসংযুক্তিতে ক্রসিং ওভারের গুরুত্ব মূল্যায়ন করো।
  42. মিলার ও উড়ের পরীক্ষার ফলে উৎপন্ন চারটি জৈব অ্যাসিডের নাম লেখো।
  43. রেড পাণ্ডার বিপন্নতার সঙ্গে শিকারি বন্যপ্রাণী ও বাঁশগাছের অপ্রতুলতার সম্পর্ক প্রতিষ্ঠা করো।
  44. পিতা ও মাতা থ্যালাসেমিয়ার (α – থ্যালাসেমিয়া) বাহক হলে, ওই রোগের সাপেক্ষে তাদের কন্যা শারীরিক অবস্থা কিরূপ হতে পারে  তা লিপিবদ্ধ করো।
  45. পূর্ব হিমালয় ও ইন্দো-বার্মা হটস্পটে যে যে বিলুপ্তপ্রায় জীব বৈচিত্র্য পাওয়া যায় তার একটি তালিকা তৈরি করো।
  46. একটি কোশের নিউক্লিয়াসে ৩০টি ক্রোমোজোম আছে। মাইটোসিস কোশ বিভাজনের ফলে উৎপন্ন অপত্য কোশে ক্রোমোজোম সংখ্যা কত হবে এবং কেন?
  47. ক্রোমোজোম, DNA ও জিনের মধ্যে আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো।
  48. শিম্পাঞ্জিরা খাবার জন্য কীভাবে উইপোকা শিকার করে তা ব্যাখ্যা করো।
  49. প্রাণী হরমোনের তিনটি বৈশিষ্ট্য লেখো।
  50. অ্যামিবা, প্যারামেশিয়াম ও ইউগ্লানার গমন অঙ্গের নাম ও গমন পদ্ধতি লেখো।
  51. করনিয়া, আইরিশ ও লেন্সের কার্য লেখ।
  52. কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার অভঙ্গুর রাসায়নিক কীটনাশক। SPM কী?
  53. নিম্নলিখিত ঘটনাগুলির সম্ভাব্য কারণ কী কী হতে পারে অনুমান করো নিদ্রাহীনতা রক্তচাপবৃদ্ধি • জলে দ্রবীভূত O2 এর মাত্রা হ্রাস • ফুসফুসে বায়ু চলাচলের পথে বাধা সৃষ্টি।
  54. অভয়ারণ্যের দুটি বৈশিষ্ট্য ও একটি উদাহরণ দাও।
  55. জাতীয় উদ্যানের দুটি বৈশিষ্ট্য ও একটি উদাহরণ দাও।
  56. এক্সসিটু ও ইনসিটু সংরক্ষণের তিনটি পার্থক্য উদাহরণ সহ লেখো।
  57. “শীতকালে বয়স্ক মানুষ ও শিশুদের নানা শ্বাসজনিত সমস্যা দেখা যায়” এরূপ তিনটি সমস্যার নাম লেখো এবং উপসর্গ বিবৃত করো।
  58. গঙ্গানদীর দূষণের ফলে প্রাণী বৈচিত্র্যের বিপন্নতার তিনটি উদাহরণ দাও।

দীর্ঘ উত্তর ধর্মী প্রশ্ন –

  1. মুখের ক্যান্সারের দুটি কারণ লেখো। জন্মহার ও মৃত্যুহার এর পার্থক্য লেখো।
  2. JFM কী? ইনসিটু সংরক্ষন এবং এক্সসিটু সংরক্ষন -এর মধ্যে পার্থক্য লেখো।
  3. শিম্পাঞ্জির একটি আচরণগত বৈশিষ্ট্য লেখো। “মিয়োসিস জৈব বিবর্তনের পথকে প্রশস্ত করে” ব্যাখ্যা করো। ইউট্রফিকেশন ও অ্যালগাল ব্লুম কীভাবে আন্তঃসম্পর্কিত?
  4. লাল × সাদা = গোলাপী সন্ধ্যামালতী তৈরি হলে ঘটনাটির নাম কী? RrYy জিনোটাইপ যুক্ত

    মটরগাছের বৈশিষ্ট্য কী হবে? একটি বিশুদ্ধ কালো লোমযুক্ত (BB) গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ

    সাদা লোমযুক্ত (bb) গিনিপিগের সংকরায়ণের ফলাফল F2 জনু অবধি চেকারবোর্ডের মাধ্যমে 

    দেখাও।                                                                                             

  1. একটি স্নায়ুকোশ বা নিউরনের পরিচ্ছন্ন চিত্র অংকন কর এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত কর- কোশদেহ, অ্যাক্সন, মায়োলিন আবরণী, এন্ডব্রাশ, অ্যাক্সন হিলক।
  2. একটি সপুস্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়ার চিত্রাঙ্কন করে যে কোন চারটি অংশ চিহ্নিত করো। প্রতিবর্ত চাপের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো –

    (ক) গ্রাহক (খ) সংজ্ঞাবাহ স্নায়ু (গ) চেষ্টীয় স্নায়ু (ঘ) স্নায়ু কেন্দ্র

  1. প্রাণী কোশের মাইটোসিস কোশ বিভাজনের অ্যানাফেজ দশার একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো – (ক) মেরু অঞ্চল (খ) ক্রোমোজোম (গ) বেমতন্তু (ঘ) সেন্ট্রোমিয়ার। ফার্নের জনুক্রম পর্যায় চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। 

Loading

Leave a Reply

error: