Skip to content

Madhyamik Physical Science Mock Test – 04

মাধ্যমিক ভৌতবিজ্ঞান মক টেস্ট – ০৪

Madhyamik Physical Science – মাধ্যমিক ভৌতবিজ্ঞান

  • Fire Ice বা আগুনে বরফ কাকে বলে?
  • বায়ুমণ্ডলের ওজোন গ্যাস থাকে কোন স্তরে?
  • সবুজ ঘর প্রভাবের জন্য দায়ী কোন রশ্মি?
  • গ্রিন হাউস এফেক্টের জন্য কোন গ্যাসের অবদান সবচেয়ে বেশি?
  • ওজোনস্তর ক্ষয় করে একটি গ্যাসের নাম লেখ।
  • জলাভুমীতে উৎপন্ন মার্স গ্যাস আসলে কি?
  • কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপনমূল্য বেশি?
  • একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো।
  • বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?
  • Sweet gas কাকে বলে?
  • -5k,-5,-5কোনটির অস্তিত্ব নেই?
  • বায়ুমণ্ডলের কোন কোন স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়?
  • বায়ো গ্যাস উৎপাদনে সহায়তাকারী ব্যাকটেরিয়া কি নামে পরিচিত?
  • স্থিরচাপে নির্দিষ্ট ভরের গ্যাসের V বনাম T লেখচিত্রের প্রকৃতি কি?
  • 12 গ্রাম CO2 তে কত গ্রাম কার্বন আছে?
  • একটি গ্যাসীয় মৌলের বাষ্পঘনত্ব 24, মৌলটির অণু ত্রি-পরমাণুক হলে পারমাণবিক ভর কত হবে?
  • কোন্ উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে?
  • উষ্ণতার পরম স্কেলের ধারণা কোন সূত্র থেকে পাওয়া যায়?
  • কোন্ শর্তে কোনো বাস্তব গ্যাস PV=nRT সমীকরণটি মেনে চলে?
  • PV= RT সমীকরণে M হল ———-। (শূন্যস্থান পূরণ করো)।
  • উষ্ণতার পরম স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্ক কত?
  • বয়েলের সূত্রে ধ্রুবক রাশি কী কী?
  • PV=RT সমীকরণে SI পদ্ধতিতে PV-এর একক
  • STP তে কত গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন ও চাপের গুনফল 22.4 L.atm?
  • STP তে গ্যাসের মোলার আয়তন কত?
  • 12g কার্বনের সঙ্গে 32g O2 এর বিক্রিয়ায় কত মোল CO2 উৎপন্ন হবে?
  • SI- পদ্ধতিতে মোলার গ্যাস ধ্রুবকের নাম মান কত?
  • গ্যাসের আয়তন প্রসারন গুণাঙ্কের মান কত?
  • কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক কি?
  • একটি আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান কত?
  • তাপীয় রোধের মাত্রীয় সংকেত কি?
  • লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক 36 × 10-6 K-1 হলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত?
  • লোহার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত কত?
  • তাপ পরিবাহিতাঙ্কের CGS একক লেখো।
  • অবতল দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী কোনো বিন্দুতে রাখা বস্তুর প্রতিবিম্ব কোন অবস্থানে গঠিত হবে?
  • কোন ক্ষেত্রে µ = sin i/sin r সম্পর্কটি প্রযোজ্য নয়?
  • কোনো নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে প্রতিসরাঙ্কের মান লাল ও বেগুনি বর্ণের আলোর মধ্যে কোনটির জন্য বেশি হবে?
  • অসৎ ও খর্বাকৃতি প্রতিবিম্ব গঠন করতে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়?
  • উত্তল লেন্সের সামনে কোথায় বস্তু রাখলে বস্তুর সমান আকারে সদবিম্ব গঠিত হয়?
  • বিবর্ধক কাঁচ হিসাবে কোন দর্পণ ব্যবহৃত হয়?
  • কোনো একটি নির্দিষ্ট মাধ্যমে আলোর আপতন কোণ 45° ও প্রতিসরণ কোণ 30° হলে, মাধ্যমটির প্রতিসরাঙ্ক কত হবে?
  • ফোকাস দূরত্ব কাকে বলে?
  • দর্পণে রশ্মির লম্ব আপতনের ক্ষেত্রে আপতন কোণের মান কত?
  • একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি হলে ফোকাস দৈর্ঘ্য কত হবে?
  • সাদা আলো বর্নালি গঠনের সময় প্রান্তিক বর্ণ দুটি কী কী?
  • আলোর কোন ধর্মের জন্য সূর্যাস্ত ও সূর্যোদয়ের সূর্যকে লাল দেখায়?
  • প্রিজমে কোন বর্ণের আলোর বিচ্যুতি সর্বাধিক?
  • কোনো পরিবাহীর দৈর্ঘ্য টেনে দ্বিগুণ করা হলে রোধাঙ্ক কীরুপ পরিবর্তিত হবে?
  • কোন নীতির ওপর বার্লোচক্রের ক্রিয়া প্রতিষ্ঠিত?
  • যদি তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত দিকে করা হয় তাহলে বার্লাচক্রের ঘূর্ণন গতিতে কী পরিবর্তন ঘটবে?
  • ফিউজ তারের উপাদান কী কী?
  • R মানের n- টি রোধ সমান্তরাল সমবায় যুক্ত থাকলে তুল্যরোধ কত হবে?
  • শর্ট সার্কিট হলে তড়িৎ বর্তনীর রোধ কত হয়?
  • তড়িৎচালক বল-বল না শক্তি?
  • আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ কোন সূত্র থেকে পাওয়া যায়?
  • ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে চৌম্বকক্ষেত্র ও তড়িৎপ্রবাহের মধ্যে কোন কত ডিগ্রী?
  • ফিউজ তার যুক্ত করা থাকে নিউট্রাল তার না লাইভ তারের সাথে?
  • 1 BOT এর মান কত জুলের সমান হয়?
  • রোধাঙ্কের SI একক লেখো।
  • যদি কোনো বিন্দুর তড়িৎ বিভব v হয়, তবে q পরিমাণ ধনাত্মক আধান ঐ বিন্দুতে আনতে কত কার্য করতে হবে?
  • সংকট তাপমাত্রায় অতিপরিবাহীর রোধ কত হয়?
  • অভ্যন্তরীণ বিভব প্রভেদকে  বলে।       
  • তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত β-রশ্মি কোন কনার স্রোত?
  • নিউক্লিয় সংযোজন ও নিউক্লিয় বিভাজনের মধ্যে কোন ক্ষেত্রে বেশি পরিমাণে শক্তি উৎপন্ন হয়?
  • নিউক্লিয়াস গঠনের সময় যে ভর ত্রুটি হয় তা কোন্ শক্তিতে রূপান্তরিত হয়?
  • এদের মধ্যে চৌম্বক ক্ষেত্রে সবথেকে বেশি বিক্ষিপ্ত হয় কোন কনা?
  • কনাতে নিউত্রন সঙ্খ্যা কত?
  • জীবাশ্ব এর বয়স নির্মাণে কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যাবহার করা হয়?
  • কনা কোন পরমানুর নিউক্লিয়াস?
  • ক্ষার ধাতুর শ্রেণি কত?
  • A, B, C, D, E-মৌলগুলির পারমাণবিক ক্রমাঙ্ক যথাক্রমে 3,5,11,16,19 এদের মধ্যে কোন মৌলগুলি একই শ্রেণীতে অবস্থিত?
  • O, N, C, ও F এর তড়িৎঋণাত্মকতা ক্রম অনুজায়ী সাজাও।
  • কোন শ্রেণীর মৌলগুলি পর্যায় সারণিতে চালকোজেন বলা হয়?
  • আধুনিক পর্যায় সারণীতে কোন শ্রেণীতে সাধারণ উষ্ণতায় কঠিন, তরল ও গ্যাসীয় মৌল একসাথে অবস্থান করে।
  • অষ্টক ব্যতিক্রমী একটি সুস্থির ক্যাটায়ন এর উদাহরণ দাও।
  • ক্রমবর্ধমান পরমাণুর আকার অনুযায়ী সাজাও: P, Na, Al, S
  • একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 15, আধুনিক পর্যায় সারণিতে মৌলটির অবস্থান কী?
  • নিস্ক্রিয় মৌলের যোজ্যতা  হয়।
  • পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায় অপেক্ষা তৃতীয় পর্যায়ে কয়টি বেশী মৌল আছে?
  • A, B ও C মৌল তিনটির পারমাণবিক ক্রমাঙ্ক যথাক্রমে 7,8,12 কোন্ দুটির মধ্যে সমযোজী বন্ধন সৃষ্টি হবে?
  • সোডিয়াম ক্লোরাইডের সংকেত ওজন কত?
  • শ্রেণি-13-এর একটি মৌল M, ওই মৌলটির ক্লোরাইডের সংকেত হবে?
  • দৈনন্দিন জীবনে ব্যাবহার করা একটি সমযোজী ও একটি তড়িৎযোজী যৌগের নাম লেখ।
  • F2 অণুর লুইস ডট গঠন অঙ্কন করো : (F=9)
  • এমন একটি যৌগের উদাহরণ দাও যেখানে সমযোজী ত্রিবন্ধন উপস্থিত থাকে।
  • তড়িদ্বিশ্লেষণ প্রক্রিয়ায় কোন প্রকার তড়িৎপ্রবাহ ব্যবহার করা হয়?
  • Cu+2+2e →Cu এবং Cu+2e→Cu+2 – এই বিক্রিয়া দুটির মধ্যে কোনটি ক্যাথোডে ঘটে?
  • ভোল্টামিটার কী?
  • গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কী উৎপন্ন হয়?
  • অ্যাসিড মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোড ও ক্যাথোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত কত?
  • তড়িৎ বিশ্লেষণে দ্রবণের মধ্যে তড়িতের বাহক কারা?
  • রূপার গহনার উপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কী ব্যবহৃত হয়?
  • কোন গ্যাসের সংস্পর্শে সোডিয়াম নাইট্রোপ্রসাইড দ্রবণ বেগুনি হয়?
  • লেড অ্যাসিটেট দ্রবণে সিক্ত কাগজ H2S এর সংস্পর্শে আনলে বর্ণের কিরূপ পরিবর্তন ঘটবে?
  • নাইট্রোলিম কী?
  • ওলিয়ামের রাসায়নিক নাম কী?
  • ধাতব মূলক শনাক্তকরণে পরীক্ষাগারে কোন্ গ্যাস ব্যবহৃত হয়?
  • অ্যানোড মাডে কি কি পাওয়া যায়?
  • লাইকার অ্যামোনিয়াতে অ্যামোনিয়ার পরিমান কত?
  • ‘A’ একপ্রকার গ্যাস যা হাইড্রোজেন ক্লোরাইড দ্রবণের সংস্পর্শে ঘন ধোঁয়া উৎপন্ন করে। ‘A’ গ্যাসটি চিহ্নিত করো।
  • কপার আছে এমন একটি ধাতু সংকরের নাম লেখো, যা মুদ্রা তৈরীতে ব্যবহৃত হয়।
  • অ্যামালগাম কি?
  • অসওয়াল্ড পদ্ধতিতে HNO3-এর শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অণুঘটক কী?
  • কপার আছে এমন একটি ধাতু সংকরের নাম লেখো, যা মুদ্রা তৈরীতে ব্যবহৃত হয়।
  • বিমানের কাঠামো তৈরিতে কোন সংকর ধাতু ব্যবহৃত হয়?
  • প্রদত্ত সংকর ধাতুগুলির মধ্যে যেটিতে তামা থাকে না সেটি হল

      (a) জার্মান সিলভার         (b) ডুরালুমিন

      (c) স্টেইনলেস স্টিল        (d) গানমেটাল

  • একটি সম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ দাও?
  • যে অ্যালকেনে কার্বন সংখ্যা 3 টি তার থেকে প্রাপ্ত অ্যালকিল মূলকের সংকেত কী হবে?
  • অ্যাসিটিলিনের IUPAC নাম লেখো।
  • PTFE-এর মনোমারটির নাম লেখো।
  • IUPAC নাম লেখো CH3-CH=CH2
  • CH3CH2-CHO-এর কার্যকরী মূলকঘটিত সমাবয়বটির নাম লেখো।
  • LPG এর প্রধান উপাদান কি?
  • ত্রিবন্ধন যুক্ত একটি হাইড্রোকার্বনের নাম লেখো।
  • ইথিলিনের সঙ্কেত লেখো।
  • মানবস্বাস্থ্য ও পরিবেশের ওপর ওজোনস্তর ধ্বংসের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো। 
  • মিথেন হাইড্রেট কী?
  • অ্যাটমোস্ফিয়ার চাপে ও 27°C উষ্ণতায় গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে? [R=0.082 Latm mol-1 K-1]                                                       
  • প্রতিসরণের সূত্র দুটি লেখো।                                                       
  • 8 ওহম রোধবিশিষ্ট একটি তারকে সমান দুভাগে ভাগ করে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হল। তুল্যরোধ কত হবে নির্ণয় করো।                                                 
  • একটি আয়নীয় যৌগের উদাহরণ দিয়ে দেখাও যার আয়নগুলি অষ্টক নীতি মান্য করে না।                                                                                                                   
  • 1100°C উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের ওপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কী ঘটে তা সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।                             
  • লোহায় মরচে নিবারণের দুটি উপায় লেখো।                                           
  • ডিনেচার্ড স্পিরিট কী?
  • আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের দুটি শর্ত লেখো।                               
  • মোটরগাড়ির ভিউ ফাইন্ডারে উত্তল দর্পণ ব্যবহার করা হয় কেন?                 
  • গাঢ় H2SO4-এর উপস্থিতিতে ইথানল ও অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো হল,  কি ঘটবে সমীকরণসহ লেখো।                                                                                 
  • NaCl ও HCl -এর গঠন দেখাও।                                                  
  • অম্লরাজ কী? এর একটি ব্যবহার লেখো।                                           
  • একটি বিকারে নীল রং-এর কপার সালফেট দ্রবণ নাও, এই দ্রবণে জিংক গুঁড়ো মেশানো হল। এক ঘণ্টা পরে যে পরিবর্তন দেখবে তা যুক্তিসহ লেখো।
  • বায়োফুয়েল বলতে কী বোঝায়? উদাহরণ দাও।
  • কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে স্থির চাপে 0°C উষ্ণতা থেকে 273°C তাপমাত্রায় উত্তপ্ত  করা হল। ওর চূড়ান্ত আয়তনের সাথে প্রাথমিক আয়তনের অনুপাত নির্ণয় করো।
  • গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় ও কেন?
  • চুম্বকের ওপর তড়িৎ-এর ক্রিয়া সংক্রান্ত অ্যাম্পিয়ারের সন্তরন নিয়মটি লেখো।
  • মেন্ডেলিফের পর্যায় সূত্রটি বিবৃত করো। মেন্ডেলিফের পর্যায় সারণীর একটি ত্রুটি   লেখো।
  • H2-এর অস্তিত্ব থাকলেও He2-এর অস্তিত্ব নেই কেন?
  • চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা প্রতিষ্ঠা করো। ফারেনহাইট স্কেলে এর মান কত ?                                                                           
  • 400g চুনাপাথরকে উত্তপ্ত করলে NTP তে কত আয়তন CO2 উৎপন্ন হবে ?             
  • 28 গ্রাম লোহিত তপ্ত Fe-এর উপর দিয়ে স্টীম চালনা করলে কত গ্রাম H2 পাওয়া যাবে ?
  • তাপীয় রোধ বলতে কী বোঝ? তাপীয় রোধের মাত্রীয় সঙ্কেত কী?                                                                                                       
  • আলোর বিচ্ছুরণ বলতে কী বোঝ? দিনের বেলায় আকাশকে কেন নীল বর্ণের মনে হয়? 
  • কোনো মাধ্যমে একবর্ণী আলোর প্রতিসরাঙ্ক 1.5 হলে ঐ মাধ্যমে আলোর বেগ কত?       
  • ফিউজ তার কেন ব্যবহার করা হয়? এর দুটি বৈশিষ্ট্য লেখো।                         
  • 10Ω রোধের একটি তারের মধ্য দিয়ে 2 min ধরে 5A প্রবাহমাত্রা গেল। উৎপন্ন তাপের মান কত ক্যালারি?                                                                       
  • α, β, γ রশ্মির তিনটি ধর্মের তুলনা করো।                                             
  • আধুনিক পর্যায় সূত্রটি লেখো। নিম্নলিখিত মৌলগুলিকে ক্রমহ্রাসমান পরমাণুর ব্যাসার্ধের মান অনুসারে সাজাও: Cl, Mg, K, Na
  • তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা দাও। হ্যালোজেন মৌলগুলিকে ক্রমবর্ধমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও।                                                                     
  • অ্যালুমিনিয়াম নিষ্কাশনে তড়িৎবিশ্লেষ্য রূপে কী কী নেওয়া হয়? Al-এর একটি ব্যবহার লেখো।                                                                             
  • স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে SO3 প্রস্তুতির শর্তসহ বিক্রিয়ার সমীকরণ দাও।             
  • C2H6O সংকেত দ্বারা দুটি যৌগ বোঝায় A এবং B। A এবং B-এর গঠন সঙ্কেত দাও। এদের নাম লেখো। 
  • তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। রেললাইনের জোড়ার  মুখে ফাঁকা রাখা হয় কেন?   
  • কাঁচের প্রতিসরাঙ্ক  জলের প্রতিসরাঙ্ক  হলে কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত হবে? সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত?                                     
  • নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজনের মধ্যে পার্থক্য লেখো।                                 
  • H2S প্রস্তুতিতে কেন গাঢ় HNO3 ব্যবহার করা হয় না?
  • C2H6 -কে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কিন্তু C2H4 -কে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কেন?                                                                      
  • মিথেনকে মার্স গ্যাস বলা হয় কেন?
  • প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে দেখাও যে δ=i1+i2-A [যেখানে চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে] ।
  • 2 ওহম মানের তিনটি রোধকে প্রথমে শ্রেণি সমবায়ে এবং তারপর সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। শ্রেণি সমবায়ের তুল্য রোধ এবং সমান্তরাল সমবায়ের তুল্য রোধের অনুপাত নির্ণয় করো।
  • নিউক্লিয় বিভাজন বিক্রিয়া কাকে বলে? সমীকরণ সহ ব্যাখ্যা করো। নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভোজন ঘটানো হয় কেন?
  • তড়িৎপ্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি বিবৃত করো।
  • রুপোর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 0.0000188k-1 বলতে কী বোঝ ?রূপার আয়তন প্রসারণ গুনাঙ্কের মান নির্ণয় কর?
  • তড়িৎ চুম্বক আবেশ কাকে বলে ? আবিষ্ট তড়িৎচলক বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
  • আয়নীভবন বিভব কাকে বলে? পর্যায় সারনীতে কোন একটি নির্দিষ্ট পর্যায়ের বামদিক থেকে ডানদিকে অগ্রসর হলে এটি কিরূপ পরিবর্তন হয় ?
  • অ্যাসিটিলিতে কার্বন কার্বন-কার্বন বন্ধনের সংখ্যা কত? এমন একটি মৌলিক পদার্থের নাম লেখ যার মধ্যে সম সংখ্যক বন্ধন দেখা যায়।CCl4সমযোজী না তড়িৎযোজী যৌগ?
  • 100cm2 প্রস্থচ্ছেদ এবং 2mm বেধযুক্ত পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য 100°C। পরিবাহীটির এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে প্রতি মিনিটে কত তাপ পরিবাহিত হবে? (k=0.9cal s-1.cm-1. °C-1)।

Loading

Leave a Reply

error: