Skip to content

Secondary and Higher Secondary Suggestions

মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক সাজেশন

secondary and higher secondary

মাধ্যমিক সাজেশন

Mathematics – গণিত : Set 01

math1
math2
math3
math4

Mathematics – গণিত : Set 02

মাধ্যমিক গণিত সাজেশন

পাটিগণিত (অংশীদারি কারবার)

  1. রোহন একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরলসুদের হারে 240000 টাকা ব্যাঙ্ক থেকে ধার নেন। ৮ নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি ব ভাড়ার আয় থেকে ব্যাঙ্কের টাকা সুদসহ শোধ করবেন তা নির্ণয় করো
  2. বার্ষিক 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর ৪০ টাকা হবে? (চক্রবৃদ্ধি সুদ এক বছর অন্তর দেয়)
  3. একটি যৌথ ব্যবসায় A মোট লাভের 2/3 অংশ পায়। লাভের অবশিষ্টাংশ B ও C নিজেদের মধ্যে 2:3 অনুপাতে ভাগ করে নেয়। লাভের পরিমাণ 5% থেকে বেড়ে 7% হলে A এর লভ্যাংশ 800 টাকা বেড়ে যায়। B ও C-এর লভ্যাংশের পরিমাণ হিসাব করে দেখাও।
  4. তিনবন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন প্রথমজন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজে জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো একমাসে যদি 29,260 টাকা আয় হয়, তবে কে কত টাকা পাবেন নির্ণয় কর।

সম্পাদ্য

  1. একটি ত্রিভুজ ABC অঙ্কন করো যার AB = 3.5 cm, BC = 5cm এবং ∠RKM=120°। এই ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো।
  2. 3 cm ও 4 cm বাহু বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো।
  3. একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো, যার সমান দুই বাহুর দৈর্ঘ্য ৬ সেমি এবং অপরবাহুর দৈর্ঘ্য ৭ সেমি, এই ত্রিভুজটির ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো।
  4. ৭ সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো।
  5. 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। বৃত্তটির কেন্দ্র থেকে 8 সেমি দূরে কোনো বহিঃস্থ বিন্দু থেকে ঐ বৃত্তের দুটি/ একটি স্পর্শক অঙ্কন করো (শুধু অঙ্কন চিহ্ন দিতে হবে)।
  6. জ্যামিতিক পদ্ধতিতে√23 | √21 | √15 | √24 | √28 | √35 | √12-এর মান নির্ণয় করো (শুধু অঙ্কন চিহ্ন দিতে হবে)।

Geography – ভূগোল

মাধ্যমিক ভূগোল ছোট প্রশ্ন ও উত্তর সাজেশন (Short Questions)

 

👉 বহির্জাত প্রক্রিয়ায় ক্ষয় ও সঞ্চয় কাজের মাধ্যমে ভূত্বকের উপরিভাগের উচ্চতার পরিবর্তন ঘটে এবং বিভিন্ন উচ্চতাযুক্ত ভূমিরূপের ক্রমশ সমতা এনে একটি সাধারণ তল গঠিত হয়। এজন্য চেম্বারলিন ও সলিসবেরি (১৯০৪) বহির্জাত প্রক্রিয়াগুলিকে পর্যায়ন বা ক্রমায়ন প্রক্রিয়া বলেছেন। ভূবিজ্ঞানী গ্রোভ কার্ল গিলবার্ট (১৮৭৬) সর্বপ্রথম ‘পর্যায়’ বা ‘গ্রেড’ শব্দটি ব্যবহার করেন।

👉 নদীর গতিবেগ (V) দ্বিগুণ বৃদ্ধি পেলে তার বহন ক্ষমতা (C) 64 গুণ = 2⁶ গুণ বৃদ্ধি পায়। C = V² নদীর গতিবেগের সঙ্গে তার বহন ক্ষমতার এই আনুপাতিক সম্পর্ককে ষষ্ঠঘাতের সূত্র বলে। ১৮৪২ সালে বিজ্ঞানী ডব্লু. হপকিনস এটি উদ্ভাবন করে।

👉 জলপ্রপাতের পাদদেশে প্রবল জলস্রোত ও প্রস্তরখণ্ডের প্রচণ্ড আঘাতে ও জলে ঘূর্ণি সৃষ্টির ফলে বুদবুদ ক্ষয়ের মাধ্যমে যে বিশালাকার হাঁড়ির মতো গর্ত সৃষ্টি হয়, তাকে প্লাঞ্জপুল বা প্রপাত কূপ বলে। উদাহরণ – চেরাপুঞ্জির কাছে নোহকালিকাই জলপ্রপাতে দেখা যায়।

👉 নদীর অবঘর্ষ ক্ষয় প্রক্রিয়ায় নদীর তলদেশে যে ছোটো ছোটো গোলাকার ও মসৃণ গর্ত সৃষ্টি হয়, তাকে মন্ত্রকূপ বলে।

উৎপত্তি :– নদী বাহিত শিলাখণ্ড পাক খেতে খেতে নদী তলদেশে নরম শিলায় আঘাত করলে প্রথমে ছোটো ছোটো গর্ত সৃষ্টি হয়। এরপর ছোটো নুড়ি ঘুরতে ঘুরতে ক্ষয় করে গর্তকে আরও গভীর ও মসৃণ করে মন্থকূপ গঠন করে।

👉 উচ্চভূমি বা পার্বত্যভূমিতে উৎস অঞ্চলে অসংখ্য উপনদীসহ প্রধান নদীর অববাহিকাকে ধারণ অববাহিকা (Catchment Basin) বলে।

তাইনদীর উৎস অঞ্চলে নদী অববাহিকার জল সংগ্রহের ক্ষেত্র হল ধারণ অববাহিকা।

👉 ‘লোয়েস’ শব্দটির উৎপত্তি জার্মান শব্দ Loss -থেকে যার অর্থ ‘স্থানচ্যুত বস্তু’। শব্দটি প্রথম ব্যবহার করেন ভন রিকটোফেন। মরুভূমির হলুদ ও ধূসর রঙের কোয়ার্টজ, ফেলসপার, ক্যালসাইট, ডলোমাইট ও অভ্র খনিজ সমৃদ্ধ সূক্ষ্ম (২০-৫০ মাইক্রোমিটার) ধূলি, বালিকণাকে লোয়েস বলে। মরুবামরূপ্রায় অঞ্চলের লোয়েসকণা বায়ু দ্বারা পরিবাহিত হয়ে ও দূরবর্তী কোনো স্থানে সঞ্চিতহয়ে যে সমভূমি সৃষ্টিহয়, তাকে লোয়েস সমভূমি বলে। এটি মরু অঞ্চলের বাইরে আর্দ্র অঞ্চলে বায়ুর সঞ্চয়জাত সমভূমি। অঞ্চলটিতে বালি, শিল্ট কণা একসঙ্গে জমা হওয়ায় ভূভাগ স্তরহীন হয়।

👉 উঁচু পার্বত্য বা মেরু অঞ্চলে যে সীমারেখার ওপর সারা বছর তুষার জমে থাকে এবং যার নীচে তুষার গলে যায়, তাকে হিমরেখা (Snow line) বলে। এর উচ্চতা নিরক্ষরেখা থেকে মেরুর দিকেহ্রাস পায়। যেমন-নিরক্ষীয় আন্দিজ পর্বতে ৫৪০০ মি, উপক্রান্তীয় হিমালয়ে ৪৫০০ মি, নাতিশীতোয় আল্পসে ২৮০০ মি এবং মেরু অঞ্চলে সমুদ্রপৃষ্ঠে অবস্থান করে।

👉 মেরু অঞ্চলে সমুদ্রজলে ভাসমান ও গতিশীল বিশালাকার বরফের স্তূপকে হিমশৈল (Ice berg) বলে। এগুলি মিষ্টি জল দিয়ে তৈরি বিশালাকার বরফস্তূপ। গ্রিনল্যান্ড ও আন্টার্কটিকা সংলগ্ন সমুদ্রে এগুলি দেখা যায়।

উৎপত্তি :– মহাদেশীয় হিমবাহের হিমরেখা সমুদ্র পৃষ্ঠ হওয়ায় বরফের স্তূপ সমুদ্র জলে এসে পড়ে। বরফের নিজ ভারে, জলের ঊর্ধ্বচাপে, বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের ধাক্কায় অখণ্ড হিমবাহের প্রান্তভাগ ভেঙে যায়। কঠিন বরফের ওজন তরল জলের তুলনায় ১০% কম হওয়ায়

বরফচাঁইগুলির ৮/৯ অংশ বা ৮৯% জলে ডুবে থেকে স্রোতের সঙ্গে ভেসে গতিশীল হয়ে হিমশৈল গড়ে ওঠে।।

👉 বিচ্ছিন্ন ও ক্ষয়প্রাপ্ত বিভিন্ন আয়তনের শিলাখণ্ড উপত্যকা হিমবাহের দুপাশে, মাঝখানে, সামনে একসঙ্গে স্তূপাকারে সঞ্চিত হয়ে যে প্রাচীরের মতো ভূমিরূপ সৃষ্টিহয়, তাকে গ্রাবরেখা বলে। তিস্তা নদীর উচ্চ অববাহিকায় লাংচুও লাচেন অঞ্চলে দেখা যায়।

👉 হিমবাহ বাহিত বিভিন্ন আকারের পাথরখণ্ড, নুড়ি, বালি, কাদা পর্বতের পাদদেশের নিম্নভূমিতে একসঙ্গে সঞ্চিত হয়ে সারিবদ্ধভাবে উলটানো নৌকা বা ডিম আকৃতির যে টিলা ইতস্তত ছড়িয়ে থাকে, তাকে ড্রামলিন বলে। এটি ৩০-৬০ মিটার উঁচু, ৪০০-৮০০ মিটার চওড়া, ১-৩কিমি দীর্ঘ হয়। স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে দেখা যায়। কোনো স্থানে একসঙ্গে অসংখ্য ছোটোবড়ো ড্রামলিন গড়ে ওঠে এবং সমগ্র অঞ্চলটি ডিম ভরতি ঝুড়ির মতো দেখায়, একে ডিমের ঝুড়ি ভূমিরূপ বা Basket of Egg Topography বলে।

👉 ইংরেজি ‘Deccan’ শব্দের অর্থ দক্ষিণ প্রান্ত বা দাক্ষিণাত্য এবং সুইডিশ ‘Trap’ শব্দের অর্থ সিঁড়ির ধাপ। ক্রেটাসিয়াস থেকে ইয়োসিন যুগে অর্থাৎ 6 থেকে 13 কোটি বছর আগে ভূগর্ভের গুরুমন্ডল থেকে উত্তপ্ত ম্যাগমা কোন বিস্ফোরণ ছাড়াই ভূগর্ভের অসংখ্য ফাটল পথে বেরিয়ে ভারতের দাক্ষিণাত্য উপদ্বীপের উত্তর-পশ্চিম ভাগের বিস্তীর্ণ অঞ্চলটিকে ঢেকে ফেলে। উপদ্বীপীয় দাক্ষিণাত্য মালভূমির ব্যাসল্ট লাভা গঠিত ধাপযুক্ত মালভূমি অঞ্চলকে ডেকান ট্র্যাপ বলে।

👉 সূর্য থেকে নির্গত মোট শক্তির 200 কোটি ভাগের ১ ভাগ পৃথিবীর দিকে ছুটে আসে। এই আগত শক্তিকে যদি 100 শতাংশ ধরা হয়, তবে এর 34 শতাংশ পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করেই মহাশূন্যে ফিরে যায়। এই 34 শতাংশ শক্তিকে অ্যালবেডো বলে।

বৈশিষ্ট্য :– (i) বায়ুমণ্ডলের উত্তাপ বাড়াতে এই শক্তি কোনো ভূমিকা গ্রহণ করে না। (ii) অ্যালবেডো সবচেয়ে বেশি মেঘ থেকে (25%) এবং সবচেয়ে কম স্থলভাগ থেকে (2%) বিক্ষিপ্ত হয়। (iii) কোনো বস্তুকে উত্তপ্ত না করে ফিরে যাওয়ায় আগত রশ্মি এবং বিকিরিত অ্যালবেডোর তরঙ্গ দৈর্ঘ্যের কোনও তারতম্য হয় না।

👉 সাধারণত বায়ুমন্ডলে ভূপৃষ্ঠের প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ৬.৪°C হারে উষ্ণতা হ্রাস পায়। কিন্তু কখনো কখনো উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলের তাপমাত্রা হ্রাস না পেয়ে বেড়ে যায়, একে বৈপরীত্য উত্তাপ বলে।

 উৎপত্তি :– সাধারণত পার্বত্য উপত্যকার শান্তি মেঘমুক্ত রাতে পর্বতের উপরের অংশে বায়ু দ্রুত তাপ বিকিরণ করে খুব ঠান্ডা ও ভারী হয় এবং মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পর্বতের ঢাল বরাবর নিচে উপত্যকায় নেমে আসে। অন্যদিকে উষ্ণ হওয়ার পার্বত্য পাদদেশের বায়ু হালকা হয়ে উপত্যকার ঢাল বেয়ে ঊর্ধ্বগামী হয়। ফলে উপত্যকার নিচু অংশের উত্তাপ উপরের অংশের তুলনায় অনেক কম হয়, একে বৈপরীত্য উত্তাপ বলে।

👉 ভূপৃষ্ঠের উষ্ণতা সব জায়গায় সমান থাকে না। বছরের বিভিন্ন সময়, বিভিন্ন ঋতুতে এমনকি দিনের বিভিন্ন সময় উষ্ণতার তফাৎ লক্ষ্য করা যায়। ভূপৃষ্ঠের যেসব স্থানের বার্ষিক উষ্ণতা একই রকম থাকে সেই সব স্থানকে একটি কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করে মানচিত্রে দেখানো হয়, এই রেখাটিকে সমোষ্ণরেখা বলে। Isotherms = Iso যার অর্থ সমান + Thermas যার অর্থ উষ্ণতা।

বৈশিষ্ট্য :– সমোষ্ণরেখাগুলি অক্ষরেখার সঙ্গে প্রায় সমান্তরালে ও পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। নিরক্ষরেখায় এর মান সবচেয়ে বেশি এবং মেরুতে এর মান সবচেয়ে কম। দক্ষিণ গোলার্ধে রেখা গুলির মধ্যে ফাঁক বেশি থাকে। উত্তর গোলার্ধে রেখাগুলি খুব ঘনভাবে অবস্থান করে।

👉 পশ্চিমা বায়ু উভয় গোলার্ধে 35° থেকে 60° অক্ষরেখার মধ্যে প্রবাহিত হয়। দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ুর প্রবাহপথে স্থলভাগের বিস্তার খুবই কম। তাই, বায়ু দক্ষিণ গোলার্ধে জলভাগের ওপর দিয়ে বাধাহীনভাবে প্রবলবেগে সশব্দে উত্তর-পশ্চিম দিক থেকে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়। তাই পশ্চিমা বায়ু দক্ষিণ গোলার্ধে সাহসিক পশ্চিমা বায়ু (Brave West Wind) বা প্রবল পশ্চিমা বায়ু নামে পরিচিত। এই গোলার্ধে 40° দক্ষিণ অক্ষরেখা বরাবর প্রবল গর্জনকারী প্রবাহিত এই বায়ুকে গর্জনশীল চল্লিশা বলে।

👉 উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয় (5° উ. – 5° দ. অক্ষরেখার মধ্য) বরাবর মিলিত হয়। এই অঞ্চলকে আন্তঃক্রান্তীয় মিলন অঞ্চল বা মিলন ক্ষেত্র (Inter Tropical Convergence Zone বা ITCZ) বলে। এই অঞ্চলের বায়ু সর্বদা উয়, আর্দ্র ও হালকা হওয়ায় এই অঞ্চলের বায়ু সকল সময় ঊর্ধ্বমুখী হয়। ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ু প্রবাহিত হয় না বলে, এই অঞ্চল নিরক্ষীয় শান্তবলয় নামে পরিচিত।

👉 ভরা কোটালের সময় সমুদ্রের জলস্ফীতি বেশি হওয়ার নদীর মোহনার মধ্য দিয়ে জল প্রবল বেগে নদীতে প্রবেশ করে এবং নদীর অভিমুখের বিপরীতে প্রবাহিত হয়, ফলে নদীতে প্রবল জলোচ্ছ্বাস ঘটে, একে বান ডাকা বলে। যেমন – পশ্চিমবঙ্গের হুগলী, আর্জেন্টিনার লা-প্লাটা নদীতে বান ডাকা দেখা যায়।

  বর্ষাকালে এইসব নদীতে জলের পরিমাণ বেশি থাকায় সেই অবস্থায় ভোরাকোটার হলে তা অতি প্রবল আকার ধারণ করে এবং মোহনার দিকে সমুদ্রের জল প্রবল গর্জন করতে করতে এগিয়ে আসে একে ষাঁড়াষাঁড়ি বান বলে।

👉 জাপানের উপকূল বরাবর উষ্ণ কুরোশিয়ো স্রোত দক্ষিণ দিক থেকে উত্তর দিকে এবং শীতল বেরিং স্রোত উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়।

 অনুরূপভাবে, উত্তর আমেরিকার উত্তর-পূর্ব উপকূলে নিউফাউন্ডল্যান্ডের নিকট উষ্ণ উপসাগরীয় স্রোত দক্ষিণ-পশ্চিম দিক থেকে উত্তর-পূর্ব দিকে এবং শীতল লাব্রাডর স্রোত উত্তর-পূর্ব দিক থেকে দক্ষিণ-পশ্চিম দিকে প্রবাহিত হয়।

   উষ্ণ সমুদ্রস্রোতের প্রভাবে সমুদ্রজলে বাষ্পীভবন বেশি হয়। ফলে এই স্রোতের প্রভাবে সেই অঞ্চলের জলবায়ু উষ্ণ ও আর্দ্র থাকে। অপরপক্ষে শীতল স্রোতের ওপর দিয়ে প্রবাহিত বায়ু শীতল ও শুষ্ক থাকে। এই দুই প্রকার বায়ুর মিশ্রণের ফলে উষ্ণ-আর্দ্র বায়ুর জলীয় বাষ্প শীতল বায়ুর সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে যায়। ফলে সেই অঞ্চলে ঘন কুয়াশাচ্ছন্ন পরিবেশ সৃষ্টি হয়।

👉 উত্তর আটলান্টিক মহাসাগরের মধ্যভাগে উপসাগরীয়, উত্তর আটলান্টিক, ক্যানারি ও উত্তর নিরক্ষীয় স্রোতের ঘড়ির কাঁটার দিকে চক্রাকার আবর্তনের ফলে যে স্রোত শূন্য ও সারগাসাম শৈবাল সমৃদ্ধ উপবৃত্তাকার জলাবর্ত বা সাগর সৃষ্টি হয়েছে, তাকে শৈবাল সাগর বলে। এখানে শৈবাল ছাড়া প্ল্যাংকটন, মাছ কিছুই জন্মায় না, তাই একে জীবহীন মরুভূমিও বলা হয়। এটি পৃথিবীর এমন এক সাগর যার কোনো উপকূলরেখা নেই

👉 শীতল স্রোতের সঙ্গে ভেসে আসা হিমশৈল উষ্ণ স্রোতের সঙ্গে মিলিত হলে গলে গিয়ে হিমশৈলে জমে থাকা নুড়ি, কাঁকর, বালি, পলি ও আগাছা ওজন অনুসারে পর্যায়ক্রমে সমুদ্রতলদেশে অধঃক্ষিপ্ত হয়ে যে অগভীর ও মৃদু ঢালু নিমজ্জিত চড়ার সৃষ্টি হয়, তাকে মগ্নচড়া (Submerged Bank) বলে। যেমন– শীতল ল্যাব্রাডার ও উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলনের ফলে উ.-প.আটলান্টিক উপকূলে গ্র্যান্ডব্যাংক, জর্জেস ব্যাংক।

গুরুত্ব :– (১) বাণিজ্যিক মৎস্য ক্ষেত্র :– মগ্নচড়াগুলিতে মাছ ধরার সুবিধা, প্ল্যাংকটন ও ক্রিলের প্রাচুর্যের জন্য বিভিন্ন প্রজাতির মাছেরসমাবেশ, শীতল স্রোতে সার্ডিন, বনিটো, টুনা, হেক, হ্যাডক মাছের আগমন, নাতিশীতোষ, জলবায়ুর জন্য বাণিজ্যিক মৎস্যক্ষেত্রগুলি বিকাশ লাভ করে।

(২) খনিজসম্পদ :– অগভীর মগ্নচড়াগুলিতে সাম্প্রতিক কালে খনিজতেল, প্রাকৃতিক গ্যাস, ফসফেট, পটাশ, ম্যাঙ্গানিজ নুড়ি, সামুদ্রিক লবণ খনিজদ্রব্য উত্তোলন করা হচ্ছে।

👉 বর্জ্য ব্যবস্থাপনায় গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞান নির্ভর প্রক্রিয়া হল স্ক্রাবার। এই পদ্ধতিতে শিল্প থেকে নির্গত দূষিত বায়বীয় ও গ্যাসীয় উপাদানের অপসারণ ঘটিয়ে বায়ুকে বিশুদ্ধ করা হয়। স্ক্রাবার দুই প্রকার, যথা–

শুষ্ক স্ক্রাবার :– এই পদ্ধতির মাধ্যমে নির্গত দূষিত ধোঁয়াকে অম্ল মুক্ত করা হয়।

আর্দ্র স্ক্রাবার :– এই পদ্ধতি প্রয়োগ করে দূষণকারী গ্যাস, দূষণ কণা অপসারণ করা হয়। সাধারণত কোনো দ্রবণের মাধ্যমে দূষিত গ্যাসীয় পদার্থকে এই পদ্ধতি দ্বারা অপসারণ করা হয়। দ্রবণে গ্যাসের দ্রাব্যতার উপর এই পদ্ধতির কার্যকারিতা নির্ভর করে। যেমন– NH3 বা H2S মিশ্রিত জলীয় দ্রবণ থেকে দূষিত গ্যাস স্ক্রাবার পদ্ধতিতে দূষণমুক্ত করা হয়।

👉 ইংরেজি ‘Eutrophication’ কথাটি গ্রিক শব্দ ‘Eutrophy’ থেকে এসেছে, যার অর্থ হল- ‘Wellnourished’ বা যে বস্তুকে ভালোভাবে পুষ্টিদান করা হয়েছে। জলাশয় সংলগ্ন অঞ্চলের কৃষিজমিতে ব্যবহৃত রাসায়নিক সার থেকে নাইট্রোজেন, সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস জাতীয় পদার্থ জলে মিশে জলজ উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে।

ইউট্রোফিকেশন হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে জলাশয়ের জলে উক্ত পুষ্টিকর পদার্থগুলি মিশ্রিত হয়ে এইভাবে জলজ উদ্ভিদ ও আগাছার পরিমাণ বৃদ্ধি পায় এবং পরবর্তীকালে এগুলি পচে গিয়ে জলাশয়ের তলদেশের ভরাটকরণ ঘটায়। ইউট্রোফিকেশনের ফলে জলাশয়ের মাছ মরে যায়।

👉 সুপরিকল্পিত যে প্রক্রিয়াগুলির মাধ্যমে পরিবেশে আসা বিভিন্ন ক্ষতিকর বর্জ্যগুলির কুপ্রভাব থেকে পরিবেশকে মুক্ত করে এর গুণমান বজায় রাখা হয়, তাকে বর্জ্য ব্যবস্থাপনা বলে। এই প্রক্রিয়াগুলি হল বর্জ্যের পরিমাণগত হ্রাস, পুনর্ব্যবহার, পুনর্নবীকরণ ও প্রত্যাখ্যান।

👉 ভরাটকরণ: কঠিন বর্জ্য পদার্থ দ্বারা অবনমিত ভূভাগ বা নীচু ভূভাগ উঁচু করাকে ভরাটকরণ বা ল্যান্ডফিল বলে।

ফল :– নীচু ভূভাগ উঁচু হয় এবং বিভিন্ন স্থানের কঠিন বর্জ্য একটি স্থানে এসে সঞ্চিত হয়। এই সুফলের সাথে সংলগ্ন অঞ্চলের পরিবেশ দূষণ এবং মানব শরীরে নানান রোগের প্রাদুর্ভাব প্রভৃতি কুফল দেখা যায়।

সতর্কতা :– (ⅰ) জনবসতি থেকে দূরে বড়ো গভীর জায়গায় ভরাটকরণ করা উচিত। (ii) ভরাটকরণ স্থানের থেকে দূষিত জল চুঁইয়ে যাতে ভৌমজলে না মেশে এই ব্যাপারে সতর্ক থাকা উচিত। (iii) দুর্গন্ধ যাতে ছড়িয়ে না পড়ে তা দেখা উচিত। (iv) ভ্যাট থেকে ময়লা সংগ্রহকালে প্রক্রিয়াকরণের পর তা নিয়ে যাওয়া উচিত প্রভৃতি।

👉 জৈব অবশিষ্টাংশ এবং জীবদেহ নির্গত যে সমস্ত বর্জ্য জীবজগৎ ও পরিবেশের ক্ষতি না করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মৃত্তিকার উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে, তাদের বিষহীন বা পরিবেশ মিত্র বর্জ্য বলে। উদাহরণ :– শাক-সবজি এবং ফলের খোসা, গাছের পাতা, গৃহপালিত প্রাণীদের বিষ্ঠা প্রভৃতি।

বৈশিষ্ট্য: (i) এই সকল জৈব বর্জ্যগুলি জমিয়ে রেখে পচালে এগুলি কম্পোস্ট সার হিসাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে। (ii) জৈব বর্জ্য মাটিতে ব্যবহার করলে মাটির উৎপাদনশীলতার স্থায়িত্ব বৃদ্ধি পায়। (iii) জৈব অবশিষ্টাংশ পশু ও পাখিদের খাওয়ালে দুধ, ডিম প্রভৃতি প্রোটিন জাতীয় খাদ্যের উৎপাদন বৃদ্ধি হয়।

👉 বিভিন্ন বৈদ্যুতিন সামগ্রী বা যন্ত্রপাতি ব্যবহার করার পর পরিত্যক্ত যেসকল বৈদ্যুতিন সামগ্রী তথা বিভিন্ন গ্যাজেট পরিবেশে মিশে পরিবেশকে দূষিত করে, সেগুলিকে ই-ওয়েস্ট (E-Waste) বা বৈদ্যুতিন বর্জ্য বলে। যেমন- কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ, রেডিয়ো, টিভি, সেলফোন, বৈদ্যুতিন খেলনা, ফ্রিজ, টেপরেকর্ডার, ইত্যাদির পরিত্যক্ত অংশ। এই সমস্ত যন্ত্রাংশের অবশিষ্ট অংশে সিসা, ক্যাডমিয়াম, বেরিলিয়াম জাতীয় ক্ষতিকারক পদার্থ থাকে। এগুলির প্রভাবে ব্ল্যাকফুট, ইতাই ইতাই, মিনামাটা ইত্যাদি রোগ হয়।

👉 পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র, পারমাণবিক বোমা বিস্ফোরণ কেন্দ্র এবং পারমাণবিক চুল্লি থেকে প্রাপ্ত বা পারমাণবিক গবেষণার দ্বারা সৃষ্ট বিভিন্ন প্রকার তেজস্ক্রিয় পদার্থকে বলে তেজস্ক্রিয় বর্জ্য। যেমন– ইউরেনিয়াম 234, নেপটুনিয়াম 237, প্লুটোনিয়াম 234, রেডিয়াম 226 ইত্যাদি।

  এই সকল তেজস্ক্রিয় বর্জ্য পদার্থের প্রভাব মানবদেহে বহুকাল স্থায়ী হয়। এই বর্জের প্রভাবে ঘটে বন্ধ্যবত্ব, স্নায়ুরোগ, পঙ্গুতা, বিকলাঙ্গ শিশুর জন্ম, লিউকোমিয়া, ক্যানসার ইত্যাদি।

👉 যে পদ্ধতিতে কঠিন জৈব বর্জ্য আণুবীক্ষণিক জীবের প্রভাবে বিয়োজিত হয়ে হিউমাস মৃত্তিকায় পরিণত হয়, তাকে কম্পোস্টিং (Composting) বলে। হিউমাস মৃত্তিকা গঠিত জৈব সার কম্পোস্ট সার নামে পরিচিত।

শ্রেণিবিভাগ :– কম্পোস্টিং দুটি পদ্ধতিতে সম্পন্ন হয়, যথা– (i) বায়ুর উপস্থিতিতে সবাত কম্পোস্টিং এবং (ii) বায়ুর অনুপস্থিতিতে অবাত কম্পোস্টিং।

উপযোগিতা :– (i) কম্পোস্ট সার মাটির উর্বরতা ও জলধারণ ক্ষমতা

বাড়ায়। (ii) মাটি দীর্ঘদিন উর্বরতা ধরে রাখে। (iii) কম্পোস্ট সার ফসল উৎপাদনের জন্য আদর্শ।

শিবালিক পর্বতের উত্তরে যে সমতল অনুদৈর্ঘ্য উপত্যকা সৃষ্টি হয়েছে উত্তরাখণ্ডে স্থানীয় ভাষায়, তাকে’ দুন’ বলে।

উৎপত্তি :– শিবালিকের উত্থানের ফলে হিমাদ্রি ও হিমাচল থেকে আগত নদীগুলি গতি রুদ্ধ হয়ে হ্রদ সৃষ্টি করে এবং ক্ষয়িত পদার্থ জমা হতে থাকে। পরে নদীগুলি শিবালিক কেটে দক্ষিণে প্রবাহিত হলে এদের জল সরে গিয়ে প্রশস্ত সমভূমি গঠন করে।

উদাহরণ :– দেরাদুন দেশের বৃহত্তম দুন (৭৫ কিমি দীর্ঘ, ১৫-২০ কিমি চওড়া)।

👉 ‘মালনাদ’ শব্দের অর্থ ‘পাহাড়ি দেশ’। কর্ণাটক মালভূমির পশ্চিমাংশে পশ্চিমঘাট পর্বতের পাদদেশে অবস্থিত ব্যাবচ্ছিন্ন মালভূমি অঞ্চলকে মালনাদ বলে। এটি গ্রানাইট ও নিস্ শিলা দ্বারা গঠিত।

  ‘ময়দান’ শব্দের অর্থ ‘অনুচ্চ ভুভাগ’। কর্ণাটক মালভূমির পূর্বাংশে অবস্থিত সমপ্রায় ভূমিকে ময়দান বলে। এটি ক্ষয়জাত পদার্থ দ্বারা গঠিত।

👉 নদীতে বাঁধ দিয়ে নদীর প্রবাহিত জলসম্ভারকে মানব কল্যাণের জন্য নানাবিধ উদ্দেশ্যে ব্যবহারের যে পরিকল্পনা গ্রহণ করা হয়, তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে। যথা- দামোদর নদী পরিকল্পনা, হীরাকুঁদ পরিকল্পনা, ভাকরা নাঙ্গাল পরিকল্পনা ইত্যাদি। বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার উদ্দেশ্যগুলি হল-

বন্যা নিয়ন্ত্রণ :– বন্যাপ্রবণ অঞ্চলে নদী পরিকল্পনার সাহায্যে বন্যা নিয়ন্ত্রণ করা হয়।

জলসেচ ব্যবস্থার উন্নতি :– নদী পরিকল্পনার সাহায্যে জলাধার নির্মাণ করে তা থেকে খাল কেটে কৃষিক্ষেত্রে জলসেচ করা হয়।

বিদ্যুৎ উৎপাদন :– নদী পরিকল্পনার সাহায্যে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়।

পর্যটন কেন্দ্র স্থাপন :– জলাধার ও বাঁধ নির্মাণ করে উক্ত স্থানে পর্যটন কেন্দ্র স্থাপন করা হয়।

অন্যান্য :– ভূমিক্ষয় রোধ, অবসর বিনোদন, রোগ নিবারণ ও নিয়ন্ত্রণ করা।

👉 সংজ্ঞা :→ শরৎকালে অর্থাৎ অক্টোবর-নভেম্বর মাসে যখন দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ভারত থেকে প্রত্যাগমন করে, তখন বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরের ওপর শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, যা উত্তরমুখী হয়ে বঙ্গোপসাগরীয় উপকূলের রাজ্যগুলির ওপর প্রবল ঝড়-বৃষ্টি-সহ আছড়ে পড়ে। একে বলে সাইক্লোন। যেহেতু পশ্চিমবঙ্গে প্রধানত আশ্বিন মাসে এই সাইক্লোন তথা ঘূর্ণিঝড়ের আবির্ভাব ঘটে, তাই এখানে এটি আশ্বিনের ঝড় নামে পরিচিত।

 👉 বিষয় :→ শীতকালে ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বহন করে নিয়ে আসা দুর্বল নাতিশীতোয় ঘূর্ণবাতের প্রভাবে উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের জম্মু-কাশ্মীর, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড রাজ্যের শীতকালীন রোদ ঝলমলে আবহাওয়া বিঘ্নিত হয় এবং মাঝে মাঝে এই অঞ্চলে হালকা বৃষ্টিপাত ও পার্বত্য অঞ্চলে তুষারপাত হয়। 25°-35° উত্তর অক্ষাংশের মধ্যে পশ্চিম থেকে পূর্ব দিকে ধেয়ে আসা এই ঘূর্ণবাতকেই পশ্চিমি ঝঞ্ঝা বলা হয়।

প্রভাব :– এই ঘূর্ণবাতের প্রভাব কখনো-কখনো গাঙ্গেয় উপত্যকা দিয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত আসে। শীতকালীন রবিশস্য চাষের পক্ষে এই বৃষ্টি খুব উপযোগী।

👉 গ্রীষ্মকালের শেষে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আরব সাগরীয় শাখা সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে জুন মাসের

প্রথম সপ্তাহে কেরালের মালাবার উপকূলে পৌঁছোয়। পরবর্তী সময়ে পশ্চিমঘাট পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে এই বায়ু হঠাৎ ঊর্ধ্বমুখী হয় এবং বজ্রবিদ্যুৎসহ প্রচুর বৃষ্টিপাত ঘটায়। একেই মৌসুমি বিস্ফোরণ বলে।

👉 তেলুগু শব্দ ‘Regada’ থেকে ‘রেগুর’ শব্দের উৎপত্তি। এর অর্থ কৃষ্ণবর্ণ। দাক্ষিণাত্যের মালভূমির উত্তর-পশ্চিমাংশে এই মাটি দেখা যায়। এই অঞ্চল ক্রিটেশাস যুগের লাভা দ্বারা গঠিত। এই লাভা জমাট বেঁধে ব্যাসল্ট শিলার সৃষ্টি হয়। ব্যাসল্ট শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে যে মাটির সৃষ্টি হয়েছে, তাতে টাইটেনিয়াম অক্সাইডের পরিমাণ বেশি থাকে। এই কারণেই এই মাটির রং কালো।

👉 অবস্থান :– ভারতের প্রায় 5.50 লক্ষ বর্গ কিমি বা 17% অঞ্চল জুড়ে কৃষ্ণ মৃত্তিকা বিস্তৃত। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের পশ্চিম অংশ, গুজরাটের দক্ষিণ অংশ, অন্ধ্রপ্রদেশের উত্তর-পশ্চিম অংশ, কর্ণটিকের উত্তর ও তামিলনাড়ুর উত্তর অংশ জুড়ে কৃয় মৃত্তিকা বিস্তৃত। উৎপত্তি: স্বল্প বৃষ্টিপাতের প্রভাবে ব্যাসল্ট শিলা থেকে কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টি হয়।

বৈশিষ্ট্য :– (i) টাইটেনিয়াম অক্সাইডের পরিমাণ বেশি থাকায় এই মাটির রং কালো। (ii) পলি ও কাদার ভাগ বেশি হওয়ায় (50-80%) এই মাটির জলধারণ ক্ষমতা বেশি। (iii) এই মাটিতে অ্যালুমিনিয়াম অক্সাইড 10%, লৌহ অক্সাইড 9-10%, ম্যাগনেশিয়াম কার্বনেট 6-8% অনুপাতে থাকে।

উৎপাদিত শস্য :– কৃষ্ণ মৃত্তিকার প্রধান ফসল কার্পাস। তাই এই মাটিকে কৃষ্ণ কার্পাস মৃত্তিকা বা ‘Black Cotton Soil’ বলে। এছাড়া মিলেট, তৈলবীজ, তামাক, পেঁয়াজ, যব, আলু ইত্যাদি এই মাটির প্রধান ফসল।

👉 গ্রীষ্মকালে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে সমগ্র ভারতে নিম্নচাপের সৃষ্টি হয়- দেশের উত্তর-পশ্চিমাংশে তা প্রবল নিম্নচাপে পরিণত হয়। এরপর জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে। এর ফলে দেশের বিভিন্ন

অঞ্চলে তাপমাত্রা হ্রাস পায়। তখন সর্বত্র বায়ুচাপেরও পরিবর্তন ঘটে। এ সময় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর গতিও হ্রাসপ্রাপ্ত হয়। ইহার প্রবেশের পথে বাধার সৃষ্টি হয়। তখন মাঝে মাঝে বৃষ্টিপাতের সাময়িক বিরতি ঘটে। একেই বলে’মৌসুমি বৃষ্টিপাতের ছেদ’ বা ‘Break of Monsoon’ ।

👉 লু : গ্রীষ্মকালে অর্থাৎ মে-জুন মাসে সকাল ১০টার পর উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে ভূপৃষ্ঠের সমান্তরালে যে উষ্ণ ও শুষ্ক বায়ু প্রবাহিত হয়, তাকে স্থানীয় ভাষায় ‘লু’ বলে।

বৈশিষ্ট্য :– (i) এটি একটি স্থানীয় বায়ু। (ii) বায়ুর উন্নতা 40°সে.-50° সে. পর্যন্ত হয়। (iii) দুপুরবেলা লু-এর গতিবেগ বেশি হয় (30-40 কিমি/ঘণ্টা)। (iv) বায়ুতে জলীয় বাষ্প থাকে না বললেই চলে।

প্রভাব :– (i) স্বাভাবিক উদ্ভিদ ঝলসে যায়। (ii) অনেক সময় অনেক গবাদি পশু ও মানুষ মারা যায়।

  আঁধি : আঁধি একটি স্থানীয় বায়ু। গ্রীষ্মকালে রাজস্থানের পশ্চিমাংশে (মরু অঞ্চলে) ভয়ানক ধূলিঝড় সৃষ্টি হয়। একে স্থানীয় ভাষায় আঁধি বলে। এর গতিবেগ ঘণ্টায় প্রায় 50-60 কিমি। । এই সময় দিনের বেলা বায়ুর তাপমাত্রা প্রায় 40°- 47° সেন্টিগ্রেড পর্যন্ত হয়। এর ফলে এখানে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়।

প্রভাব :– বাতাসে জলীয় বাষ্প কম থাকায় মেঘের সঞ্চার হয় না। ফলে আঁধির প্রভাবে বৃষ্টিপাত হয় না। তবে বায়ুর তাপমাত্রা সামান্য হ্রাস পায়। এই ঝড়ের প্রধান বৈশিষ্ট্য হল প্রচুর পরিমাণ ধূলিকণা ও বালুকণা বাতাসে ভেসে থাকে। এই ধূলিঝড়ের প্রভাবে রাস্তাঘাট, ঘরবাড়ি, কৃষিক্ষেত্র ধুলোবালিতে ঢেকে যায়। প্রচুর সম্পত্তি নষ্ট হয় এবং এমনকি প্রাণহানি পর্যন্ত হয়ে থাকে।

👉 গ্রীষ্মকালে তামিলনাডু ও অন্ধ্রপ্রদেশে বজ্রবিদ্যুৎসহ বজ্রঝঞ্ঝার (Thunderstorm) প্রভাবে যথেষ্ট বৃষ্টিপাত হয়। তাই একে আম্রবৃষ্টি বলে। এই বৃষ্টির প্রভাবে এখানে আমের ফলন ভালো হয়। তাই একে আম্রবৃষ্টি বলে। কণটিকে এই বৃষ্টিতে কফি চাষের সুবিধা হয়, তাই সেখানে ইহা Cherry Blossoms নামে পরিচিত।

👉 World Commission on Environment and Development অর্থাৎ ব্রুন্টল্যান্ড কমিশনের দেওয়া সংজ্ঞা অনুসারে – “ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর ক্ষেত্রে কোন বাধা সৃষ্টি না করে বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর জন্য যে উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে স্থিতিশীল উন্নয়ন বলা হয়।” Sustainable Development কথাটি প্রথম ব্যবহার করেন এভাবেলফোর।

▶️ ভারতের যে সকল শহরের জনসংখ্যা ১০ লক্ষ থেকে ৫০ লক্ষের কম, সেই শহর গুলিকে মহানগর বলা হয়। এই প্রকার শহরকে “মিলিয়ন সিটি”-ও বলা হয়। ২০১১ সালের সেনসাস অনুযায়ী ভারতের মিলিয়ন শহরের সংখ্যা ৫৩ টি।

▶️ ভারতের প্রধান চারটি মেট্রোপলিটন শহর – মুম্বাই, দিল্লি, চেন্নাই ও কলকাতাকে ৫৮৪৬ কিমি দীর্ঘ ৪-৬ চ্যানেল বিশিষ্ট জাতীয় সড়ক দ্বারা যুক্ত করা হয়েছে একে ‘সোনালী চতুর্ভুজ’ বলে।  এই চতুর্ভুজের চারটি বাহু হলো– কলকাতা-দিল্লি বা NHI9 (১৪৫৩ KM), দিল্লি-মুম্বই বা NH8 (১৪১৯ KM), মুম্বই-চেন্নাই বা NH48 (বাহু সর্বনিম্ন ১,২৯০ কিমি) এবং চেন্নাই-কলকাতা বা NH16 (দীর্ঘতম বাহু, ১৬৮৪ কিমি) দৈর্ঘ্যযুক্ত।

গুরুত্ব :– এর মাধ্যমে ভারতের গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে অতি দ্রুত পরিবহন সম্ভব হয়। দ্রুত ট্রাক চলাচলের জন্য কৃষি যাতে পণ্য সহজে দেশের বিভিন্ন শহর ও বন্দর গুলোতে পাঠানো যায়। যাত্রী ও পণ্য পরিবহনের সময় ও অর্থ সাশ্রয় হয় যা শিল্পায়ন ও কর্ম সংস্থানের পক্ষে সহায়ক।

▶️ সোনালী চতুর্ভুজ প্রকল্পের দেশের বৃহৎ ৪টি মেট্রোপলিটান শহর দিল্লি, মুম্বই, চেন্নাই ও কলকাতা সংযোগকারী অতি দ্রুতগামী রেল যোগাযোগ প্রকল্পকে ‘হীরক চতুর্ভুজ’ বলে। ২০১৪-১৫ রেল বাজেটে ঘণ্টায় ৩২০ কিমি গতিসম্পন্ন ৭টি পথে এই স্ট্যান্ডার্ড গেজ রেল প্রকল্প গৃহীত হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে এই চারটি শহরের মধ্যে যাতায়াত ব্যবস্থায় অনেক সময় ও অর্থের আশ্রয় হয়।

👉 কোনো বৃহদায়তন শিল্প থেকে যেসব শিল্পজাত দ্রব্য উৎপাদিত হয় সেইসব শিল্পজাত দ্রব্যকে ব্যবহার করে যেসব ছোটো ছোটো শিল্প গড়ে ওঠে তাদের অনুসারী শিল্প বা ডাউন স্ট্রিম ইন্ডাস্ট্রি বলে। যেমন- পেট্রো-রসায়ন শিল্প থেকে উৎপন্ন প্লাস্টিক বা PVC শিটকে ব্যবহার করে বহু রকমের প্লাস্টিক শিল্প গড়ে উঠেছে।

👉 শিল্পে ব্যবহৃত বিভিন্ন কাঁচামালের মধ্যে যে-সকল কাঁচামাল ব্যবহার করে শিল্পজাত দ্রব্য প্রস্তুত করলে উৎপন্ন দ্রব্যের ওজন একই থাকে, সেই সকল কাঁচামালকে বলে বিশুদ্ধ কাঁচামাল। কার্পাস একটি বিশুদ্ধ কাঁচামাল। কারণ, 1 টন তুলো থেকে 1 টন সুতো তৈরি হয়। আবার 1 টন সুতো থেকে 1 টন সূতিবস্ত্র তৈরি হয়। এক্ষেত্রে কাঁচামাল ও শিল্পজাত পণ্যের ওজনের অনুপাত থাকে 1: 1, বা পণ্যসূচক 1.

   তাই কার্পাস শিল্পকেন্দ্রগুলি কাঁচামালের উৎস স্থানের কাছে, বা বাজারের কাছে বা অন্য কোনো সুবিধাজনক স্থানে (যেখানে উন্নত পরিবহণ ব্যবস্থা, জলের সরবরাহ, বিদ্যুৎ সরবরাহ, শ্রমিকের সরবরাহ, আর্দ্র জলবায়ু বর্তমান) গড়ে উঠতে পারে। এ কারণে কার্পাস শিল্পকে শিকড়-আলগা শিল্প বলে।

👉 কৃত্রিম উপগ্রহে আটকানো থাকে এমন একটি বিশেষ যন্ত্র বা Device হল সেন্সর। যা মহাকাশ থেকে ভূ-পৃষ্ঠের বস্তু দ্বারা প্রতিফলিত আলো সংগ্রহ করে তার বৈশিষ্ট্য তুলে ধরে। সেন্সর দুই প্রকারের–

সক্রিয় সেন্সর :– এগুলি নিজের দেহের আলো বস্তুর উপর প্রতিফলন করে দিন বা রাত্রি যে-কোনো সময়ের তথ্য সংগ্রহ করে। যেমন- র‍্যাডার, অ্যাকটিভ রেডিয়োমিটার।

নিষ্ক্রিয় সেন্সর :– এগুলি সূর্যের আলো বস্তুর উপর প্রতিফলিত করে তথ্য সংগ্রহ করে। তাই কেবলমাত্র দিনের আলোতেই এগুলি তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়। যেমন ফটোগ্রাফিক ক্যামেরা, টিভি ক্যামেরা ইত্যাদি।

👉 ভূপৃষ্ঠের কোনো লক্ষ্য বস্তুকে স্পর্শ না করে, দূর থেকে বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতির সাহায্যে বস্তু সম্পর্কে তথ্য সংগ্রহ করার ব্যবস্থাকে দূর সংবেদন বা ‘Remote Sensing’ বলে।

বৈশিষ্ট্য :– i) এই চিত্র সাধারণত দুটি পদ্ধতিতে সংগ্রহ করা হয়। যথা- (a) উপগ্রহ চিত্র (b) বিমান চিত্র

(ii) উপগ্রহ চিত্রে সেন্সরের সাহায্যে ডিজিটাল পরিসংখ্যান গ্রহণ করে ভূপৃষ্ঠের নিয়ন্ত্রক কেন্দ্রগুলিতে সংরক্ষিত হয়, পরে তা বিভিন্ন পদ্ধতিতে বিশ্লেষণ করা হয়।

👉 সাধারণ মানচিত্রে ভূপৃষ্ঠের উপাদানগুলির প্রকৃত রং ব্যবহার করা হয়। উপগ্রহ চিত্রের ক্ষেত্রে ভূপৃষ্ঠের উপাদানগুলির প্রকৃত রঙের পরিবর্তে অন্য রং বা ছদ্ম রং ব্যবহার করা হয়, একেই F.C.C. বলা হয়। এক্ষেত্রে লাল, সবুজ ও নীল রঙের উপাদানগুলিকে যথাক্রমে NIR Band, লাল ও সবুজ রং দিয়ে দেখানো হয়।

👉 সংজ্ঞা :– যে মানচিত্রে ভূপৃষ্ঠের প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলি বিভিন্ন প্রচলিত প্রতীক-চিহ্ন ব্যবহারের মাধ্যমে চিত্রায়িত করা হয় সেই মানচিত্রকে ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র বলে। বৃহৎ স্কেলের এই মানচিত্র সুনির্দিষ্ট স্কেলে ও সুনির্দিষ্ট অভিক্ষেপের মাধ্যমে অঙ্কন করা হয়। ভারতীয় সর্বেক্ষণ বিভাগ (Survey of India) এই মানচিত্র প্রস্তুত ও প্রকাশ করে। ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি হল-

(i) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র কতকগুলি সুনির্দিষ্ট স্কেলে অঙ্কন করা হয়। (ii) মানচিত্রগুলির দ্রাঘিমা ও অক্ষাংশগত বিস্তার সুনির্দিষ্ট থাকে। (iii) নিখুঁত জরিপকার্যের মাধ্যমে প্রাথমিক তথ্য সংগ্রহ করে এই মানচিত্র অঙ্কন করা হয়।

👉 মানচিত্রে কোনো দুটি স্থানের মধ্যে দূরত্ব এবং ভূমিভাগে সেই দুটি স্থানের মধ্যে দূরত্বের অনুপাতকে যখন ভগ্নাংশের সাহায্যে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় ভগ্নাংশসূচক স্কেল বা R.F. (Representative Fraction)

অর্থাৎ R.F = মানচিত্রে দূরত্ব ÷ ভূমিভাগে দূরত্ব

ব্যবহার :– (i) এক্ষেত্রে ভগ্নাংশের লব = মানচিত্রে দূরত্ব এবং হর = ভূমিভাগে দূরত্ব নির্দেশ করে। লব বা হরের কোনো নির্দিষ্ট একক থাকে না। ইহা একটি এককবিহীন স্কেল। (ii) R.F-এর লব এর মান সর্বদা 1 হয়। (iii) লব ও হরের একই একক ধরা হয়। তাই এই স্কেলের ব্যবহারিক গুরুত্ব খুব বেশি। যে কোনো দেশে যে কোনো এককে ইহা কার্যকরী হয়। (iv) এই স্কেলকে বিবৃতিমূলক স্কেলে বা রৈখিক স্কেলে সহজে রূপান্তরিত করা যায়।

বিষয় ভিত্তিক ৩ নম্বরের প্রশ্ন সাজেশন

  • মন্থকূপ ও প্রপাত কূপের মধ্যে পার্থক্য লেখো।
  • সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন?
  • অথবা, বদ্বীপ সৃষ্টির অনুকূল ভৌগোলিক পরিবেশ গুলি আলোচনা করো।
  • গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য করো।
  • রসে মতানে ও ড্রামলিনের মধ্যে তিনটি পার্থক্য লেখো।
  • নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো।
  • মরু সম্প্রসারণের তিনটি কারণ সংক্ষেপে আলোচনা করো।
  • স্থলবায়ু এবং সমুদ্র বায়ুর মধ্যে পার্থক্য লেখো।
  • ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো।
  • ওজোন স্তর বিনাশের তিনটি ফলাফল লেখো।
  • জোয়ার ভাটার সুফল ও কুফল উল্লেখ করো।
  • সমুদ্র স্রোত সৃষ্টির তিনটি কারণ উল্লেখ করো।
  • শিল্প বর্জ্যের ব্যবস্থাপনার পদ্ধতিগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো।
  • পরিবেশের উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো।
  • বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা।
  • জৈব ভঙ্গুর বর্জ্য এবং জৈব অভঙ্গর বর্জ্যের মধ্যে পার্থক্য লেখ
  • বর্জ্য ব্যবস্থাপনায় স্ক্রাবারের ভূমিকা কী?
  • বর্জ্য ব্যবস্থাপনায় 4R কী?
  • ভারতে কৃষ্ণ মৃত্তিকার বণ্টন ও বৈশিষ্ট্য লেখো।
  • টিকা লেখো – ল্যাটেরাইট মৃত্তিকা।
  • ভারতে মৃত্তিকা সংরক্ষণের তিনটি পদ্ধতি আলোচনা কর
  • ভারতের কৃষিতে কেন জল সেচের প্রয়োজনীয়তা রয়েছে?
  • ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের তিনটি ফলাফল লেখো।
  • কৃষি ও সামাজিক বনসৃজনের মধ্যে পার্থক্য লেখো।
  • মৌসুমী বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব সংক্ষেপে ব্যাখ্যা করো।
  • পূর্ব ঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার পার্থক্য আলোচনা করো।
  • ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি আলোচনা করো।
  • উপগ্রহ চিত্রের প্রধান তিনটি ব্যবহার লেখো।
  • উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র সূচক মানচিত্রের পার্থক্য আলোচনা করো।
  • অথবা, মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য লেখো।
  • জিওস্টেশনারি ও সানসিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো।
  • ভূবৈচিত্রসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন স্কেলগুলি উল্লেখ করো।
  • ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রের সুবিধা ও অসুবিধাগুলি লেখো।
  • স্কেলভেদে বিভিন্ন প্রকার ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রের শ্রেণিবিভাগ করো।

5 Marks Suggestion: পাঁচ নম্বরের প্রশ্ন সাজেশন

  • হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির পরিচয় দাও।
  • হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলির পরিচয় দাও।
  • উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো।
  • পৃথিবীতে বিশ্ব উষ্ণায়নের প্রভাব বা ফলাফল আলোচনা করো।
  • বায়ুচাপ বলের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো।
  • অথবা, নিয়ত বায়ুর গতিপথ ও প্রভাব আলোচনা করো।
  • সমুদ্রস্রোতের প্রভাব গুলি আলোচনা করো।
  • জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি আলোচনা করো।
  • ভারতের পূর্ব উপকূল ও পশ্চিমবঙ্গ কুলের মধ্যে পার্থক্য লেখো।
  • প্রশ্ন বরাবর হিমালয় এর শ্রেণীবিভাগ আলোচনা করো।
  • ভারতে গম চা আখ চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ গুলি আলোচনা করো।
  • পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ গুলি লেখো।
  • পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনেরকারণ গুলি লেখো।
  • ভারতের নগরায়নের সমস্যা গুলি আলোচনা করো।

ম্যাপ পয়েন্টিং ১০ নম্বর সাজেশন: Map Pointing Suggestion

পাহাড়-পর্বত আরাবল্লী পর্বত, সাতপুরা পর্বত, শিবালিক পর্বত, বিন্ধ্যপর্বত, নীলগিরি
নদ-নদী নর্মদা নদী, কৃষ্ণা নদী, মহানদী, গোদাবরী নদী, কাবেরী নদী
ভূ-প্রকৃতি বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল (করমণ্ডল উপকূল )
ভারতের অত্যধিক বৃষ্টিপাতযুক্ত স্থান (মৌসিনরাম)
একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল (সুন্দরবন)
ভারতের চিরহরিৎ অরণ্য অঞ্চল (পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল)
ভারতের  কৃষ্ণমৃত্তিকা অঞ্চল (গুজরাট, মহারাষ্ট্র)
ভারতের একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল (সুন্দরবন)
ভারতের একটি লোহিত মৃত্তিকা অঞ্চল
কৃষি অঞ্চল ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল ( কর্ণাটকের চিকমাগালুর, তামিলনাড়ুর কোয়েম্বাটুর)
পূর্ব ভারতে চা উৎপাদক অঞ্চল (পশ্চিমবঙ্গের দার্জিলিং)
একটি আখ উৎপাদক অঞ্চল (উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক)
পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল ( হরিয়ানা, কর্ণাটক, উত্তরাখন্ড)
শিল্প কেন্দ্র পশ্চিম ভারতের একটি কার্পাস বয়ন শিল্পকেন্দ্র (মুম্বাই ,নাগপুর, আমেদাবাদ, সুরাট)
ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র (বিশাখাপত্তনম)
পশ্চিমবঙ্গের একটি তৈলরসায়ন শিল্পকেন্দ্র (হলদিয়া)
পশ্চিমবঙ্গের একটি রেলইঞ্জিন নির্মাণ কেন্দ্র (চিত্তরঞ্জন)
ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি শিল্পকেন্দ্র (বেঙ্গালুরু)
ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র (জামনগর)
বন্দর ভারতের শুল্কমুক্ত বা করমুক্ত বন্দর (কান্ডালা)
ভারতের সর্বোত্তম স্বাভাবিক ও পোতাশ্রয়যুক্ত বন্দর (বিশাখাপত্তনম)
অন্যান্য গুরুত্বপূর্ণ কলকাতা
পক্ প্রণালী
ইন্দিরা পয়েন্ট।
ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্র শাসিত অঞ্চল (দিল্লী)
ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র (দিল্লী)
ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরি (আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ব্যারেন)
মালাবার উপকূল
কঙ্কন উপকূল
ভেম্বানাদ কয়াল
লোকটাক হ্রদ
চিল্কা হ্রদ
কচ্ছের রণ অঞ্চল
ভারতের ডেট্রয়েট (চেন্নাই)
পূর্ব ভারতের একটি আন্তর্জাতিক বিমান বন্দর (কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু  আন্তর্জাতিক বিমানবন্দর বা দমদম বিমানবন্দর)

Life Science – জীবন বিজ্ঞান : Set 01

জীবন বিজ্ঞান সাজেশন

2/3 তিন নম্বরের অধ্যায় ভিত্তিক প্রশ্ন সাজেশন

জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়

  1. সংবেদনশীলতা বা উত্তেজিত বলতে কী বোঝো?
  2. স্পর্শ করলে লজ্জাবতী গাছের পত্রগুলি নুয়ে পড়ে কেন?
  3. জগদীশচন্দ্র বসু প্রাণীদের মতো উদ্ভিদের দেহে রিফ্লেক্স আর্ক এর অস্তিত্ব কিভাবে প্রমাণ করেন?
  4. ন্যাস্টিক ও ট্যাকটিক চলন এর পার্থক্য লেখো।
  5. অক্সিন হরমোনের ভূমিকা লেখো।
  6. কৃষিবিদ্যায় সাইটোকাইনিন হরমোনের ব্যবহার লেখো।
  7. উদ্ভিদ ও প্রাণী হরমোনের তিনটি পার্থক্য লেখো।
  8. অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত দুটি হরমোনের নাম ও কাজ উল্লেখ করো।
  9. থাইরয়েড গ্রন্থির অবস্থান ও ক্ষরিত তিনটি হরমোনের নাম ও গুরুত্ব লেখো।
  10. সন্তরনের ক্ষেত্রে মাছের পাখনার ভূমিকা উল্লেখ করো।
  11. মানুষের গমনে হাতের ভূমিকা লেখো।
  12. মানুষের কাছের বস্তুর দেখার সময় কিভাবে চোখ উপযোজিত হয় ব্যাখ্যা করো।
  13. উদ্ভিদ কিভাবে সাড়া প্রদান করে?
  14. চা গাছের পার্শ্বীয় শাখা সৃষ্টির জন্য অগ্রমুকুল প্রতিনিয়ত ছাটা হয় কেন?
  15. একটি সহজাত একটি অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও।
  16. প্রেসবায়োপিয়া কেন হয়?
  17. ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়ার কারণ কি?
  18. মাছের গমনে পটকার ভূমিকা কি?
  19. ট্রপিক চলন এর দুটি পার্থক্য লেখো।
  20. ফটোট্রপিক চলন বলতে কী বোঝো
  21. উদ্ভিদ হরমোন কে রাসায়নিক দূত বলে কেন?
  22. শুক্রাশয়কে মিশ্র গ্রন্থি বলে কেন?
  23. কৃষিকার্যে জিব্বেরেলিন হরমোন এর ব্যবহারিক প্রয়োগ লেখো।
  24. উদ্ভিদ অঙ্গজ জনন এ ব্যবহৃত হয় দুটি কৃত্রিম হরমোনের নাম লেখো।

জীবনের প্রবহমানতা

  1. মিশ্র গ্রন্থি কাকে বলে? উদাহরণ দাও।
  2. হরমোন ও স্নায়ুর মধ্যে পার্থক্য লেখো।
  3. কুশিং সিনড্রোম কি?
  4. গ্লুকাগন কে ইনসুলিন এর বিপরীত হরমোন বলে কেন?
  5. জরুরী কালীন হরমোন কাকে বলে এবং কেন?
  6. স্নায়ুতন্ত্রের গঠন মূলক ও কার্য মুলক উপাদানের নাম লেখ।
  7. উপযোজন কাকে বলে?
  8. দ্বিপদ গমন বলতে কী বোঝো?
  9. পাখির উড্ডয়ন পেশির ভূমিকা কি?
  10. সাইনোভিয়াল সন্ধি কাকে বলে? উদাহরণ দাও।
  11. জিব্বেরেলিন ও সাইটোকাইনিন হরমোন এর দুটি গঠনগত পার্থক্য লেখো।
  12. ফিডব্যাক পদ্ধতি বলতে কী বোঝো?
  13. ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোনের একটি উৎসগত ও একটি কার্যগত পার্থক্য লেখো।
  14. মায়োপিয়া রোগের কেন হয়? এর প্রতিকার উপাই কি?
  15. অ্যাকসন ও ডেনড্রন এর দুটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লেখো।

জনন এবং জনুক্রম

  1. জনন কাকে বলে? জননের সংজ্ঞা দাও।
  2. জীবের অযৌন জনন পদ্ধতি ব্যাখ্যা করো।
  3. উদ্ভিদ অঙ্গজ জনন পদ্ধতি গুলো কি কি?
  4. জনুক্রম কাকে বলে কিভাবে জনুক্রম সম্পন্ন হয়?
  5. ফার্নের জনুক্রম রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।
  6. আদর্শ ফুলের বিভিন্ন অংশ চিত্রসহ বর্ণনা করো।
  7. পরাগযোগ কাকে বলে? স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ এর পার্থক্য লেখো।
  8. সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া ব্যাখ্যা করো।
  9. বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য কি? বৃদ্ধির দশা গুলো কি কি আলোচনা করো। মানব বিকাশের বিভিন্ন দশা গুলো কি কি?

বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ

  1. সংজ্ঞা লেখো :– ক্রোমোজোমীয় মিউটেশন, মেন্ডেলের প্রথম সূত্র, স্বাধীন বিন্যাসের সূত্র, টেস্ট ক্রস, সংকরায়ন, ব্যাকক্রস, সহপ্রকটতা, প্রকরণ ইমাসকুলেশন।
  2. থ্যালাসেমিয়া রোগের লক্ষণ কি?
  3. হিমোফিলিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন?
  4. পুরুষদের হেটেরোগ্যামিটিক লিঙ্গ বলে কেন?
  5. জিন ও অ্যালিলের মধ্য প্রভেদ কি?
  6. বর্ণান্ধতার কারণ কি?
  7. হিমোফিলিয়া কেন হয়?
  8. মেন্ডেল কে জিন তত্ত্বের জনক বলে কেন?
  9. স্ত্রী লোকদের হোমোেগ্যামেটিক ফিমেল বলে কেন?
  10. বংশগতিতে প্রকট গুণ বলতে কী বোঝো? উদাহরণ দাও।
  11. “বেটে মটর গাছগুলো সব সময় খাঁটি” উক্তিটির তাৎপর্য কি?
  12. একটি TT জেনোটাইপ যুক্ত মটর উদ্ভিদের সঙ্গে Tt জিনোটাইপ যুক্ত মটর উদ্ভিদের সংকরায়ন ঘটালে প্রথম অপত্রজনিতে শতকরা কত ভাগ লম্বা প্রলক্ষণযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে ব্যাখ্যা কর
  13. অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F2 জুনুতে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত কি হবে?
  14. মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F1 জনুতে উৎপন্ন সংকর উদ্ভিদ YyRr থেকে সকল সম্ভাব্য গ্যামেট গুলি কি কি হতে পারে?

অভিব্যক্তি ও অভিযোজন

  1. সংজ্ঞা লেখো :– অর্জিত গুণের বংশানুসরণ, জীব বিবর্তন, সমসংস্থ অঙ্গ, নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গ, জীবন্ত জীবাশ্ম, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা, জরায়ুজ অঙ্কুরোদগম, অভিসারী বিবর্তন, আন্তপ্রজাতির সংগ্রাম, যোগ্যতমের বিবর্তন, বায়োজেনেটিক সূত্র।
  2. নিষ্ক্রিয় অঙ্গ ও অভিব্যক্তির সম্পর্ক কি?
  3. মানুষের কক্সেসকে নিষ্ক্রিয় অঙ্গ বলে কেন?
  4. কোয়াসারভেট এর উৎপত্তি কিভাবে হয়েছিল?
  5. মরু অঞ্চলে ক্যাকটাসের পাতায় কি পরিবর্তন দেখা যায়?
  6. সুন্দরী গাছের মূলে লবণ সহনের জন্য দুটি অভিযোজন বর্ণনা করো।
  7. জল সংরক্ষণের জন্য উটের দেহের দুটি পরিবর্তন উল্লেখ করো।
  8. আন্তঃপ্রজাতিগত সংগ্রাম ও আচরণগত অভিযোজন এর উদাহরণ দাও।
  9. সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গের পার্থক্য লেখো।
  10. ক্যাকটাস জাতীয় উদ্ভিদের পর্নকাণ্ড সৃষ্টি হবার কারণ কি?
  11. ক্যাকটাসের দুটি শারীরবৃত্তীয় অভিযোজন উল্লেখ কর।
  12. মাছের দেহে পটকার ভূমিকা কি?
  13. পায়রার দেহে বায়ুথলির গুরুত্ব কি?
  14. ল্যামার্কের সূত্র কি? কোন দুটি বিষয়ের উপর নির্ভরশীল?
  15. উটের শারীরবৃত্তীও অভিযোজন উল্লেখ কর এবং উটের RBC র বৈশিষ্ট্য লেখো।
  16. শিম্পাঞ্জিরা খাবার খাওয়ার জন্য কিভাবে উইপোকা শিকার করে তা ব্যাখ্যা করো।
  17. ঘোড়ার বিবর্তনের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো।
  18. অভিব্যক্তিতে জীবাশ্মের ভূমিকা এবং অভিসারী ও অপসারী অভিযোজনের দুটি পার্থক্য লেখো।
  19. শিম্পাঞ্জিদের বাসা তৈরি ও খাদ্য সন্ধানের কৌশল বর্ণনা করো।
  20. উটের মরু অভিযোজনগুলির সংক্ষেপে আলোচনা করো।
  21. আচরণ কাকে বলে প্রাণীর আচরণ কিভাবে অভিযোজন এ সাহায্য করে?
  22. অভিব্যক্তি স্বপক্ষে ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণটি আলোচনা করো।
  23. জিরাফের গলা লম্বা হওয়া সম্পর্কে ল্যামার্কের অঙ্গের অবব্যবহারের মতবাদটি উল্লেখ করো।
  24. মৌমাছির ক্ষেত্রে আচরণগত অভিযোজন গুলি ব্যাখ্যা করো।
  25. জীবনের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা মিলার ও উরের পরীক্ষার সাহায্যে প্রমাণ করো।
  26. অভিব্যক্তির সাথে অভিযোজন এর সম্পর্ক কি? অভিযোজনের উদ্দেশ্য কি?
  27. খেঁচড় অভিযোজন এ পায়রার বায়ুথলির অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো।
  28. ক্যাকটাসের অভিযোজন এর পর্নোকাণ্ড ও পত্রকন্টক এর ভূমিকা কি?
  29. লবণাম্বু উদ্ভিদের শ্বাসমূল, ক্যাকটাস জাতিয় উদ্ভিদের পাতা এবং রুই মাছের পটকার একটি করে অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা কর।অঙ্গসংস্থান গত অভিযোজন কাকে বলে?
  30. জৈব অভিব্যক্তি কি? এর প্রমাণ দাও। জীবাশ্ম ও জীবন্ত জীবাশ্মের মধ্যে পার্থক্য লেখো?

পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ

  1. মানুষের উপর শব্দ দূষণ ও মাটি দূষণের ফলাফল আলোচনা করো।
  2. ইন সিটু সংরক্ষণের গুরুত্ব কি? অ্যাজমার কারণ কি?
  3. জাতীয় উদ্যান অভয়ারণ্য ও সংরক্ষিত বনাঞ্চলের দুটি করে বৈশিষ্ট্য লেখো।
  4. সুন্দরবনের পরিবেশগত সমস্যা গুলো আলোচনা করো।
  5. জীব বৈচিত্র হ্রাসের কারণগুলো কি? জীব বৈচিত্র ধ্বংসের কুফল গুলি বর্ণনা করো।
  6. বায়োলজিক্যাল হটস্পট কাকে বলে? ভারতের যেকোনো দুটি হটস্পট এর সংক্ষিপ্ত বর্ণনা দাও।
  7. সংজ্ঞা লেখো :– অ্যামোনিফিকেশন, গ্রীন হাউজ প্রভাব, অ্যাসিড বৃষ্টি, জীব বিবর্ধন, জাতীয় উদ্যান রেড ডাটা বুক, নাইট্রোজেন স্থিতিকরন বলতে কী বোঝো, অভয়ারণ্য জাতীয় বনভূমি ও সংরক্ষিত বনাঞ্চল।
  8. জলাভূমিকে প্রকৃতির বৃক্ক বলা হয় কেন?
  9. সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে কেন?
  10. ইনসিটু সংরক্ষণ ও এক্সসিটু সংরক্ষণের পার্থক্য কি?
  11. চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের পার্থক্য লেখো?
  12. অম্ল বৃষ্টির ফলে পরিবেশের কি ক্ষতি হয়?
  13. জনবিস্ফোরণের সমস্যা ও সমাধান লেখো।
  14. জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বলতে কী বোঝো?
  15. প্রজাতির বিলুপ্তি ঘটানোর ক্ষেত্রে বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তনের প্রভাব লেখো।
  16. গন্ডারের সংখ্যা কমে যাওয়ার কারন কি?
  17. নাইট্রোজেন আবদ্ধকরণের দুটি উপায় লেখো। দুটি বায়ুদূষকের নাম ও গুরুত্ব লেখ।
  18. মানুষ কিভাবে নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে?
  19. শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব লেখো।
  20. জীববৈচিত্রের দুটি অর্থনৈতিক সুবিধা লেখো।
  21. অভয়ারণ্য ও সংরক্ষিত অরণ্যের পার্থক্য কি?
  22. ভারতে কুমির ও রেড পান্ডা সংরক্ষণের দুটি স্থানের নাম লেখো।
  23. ভারতে বাঘ কুমীর ও গন্ডার সংরক্ষণের দুটি করে প্রচেষ্টার উল্লেখ করো।

মাধ্যমিক জীবন বিজ্ঞান বড় প্রশ্ন সাজেশন (5 Marks Questions)

বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ

  1. মেন্ডেল মটর গাছের সাত জোড়া বিপরতীধর্মী বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।
  2. “মানুষের লিঙ্গ নির্ধারণে মাতার কোনো ভূমিকা নেই”-ব্যাখ্যা করো। থ্যালাসেমিয়া রোগের কারণ কী?
  3. মেন্ডেলের একসংকর জননের পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে উল্লেখ করো এবং জিনোটাইপ ও ফিনোটাইপের অনুপাত নির্ণয় করো।
  4. মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো।
  5. মটর গাছের উদাহরণ সহযোগে দ্বিসংকর জনন পরীক্ষাটি বর্ণনা করো।
  6. থ্যালাসেমিয়া রোগীদের হিমোগ্লোবিনের গঠন বদলে যায় কেন? থ্যালাসেমিয়ার প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। থ্যালাসেমিয়ায় আক্রান্ত কোনো শিশুর দেহে কী কী লক্ষণ প্রকাশিত হয়।
  7. অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? চেকার বোর্ডের মাধ্যমে অসম্পূর্ণ প্রকটতা ব্যাখ্যা করো।
  8. সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার গুরুত্ব লেখো। বিসদৃশ যমজে কত রকমের সন্তান হওয়ার সম্ভাবনা থাকে?
  9. রোগগ্রস্ত শিশুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মা-বাবার জেনেটিক কাউন্সেলিং করা অত্যন্ত জরুরি কেন?
  10. একটি সংকর কালো গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের মিলন ঘটালে যে যে ধরনের অপত্য গিনিপিগ উৎপন্ন হতে পারে, তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও।

পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ

  1. ক্রমবর্ধন জনসংখ্যার ফলে একটি অঞ্চলের কি কি পরিবেশগত সমস্যা হতে পারে?
  2. জীববৈচিত্র কি? মানবজীবনে জীববৈচিত্রের গুরুত্ব কি?
  3. জীববৈচিত্র হ্রাসের কারণ গুলি কি কি?
  4. ক্যান্সার কাকে বলে? পরিবেশগত কি কি কারণে এই রোগ হতে পারে?
  5. সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলি কী কী এবং এর কী প্রভাব জীববৈচিত্র্যে পড়ে তা আলোচনা করো।

Life Science Diagram: চিত্র অংকন (5 Marks)

  • ইউক্যারিটিক ক্রোমোজোম
  • আদর্শ নিউরোন
  • প্রতিবর্ত চাপ
  • সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতি

Life Science – জীবন বিজ্ঞান : Set 02

পরামর্শদাতা: শিক্ষক ড: উৎপল অধিকারী, আঝাপুর হাইস্কুল, পূর্ব বর্ধমান

জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়

১)আলোক উৎসের গতিপথ ও তীব্রতার উপর নির্ভর করে কোন কোন চলন হয়?
২)কেমোন‍্যাস্টি ও সিসমোন‍্যাস্টি চলনের পার্থক্য লেখ।
• বীজের সুপ্তদশা ভঙ্গ করতে কোন হরমোন দায়ি?
• অক্সিন কীভাবে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে?
• তুমি ডাবের জল খাচ্ছ, এখানে তুমি কোন উদ্ভিদ হরমোন পাবে?
• কৃষি ক্ষেত্রে কৃত্রিম হরমোনের ব্যবহার-ক)পার্থেনোকার্পিতে  খ)আগাছা বিনাশে

৪)একটি উদাহরণের সাহায্যে প্রাণী হরমোনের ‘ফিডব্যাক নিয়ন্ত্রণ’ লেখ।
৫)মহিলা জননতন্ত্রের উপর FSH ও LH এর দুটি করে প্রভাব লেখ।

৬)নেফ্রনের উপর ADH এর প্রভাব কী?
• মাতৃদুগ্ধ উৎপাদনে কোন হরমোন কার্যকরী ?
• তুমি কেন থাইরয়েড গ্রন্থি নিঃসৃত হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলবে?
• ‘ইনসুলিন ও গ্লুকাগনের কার্যকারিতা একে অপরের বিপরীত’ ব্যাখ্যা কর।
• অ্যাড্রেনালিনকে আপৎকালীন হরমোন বলে কেন?
• বয়ঃসন্ধিকালের পরিবর্তনে টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেনের ভূমিকা লেখ।

৭)পার্থক্য লেখ- i)ডায়াবেটিস মেলিটাস ও ডায়াবেটিস ইনসিপিডাস
ii)অ্যাক্সন ও ডেনড্রন
iii)এক নেত্র দৃষ্টি ও দ্বিনেত্র দৃষ্টি

৮)নিউরনের থেকে-

i)নিজলদানা ও তার কাজ

ii)সোয়ান কোষ ও তার কাজ

iii)অ্যাক্সন হিলক কী?

Iv) গ্লিয়াল কোশ কী?

৯) স্নায়ু সন্নিধি বা সাইন্যাপসে পাওয়া যায় কোন নিউরোট্রান্সমিটার?
১০)কাজ লেখ-i)হাইপোথ্যালামাস ii)পনস iii)লঘু মস্তিষ্ক iv)CSF
১১) চতুষ্পদ প্রাণীদের চোখ রাতে জ্বলজ্বল করে কেন?
• চোখের দুটি সমস্যা মায়োপিয়া ও হাইপারোপিয়া দূরীকরণে কোন কোন লেন্স ব্যবহার করবে?
১২)পাখির একটি উড্ডয়ন পেশি ও মাছের একটি সন্তরণ পেশির নাম লেখ। 
• রেমিজেস ও রেক্ট্রিসেস কী?
• ফ্রেক্সন-এ কোন পেশী ও এক্সটেনশনে কোন পেশী কার্যকরী?
• বল ও সকেট সন্ধি কী?
১৩)প্রতিবর্তপথের চিত্র অংকন করে, যেকোনও চারটি অংশ চিহ্নিত কর।

জীবনের প্রবাহমানতা

১) ক্রোমোজোম, DNA ও জিনের মধ্যে আন্ত সম্পর্ক লেখ।
২)মানবদেহে অ্যালোজোম কি কি?
৩)ক্রোমোজোমের গৌণ খাঁজকে NOR বলে কেন?
• ক্রোমোজোমের টেলোমিয়ারের সাথে অমরত্বের সম্পর্ক লেখ।
• DNA ও RNA এর মধ্যে কোন কোন নাইট্রোজেন ক্ষারক উভয়েরই থাকে?
৪) পার্থক্য লেখ
• ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিন
• আইসোগ্যামি ও উগ্যামি
• মাইটোসিস ও মিয়োসিস 
• সাইটোকাইনেসিস ও ক্যারিওকাইনেসিস
৫) কোষচক্র কাকে বলে? S দশায় কি বিশেষ ঘটনা ঘটে? 
• ক্যান্সার কোষের চারিদিকে ছড়িয়ে পড়া কি নামে পরিচিত? 
৬) মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দার অবলুপ্তি ও পুনরায় আবির্ভাব ঘটে?
• মাইটোসিসের কোন দশায় নিউক্লিয়াসের জল বিয়োজন হয় ও কোন দশায় জলের পুনঃশোষণ হয়?
৭)উদ্ভিদ কোশের সাইটোকাইনেসিস সংক্ষেপে লেখ।
৮)মিয়োসিসে ক্রসিংওভার কীভাবে জিনগত বিন্যাসের পরিবর্তন ঘটায়?
৯) সাইন‍্যাপস ও সাইন‍্যাপসিসের এর পার্থক্য লেখ।
১০)মিয়োসিসকে কেন হ্রাস বিভাজন বলে?
১১)কোন বিশেষ পরিস্থিতিতে অ্যামিবার দ্বি বিভাজন ও বহু বিভাজন ঘটে?
১২) শাখা কলম ও জোড় কলমের দুটি পার্থক্য লেখ: ফার্ণজনুক্রমের ধারাবাহিক ঘটনাগুলি রৈখিকভাবে বর্ণনা কর।
১৩) স্বপরাগযোগের দুটি সুবিধা ও অসুবিধা লেখ।
• অ্যানিমোফিলি ও এনটোমোফিলি ফুলের দুটি করে বৈশিষ্ট্য লেখ।
১৪) মানব বৃদ্ধি ও বিকাশের দশাগুলি কী কী?
• মানব বিকাশের কোন দশায় সর্বাপেক্ষা পরিবর্তন হয়?
১৫) চিত্র অঙ্কন কর:- সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া ও তার চারটি অংশ চিহ্নিত কর।

বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ

১) কোনটি প্রকট গুণ ও কোনটি প্রচ্ছন্ন গুণ?
• মুক্ত ও সংযুক্ত কানের লতি ।
• রোলার ও স্বাভাবিক জিভ।
২)মেন্ডেল নির্বাচিত মটর গাছের তিনজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য লেখ।
৩)মেন্ডেল সূত্রের একটি বিচ্যুতি উদাহরণ-সহ ব্যাখ্যা কর।
৪)আলফা থ্যালাসেমিয়া মাইনর আক্রান্ত স্ত্রী ও আলফা থ্যালাসেমিয়া মাইনর আক্রান্ত পুরুষের বিবাহে সন্তান-সন্ততির স্বাভাবিক হওয়ার সম্ভাবনা শতকরা কত? চেকার বোর্ডের সাহায্যে দেখাও।
• রয়‍্যাল হিমোফিলিয়া কাকে বলে?

অভিব্যক্তি ও অভিযোজন

১)অভিব্যক্তির কেমোজেনের ঘটনাক্রম রৈখিক চিত্রের সাহায্যে লেখ। 
২)মিলার ও উরে পরীক্ষায় কোন কোন পদার্থ থেকে কী কী পদার্থ উৎপন্ন হয়? ৩)ল্যামার্কের প্রতিপাদ্য বিষয়গুলি কী কী?
• জিরাফের গলা লম্বা হওয়া সংক্রান্ত ল্যামার্কের মতবাদ কী?  
৪)ডারউইনবাদ সংক্রান্ত অস্তিত্বের জন্য সংগ্রাম কী কী?
৫) ঘোড়ার বিবর্তনে ক্রম পর্যায়গুলি সংক্ষেপে লেখ। 
৬)পার্থক্য লেখ- সমসংস্থ অঙ্গ ও সমবৃত্তীয় অঙ্গ।
৭)অভিব্যক্তির সাথে লুপ্তপ্রায় অঙ্গের সম্পর্ক স্থাপন করো। 
৮)মেরুদন্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের বিবর্তনের সংক্ষিপ্ত বর্ণনা কর।
৯)মৌ নৃত্য কয় প্রকার ও কী কী?
• পার্থক্য লেখ- ওয়াগল নৃত্য ও রাউন্ড নৃত্য 
১০)ঘোড়ার অগ্রপথের বিবর্তন সংক্ষেপে লেখ।

পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ

১)SPM কী? 
• বাস্তুতন্ত্রের উপর অ্যাসিড বৃষ্টির প্রভাব লেখ।
• COPD পুরো নাম লেখ। 
২)DDT-র কীভাবে জৈব বিবর্তন হয়, তা লেখ।
৩)ক্যান্সারের তিনটি কারণ লেখ। 
৪)ঔষধ ও খাদ্য উৎপাদনের জীববৈচিত্রের গুরুত্ব লেখো।
৫) তসর উৎপাদনকারী মথ ও মুক্তো উৎপাদনকারী ঝিনুকের বিজ্ঞানসম্মত নাম লেখ। ৬)পৃথিবীতে মোট কতগুলি হটস্পট ও কতগুলি মেগা বায়োডাইভারসিটি দেশ আছে?
• কোন স্থান হটস্পট হওয়ার শর্তগুলি কী কী? 
৭)কোন উদ্ভিদ ও প্রাণীর অতি ব্যবহার কিভাবে তাদের বিপন্ন প্রজাতিতে পরিণত করে?
৮) ক্রায়োসংরক্ষণ কীভাবে জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
৯)’Grow and Release’ পদ্ধতিতে কোন জীবের সংরক্ষণ করা হয়?
• ভারতে একশৃঙ্গ গন্ডার হ্রাসের দুটি কারণ ও ওই গন্ডার বৃদ্ধির কী কী ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে?
• CCA শব্দটি কোন প্রাণী সংরক্ষণের সাথে সংযুক্ত? সিকিমে অবস্থিত ‘বার্সি রোডোডেনড্রন অভয়ারণ্য’ কোন প্রাণী সংরক্ষণের সাথে যুক্ত?

 ছবি: যেকোনও একটি চিত্র আঁকতে হবে 

 i)নিউরনের চিহ্নিত চিত্র 
ii)প্রতিবর্ত পথের চিহ্নিত চিত্র 
iii) আদর্শ ক্রোমোজোমের চিহ্নিত চিত্র

Physical Science – ভৌতবিজ্ঞান : Set 01

মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন

১ম অধ্যায়: পরিবেশের জন্য ভাবনা 

  1. তাপন মূল্য কি?
  2. বায়োফুয়েল কিভাবে তৈরি করা হয়? এর ব্যবহার লেখো।
  3. ‘FIRE ICE’ বা ‘আগুনের বরফ’ বলতে কী বোঝো?
  4. স্থিতিশীল উন্নয়ন কী?
  5. জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা ও পদ্ধতিগুলি লেখো।
  6. সৌরশক্তির প্রধান ব্যবহার গুলি লেখো।
  7. বর্জ্য থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদন সম্ভব?
  8. পাওয়ার অ্যালকোহল বা গ্যাসহোল বলতে কী বোঝো?
  9. ওজোন স্তর ধ্বংসের CFC এর ভূমিকা কী?

২য় অধ্যায়: গ্যাসের আচরন | রাসায়নিক গননা 

  1. গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃত করো। সূত্রটিকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো।
  2. আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো।
  3. কোন গ্যাসের মোলার আয়তন বলতে কী বোঝায়? বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির দুটি কারণ উল্লেখ করো।
  4. অ্যাভোগ্রাড্রো সূত্রটি বিবৃত করো।
  5. কোন নির্দিষ্ট উষ্ণতা ও চাপে বাস্তব গ্যাস গুলির মোলার আয়তন প্রায় সমান এবং STP তে এর সীমান্ত মান 4 L  এই পরীক্ষার লব্ধ তথ্য থেকে কিভাবে অ্যাভোগ্যাডো সূত্রে উপনীত হওয়া যাবে?
  6. চার্লসের সূত্র থেকে পরমশূন্য উষ্ণতার ধারণাটি লেখো।

৩য় অধ্যায়: তাপের ঘটনা সমূহ 

  1. তাপ পরিবাহিতা কাকে বলে এর একক কি
  2. তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি করে সদৃশ্য বই সদৃশ্য উল্লেখ করো।
  3. তরলের আপাত প্রকৃত ও প্রসারণ গুনাঙ্কের সংজ্ঞা ও গাণিতিক রূপ লেখো।
  4. গ্যাসের আয়তন প্রসারণ গুনাঙ্কের সংজ্ঞা ও গাণিতিক রূপটি বর্ণনা করো।
  5. তরলের প্রসারণ গুণাঙ্ক দুটির মধ্যে সম্পর্ক লেখো।
  6. কঠিনের দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ ও আয়তন প্রসারণ গুনাঙ্কের মধ্যে সম্পর্ক কি?

৫ম অধ্যায়: আলো

  1. প্রমাণ করো : দর্পণের বক্রতা ব্যাসার্ধ ফোকাসের দ্বিগুণ বা R=2f
  2. প্রমাণ করো : δ = i_1 +  i_2 – ∠A
  3. লেন্সের আলোককেন্দ্রের সংজ্ঞা দাও।
  4. আলোর বিচ্ছুরণ কি?
  5. হাইপারমেট্রোপিয়া কি? প্রতিরোধের উপায় কী?
  6. রৈখিক বিবর্ধন কাকে বলে?
  7. শুদ্ধ বর্ণালী ঘটনার শর্তগুলি লেখো।
  8. গাড়ির ভিউ ফাইনালে উত্তল দর্পণের ব্যবহার করা হয় কেন?

৬ষ্ঠ অধ্যায়: চলতড়িৎ

  1. ভাস্কর বাতি ব্যবহারের চেয়ে CFL বাতি ব্যবহারের দুটি সুবিধা লেখো।
  2. লেঞ্জের সূত্রটি বর্ণনা করো।
  3. তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র বর্ণনা করো।
  4. ওহমের সূত্রটি বর্ণনা করো
  5. জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশলটি লেখো
  6. বৈদ্যুতিক শক্তি অনুমানের মূল্যায়নকরণ কিভাবে করা হয়?
  7. অ্যাম্পিয়ার সন্তরণ নিয়মের বিবৃতি ব্যাখ্যা কর।
  8. ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটি লেখো।
  9. ac কে dc তে এবং dc কে ac তে রূপান্তরিত করা হয় কোন কোন যন্ত্রের সাহায্যে?
  10. বার্লোর চক্রের ঘূর্ণনের নীতি ব্যাখ্যা করো।

৭ম অধ্যায়: পরমানুর নিউক্লিয়াস 

  1. তেজস্ক্রিয়তা কী? এর ব্যবহার লেখো।
  2. কোন মৌলের তেজস্ক্রিয়তা সম্পূর্ণ নিউক্লিয়াসজনিত ঘটনা – ব্যাখ্যা কর।
  3. ভর ত্রুটি কী? নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কি?
  4. নিউক্লিয় সংযোজন ও নিউক্লিয় বিভাজনের মধ্যে পার্থক্য লেখ।
  5. α, β γ রশ্মির আয়নিত করার ক্ষমতা আর তুলনা করো।
  6. আয়নিত যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি কেন?

৮ম অধ্যায়: (সম্পূর্ণ কেমিস্ট্রি) পর্যায় সারণি ও মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা

  1. আয়নন বিভব বা আয়নন শক্তি অথবা আয়নাইজেশন শক্তি বলতে কী বোঝো?
  2. তড়িৎ-ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি কী?
  3. তড়িৎযোজী যৌগের দুটি বৈশিষ্ট্য লেখো।
  4. যোজ্যতার অষ্টক সূত্রটি বিবৃত করো ও উদাহরণ দাও।
  5. Ne-এর সম ইলেকট্রনযুক্ত একটি ক্যাটায়ন ও একটি অ্যানায়ন-এর উদাহরণ দাও।
  6. NaCl গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহণ করলেও কঠিন অবস্থায় তা করে না কেন?
  7.  
  8. আয়ন যদি যৌগ ও সমযোজী যৌগের মধ্যে তিনটি পার্থক্য লেখো।

পর্যায় সারণি ও মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা

  1. ক্ষার ধাতু ও হ্যালোজেন মৌল গুলির সাথে হাইড্রোজেনের সদৃশ্য ও বৈসাদৃশ্য গুলো ব্যাখ্যা করো।
  2. NaCl, HCl এর লুইস ডট গঠন করো।
  3. N₂ অণুর গঠন ব্যাখ্যা করো।

তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া

  1. তড়িৎ বিশ্লেষ্য বলতে কী বোঝো? দুটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও।
  2. ধাতু ও তড়িৎ বিশ্লেষের মধ্যে দিয়ে তড়িৎপ্রবাহের দুটি পার্থক্য লেখো।
  3. জলের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটি ব্যাখ্যা করো।
  4. কোন বস্তুর উপর সোনা ও রুপার প্রলেপ দিতে কি কি তড়িৎ বিশ্লেষ্য লাগে? অ্যানোড ও ক্যাথোড হিসাবে কী ব্যবহার করা হয়?

পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন

  1. পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতিতে নীতি, প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, বিক্রিয়ার শর্ত, সমীকরণ সহ লেখো।
  2. অ্যামোনিয়ার বিজারণ ধর্ম ব্যাখ্যা করো।
  3. লাইকার এমোনিয়া বলতে কী বোঝো?
  4. হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদন ব্যাখ্যা করো।
  5. কীভাবে ইউরিয়া উৎপাদন করা হয়? সমীকরণসহ লেখো। ইউরিয়ার দুটি ব্যবহার উল্লেখ করো।
  6. H₂S প্রস্তুতিতে গাঢ় H₂SO₄ ব্যবহার করা হয় না কেন?
  7. N₂ প্রস্তুতিতে সরাসরি NH₄NO₂-কে উত্তপ্ত করা হয় না কেন?
  8. নাইট্রোলিম কি? এটা কিভাবে উৎপন্ন হয় সমীকরণসহ লেখ।
  9. অস্ওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি ব্যাখ্যা করো।
  10. শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটককে বিচূর্ণ অবস্থায় রাখার কারণ কী?
  11. কিভাবে তড়িবিশ্লেষণ দ্বারা সোডিয়াম ধাতু নিষ্কাশন করা হয়?
  12. সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H₂S গ্যাস চালনা করলে কী ঘটে। সমীকরণসহ লেখো।
  13. SO, কে সরাসরি জলে দ্রবীভূত করে H₂SO₄ প্রস্তুত করা হয় না কেন?
  14. স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনে SO,-কে কিভাবে H₂SO₄-এ পরিবর্তিত করা হয়? সমিত সমীকরণসহ গাঢ় সালফিউরিক অ্যাসিডের জারণ ক্রিয়ার একটি উদাহরণ দাও।
  15. শর্ত ও সমিত সমীকরণসহ ইউরিয়াকে কীভাবে শিল্পোৎপাদন করা হয় লেখো।
  16. কপার তড়িদ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িবিশ্লেষণে অ্যানোেড ও ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াগুলি লেখো। রূপার চুড়ির উপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য ও ক্যাথোেড রূপে কী কী ব্যবহার করবে?

ধাতুবিদ্যা

  1. থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপাদনের বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণ লেখো। এই পদ্ধতির দুটি প্রয়োগ লেখো।

জৈব রসায়ন (Organic Chemistry) ****

  1. অজৈব ও জৈব যৌগের দুটি পার্থক্য উল্লেখ করো।
  2. কার্বনের ক্যাটিনেশন ধর্ম?
  3. কার্যকরী মূলক কাকে বলে? উদাহরণ দাও।
  4. অ্যাসিটিলিনের শিল্প উৎস ও ব্যবহার উল্লেখ করো।
  5. বিক্ষিপ্ত সূর্যালোকে মিথেন এবং ক্লোরিনের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?
  6. পলিমেরাইজেশন বিক্রিয়ার একটি উদাহরণ দাও।
  7. ইথাইল অ্যালকোহলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় কী ঘটে? সমীকরণ দাও।
  8. IUPAC নাম লেখো:CH3CH2CHO; CH3CH(OH)CH3; CH3COOH
  9. প্রতিস্থাপন বিক্রিয়া ও যুত বিক্রিয়ার উদাহরণ দাও।
  10. জৈব-অবিশ্লেষ্য পলিমার দ্বারা সৃষ্ট পরিবেশ দূষণের প্রতিকার কীভাবে করবে?
  11. ইথিলিন ও অ্যাসিটিলিনের সঙ্গে H₂ ও Br₂ এর বিক্রিয়াগুলি (শর্তসহ) লেখো।
  12. কীভাবে ইথেন ও ইথিনের মধ্যে পার্থক্য নিরূপণ করবে?
  13. কার্যকরী মূলকটিকে শনাক্ত করো-ইথানল, অ্যাসিটোন, অ্যাসিটিক অ্যাসিড, মিথান্যাল।
  14. ডিনেচার্ড স্পিরিট বলতে কী বোঝ?
  15. ইথিলিন ও অ্যাসিটিলিনের দুটি করে ব্যবহার লেখ।

কিছু সাধারন সম্ভাব্য অংকের ধরন (ভৌত বিজ্ঞান)

BOT এর অঙ্ক

  1. একটি বাড়িতে 10টি 40W বাতি, ১টি 80W পাখা এবং একটি 80W টিভি দৈনিক 6h করে চলে। 30 দিনের মাসে ওই বাড়ির মাসিক শক্তি ব্যয় কত? BOT এককে এর মান কত? প্রতি ইউনিটের দাম 5 টাকা হলে ওই মাসে কত খরচ হবে।

জুলের সূত্রের অঙ্ক

  1. 42 ওহম রোধের মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎপ্রবাহ কত সময় ধরে চললে 30 কিলোক্যালোরি তাপ উৎপন্ন হবে?

রাসায়নিক গণনা’ এর অঙ্ক

  1. 40g জিঙ্ক H₂SO₄ সহযোগে উত্তপ্ত করলে কত গ্রাম হাইড্রোজেন
  2. গ্যাস উৎপন্ন হবে যেখানে জিঙ্কের নমুনায় 20% অশুদ্ধি বর্তমান (Zn=63.5)।
  3. পরীক্ষাগারে STP তে 560ml H₂S গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম ফেরাস সালফাইড লাগবে? (Fe=56, S=32, O=16)

গ্যাসের আচরণের অঙ্ক

  1. 27°C উষ্ণতায় 2 atm চাপে 34gm NH,-এর আয়তন কত? (R=0.082 L.atm.mol-¹ K-¹)।
  2. একটি কাচের পাত্রে 200CC বায়ু 37°C উষ্ণতায় আছে, গ্যাসের উষ্ণতা বৃদ্ধি পেয়ে 67°C হলে কত আয়তনের বায়ু বেরিয়ে যাবে
  3. 0°C উষ্ণতায় কোনো গ্যাসকে উত্তপ্ত করলে চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয়। গ্যাসটির চূড়ান্ত উষ্ণতা কত?

Physical Science – ভৌতবিজ্ঞান : Set 02

পরামর্শদাতা: শিক্ষক শ্রী সোমনাথ গুপ্ত, হাটগোবিন্দপুর এমসি হাইস্কুল, পূর্ব বর্ধমান   

Chapter-1 
পরিবেশের জন্য ভাবনা

i. সৌর শক্তির উৎস কী?
ii. মিথেন হাইড্রেট কী? এর সংকেত লেখ।
iii. মিষ্টি গ্যাস নামে পরিচিত গ্যাসটি কী? 
iv. ওজোন স্তর ক্ষয়ের মূল কারণ কী? বিশ্ব উষ্ণায়নের  দুটি কারণ, দুটি ফলাফল এবং দুটি নিবারণের উপায় লিখ ।
v. ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার এর অপর নাম কী ? বেতার তরঙ্গ ও মেরুজ্যোতি কোন স্তরে দেখা যায় ?বর্তমানে সর্বাধিক তাপন মূল্য যুক্ত জীবাশ্ম জ্বালানির নাম লেখ। রিনিউয়েবেল ও নন-রিনুয়েবল  শক্তির দুটি করে উদাহরণ দাও। সিএনজি-এর (CNG) মূল উপাদান কী ?এর পুরো নাম লিখ। 

Chapter-2 
গ্যাসের আচরণ

i. V vs T যেখানে P ধ্রুবক , PV vs P এবং PV vs V, যেখানে তাপমাত্রা ধ্রুবক লেখচিত্র অঙ্কন কর ।
ii. বয়েলের সূত্রটি বিবৃত কর এক্ষেত্রে ধ্রুবক রাশি গুলি কী? 
iii. বয়েল ও চার্লস-এর সমন্বয় সূত্রের রুপটি লেখ ।
iv. পরমশূন্য উষ্ণতার ধারণা দাও অথবা পরমশূন্য স্কেল কী? 30 ডিগ্রি সেলসিয়াস ও 300 কেলভিন-এর মধ্যে কোনটি অধিক উষ্ণ ?
v. অ্যাভোগাড্রো প্রকল্পটি লিখ। এই সংখ্যার মান কত? গ্যাস অণুগুলির গতিশীলতার স্বপক্ষে কয়েকটি যুক্তি দাও। 
vi. দুই মোল অক্সিজেন ও এক মোল জল অণুর মধ্যে কোনটির পরমাণু সংখ্যা বেশি? এনটিপিতে(N.T.P) ওদের আয়তনের অনুপাত কত হবে? 
vii. গ্যাস অণুগুলির গতিশীলতার স্বপক্ষে কয়েকটি যুক্তি দাও।
viii. নির্দিষ্ট ভরের একটি গ্যাসের আয়তন ২৭৩ সেন্টিমিটার কিউব অধিকার করে, কত চাপে ২৭ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এই গ্যাসটি ৩০০ সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করবে? ওই একই চাপে কত উষ্ণতায় গ্যাসটি ১৫০ সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করবে ?
ix. আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা কর। কেলভিন স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্ক ও স্ফুটনাঙ্ক-এর মান কত? 

Chapter-3 
রাসায়নিক গণনা

x. কোনও সাধারণ অ্যালকোহলের বাষ্পঘনত্ব যদি ৮ হয়, তবে তার সংকেত কী হবে? অতিরিক্ত পরিমাণ লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে ফেরাস সালফাইডের বিক্রিয়ায় এসটিপিতে (S.T.P) ১১.২ lit. হাইড্রোজেন সালফাইড পেতে হলে কী পরিমাণ ফেরাস সালফেট প্রয়োজন?
xi. উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে দুই মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে, কত মোল লোহার প্রয়োজন? ওই পরিমাণ লোহার পারমাণবিক ভর ও গ্রাম পারমাণবিক ভর কত হবে?

Chapter-4 
তাপের ঘটনা সমূহ

i. তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা লিখ। এর এককে যে দুটি রাশির মৌলিক একক ব্যবহার করা হয়েছে, কোন পরিবাহীর ক্ষেত্রে তাদের মধ্যকার সম্পর্কটি লিখ।

ii. তরলের প্রকৃত ও আপাত প্রসারণ গুণাঙ্ক গুলির মধ্যকার সম্পর্কটি লিখ। কোনও ক্ষেত্রে এদের অনুপাত 2:4:6  হলে, আলফা বিটা : বিটা গামা: গামা আলফা -এর মান কত হবে?
iii. গ্যাসের চাপ ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মান লিখ ।
iv. যাদের মধ্যকার সম্পর্কটি লিখ।
v. কঠিন পদার্থের ক্ষেত্রে তাপের পরিবহণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এর সাথে তরল পদার্থের পরিবহণে কী পার্থক্য পরিলক্ষিত হয়?

Chapter-5
   আলো

i. মোটর গাড়ির হেডলাইটে এবং দাঁতের ডাক্টারখানায় (Dental Clinic), কী ধরণের দর্পণ ব্যবহার করা হয় ও কেন? গোলীয় দর্পণের ক্ষেত্রে f=r/2 সম্পর্কটি প্রতিষ্ঠা কর।
ii. প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোণের মান যথাক্রমে 45 ডিগ্রী ও 90 ডিগ্রি হলে, চ্যূতি কোণের মান কত হবে? রাশিমালাটি লিখ ( ঘন থেকে লঘু ও লঘু থেকে ঘন দুই ক্ষেত্রে)।
iii. কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক, ওই মাধ্যমে আলোর বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কীভাবে সম্পর্কযুক্ত?
iv. উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তুকে যদি লেন্স থেকে যথাক্রমে F এবং 2F এর মধ্যে ২F ,এবং 2F এর বাইরে রাখলে প্রতি ক্ষেত্রেই প্রতিবিম্বের আকার অবস্থান ও প্রকৃতি কীরূপ হবে ?
v. গোলীয় দর্পণের ক্ষেত্রে মেরুর সংঙ্গা লিখ এবং লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র ,মুখ্য ও গৌণ ফোকাস-এর সংজ্ঞা লেখ।
vi. স্নেলের সূত্রটি কোন ক্ষেত্রে প্রযোজ্য নয় ?
vii. প্রতিবিম্ব কাকে বলে? সদ ও অসদ প্রতিবিম্বের মধ্যে পার্থক্য লিখ। একটি করে ব্যবহারের প্রয়োগ উল্লেখ কর।
viii. প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে, চ্যুতিকোণের রাশিমালা নির্ণয় কর ।
ix. বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক এক দশমিক পাঁচ (১.৫) হলে, কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত ?
x. বিবর্তন বলতে কী বোঝ? বিবর্ধণ-এর জন্য হিসেবে কোন লেন্স ব্যবহার করা হয় ?
xi. দীর্ঘ দৃষ্টি ও হর্ষ দৃষ্টি কী? এটি নিবারণের উপায় কী ?
xii. সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য লেখ ।
xiii. আলোর বিচ্ছুরণ বলতে কী বোঝো? বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনার উদাহরণ দাও। বর্ণালী কাকে বলে? একটি লাল ফুলকে পরপর রাখা দুটি সবুজ ও লাল কাঁচের মধ্যে দিয়ে দেখলে কীরুপ দেখাবে? এবং কেন ?
xiv. সর্বোচ্চ ও সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্ক যুক্ত তড়িৎ চুম্বকীয় তরঙ্গের নাম লেখ। দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন?
xv. বায়ুর মাধ্যমে কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য 6০০০ Angstom হলে, কত প্রতিসরাঙ্কযুক্ত মাধ্যমে ওই তরঙ্গ দৈর্ঘ্য 4০০০ Angstrom হবে ?

xvi.বায়ুর সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক √2, বায়ুতে আলোকরশ্মির আপাতন কোণ ৪৫ ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতিকোণ কত হবে?
xvii.একটি উত্তল লেন্স থেকে কুড়ি সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখার ফলে, উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনও দিকেই পাওয়া গেল না। ওই লেন্সের ফোকাস দূরত্ব কত?
xviii. জলে ডোবালে উত্তল লেন্সের প্রকাশ ফোকাস দৈর্ঘ্যের কীরূপ পরিবর্তন হয়?

Chapter-1
    চলতড়িৎ

i. ওহমের সূত্রটি লিখো (গাণিতিক রূপ) ।V vrs 1/I,I vs 1/Rএর লেখ আঁকো। 
ii. রোধ, প্রবাহমাত্রা ও বিভব প্রভেধের এসআই একক লিখ ।
iii. বৈদ্যুতিক বাতিতে ফিউজ তার কীসের সঙ্গে যুক্ত থাকে?
iv. থ্রি পিন প্লাগের তিনটি পিন এর নাম লিখ ।
v. পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
vi. রোধাঙ্কের সংজ্ঞা দাও। ইহার একক লিখ।
vii. তড়িচ্চালক বল ও বিভব প্রভেদের মধ্যকার পার্থক্য লিখ। নষ্ট ভোল্ট কী? 
viii. কার্য বিভব ও আধানের মধ্যেকার সম্পর্কটি লিখ। পরিবাহী ও অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা ভার্সাস (Vs) রোধাঙ্ক এর লেখচিত্র অঙ্কন কর। এদের মধ্যকার সম্পর্ক কী?
ix. ৫ ওহম ও ১৫ ওহম রোধের শ্রেণী ও সমান্তরাল সমবায়ে তুল্য রোধ কত হবে?
x. তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখ। এর গাণিতিক রূপটি কী ? একটি ব্যবহারিক প্রয়োগ লিখ। 
xi. B.O.T কী?  1 B.O.T সমান কত জুল?
xii. সি এফ এল ও এল ই ডি এর পুরো নাম কী- এর মধ্যে কোনটি সাশ্রয়ী?
xiii. একই পরিবাহী পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান একই বিভব প্রভেদে রাখলে, তাদের কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে?
xiv. এক্ষেত্রে রোধাঙ্কের কীরূপ পরিবর্তন হবে ?
xv. পরিবাহী অর্ধপরিবাহী ও অন্তরক পদার্থের একটি করে উদাহরণ দাও ।
xvi. দুটি রোধ যথাক্রমে R1 ও R2-কে একই বিভব প্রভেদে আলাদাভাবে যুক্ত করে দেখা গেল R1 মধ্য দিয়ে প্রভা মাত্রা R2 এর মধ্য দিয়ে প্রভাহমাত্রার পাঁচ গুণ।R1,  R2 এর অনুপাত নির্ণয় কর। দুটি ৬০ ওয়াট এবং ১০০ ওয়াট এর বাল্বকে যদি পরপর একবার শ্রেণী সমবায় ও একবার সমান্তরাল সমাবয়ে যুক্ত রাখা যায়, তবে ওই দুই ক্ষেত্রে কোন বাল্বটি বেশি উজ্জলতায় জ্বলবে?
xvii. চুম্বকের উপর তড়িৎ-এর ক্রিয়া বলতে কী বোঝো? অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি  বিবৃত কর । ফ্য়ারাডে ও লেনজের সূত্রটি লেখ।
xviii. শক্তির নিত্যতা সূত্র থেকে কীভাবে লেনজের সূত্রটি ব্যাখ্যা করা যায়? 
xix. মোটর ও ডায়ানামো-এর মূল পার্থক্য লিখ ।
xx. জলবিদ্যুৎ ও তাপবিদ্যুৎ উৎপাদনে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
xxi. আর্থিং কেন করা হয়? শর্ট সার্কিট এর অর্থ লেখ।
xxii. ৪২ ওহম রোদের মধ্য দিয়ে ৫ অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ কত সময় চললে, ১৫০০০ ক্যালরি তাপ উৎপন্ন হবে?
xxiii. ( যেখানে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক J এর মান= ৪.২ জুল প্রতি ক্যালরি)
xxiv. ২২০ ভোল্ট-৬০ওয়াট  এবং ১১০ ভোল্ট- ৬০ ওয়াট এর বৈদ্যুতিক বাতি দুটি রোধের অনুপাত কত হবে? বার্লোচক্রের প্রবাহের অভিমুখ উল্টে দিলে এবং চুম্বকের মেরু পৃথকভাবে বা একসাথে উল্টে দিলে কী ঘটবে ?
xxv. বৈদ্যুতিক হিটারের কুণ্ডলী পাকিয়ে রাখা হয় কেন? তড়িৎ চুম্বক কী? ইহার মেরু শক্তি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
xxvi. জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশল কী? বাড়ির ওয়ারিং করার সময় কোন সমবায়ে করা হয়? এসি ও ডিসি প্রবাহ কী?

Chapter-7
 পরমাণুর নিউক্লিয়

i. তেজস্ক্রিয় মৌল কাকে বলে? কতগুলি তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও।
ii. ‘C’ এর কোন আইসোটোপ তেজস্ক্রিয়?
iii. তেজস্ক্রিয়তার একক কী?
iv. তেজস্ক্রিয়তা মৌলের পরমাণুর কোন অংশে সংঘটিত হয়?
v. তেজস্ক্রিয় রশ্মি গুলির তিনটি করে ধর্ম লিখ (ভেদন ক্ষমতা, আয়নীকরণের ক্ষমতা এবং আধানের প্রকৃতির উপর)।
vi. ইউরেনিয়াম (92U²³⁸) পরমাণু থেকে পরপর একটি আলফা কণা এবং দুটি বিটা কণা নির্গত হলে যে পরমাণু পাওয়া যায়, সেই দ্যুহিতা পরমাণুর নিউক্লিয়াসের সঙ্গে জনক পরমাণুর নিউক্লিয়াসের সম্পর্ক কী রূপ?
vii. নিউক্লিয় সংযোজন ও বিভাজনের মধ্যে দুটি পার্থক্য লিখ।
viii. সূর্যে শক্তির উৎস কী? 
ix. পারমাণবিক চুল্লিতে শক্তির উৎস কী?
x. ভর বিচ্যুতি কী? 
xi. সংযোজন-এর আগে বিভাজন হয়, কথাটির তাৎপর্য কী?

 Chapter-8
পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম

মৌলের পর্যায়গত ধর্ম নয়, এরূপ একটি ধর্ম কী?
একটি করে অভিজাত মৌল, মুদ্রা ধাতু, সন্ধিগত মৌল, হ্যালোজেন মৌল, নোবেল গ্যাস মৌল, চ্যালকোজেন মৌল, ইউরেনিয়াম উত্তর মৌলের উদাহরণ দাও.
 হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলে কেন? 
 তড়িৎ ঋণাত্মকতার উর্ধ্বক্রম অনুযায়ী (Li, Be,B,N,O,F) জারণ- বিজারণ ধর্মের উর্ধ্বক্রম অনুযায়ী(S,O,Te,Se) ও  আয়নায়ন শক্তির উর্ধ্বক্রম অনুযায়ী(Ca, Be, Sr, Mg)।  (Li,Na,K,R)
মৌলের পর্যায়বৃত্ত ধর্ম কী? একটি উদাহরণ দাও.
আধুনিক পর্যায় সূত্রটি লেখ। এখানে কটি পর্যায়ে ও কয়টি শ্রেণী?
ডোবেরনিয়ারে ত্রয়ী সূত্রটি লিখ।
মোজেলের পরীক্ষার তাৎপর্য লিখ। পর্যায় সারণির ক্ষেত্রে এর গুরুত্ব কী? 
একটি তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখ । এটি কোন শ্রেণীর অন্তর্গত ?
পর্যায় সারণির অতি দীর্ঘ ও অতি হ্রস্ব পর্যায় শ্রেণীর নাম লিখ।
2,8,8,1 ইলেকট্রন বিন্যাস যুক্ত মৌলের যথাক্রমে পর্যায়, শ্রেণী ও যোজ্যতা কী হবে লিখ।

Chapter-9
আয়নীয় ও সমযোজী বন্ধন

কোনগুলি সমযোজী ও কোনগুলি তড়িৎ তড়িৎযোজী লেখো  NaCl, LiH, CaO Mgcl2, H2O Cao, CO2, SO2, HCl, CH2Cl2 CH4 CCl4 C6H12O6 Cl2 CaC2 to NH3 MgO
অষ্টক নীতি মান্য করে না, এরূপ কতগুলি পদার্থের নাম লিখ।
ক্লোরোফর্ম ও NaCl এর মধ্যে কোনটি জলে দ্রবীভূত হয় না ?
NH2 , MgO, F2  এর অণুর লুইস ডট গঠন অঙ্কন কর এবং বন্ধন গুলি কীরূপ উল্লেখ কর ।
চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহণ করে না কিন্তু NaCl  দ্রবণ করে কেন?
A একটি ধাতু B ও C উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল – AB এবং BC কোনটির তড়িৎযোজী ও  সমযোজী কোনটির হওয়ার সম্ভাবনা আছে। ব্যাখ্যা কর।

Chapter-10 
তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া

সম্ভাব্য প্রশ্নাবলি

i) তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? NaCl এর ইলেকট্রোড ব্যবহার করে, তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়াটি লিখ।

ii) তড়িৎ বিশ্লেষণে কোন প্রকারের তড়িৎপ্রবাহ ব্যবহার করা হয়?

iii) পিতলের উপর সোনার এবং পিতলের উপর সিলভারের তড়িৎ লেপন করতে ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কী ব্যবহার করা হয়?

iv) ৫টি তীব্র ও ৫টি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লিখ।

ⅴ) তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়?

vi) অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড ও অ্যানোড়ে কী কী বিক্রিয়া সংঘটিত হয়?

vii) অ্যানোড মাড কী?

অধ্যায়-11

পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন

সম্ভাব্য প্রশ্নাবলি

i) কিপযন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম লিখ। গ্যাসটি প্রস্তুতির শর্ত, প্রয়োজনীয় উপাদান ও সমিত রাসায়নিক সমীকরণ লেখো। গ্যাসটি কীভাবে সংগ্রহ করা হয় উল্লেখ করো।

11) নাইট্রোজেন প্রস্তুতির সমিত সমীকরণ ও শর্ত লিখ।

iii) প্রমাণ কর যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির।

iv) ইউরিয়া শিল্প উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলির নাম ও বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখ। ইউরিয়ার দুটি ব্যবহার উল্লেখ কর।

V) স্পর্শ পদ্ধতিতে সালফার ডাই অক্সাইড থেকে সারফার ট্রাই অক্সাইডে শিল্প উৎপাদনের শর্তসহ সমিত রাসায়নিক সমীকরণ লেখ। উৎপন্ন SO3 থেকে কীভাবে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়? ওলিয়াম কী?

Ⅵ) নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে কী ঘটে লিখ।

a) আম্লিক K2Cr2O7  জলীয় দ্রবণে H2S  চালনা করা হল। 

b) CuSO4 এর জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমান জলীয় NH3 যোগ করা হল। 

c) AICI3 এর জলীয় দ্রবণে NH3 এর জলীয় দ্রবণ যোগ করা হল।

d) CuSO4 এর মধ্যে H₂S ঢালনা করা হল। 

e) N2 বন্ধনের সময় বিদ্যুৎপাত সংগঠিত হল।

f) নেসলার বিকারকের সঙ্গে NH3 এর বিক্রিয়া ঘটানো হল।

g) AgNO3 এর জলীয় দ্রবণে H2S গ্যাস ঢালনা করা হল।

h) উচ্চ উচ্চতায় Mg এর সাথে N2 এর বিক্রিয়া ঘটানো হল।

ⅰ) FeCI3 ও AICI3 দ্রবণকে NH3 এর জলীয় দ্রবণের সহিত বিক্রিয়া ঘটানো হল।

1) NaOH ও H2S এর বিক্রিয়া ঘটানো হল।

k) 1100°C উষ্ণতায় উত্তপ্ত CaC2 এর ওপর দিয়ে N2 gas ঢালনা করা হল।  

1) NH3 কে বায়ুর O2 দ্বারা জারণ ঘটিয়ে কীভাবে NO উৎপাদন করা হয়? অনুঘটকের  নাম ও শর্ত উল্লেখ সহ লেখ। বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণও লেখ।

অধ্যায়-12

ধাতুবিদ্যা

সম্ভাব্য প্রশ্নাবলি
i) Al, Cu, Fe, Zn এর একটি করে ব্যবহার ও আকরিকের নাম লিখ।

ii) ধাতু সংকর কী? কাঁসা, পিতল, দস্তায় কী কী ধাতু বর্তমান?

iii) ZnO থেকে কীভাবে Zn ধাতু পাওয়া যায়? (বিক্রিয়া-সহ)

iv) CuSO4 এর জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কী হয়? ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও এটি একটি জারণ-বিজারণ বিক্রিয়া।

ⅴ) কোন মৌলের অ্যানায়ন লোহায় মরিচা পড়াকে ত্বরান্বিত করে?

Vì) কোন অক্সাইডের আস্তরণ দ্বারা জলীয় বাষ্পের আক্রমণ থেকে সুরক্ষা পাওয়া যায়?

vii) ZnS-কে জিঙ্কের খনিজ ও আকরিক দুই বলা হয় কেন?

viii) কোন ধাতু, ধাতুটির অক্সাইডের কার্বন বিজারণ দ্বারা প্রস্তুত করা হয়?

1x) থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রণের উৎপন্নের বিক্রিয়াটি, সমিত সমীকরণ লেখ। এই বিক্রিয়া থেকে ধাতুদের সক্রিয়তা শ্রেণিতে Cu ও Fe এর আপেক্ষিক অবস্থান সম্বন্ধে কী জানা যায়? মরিচা রোধের দুটি উপায় লিখ। 

x) খনিজ ও আকরিকের মধ্যকার পার্থক্য লিখ।

xi) সব আকরিক-ই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়- উক্তিটি ব্যাখ্যা কর। মরিচার রাসায়নিক নাম ও সংকেত লিখ।

অধ্যায়-13
 জৈব রসায়ন

সম্ভাব্য প্রশ্নাবলি

1) নীচের কার্যকরী গ্রুপগুলির নাম লিখ।

a) –CHO 

b) ═C=0

c) -COOH 
d) –CH3

ii) IUPAC নাম লিখ।

a) CH3CH₂CH₂OHН

ь) CH3CH₂СНО

c) CH3CH₂COOH 

D) HC = CH 
e) CH3 -CH=CH- CH3 

iii) PVC পুরো নাম কী? PVC ও টেফলনের মনোমার কী?

iv) ডিনেচর্ড স্পিরিট কী? 4 টি সম্পৃক্ত হাইড্রোকার্বনের নাম ও সংকেত লিখ।

v) CH4 এর সঙ্গে H2 এর যুতবিক্রিয়ার শর্ত ও সমীকরণ লিখ।

vi) LPG এর মূল উপাদান কী?

vii) পলি টেট্রাফ্লুরো ইথিলিনের একটি ব্যবহার লিখ।

viii) কী ঘটে লিখ-

a) C2H5OH এর সঙ্গে ধাতব Na এর বিক্রিয়া ঘটানো হল।

b) CH3COOH এর সঙ্গে জলীয় NaHCO3 এর বিক্রিয়া ঘটানো হল।

c) CH3COOH এর সঙ্গে জলীয় NaOH এর বিক্রিয়া ঘটানো হল।

d) CH4 কে O2 এ দহন করা হল।

ix) একটি জৈব যৌগ যার সংকেত C2H4O2। যা জলে দ্রাব্য এবং এর জলীয় দ্রবণে NaHCO3 যোগ করা হলে CO2 বের হয়। যৌগটি সনাক্ত কর। ঐ যৌগটির সাথে C2H5OH এর বিক্রিয়া হলে কী ঘটবে লেখ।

x) A ও B দুটি পরমাণু যুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন Br₂ এর সাথে বিক্রিয়ায় A তে অণুপ্রতি ১ অনু এবং B তে অণুপ্রতি ২ অনু Br, যুক্ত হয়। A ও B এর গঠন সংকেত লেখ। A এর সাথে Na এর বিক্রিয়ায় কী ঘটবে? সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখ।

xi) দুটি ভিন্ন জৈব যৌগ A ও B এর একটি আণবিক সংকেত C₂H6O সম্পন্ন। Aএর সাথে Na এর বিক্রিয়ায় H2 উৎপন্ন হয় কিন্তু B এর সাথে উৎপন্ন হয় না। A ও B সনাক্ত কর। A ও B এর বিক্রিয়াটি লিখ।

xii) সমগণীয় শ্রেণি কী? উদাহরণ দাও।

xiii) বায়োডিগ্রেডেবল ও নন-বায়ো ডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও।

xiv) অজৈব থেকে জৈব যৌগ এর একটি উদাহরণ দাও।

xv) প্রোপালেন ও বিউটানোন- এর সংকেত লিখ।

xvi) সম্পৃক্ত ও অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং জৈব ভঙ্গুর ও অজৈব ভঙ্গুর পলিমারের মধ্যে দুটি করে পার্থক্য লিখ।

xvii) কীভাবে পরিবর্তন করবে?

a) CH3CH₂OH → CH₂ = CH₂ 

b) CH₂CH₂OH →C2H5 -O- C2H5 

xviii) CH3OH CH3COOH এর ২টি করে ব্যবহার লিখ।

xix) আলেয়া কী ব্যাখ্যা দাও।

xx) কার্বনের ক্যাটিনেশন ধর্ম কী? মিথেনের বন্ধন কোণের মান কত?

xxi) অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকাইনের সাধারণ সংকেত কী? প্রত্যেক গোত্রের সর্বপ্রথম যৌগের নাম লিখ।


উচ্চমাধ্যমিক সাজেসন

Chemistry – রসায়ন : Set 01

Chemistry – রসায়ন : Set 02

(১) কেলাসাকার কঠিন কি ও এর বৈশিষ্ট্য লেখো। কেলাসাকার কঠিনের শ্রেনিবিন্যাস করো।

(২) কেলাস, কেলাস জালক ও একক কোশ কি? একক কোশের প্রকারভেদ।

(৩) সরল ঘনকাকার একক কোশের প্যাকিং দক্ষতা নির্নয় করো।

(৪) পৃষ্ঠ কেন্দ্রিক একক কোশের প্যাকিং দক্ষতা নির্নয় করো।

(৫) দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোশের প্যাকিং দক্ষতা নির্নয় করো। 

(৬) কেলাসের ঘনত্ব নির্নয়ের সূত্রটি লেখো।

(৭) সটকি ত্রুটি ও ফ্রেংকেল ত্রুটি কি? উদাহরণ দাও এবং সটকি ত্রুটি ও ফ্রেংকেল ত্রুটির মধ্যে পার্থক্য লেখো।

(৮) F-সেন্টার কি? একে বর্ন বিন্দু বলা হয় কেন?

(৯) p-type ও n-type অর্ধপরিবাহী কি? উদাহরণ দাও। 

(১) সংজ্ঞা এবং গানিতিক রূপ:- (i) নরম্যালিটি, (ii) মোলারিটি (iii) মোলালিটি (iv) মোল-ভগ্নাংশ।

(২) মোলার দ্রবন এবং মোলাল দ্রবনের মধ্যে পার্থক্য।

(৩) তরলে গ্যাসের দ্রাব্যতা সমূহের উপর প্রভাবকারী বিষয় সমূহ। হেনরির সুত্রটি ব্যাখা করো।

(৪) তরলের বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সুত্র।

(৫) আদর্শ দ্রবন কি? বৈশিষ্ট্য লেখো। আদর্শ এবং অনাদর্শ দ্রবনের মধ্যে পার্থক্য লেখো।

(৬) অনাদর্শ দ্রবনের ধনাত্মক ও ঋণাত্মক বিচ্যুতির উদাহরণ দাও।

(৭) আ্যজিওট্রপিক মিশ্রন কি? উদাহরণ দাও।

(৮) সংখ্যাগত ধর্ম কি? সংখ্যাগত ধর্মের বৈশিষ্ট্য।

(৯) দেখাও যে, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন একটি সংখ্যাগত ধর্ম। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সুত্রটি প্রতিষ্ঠা করো। 

(১০) দ্রবনের স্ফুটনাঙ্ক সংক্রান্ত রাউল্টের সুত্র গুলো লেখো।

(১১) দ্রবনের হিমাঙ্ক অবনমন সংক্রান্ত রাউল্টের সুত্রটি লেখো।

(১২) অভিস্রবন চাপ কি? অভিস্রবন চাপ সংক্রান্ত ভ্যান্টহপের সূত্রগুলো লেখো। অভিস্রবন চাপ সংক্রান্ত ভ্যান্টহপের সমীকরণটি প্রতিষ্ঠা করো। বিপরীত অভিস্রবন কি?

(১৩) আইসোটনইক, হাইপারটনিক ও হাইফোটনিক দ্রবন কি উদাহরণ সহ ব্যাখা দাও।

(১৪) ভ্যান্ট হফ গুনক কি? ভ্যান্ট হফ গুনক ও দ্রাবের বিয়োজন এবং সংযোজন মাত্রার মধ্যে সম্পর্ক লেখো।

(১) গ্যালভানীয় কোশ এবং তড়িদবিশ্লেষ্য কোশের মধ্যে পার্থক্য লেখো। 

(২) লবন সেতু কি? লবন সেতুর বৈশিষ্ট্য লেখো।

(৩) তড়িদ্বারবিভব কি? তড়িদ্বারবিভব সংক্রান্ত নার্নস্টের সমীকরণটি লেখো। তড়িদ্বারবিভবের মান কি কি বিষয়ের উপর নির্ভর করে। 

(৪) প্রমান তড়িদ্বারবিভব কি? প্রমান হাইড্রোজেন তড়িদ্বার বিভব কি।

(৫) গ্যালভানীয় তড়িৎচালক বল ও গিবস মুক্ত শক্তির মধ্যে সম্পর্ক লেখো।

(৬) ফ্যারাডের তড়িদবিশ্লেষ্য সূত্রটি লিখ। তড়িৎ রাসায়নিক তুল্যঙ্ক কি?

(৭) আপেক্ষিক পরিবাহীতা কি? মোলার পরিবাহীতা কি? আপেক্ষিক পরিবাহীতা ও মোলার পরিবাহীতার পার্থক্য লেখো।

(৮) মৃদ্যু তড়িদবিশ্লেষ্যর বিয়োজন মাত্রা ও বিয়োজন ধ্রুবক নির্নয় করো। 

(১) রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া হার বা গতিবেগ কি? বিক্রিয়া হারের প্রকারভেদ ও একক লেখো।

(২) প্রারম্ভিক বিক্রিয়া হার কি? 

(৩) বিক্রিয়া হার সমীকরণ ও বিক্রিয়ার হার ধ্রুবক কি?

(৪) হার ধ্রুবকের বৈশিষ্ট্য লেখো। বিক্রিয়া-হার ও হার-ধ্রুবকের মধ্যে পার্থক্য লেখো।

(৫) মৌলিক ও জটিল বিক্রিয়া কি? উদাহরণ দাও।

(৬) আনবিকতা কি? আনবিকতার বৈশিষ্ট্য লেখো। 

(৭) শূন্য ক্রম বিক্রিয়ার সমাকলিত রূপটি লেখো। শূন্য ক্রম বিক্রিয়া সম্পন্ন হতে প্রয়োজনীয় সময় ও শূন্য ক্রম বিক্রিয়ার অর্ধায়ু।

(৮) প্রথম ক্রম বিক্রিয়ার সময়ের সঙ্গে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের সম্পর্ক লেখো। প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক কি?

(৯) প্রমান করো প্রথম ক্রম বিক্রিয়া কখনো সম্পন্ন হয় না।

(১০) ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া কি? উদাহরণ দাও। 

(১১) আরহেনিয়সের সমীকরণটি লেখো।

(১২) সক্রিয়করন শক্তি কি?

(১) অধিশোষন প্রক্রিয়ায় সিস্টেমের মুক্ত শক্তির পরিবর্তন, এনট্রপির পরিবর্তন ও এনথ্যালপির পরিবর্তন লেখো।

(২) ভৌত অধিশোষন কি? 

(৩) প্রকৃত দ্রবন, কোলয়ডীয় দ্রবন ও প্রলম্বনের মধ্যে পার্থক্য লেখো।

(৪) দ্রাবক আকর্ষী ও দ্রাবক বিকর্ষী কোলয়ড কি? উদাহরণ দাও। 

(৫) মিসেল কি?

(৬) পেপটাইজেশন বা অপলয়ন কি?

(৮) টিন্ডাল প্রভাব কি? টিন্ডাল প্রভাব দ্বারা প্রকৃত দ্রবন ও কোলয়ডীয় দ্রবন শনাক্তকরণ।

(৯) স্বর্ন সংখ্যা কি? উদাহরণ দাও।

(১০) শুলজে হার্ডি নিয়মটি ব্যাখা করো। 

(১) অ্যাসিড বেসিমার পদ্ধতিতে লোহা বিশুদ্ধিকরণের সংশ্লিষ্ট রাসায়নিক বিক্রিয়াগুলি লেখো।

(২) সারপেক পদ্ধতিতে বক্সাইট থেকে বিশুদ্ধ অ্যালুমিনা প্রস্তুতির পদ্ধতি সংশ্লিষ্ট সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

(৩) হল-হেরোঁ’ পদ্ধতিতে বিশদ্ধৃ অ্যালমিুনা থেকে অ্যালমিুনিয়াম নিষ্কাশন কীভাবে করা হয়?

(৪) স্পাইজেল কি? এর কাজ লেখো।

(৫) হাইড্রোমেটালার্জি ও পাইরোমেটালার্জি কাকে বলে?

(৬) বায়ার পদ্ধতিতে বক্সাইট থেকে বিশুদ্ধ অ্যালুমিনা প্রস্তুতিকরণের বিক্রিয়াগুলি লেখো।

(৭) বিগালক কি? একটি আমলিক ও একটি ক্ষারীয় বিগালকের উদাহরণ দাও। (ii) লোহা নিষ্কাশনে ক্ষারকীয় বিগালক ব্যবহৃত হয়, কিন্তু তামা নিষ্কাশনের ক্ষেত্রে আম্লিক বিগালক ব্যবহৃত হয় কেন?

(৮) কপার পাইরাইটস থেকে কপার নিষ্কাশন–(i) বিভিন্ন ধাপের বিক্রিয়া (তাপজারণ প্রক্রিয়া,বিগলন প্রক্রিয়া,স্বত:বিজারণ প্রক্রিয়া), (ii) ম্যাট কি?, (iii) ব্লিস্টার কপার কি?, (iv) পোলিং কি? (v) কোক চূর্ণ ও সিলিকার ভূমিকা?, (vi) অ্যানোড মাড কি?

(৯) পার্থক্য লেখো– (i) ভস্মীকরণ ও তাপজারণ, (ii) খনিজ ও আকরিক, (iii) ধাতুমল ও খনিজমল।

(১) সালফার ডাইঅক্সাইডের জলীয় দ্রবণে ক্লোরিন গ্যাস চালনা করলে কী ঘটে সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

(২) সাদা ফসফরাসকে কষ্টিক সোডার দ্রবণ সহযোগে ফোটালে কী ঘটে সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

(৩) হিলিয়াম কোনও যৌগ তৈরি করে না কেন?

(৪) মিশ্র অক্সাইডের একটি উদাহরণ দাও। এটিকে মিশ্র অক্সাইড বলা হয় কেন?

(৫) H₂SO₃ এর গঠন আঁকো।

(৬) রাসায়নিকভাবে HN₃ এবং NH₃ এর মধ্যে পার্থক্য কীভাবে নিরূপণ করবে।

(৭) কীভাবে PCI3 এর আর্দ্রবিশ্লেষণ ঘটে?

(৮) SO₂ এর জলীয় দ্রবশের সঙ্গে H₂S-এর বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণটি লেখো এবং এই বিক্রিয়ায় বিক্রিয়ক দুটির ভূমিকা (জারক/ বিজারক) কী লেখো।

(৯) ক্লোরিন গ্যাসকে উত্তপ্ত ঘন KOH দ্রবণে চালনা করলে কী ঘটে শমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

(১০) অক্সিজেনে পটাশিয়ামের দহনে উৎপন্ন অক্সাইডটির সংকেত কী?

(১১) হাইড্রোজেন হ্যালাইডগুলির তাপীয় সুস্থিতির ক্রমটি লেখো।

(১২) আর্দ্র ক্লোরিন শুষ্ক রঙিন বস্তুকে বিরঞ্জিত করতে পারে কিন্তু শুষ্ক ক্লোরিন পারে না কেন ব্যাখ্যা করো। SO₂ এর গঠন লেখো এবং এটি ধ্রুবীয় না অধ্রুবীয় তা কারণসহ বলো। অক্সিজেন ও সালফারের বহুরূপগুলির মধ্যে সুস্থিত পরাচৌম্বক বহুরূপটির নাম ও সংকেত লেখো।

(১৩) সালফার ট্রাইঅক্সাইড গ্যাস গাঢ় সালফিউরিক অ্যাসিডে চালনা করলে কি ঘটে তা শমিত সমীকরণসহ বিবৃত করো।

(১৪) সাধারণভাবে শ্রেণি 15 -এর মৌলগুলির প্রথম আয়নায়ন এনথ্যালপির মান শ্রেণি 16 -এর মৌলগুলির এই মান অপেক্ষা বেশি-ব্যাখ্যা করো।

(১৫) (i)ফ্লুরিনের ঋণাত্মক ইলেকট্রন-গ্রহণ এনথ্যালপি ক্লোরিনের থেকে কম এবং তা সত্ত্বেও এটি ক্লোরিনের থেকে বেশি শক্তিশালী জারক। ব্যাখ্যা করো। (ii) সাদা ফসফরাসকে কস্টিক সোডার দ্রবণে ফোটালে কী ঘটে? শমিত রাসায়নিক সমীকরণসহ লেখো। (iii) N₂O ও NO₂ অণুর মধ্যে কোনটি বেশি ধ্রুবীয়? ব্যাখ্যা করো।

(১৬) কী ঘটে শমিত সমীকরণসহ লেখো:(i) কপার পাইরাইটসকে বায়ুতে উত্তপ্ত করা হল এবং উৎপন্ন গ্যাসকে ব্রোমিনের জলীয় দ্রবণে চালনা করা হল। (ii) উত্তপ্ত তামার উপর দিয়ে নাইট্রিক অ্যাসিডের বাষ্প চালনা করা হল। (iii) তরল অ্যামোনিয়ায় ক্যালশিয়াম দ্রবীভূত করে দ্রবণটিকে বাষ্পীভূত করা হল।

(১৭) ফ্লুরিন কোনো অক্সিঅ্যাসিড তৈরি করে না কেন? (ii) সংশ্লিষ্ট, হ্যালাইড লবণে ঘন সালফিউরিক অ্যাসিড যোগ করে HI ও HBr তৈরি করা যায় না কেন?

(১৮) NCl3 ও PCl3 এদের আর্দ্রবিশ্লেষণ ভিন্ন প্রকৃতির হয় কেন?

(১৯) NF3 আর্দ্রবিশ্লেষিত হয় না কেন?

(২০) R3P=O এর অস্তিত্ব আছে কিন্তু R3N=O এর অস্তিত্ব নেই কেন? (ii)নাইট্রোজেন +5 জারণ অবস্থা প্রদর্শন করলেও পেন্টাহ্যালাইড গঠন করে না কেন?

(১) প্রাসিওডিমিয়ামের ইলেকট্রন বিন্যাস প্রত্যাশামত 4f²5d¹6s² না হয়ে, 4f³6s² হয় কেন? (ii) অ্যাক্টিনয়েডগুলিতে কোন্ জারণ স্তর সচরাচর দেখা যায়?

(২) কী ঘটে সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো। (i) CuSO, এর জলীয় দ্রবণে পটাশিয়াম আয়োডাইড যোগ করা হল। (ii) KMnO4 -কে তীব্রভাবে উত্তপ্ত করা হল।

(৩) Cu+ আয়নটির চুম্বকীয় চরিত্র কী?

(৪) ত্রিযোজী ল্যান্থানয়েড আয়নগুলির মধ্যে কোনটির আকার সর্বোচ্চ?

(৫) Eu এবং Ce-এর মধ্যে কোনটির +2 জারণ স্তর দেখায়?

(৬) জলীয় দ্রবণে Cu+ আয়ন সুস্থিত নয় কেন ব্যাখ্যা করো। (ii) KCl এবং K₂Cr₂O7 -এর কঠিন মিশ্রণকে গাঢ় সালফিউরিক অ্যাসিড সহযোগে উত্তপ্ত করলে কী ঘটে তা বিবৃত করো। সমিত রাসায়নিক সমীকরণ দাও। 

(৭) (i) Na₂[FeO4]-এ অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা লেখো। [Fe-এর পারমাণবিক সংখ্যা 26] (ii) Nb এবং Ta-এর যৌগগুলির মধ্যে রাসায়নিক সাদৃশ্যের কারণ ব্যাখ্যা করো।

(৮) অনুঘটকরূপে কাজ করে এরূপ একটি সন্ধিগত ধাতব মৌলের অক্সাইডের নাম ও সংকেত লেখো।

(৯) একটি সবুজ বর্ণের ক্রোমিয়াম অক্সাইড (A)-কে KOH এবং KNO3 সহযোগে গলিত করা হলে হলুদ বর্ণের যৌগ (B) উৎপন্ন হয়। (B)-এর জলীয় দ্রবণকে লঘু H₂SO₄ দ্বারা অম্লীকৃত করলে কমলা বর্ণের যৌগ (C) উৎপন্ন হয়। (B) এবং (C) -কে শনাক্ত করো এবং সংশ্লিষ্ট বিক্রিয়াগুলির সমিত রাসায়নিক সমীকরণ লেখো।

(১০) La(OH)3 এবং Lu(OH)3 এর মধ্যে কোনটি অধিকতর ক্ষারকীয় এবং কেন?

(১১) MnO2 কে KOH ও KNO₃ সহযোগে গলিত করলে উৎপন্ন Mn- এর যৌগে Mn -এর জারণ সংখ্যা কত হবে?

(১২) d ব্লক মৌলগুলির সাধারণ ইলেকট্রন বিন্যাসটি কী? (ii) TiCl₂ পরাচুম্বকীয় (paramagnetic) কিন্তু TiO₂ অপরাচুম্বকীয় (diamagnetic) কেন?

(১) Co(NH3)5 Br(SO4) সংকেতযুক্ত একটি জটিল যৌগের জলীয় দ্রবণ AgNO3 এর জলীয় দ্রবণের সঙ্গে বিক্রিয়ায় খুব সহজেই হলদেটে সাদা অধঃক্ষেপ দেয়। জটিল যৌগটির গঠন সংকেত লেখো এবং সংশ্লিষ্ট বিক্রিয়াটি উল্লেখ করো।

(২) যুগ্ম লবন কি? উদাহরণ দাও।

(৩) [Cu(NH3)4]2+ আয়নটি রঙিন, কিন্তু [Cu(CN)4]³- আয়নটি বর্ণহীন কেন ব্যাখ্যা করো।

(৪) [Co(NH3) Cl₂]CI-এর কতগুলো সমবায়ব সম্ভব সেগুলির গঠন আঁকো।

এই টপিক থেকে কোন প্রকার সাজেশন হয় না তোমরা যত বিক্রিয়া প্র্যাকটিস করবে ততই লাভবান হবে। তবুও তোমাদের পরীক্ষা প্রস্তুতি যাতে আরো দৃঢ় হয় সেজন্য কতকগুলি গুরুত্বপূর্ণ Name Reaction এর সাজেশন দেওয়া হয়েছে‌।

(১) হান্সডিকার বিক্রিয়া

(২) ফিংকেলস্টেইন বিক্রিয়া

(৩) সোয়ার্টস বিক্রিয়া

(৪) ডার্জেন বিক্রিয়া

(৫) স্যান্ডমায়ার বিক্রিয়া

(৬) গ্যাটারম্যান বিক্রিয়া

(৭) শীম্যান বিক্রিয়া

(৮) ভার্জ বিক্রিয়া

(৯) উর্জফিটিগ বিক্রিয়া

(১০) ফিটিগ বিক্রিয়া

(১১) উলম্যান বিক্রিয়া

(১২) ব্যুঁভো ব্ল্যাঙ্ক বিজারন

(১৩) এস্টারফিকেশন বিক্রিয়া

(১৪) রাইমার টিম্যান বিক্রিয়া

(১৫) কোলবে স্লিট বিক্রিয়া

(১৬) উইলিয়ামসন সংশ্লেষন

(১৭) লেডেরার ম্যানাসে বিক্রিয়া

(১৮) স্টিফেন পদ্ধতি

(১৯) রোজেনমান্ড বিজারন

(২০) ফ্রিডেল ক্র্যাফটস বিক্রিয়া

(২১) সটেন-বোমান বিক্রিয়া

(২২) রেশিগ পদ্ধতি

(২৩) সরেট পদ্ধতি

(২৪) ওয়াকার পদ্ধতি

(২৫) ইটার্ড পদ্ধতি

(২৬) ডাও পদ্ধতি

(২৭) অক্সো পদ্ধতি

(২৮) গ্যাটারম্যান কচ আ্যলডিহাইড সংশ্লেষন

(২৯) গ্যাটারম্যান আ্যলডিহাইড সংশ্লেষন

(৩০) পিনাকল পিনাকোলন পুনর্বিন্যাস

(৩১) ফ্রাইস পুনর্বিন্যাস

(৩২) বায়ার ভিলিগার বিক্রিয়া

(৩৩) ক্লিমেনসন বিজারন

(৩৪) উলফকিশনার বিজারন

(৩৫) আ্যলডল কনডেনশেষন

(৩৬) ক্যন্নিজারো বিক্রিয়া

(৩৭) মিশ্র ক্যন্নিজারো বিক্রিয়া

(৩৮) আন্তঃআনবিক ক্যন্নিজারো বিক্রিয়া

(৩৯) টিশেংকো বিক্রিয়া

(৪০) পলিমারিজেশন

(৪১) ভিটিগ বিক্রিয়া

(৪২) পার্কিন বিক্রিয়া

(৪৩) আর্নড ইস্টার্ট বিক্রিয়া

(৪৪) স্মিড বিক্রিয়া

(৪৫) কোলবে ইলেকট্রোলিসিস বিক্রিয়া

(৪৬) HVZ বিক্রিয়া

(৪৭) কার্বিন আ্যমিন বিক্রিয়া

(৪৮) মুলিকেন বার্কার পরীক্ষা

(৪৯) হফম্যান অবনমন

(৫০) হফম্যান মাস্টারওয়েল বিক্রিয়া

(৫১) গ্যাব্রিয়েন বিক্রিয়া

(৫২) ক্লেইসন স্মিট বিক্রিয়া

(৫৩) বেঞ্জোয়েন কনডেনশেষন

(৫৪) সাবানীভবন বিক্রিয়া

(৫৫) সলমেট বিক্রিয়া

(৫৬) ফ্রিডেল ক্র্যাফটস বিক্রিয়া

Physics – পদার্থবিদ্যা : Set 01

1. আধানের কোয়ান্টয়ন বলতে কি বোঝ?

2. আধানের তলমাত্রিক ঘনত্বের সংজ্ঞা দাও। ইহার একক ও মাত্রা লেখ?

3. তড়িৎপর্দা কাকে বলে? এর ব্যবহার লেখ?

4. কুলম্বের সূত্রটি বিবৃত কর। ইহার ভেক্টর রূপটি লেখ।

5. তড়িৎ ভেদ্যতার সংজ্ঞা দাও। ইহার একক ও মাত্রা লেখ ইহার মান লেখ।

6. পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে।

7. তড়িৎ দ্বিমেরু কাকে বলে? তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলে? ইহার একক ও মাত্রা লেখ।

৪. কোন তড়িৎ দ্বিমেরুর অক্ষস্থিত কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবাল্য নির্ণয় কর।

9. কোন তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডক এর ওপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবাল্য নির্ণয় কর।

10. তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞা দাও। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞা দাও। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক এবং মাত্র লেখ?

11. তড়িৎ বিভবের সংজ্ঞা দাও। ইহার রাশিমালা প্রতিষ্ঠা কর। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং তড়িৎ বলের সম্পর্ক প্রতিষ্ঠা কর।

12. তড়িৎ স্থিতিশক্তি বলতে কী বোঝো। তড়িৎ স্থিতিশক্তির রাশিমালা প্রতিষ্ঠা কর।

13. গাউসের উপপাদ্যটি বিব্রত কর। গাউসের উপপাদ্যের সাহায্যে অসীম দৈর্ঘ্য সম্পন্ন আহিত পরিবাহীর জন্য উহার নিকটে কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের

14. তড়িৎ ফ্লাক্স এর সংজ্ঞা দাও। একক এবং মাত্রা লেখ।

15. রাশিমালা নির্ণয় কর।

16. গাউসের উপপাদ্যের সাহায্যে কোন বিন্দু আধানের জন্য নিকটবর্তী কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবাল্য নির্ণয় কর।

17. গাউসের উপপাদ্যের সাহায্যে গোলকের ভিতর, বাইরে এবং উহার ওপরে অবস্থিত কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করা

18. সমবিভব তল কাকে বলে? ইহার বৈশিষ্ট্য গুলি লেখ। প্রমাণ কর সমবিভব তল তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে লম্বভাবে ছেদ করে।

19. তড়িৎ বলরেখার সংজ্ঞা দাও? ইহার বৈশিষ্ট্য গুলি লেখ।

20. বিভিন্ন আধানের ক্ষেত্রে তড়িৎ বলরেখার চিত্র অঙ্কন কর। তড়িৎ ফ্লাক্স বলতে কী বোঝ? তড়িৎ ফ্লাক্স ঘনত্ব কাকে বলে?

21. ধারক কাকে বলে? ইহার মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?

22. ধারকত্বের সংজ্ঞা দাও? ইহার একক ও মাত্রা লেখ?

23. 1 F এর সংজ্ঞা দাও? 1 F এবং 1 statt F এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা কর।

24. কোন ধারকে সঞ্চিত স্থিতিশক্তির রাশিমালা প্রতিষ্ঠা কর।

25. দুটি আহিত বস্তুকে তাপ দিয়ে সংযোগ করলে উহাদের সাধারণ বিভাবে রাশিমালা প্রতিষ্ঠা কর।

26. ধারক এর শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্বের রাশি মালা প্রতিষ্ঠা কর।

27. ধারক এর সমান্তরাল সমবায়ের তুল্য ধারকত্বের রাশি মালা প্রতিষ্ঠা কর।

28. সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা প্রতিষ্ঠা কর।

29. কোন গোলিও ধারকের ধারকত্বের রাশিমালা এবং ব্যাসার্ধ এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা কর।

30.কোন সমান্তরাল পাত ধারকের শক্তি ঘনত্বের রাশিমালা প্রতিষ্ঠা কর।

31. দুটি আহিত বস্তুর মধ্যে আধান বন্টনের জন্য উহাদের সাধারণ বিভাবের রাশি মালা প্রতিষ্ঠা কর।

1. তড়িৎ আধান ও তড়িৎ প্রবাহমাত্রা বলতে কী বোঝো?ইহাদের একক ও মাত্রা লেখো।

2. তড়িৎচালক বলের সংজ্ঞা দাও? তড়িৎ বিভবের সংজ্ঞা দাও তড়িৎচালক বল এবং তড়িৎ বিভবের মধ্যে পার্থক্য লেখ?

3. প্রাথমিক কোষ এবং গৌণকোষ কাকে বলে। উদাহরণ দাও প্রাথমিক কোষ এবং গৌণ কোষের মধ্যে পার্থক্য লেখ।

4. ওহমের সূত্রটি বিবৃত কর? ওহমিও এবং অ-ওহমিয় পরিবাহী বলতে কী বোঝো। উদাহরণ দাও এবং ইহাদের লেখচিত্র দেখাও।

5. রোধের সংজ্ঞা দাও? রোধের মান কোন কোন বিষয়ের উপর কীভাবে নির্ভর করে?

6. রোধাঙ্কের সংজ্ঞা দাও ইহার একক এবং মাত্রা লেখ?

7. তামার রোধাঙ্ক 8.9 x 10 -4 S.I Unit বলতে কী বোঝো? তড়িৎ পরিবাহিতাঙ্ক কাকে বলে?

৪. উষ্ণতার ওপর রোধের মান কিভাবে পরিবর্তিত হয়? গাণিতিকভাবে দেখাও। রোধের উষ্ণতার গুণকের সংজ্ঞা এবং সমীকরণ দাও?

9. রোধের শ্রেণী এবং সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান নির্ণয় কর।

10. সান্ট কাকে বলে? ইহার প্রয়োজনীয়তা কি? গাণিতিক বিশ্লেষণের সাহায্যে সান্ট এর রাশিমালা নির্ণয় করো।

11. তড়িৎ কোষের সমান্তরাল সমবায় তড়িৎ প্রবাহমাত্রার রাশিমালা নির্ণয় কর এবং প্রবাহ মাত্রা সর্বোচ্চ হওয়ার শর্ত প্রতিষ্ঠা কর।

12. অ্যামিমিটার এবং ভোল্টমিটার কাকে বলে? ইহাদের পার্থক্য লেখ? আদর্শ অ্যামিমিটার ও ভোল্টমিটারের রোধ কত হয়?

13. কাশ্যপের বা কির্ণফএর সূত্র দুটি বিবৃত কর? ইহা কোন কোন রাশির সংরক্ষণ নীতি কে বিবৃত করে?

14. হুইটস্টোন ব্রিজের চিত্রসহ বর্ণনা কর এবং ইহার প্রতিমিত অবস্থার শর্ত প্রতিষ্ঠা কর।

15. মিটার ব্রিজের কার্যনীতি বর্ণনা কর।

16. পোটেনশিওমিটার বলতে কী বোঝো? ইহার ব্যবহার কি।

17. ইহার সাহায্যে কিভাবে কোন তড়িৎ কোষের তড়িৎচালক বল নির্ণয় করা যায় তাহা চিত্রসহ আলোচনা কর।

18. পোটেনশিওমিটারের সাহায্যে কিভাবে কোন তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় করা যায় তাহা দেখাও।

19. পোটেনশিওমিটার সুবেদিতা বলতে কী বোঝো?

20. তড়িৎচালক বল কেন ভোল্টমিটার দিয়ে পরিমাপ করা সম্ভব নয়?

21. তড়িৎপ্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি বিবৃত কর?

22. ভোল্টেজ রেটিং এবং ওয়াট রেটিং বলতে কী বোঝো? ইহার গুরুত্ব কি?

23. BOT এর সংজ্ঞা দাও? 1 BOT = কত জুল?

24. ফিউজ কি? ফিউজ তারের বৈশিষ্ট্য কি? ফিউজ এর প্রয়োজনীয়তা কি?

25. কোন শর্তে একটি তড়িৎ কোষ বহিবর্তনীতে সর্বোচ্চ ক্ষমতা প্রদান করতে পারে এবং লেখচিত্র অঙ্কন করো।

26. নষ্ট ভোল্ট কাকে বলে? রাশিমালা দাও।

27. অভ্যন্তরীণ রোধ কাকে বলে? ইহার মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে।

28. বিচলন বেগ বা অনুপ্রবাহ বেগের সংজ্ঞা দাও? ইহার রাশি মালা প্রতিষ্ঠা কর।

29. ইলেকট্রনের সচলতা বলতে কী বোঝো? ইহার একক ও মাত্র লেখ।

30. তড়িৎ প্রবাহমাত্রা ঘনত্ব কাকে বলে? সমীকরণ দাও?

31. ওহমের সূত্রের ভেক্টর রূপটি প্রতিষ্ঠা কর।

32. বিশ্রাম কাল (relaxation time) এর সংজ্ঞা দাও?

33. কার্বন রোধক কাকে বলে? Colourcide of carbon resistance আলোচনা কর।

1. বায়ো সাভার্ট সূত্রটি বিবৃত করো এবং ইহার ভেক্টর রূপ দেখাও।

2. বায়ো স্যাভার্ট সূত্রের সাহায্যে কিভাবে অসীম দৈর্ঘ্য সম্পন্ন কোন দীর্ঘ পরিবাহীর নিকটে কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করা হয় তাহা রাশিমালা প্রতিষ্ঠা করো।

3. বায়ো স্যাভার্ট সূত্রের সাহায্যে বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা প্রতিষ্ঠা করো।

4. বায়ো স্যাভার্ট সূত্রের সাহায্যে বৃত্তাকার পরিবাহীর অক্ষ স্থিত কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা নির্ণয় করো।

5. অ্যাম্পিয়ারের বদ্ধ পথ সূত্রটি বিবৃত করো।

6. অ্যাম্পিয়ারের সূত্রের সাহায্যে কোন অসীম দৈর্ঘ্য সম্পন্ন পরিবাহীর সন্নিকটে কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা প্রতিষ্ঠা করো।

7. অ্যাম্পিয়ারের সূত্রের সাহায্যে কোন সলিনয়েড এর অক্ষস্থিত কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা প্রতিষ্ঠা করো।

৪. অ্যাম্পিয়ারের সূত্রের সাহায্যে কোন টরয়েড এর অক্ষস্থিত কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা প্রতিষ্ঠা করো।

9. কোন চৌম্বক ক্ষেত্রের মধ্যে আধান গতিশীল হলে উহার ওপর প্রযুক্ত বলের রাশিমালা লেখ এবং ইহা কখন সর্বোচ্চ হবে।

10. লোরেজ বলের রাশিমালা লেখ।

11. ফ্লেমিং এর বাম হস্ত সূত্রটি বিবৃত করো।

12. কোন সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে আয়তকার পরিবাহীর ওপর প্রযুক্ত টর্কের রাশিমালা প্রতিষ্ঠা কর এবং ইহার একটি দেখাও।

13. চৌম্বক ক্ষেত্রে কোন পরিবাহীর ওপর প্রযুক্ত বলের রাশিমালা প্রতিষ্ঠা করো।

14. দুটি সমান্তরাল তড়িৎবাহী পরিবাহী তারের মধ্যে ক্রিয়াশীল বলের রাশিমালা নির্ণয় কর এবং এখান থেকে এক অ্যাম্পিয়ার সংজ্ঞা দাও।

15. গ্যালভানোমিটার কাকে বলে ইহা কয় প্রকার ও কি কি? প্রতিটির সংক্ষিপ্ত বর্ণনা দাও।

16. কিভাবে একটি গ্যালভানোমিটার কে অ্যামিমিটারে রূপান্তর করা যায় তা দেখাও।

17. কিভাবে একটি গ্যালভানোমিটার কে ভোল্ট মিটারে রুপান্তরিত করা যায় তা দেখাও।

18. অ্যামিটার এবং ভোল্টমিটারের এর পার্থক্য লেখ।

19. চৌম্বক বলরেখার সংজ্ঞা দাও। বৈশিষ্ট্য গুলি লেখ।

20. চৌম্বক দ্বিমেরু বলতে কী বোঝো। চৌম্বক দ্বিমেরু ভ্রামক কাকে বলে? ইহার একক মাত্র লেখ। এবং দিক লেখ।

22. দেখাও যে একটি সলিনয়েড চৌম্বক দত্তের মত আচরণ করে।

23. একটি বৃত্তাকার তড়িৎ পরিবাহীর চৌম্বক দ্বিমেরু ভ্রামকের রাশিমালা কত।

24. বৃত্তাকার পথে আবর্তনরত কোন আধানের চৌম্বক দ্বিমেরু ভ্রামক এর রাশিমালা নির্ণয় কর।

25. বোর ম্যাগনেটন কাকে বলে ইহার রাশিমালা লেখো এবং মান লেখ।

26. সংজ্ঞা দাও: চৌম্বক দ্বিমেরু, চৌম্বক দ্বিমেরু ভ্রামক, চৌম্বক সহনশীলতা, চুম্বক ধারণ ক্ষমতা, চুম্বক কোন মাত্রা, চৌম্বক প্রবণতা, চৌম্বক ভেদ্যতা, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা, পরা চুম্বক পদার্থ, তিরশ চৌম্বক পদার্থ, অয়শ চুম্বক পদার্থ, কুরি বিন্দু, হিস্টোরিসিস, নতি কোণ বা বিনতি কোণ, চ্যুতি কোণ বা বিচ্যুতি কোণ, ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ, ভূচৌম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ, উদাসীন বিন্দু, অনু চুম্বক।

27. চৌম্বক প্রবণতা এবং আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা কর।

28. হিস্টোরিসিস লেখচিত্রটি অঙ্কন কর।

29. পরা চুম্বক, তিরশ চুম্বক এবং আয়োশ চুম্বক এর মধ্য পার্থক্য লেখ।

30. কোন চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটি আধান প্রবেশ করলে উহার ওপর প্রযুক্ত বল শূন্য হয়। এখান থেকে কি আমরা সিদ্ধান্তে আসতে পারি আধানটির গতিবেগ শূন্য? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।

31. সাইক্লোট্রন কম্পাঙ্ক কাকে বলে? ইহার রাশিমালা প্রতিষ্ঠা কর।

32. পিচ কাকে বলে? ইহার রাশিমালা প্রতিষ্ঠা কর।

33. প্রমাণ কর চৌম্বক বল একটি কার্যহীন বল।

34. 1 টেসলার সংজ্ঞা দাও?

35. চল কুণ্ডলী এবং চলচুম্বক গ্যালভানোমিটার এর মধ্যে পার্থক্য লেখ।

1. তড়িৎ চুম্বকীয় আবেশ কাকে বলে?

2. আবিষ্ট তড়িচ্চালক বল এবং আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রার সংজ্ঞা দাও?

3. ফ্যারাডের সূত্র দুটি বিবৃত কর। এবং ব্যাখ্যা কর।

4. লেঞ্জের সূত্রটি বিব্রত কর।

5. শক্তির সংরক্ষণ সূত্র থেকে লেঞ্জের সূত্রটি প্রতিষ্ঠা কর। 6. লেজের সূত্র থেকে শক্তির সংরক্ষণ সূত্র ব্যাখ্যা কর।

7. চৌম্বক কাকে বলে ইয়ার একক ও মাত্রা রেখো।

৪. স্বাবেশ কাকে বলে। স্বাবেশ গুণাঙ্ক এর সংজ্ঞা দাও। কুন্ডলীর সাবেশাঙ্ক ওয়ান হেনরি বলতে কী বোঝো?

9. কোন কুন্ডলীর সাবেশাঙ্ক ওয়ান হেনরি বলতে কী বোঝো?

10. কোন সলিনয়েডের স্বাবেশ গুনাঙ্কের রাশিমালা নির্ণয় কর।

11. পারস্পরিক আবেশ কাকে বলে? পারস্পরিক আবেশ গুণাঙ্ক এর সংজ্ঞা দাও।

12. কোন সাবেশ কুন্ডলীর শক্তির রাশিমালা প্রতিষ্ঠা কর।

13. পরিবর্তিত তড়িৎ প্রবাহ মাত্রা বলতে কী বোঝো?

14. A.C এর রাশিমালা প্রতিষ্ঠা কর।

15. ডায়নামোর কার্যনীতি চিত্রসহ বর্ণনা কর। 16. মোটরের কার্যনীতি চিত্রসহ বর্ণনা কর।

17. মোটর এবং ডায়নামোর পার্থক্য লেখ।

18. ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম কি লেখ?

19. আবেশীন কুন্ডলী কাকে বলে? চিত্রসহ দেখাও।

20. ঘূর্ণি প্রবাহ কাকে বলে? ইহা কিভাবে উৎপন্ন হয়? ইহার অসুবিধা কি? ইহার ব্যবহারিক প্রয়োগ লেখ?

21. স্পন্দকের সংজ্ঞা লেখো? ইহার ব্যবহার লেখ।

22. ট্রান্সফরমার কাকে বলে। ইহা কয় প্রকার ও কি কি? ইহার ব্যবহার এবং কার্যনীতি লেখো।

23. R.M.S প্রবাহ এবং R.M.S তড়িচ্চালক বল বলতে কী বোঝো?

24. আর এম এস প্রবাহ এবং শীর্ষ মনের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা কর।

25. ২২০ ভোল্ট DC অপেক্ষা ২২০ ভোল্ট AC বেশি বিপদজনক কেন?

26. আকৃতি গুণক কাকে বলে?

27. ক্ষমতা গুণাঙ্ক এর সংজ্ঞা দাও?

28. একটি বিশুদ্ধ রোধক বর্তনী আলোচনা কর।

29. একটি বিশুদ্ধ ধারক বর্তনী আলোচনা কর।

30. একটি বিশুদ্ধ আবেশক বর্তনী আলোচনা কর।

31. অনুনাদ বলতে কী বোঝো। ইহার শর্ত লেখ।

32. ধরোকী প্রতিরোধ এবং আবেশী প্রতিরোধ কাকে বলে ইহাদের রাশিমালা লেখ।

1. সরণ প্রবাহ কাকে বলে? ইহার রাশিমালা লেখ? ইহার প্রয়োজনীয়তা কি?

2. তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সংজ্ঞা লেখ?

3. তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য গুলি লেখ।

4. তড়িৎ চুম্বকীয় বর্ণালী বলতে কী বোঝো। প্রতিটির নাম লেখ। প্রতিটির উৎস ব্যবহার এবং তরঙ্গদৈর্ঘ্য, কম্পাঙ্ক এর মান এবং বেশি কম লেখ।

5. পয়েন্টিং ভেক্টর বলতে কী বোঝো? ইহার রাশিমালা লেখো।

1. সংজ্ঞা দাও: আলোর প্রতিফলন, নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন, প্রতিবিম্ব, সদ বিশ্ব, অসদ বিশ্ব, উত্তল দর্পণ, অবতল দর্পণ, বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ, ফোকাস বিন্দু, ফোকাস দূরত্ব, দর্পনের উন্মেষ, গৌণ ফোকাস, দর্পনের মেরু, ফোকাস তল। 2. প্রমাণ কর কোন বক্র দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের অর্ধেক।

3. সমতল দর্পণে প্রতিবিম্ব গঠন চিত্রসহ দেখাও এবং এর বৈশিষ্ট্য লেখ।

4. নিয়মিত এবং বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য লেখ।

5. প্রতিবিম্ব কাকে বলে? ইহা কয় প্রকার ও কি কি? প্রতিটি সংজ্ঞা দাও? উদাহরণ দাও?সদবিশ্ব এবং অসদ বিশ্বের পার্থক্য লেখ।

6. কোন দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব (u), প্রতিবিম্ব দূরত্ব (v) এবং ফোকাস দূরত্বের (f) মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা কর।

7. উত্তল দর্পণ কর্তৃক প্রতিবিম্ব গঠন চিত্রসহ বর্ণনা কর।

৪. অবতল দর্পণ কর্তৃক বস্তুর বিভিন্ন অবস্থানে প্রতিবিম্ব গঠন চিত্রসহ আলোচনা কর, (6 টি case)।

9. কিভাবে একটি গোলীয় দর্পণ অসৎ বস্তুর সদ প্রতিবিম্ব গঠন করতে পারে তাহা চিত্রসহ দেখাও।

10. গোলীয় দর্পণের ব্যবহার গুলি আলোচনা করো।

11. গোলীয় দর্পণের চিহ্নের নিয়ম গুলি লেখ। নিউটনের সমীকরণ প্রতিষ্ঠা কর।

12. কিভাবে উত্তল, অবতল এবং সমতল দর্পণ কে পৃথক করা হয়।

13. কোন গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে উত্তল দর্পণ কেন ব্যবহৃত হয়?

14. গোলীয় অপেরণ কাকে বলে? ইহা প্রতিকারের উপায় লেখো।

15. প্রতিফলনের সূত্র গুলি বিব্রত কর।

16. পার্শ্বয় পরিবর্তন বলতে কী বোঝো চিত্রসহ কারণ ব্যাখ্যা কর।

17. বিবর্ধনের সংজ্ঞা দাও? রৈখিক বিবর্ধন, ক্ষেত্র বিবর্ধন, কৌণিক বিবর্ধন এবং অনুদৈর্ঘ্য বিবর্ধন এর সংজ্ঞা ও সমীকরণ দাও।

18. সংজ্ঞা দাও: (i) প্রতিসরণ, (ii) প্রতিসরাঙ্ক, (iii) পরম প্রতিসরাঙ্ক, (iv) আপেক্ষিক প্রতিসরাঙ্ক, (v)সংকট কোণ, (vi) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, (vii) মাধ্যমের আলোকীয় ঘনত্ব, (viii) আলোক বাহী তক্ত, (ix) প্রিজম, (x) পাতলা প্রিজম, (xi) পূর্ণ প্রতিফপ্রিজম, (xi) যুগ্মপ্রিজম (xii) আলোকীয় পথ

19. আলোর প্রতিসরণের সূত্র দুটি বিবৃত কর।

20. স্নেলের সাধারণ সূত্রটি বিবৃত কর এবং প্রতিষ্ঠা কর।

21. প্রতিসরণের ক্ষেত্রে ক্ষেত্রে আলোকরশ্মির চ্যুতিকনের রাশিমালা নির্ণয় কর।

22. পরম প্রতিসরাঙ্ক এবং আপাত প্রতিসরাঙ্কের মধ্যেও সম্পর্ক প্রতিষ্ঠা কর।

23. প্রতিসরাঙ্ক এবং আলোকরশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি?

24. প্রতিসরাঙ্কের সঙ্গে আলোক রশ্মির বেগের সম্পর্ক লেখ।

25. অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এর শর্ত লেখো।

26. সংকট কোন এবং প্রতিসরাঙ্কের সম্পর্ক প্রতিষ্ঠা কর।

27. কোন সমান্তরাল কাচের স্লাবের মধ্যে আলোকরশ্মির প্রতিসরণের ফলে পার্শ্বসরণের রাশিমালা প্রতিষ্ঠা কর।

28. আলোকবাহী তক্তর ব্যবহার লেখ।

29. আলোক বাহী তক্তর সুবিধা গুলি লেখ।

30. বস্তু ঘন মাধ্যমে এবং চোখ লঘু মাধ্যমে থাকলে আপাত গভীরতা এবং প্রকৃত গভীরতা মধ্য সম্পর্ক প্রতিষ্ঠা কর।

31. বস্তু লঘু মাধ্যমে এবং চোখ ঘন মাধ্যমে থাকলে আপাত গভীরতা এবং প্রকৃত গভীরতা মধ্য সম্পর্ক প্রতিষ্ঠা কর।

32. নিউ প্রতিসরাঙ্ক যুক্ত কোন মাধ্যমের মধ্যে কোন আলোক উৎস h গভীরতায় থাকলে, ওই মাধ্যমে তল দিয়ে, যে বৃত্তাকার পথে আলোকরশ্মি নির্গত হবে তাহার ব্যাসার্ধ নির্ণয় কর।

33. আকাশে নক্ষত্র গুলি ঝিকিমিকি করে কেন? 34. অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এবং সাধারন প্রতিফলন এর পার্থক্য লেখ।

35. হীরকের উজ্জ্বলতার কারণ কি?

36. মরীচিকা কি? চিত্রের সাহায্যে মরুভূমিতে মরীচিকা ব্যাখ্যা কর। 37. লেন্স কাকে বলে? ইহার প্রকারভেদ গুলি লেখ।

38. সংজ্ঞা লেখ: প্রধান অক্ষ, পাতলা লেন্স, মোটা লেন্স, বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ, আলোককেন্দ্র, মুখ্যপ্রকাশ, প্রথম মুখ্য ফোকাস, দ্বিতীয় মুখ্য ফোকাস, ফোকাস দূরত্ব, ফোকাস তোল, উন্মেষ,

39. উত্তল এবং অবতল লেন্সের ক্ষেত্রে u,v এবং f এরমধ্য সম্পর্ক প্রতিষ্ঠা কর।

40. অবতল লেন্সের পতিম্বের গঠন চিত্রসহ বর্ণনা কর।

41. উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তুর বিভিন্ন অবস্থানে (6 অবস্থান) প্রতিবিম্ব গঠন চিত্রসহ আলোচনা কর।

42. লেন্সের ক্ষেত্রে নিউটনের সমীকরণটি প্রতিষ্ঠা কর।

43. বিভিন্ন প্রকারের বিবর্তনের সংজ্ঞা দাও।

44. লেন্সের ক্ষমতার সংজ্ঞা দাও? ইহার সমীকরণ দাও? ক্ষমতার একক লেখ। ওয়ান D এর সংজ্ঞা দাও।

45. দুটি লেন্সকে পাশাপাশি রাখলে তুল্য ফোকাস দূরত্বের রাশি মালা প্রতিষ্ঠা কর।

46. লেন্স নির্মাতার সূত্রটি লেখ এবং প্রতিষ্ঠা কর।

47. দেখাও যে উত্তর লেন্স দ্বারা সদ বিশ্ব গঠনের ক্ষেত্রে বস্তু ও পর্দার মধ্যে ন্যূনতম দূরত্ব লেন্সের ফোকাস দৈর্ঘ্যের চারগুণের সমান।

48. প্রমাণ কর যে লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় প্রত্যেকবারই প্রতিবিম্ব গঠিত হলে, লেন্সের ফোকাস দৈর্ঘ্য [f = D2 – X2/ 4D] যেখানে লেন্স দুটির অবস্থানের মধ্য দূরত্ব x এবং বস্তু ও পর্দার মধ্যে দূরত্ব D।

49. লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় দুটি প্রতিবিম্ব পাওয়া গেলে, প্রমাণ কর u= v এবং v₁ = u₂

50. লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য গঠিত পর্দায় প্রতিবিম্ব দুটির আকার যদি d₁ ও d₂ হয় তবে বস্তুর আকার d=√d₁d₂, প্রমাণ কর।

51. প্রমাণ কর যে লেন্সের দুটি ভিন্ন অবস্থানে প্রতিবিম্বের বিবর্তন m1 এবং m₂ হলে লেন্সের ফোকাস দূরত্ব F=x/(m₂ – m1) যেখানে লেন্স দুটির অবস্থানে মধ্যে দূরত্ব।

52. কখন একটি উত্তল লেন্স অবতল লেন্সের ন্যায় আচরণ করবে।

53. আলোর বিচ্ছুরণ কাকে বলে এর কারণ লেখ।

54. আলোর বিক্ষেপণ বলতে কী বোঝো? বিক্ষেপণ সংক্রান্ত রেলের সূত্রটি লেখ?

55. রামন ক্রিয়া কাকে বলে? ইহার বৈশিষ্ট্য গুলি লেখ। ইহার গুরুত্ব লেখো।

56. কৌণিক বিচ্ছুরণের সংজ্ঞা দাও এবং সমীকরণ দাও।

57. বিচ্ছুরণ ক্ষমতার সংজ্ঞা দাও এবং সমীকরণ দাও।

58. বন্যা প্রেরণ কাকে বলে

59. প্রিজমের ক্ষেত্রে চুতি কোণের রাশিমালা প্রতিষ্ঠা কর।

60. চুতি কোণের সঙ্গে আপাতন কোণের লেখচিত্র অঙ্কন কর এবং এখান থেকে ন্যূনতম চ্যুতিকনের শর্ত প্রতিষ্ঠা কর।

61. প্রিজম কোন, প্রিজমের প্রতিসরাঙ্ক এবং ন্যূনতম চুতি কোণের মধ্যেও সম্পর্ক প্রতিষ্ঠা কর।

62. পাতলা প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণের রাশিমালা প্রতিষ্ঠা কর।

63. একটি প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য প্রিজম কোণের সীমান্ত মানের রাশিমালা প্রতিষ্ঠা কর।

64. একটি প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য আপতন কোণের সীমান্ত মানের রাশিমালা প্রতিষ্ঠা কর।

65. পূর্ণ প্রতিফলন প্রিজমের সাহায্যে কিভাবে একটি আলোকরশ্মির 0,90 এবং 180 চ্যুতিকন ঘটনা সম্ভব তাহা চিত্রসহ দেখাও।

66. পূর্ণ প্রতিপোলক প্রিজমের সুবিধা ও অসুবিধা গুলি লেখ।

67. মানব চক্ষুর উপযোজন এবং অভিযোজন ক্ষমতা বলতে কী বোঝো।

68. দ্বিনেত্র দৃষ্টি বলতে কী বোঝো? ইহার সুবিধা লেখ।

69. নিকট বিন্দু, দূরবিন্দু এবং দৃষ্টিপাল্লা বলতে কী বোঝো। দৃষ্টি নিবন্ধ বলতে কী বোঝো। 70. দীর্ঘ দৃষ্টিজনিত ত্রুটি কাকে বলে? ইহার কারণ কি? প্রতিকারের উপায় লেখ।

71. নিকট দৃষ্টি জনিত ত্রুটি কাকে বলে? ইহার কারণ কি? প্রতিকারের উপায় লেখ।

72. স্বল্প দৃষ্টি জনিত ত্রুটি কাকে বলে। ইহার প্রতিকারের উপায় লেখ। বাইফোকাল লেন্স বলতে কী বোঝো।

73. ত্রুটি কাকে বলে। কারণ ও প্রতিকার লেখ।

74. সরল অণুবীক্ষণ যন্ত্র কার্যনীতি চিত্রসহ লেখ এবং ইহার বিবর্ধনের রাশিমালা প্রতিষ্ঠা কর।

75. যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের কার্যনীতি চিত্রসহ বর্ণনা করো রাশিমালা প্রতিষ্ঠা কর।

76. সরল অণুবীক্ষণ যন্ত্র এবং যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের ব্যবহার লেখো।

77. নভোবিক্ষণ যন্ত্রের ক্ষেত্রে অসীম দূরত্বে ফোকাসিং এবং স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে ফোকাশিং এর পরিষ্কার চিত্র অঙ্কন কর এবং প্রতিক্ষেত্রে বিবর্ধনের রাশিমালা প্রতিষ্ঠা কর।

78. তরঙ্গমুখ কাকে বলে? কয় প্রকার ও কি কি? প্রতিটি চিত্র অঙ্কন কর।

79. হাইগেনের নীতিতে বিবৃত কর।

80. হাইগেনের নীতির সাহায্যে আলোর প্রতিফলনের সূত্র প্রমাণ কর।

81. হাইগেনের নীতির সাহায্যে আলোর প্রতিসরণের সূত্র প্রমাণ কর।

82 . আলোর ব্যতিচার কাকে বলে? স্থায়ী ব্যতিচারের শর্ত গুলি লেখ।

83. ব্যতিচারের গাণিতিক বিশ্লেষণ এর সাহায্যে গঠনমূলক এবং ধ্বংসাত্মক ব্যতিচার এর শর্ত প্রতিষ্ঠা কর।

84. সুসংহত আলোক উৎস কাকে বলে? ইহা কিভাবে উৎপন্ন করা যায়। 85. দশা পার্থক্য এবং পথ পার্থক্যের মতো সম্পর্ক প্রতিষ্ঠা কর।

86. ব্যতিচার ঝালর এর বেধের রাশিমালা প্রতিষ্ঠা কর।

87. ইয়ং এর দ্বি-রেখা ছিদ্র পরীক্ষাটি জলের মধ্যে করলে ব্যতিচার ঝালরের কি পরিবর্তন হবে?

88. অপবর্তন কাকে বলে? ইহা কয় প্রকার ও কি কি? প্রতিটির সংজ্ঞাসহ উদাহরণ দাও?

89. বিশ্লেষণী সীমার সংজ্ঞা দাও? বিশ্লেষণি ক্ষমতা বলতে কি বোঝো।

90. অণুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে বিশ্লেষণী ক্ষমতা রাশিমালা লেখ এবং প্রতিটি পদ ব্যাখ্যা কর।

91. নভোবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে বিশ্লেষণই ক্ষমতার রাশিমালা লেখ এবং প্রতিটি পদ ব্যাখ্যা কর।

92. সমাবর্তন কাকে বলে?

93. সমাবর্তন তল এবং কম্পন তল এর সংজ্ঞা দাও? ইহাদের মধ্যবর্তী কোণ কত?

94. সমাবর্তন কোণের সংজ্ঞা দাও?

95. অসবর্তিত আলো এবং সমবর্তিত আলো বলতে কী বোঝো?চিত্রসহ দেখাও।

96. ব্রুস্টারের সূত্র বিবৃত কর এবং প্রমাণ কর।

97. মেলাসের সূত্রটি বিবৃত কর?

98. দ্বি প্রতিসরণ কাকে বলে? ইহার সাহায্যে কিভাবে অসমবর্তিত আলোকে সমবর্তিত করা যায়?

99. ধনাত্মক কেলাস এবং ঋণাত্মক কেলাস সংজ্ঞা ও উদাহরণ দাও।

100. আলোক অক্ষ কাকে বলে? এক অক্ষ ও দ্বি অক্ষ কেলাস সংজ্ঞাসহ উদাহরণ দাও।

101. দ্বিবর্ণ কেলাস কাকে বলে? উদাহরণ দাও?

102. পোলারয়েড কাকে বলে ইয়ার ব্যবহার করে লেখ?

103. ব্যতিচার এবং অপবর্তনের মধ্যে পার্থক্য লেখ।

1. সংজ্ঞা দাও: আলোক তড়িৎ ক্রিয়া, আলোক তড়িৎ প্রবাহ মাত্রা, কার্য অপেক্ষক, সূচনা কম্পাঙ্ক, নিভৃতি বিভব, আলোক তড়িৎ কোষ, সৌর কোষ

2. আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য গুলি লেখ।

3. আলোক তড়িৎ কোষের ব্যবহার গুলি লেখ।

4. আইনস্টাইনের আলোকে তড়িৎ সমীকরণটি লেখ।

5. কিভাবে কোয়ান্টাম তথ্যের সাহায্যে আলোক তড়িৎ ক্রিয়ার মূল বৈশিষ্ট্য গুলি ব্যাখ্যা করা যায় তাহা আলোচনা কর।

6 . ফোটন কাকে বলে? ইহার বৈশিষ্ট্য গুলি লেখ?

7. ডি ব্রগলির প্রকল্প বিবৃত কর?

৪. পদার্থ তরঙ্গ কাকে বলে?

9. পদার্থ তরঙ্গ এবং আলোক তরঙ্গের মধ্যে পার্থক্য কি।

10. একটি গতিশীল কণার বেগ যদি আলোর বেগের কাছাকাছি হয় তাহলে কণাটির ডি ব্লগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে?

11. ডেভিসন গার্মার পরীক্ষা থেকে কি সিদ্ধান্তে উপনীত হওয়া যায়? বস্তু তরঙ্গ কি তড়িৎ চুম্বকের তরঙ্গ? ব্যাখ্যা কর?

12. এক্স রশ্মি উৎপাদন এবং আলোক তড়িৎ ক্রিয়ায় ইলেকট্রন নিঃসরণ পরস্পর বিপরীত ঘটনা- এইরূপ উক্তির যথার্থতা ব্যক্ত কর?

13. ফটো ইলেকট্রনের গতিশক্তি এবং নিভৃতি বিভবের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা কর।

14. আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত লেখচিত্র গুলি অঙ্কন কর।

15. লেখচিত্র এর সাহায্যে আইনস্টাইনের সমীকরণ প্রকাশ করো, এবং এখান থেকে প্ল্যাঙ্কের ধ্রুবক কিভাবে নির্ণয় করা যায় দেখাও।

16. আপাতিত আলোকরশ্মি তীব্রতা বাড়ালেও আলোক তড়িৎ ক্রিয়ার নিঃসৃত ইলেকট্রন গুলির গতিশক্তি বাড়ে না। কারণ ব্যাখ্যা কর।

17. একটি প্রোটন ও একটি ইলেকট্রনের গতিশক্তি সমান। কার ক্ষেত্রে ডি ব্লগলি তরঙ্গদৈর্ঘ্য বেশি?

18. একটি প্রোটন এবং একটি ইলেকট্রনের ডি ব্লগলি তরঙ্গদৈর্ঘ্য সমান। কার গতিশক্তি বেশি?

19. একটি ইলেকট্রনের গতিশক্তি কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস হলে ইলেকট্রনটির ডি ব্লগলি তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক হয়ে যাবে?

1. পরমাণু মডেল সম্পর্কিত বোররের স্বীকার্যগুলি বিবৃত কর?

2. ডি ব্লগলি প্রকল্প থেকে বোরের কোয়ান্টাম শর্তটি প্রতিপন্ন করো?

3. রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি উল্লেখ কর?

4. বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা লেখ?

5. বোরের স্বীকার্য গুলি থেকে হাইড্রোজেনের বর্ণালী রেখার উৎপত্তি ব্যাখ্যা কর?

6. n-তম কক্ষ করতে আবর্তনরত কোন ইলেকট্রনের ক্ষেত্রে (ⅰ) কক্ষপথের ব্যাসার্ধ, (ii) কক্ষীয় বেগ (iii) কম্পাঙ্ক এবং পর্যায় কাল (iv) গতিশক্তি এবং স্থিতি শক্তি (v) মোট শক্তির রাশিমালা নির্ণয় কর।

7. কোমল এবং কঠিন X- রশ্মি কাকে বলে? ইহাদের প্রকৃতি কিরূপ?

8. X-রশ্মির ধর্ম গুলি লেখ?

9. X- রশ্মির ব্যবহার গুলি লেখ?

10. নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি এবং বৈশিষ্ট্য মূলক এক্স রশ্মি বলতে কী বোঝো?

11. মোজলের সূত্রটি বিবৃত কর। ইহার গুরুত্ব লেখো।

12. সংজ্ঞা দাও: পারমাণবিক ভর একক, আইসোটোপ, আইসোবার, আইসোটোন, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, নিউক্লিয় বন্ধন শক্তি, নিউক্লিয় বল, ভর ত্রুটি, তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয় মৌল, তেজস্ক্রিয় সমস্থানিক, আলতা কোন, বিটা কোন, গামা রশ্মি, তেজস্ক্রিয় বিঘটন ধ্রুবক, অধ্যায়ু বা অর্ধ জীবনকাল, গড় আয়ু, সক্রিয়তা, নিউক্লিয় বিক্রিয়া, কৃত্রিম বা আবিষ্ট তেজস্ক্রিয়তা, নিউক্লিয় বিভাজন, সন্ধি আঁকার, শৃংখল বিক্রিয়া, মডারেটর, নিউক্লিয় সংযোজন, তাপীয় নিউট্রন, কৃত্রিম মৌলান্তর, প্রান্ত ভর্তি বিক্রিয়া, বিঘটন শক্তি

13. নিউক্লিয় সংযোজন এর শর্ত গুলি লেখ?

14. তেজস্ক্রিয় আইসটোপের ব্যবহারগুলি লেখ।

15. নিউক্লিয় বলের বৈশিষ্ট্য গুলি লেখ।

16. তেজস্ক্রিয় বিঘটনের সূচকীয় সূত্রটি বিবৃত কর। ইহার রাশিমালা প্রতিষ্ঠা কর

17. অর্ধ জীবনকাল এবং গড়ায়ুর রাশিমালা প্রতিষ্ঠা কর। ইহাদের সম্পর্ক লেখো

18. তেজস্ক্রিয়তার একক গুলি সংজ্ঞা সহ লেখ।

19. আলফা বিঘটন সূত্রটি বিবৃত কর?

20. β -বিঘটন সূত্রটি বিবৃত কর?

21. আলফা, ẞ এবং গামা রশ্মির বৈশিষ্ট্য গুলি লেখ? এবং ইহাদের পার্থক্য লেখ।

22. নিউক্লিয়াসের ব্যাসার্ধের রাশিমালা প্রতিষ্ঠা কর এবং এখান থেকে ঘনত্বের মান নির্ণয় কর

23. তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য গুলি লেখ।

24. পরমাণুর ভর সংখ্যার সাথে কণা প্রতি নিউক্লিও বন্ধন শক্তির পরিবর্তন এর লেখচিত্রটি অঙ্কন কর এবং ওই লেখচিত্রে সুস্থির এবং অস্থির অঞ্চল দুটি চিহ্নিত কর।

25. নিউক্লিয় বন্ধন শক্তি এবং ভর ত্রুটির মধ্যে সম্পর্ক কি।

26. পারমাণবিক রিয়েক্টর বলতে কী বোঝো। ইহা কি কাজে ব্যবহৃত হয়।

27. নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজন এর পার্থক্য লেখ।

1. অর্ধপরিবাহী কাকে বলে? ইহার বৈশিষ্ট্য লেখ?

2 . পরিবাহী অন্তরক এবং অর্ধপরিবাহীর মধ্যে পার্থক্য লেখ।।

3. একটি অর্ধপরিবাহীর রোধ তাপমাত্রা সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়?

4. শক্তি পটির চিত্রের সাহায্যে অর্ধপরিবাহী পরিবাহী এবং অন্তরকের পার্থক্য দেখাও।

5. অদ্ধপরিবাহীর ডোপিং বলতে কী বোঝো?

6. এন টাইপ এবং পি টাইপ পদ্মপরিবাহী বলতে কী বোঝো প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও।

7. N- টাইপ এবং P- টাইপ অর্ধপরিবাহীর পার্থক্য লেখ।

৪. বিশুদ্ধ অর্ধপরিবাহী কাকে বলে? কিভাবে ইহাকে N- টাইপ এবং P- টাইপ অর্ধপরিবাহীতে রূপান্তরিত করা হয়?

9. দাতা পরমাণু এবং গ্রহীতা পরমাণু বলতে কী বোঝো?

10. ফার্মি শক্তি স্তর কাকে বলে? N- টাইপ এবং P- টাইপের ক্ষেত্রে চিত্র দেখাও?

11. নিঃশেষিত অঞ্চল কাকে বলে? এর সঙ্গে বায়াস বিভবের সম্পর্ক কি?

12. P-N সংযোগ ডায়োডের সংজ্ঞা দাও? ইহার প্রতীক চিহ্ন অঙ্কন কর।

13. অর্ধপরিবাহী ডায়োডের সম্মুখবর্তী বায়াস কাকে বলে?চিত্র অঙ্কন কর এবং বৈশিষ্ট্য মূলক লেখচিত্র অঙ্কন কর?

13. একটি P-N সংযোগ ডায়োড কে কিভাবে পূর্ণ তরঙ্গ একমুখী কারক হিসেবে ব্যবহার করা যায় তাহা আলোচনা কর।

14. অর্ধপরিবাহী ডায়োডের বৈশিষ্ট্য লেখ অঙ্কন কর।

15. একটি P-N সংযোগ ডায়োডের সাহায্যে কিভাবে অর্ধতরঙ্গ একমুখী কারক হিসেবে ব্যবহার করা যায় তাহা চিত্রসহ আলোচনা কর।

16. বায়াসিং কাকে বলে? P-N ডায়োডের সম্মুখ বায়স ও বিপরীত বায়াস এর চিত্র অঙ্কন কর? 17. জেনার ডায়োড কাকে বলে? ইহার ব্যবহার লেখ? ইহার বৈশিষ্ট্য লেখ অঙ্কন কর? প্রতীক চিহ্ন দেখাও।

18. ফটো ডায়ড কাকে বলে? ইহার বৈশিষ্ট্য লেখ অঙ্কন কর? ইহার প্রতীক অংকন কর? ইহার ব্যবহার লেখ?

19. LED কাকে বলে? ব্যবহার লেখ? প্রতীক চিহ্ন অঙ্কন কর? বৈশিষ্ট্য লেখ অঙ্কন কর।

20. ট্রানজিস্টার কাকে বলে? ইহার মূল কাজ কি?

21.একটি pnp ও npn ট্রানজিস্টরের বর্তনী প্রতীক অঙ্কন কর?

22. চিত্র সহযোগে NPN- ট্রানজিস্টরের গঠন দেখাও

23. একটি ট্রানজিস্টরের প্রবাহ পরিবৃত্তি অনুপাত ৫ বলতে কী বোঝো?

24. একটি ট্রানজিস্টরের ক্ষেত্রে প্রবাহ বিবর্তন গুণক ও বলতে কী বোঝায়?

25. a এবং ẞ মধ্যে সর্ম্পক প্রতিষ্ঠা কর?

26. N-P-N ট্রানজিস্টরের ক্ষেত্রে আউটপুট বৈশিষ্ট্য লেখক অঙ্কন কর এবং বিভিন্ন অংশ চিহ্নিত কর।

27. স্পন্দক বা প্রকম্পনের সংজ্ঞা দাও?

28. পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহীর সংখ্যাগুরু ও সংখ্যালঘু বাহক গুলি কি কি?

29. ট্রানজিস্টার কিভাবে সুইচ এর কাজ করে বর্তনী চিত্রসহ ব্যাখ্যা কর।

30. ফটোডায়ড বিপরীত বায়াসে কাজ করে কেন?

31. বাইনারি থেকে দশমিক সংখ্যার রূপান্তর এবং দশমিক থেকে বাইনারি সংখ্যার রূপান্তরে নিয়ম?

32. বাইনারির যোগ এবং বিয়োগের নিয়ম।

33. নিম্নলিখিত গেট গুলির সংজ্ঞা দাও, প্রতীক চিহ্ন অঙ্কন কর, প্রতিটির সত্যতা সারণি লেখো, প্রতিটির আউটপুট সমীকরণ লেখ? ডায়োড সহযোগে চিত্র – (i) OR (ii) AND (iii) NOT (iv) NOR (v) NAND

34. শুধুমাত্র (i) NOR বা (ii) NAND গেটের সাহায্যে কিভাবে মৌলিক গেট গুলি তৈরি করা যায় তাহা দেখাও।

35. NOR এবং NAND গেটকে বিশ্বজনীন বা সার্বজনীন গেট বলা হয় কেন

36. এনালগ বর্তনী এবং ডিজিটাল বর্তনীর পার্থক্য লেখ।

1. তথ্য সংকেত বলতে কী বোঝো?

2. সঞ্চার পটি কাকে বলে?

3. সঞ্চার ব্যবস্থায় মূল উপাদান গুলি দেখিয়ে একটি সহজ ছক চিত্র অঙ্কন কর।

4. মডুলেশন কাকে বলে? ইহার প্রয়োজনীয়তা কি?

5. বাহক তরঙ্গের পটিবেধ বলতে কী বোঝো?

6. বিস্তার মডুলেশন এর সংজ্ঞা দাও?

7. AM এবং FM এর পার্থক্য লেখ?

৪. অবসর বা নয়েজ কাকে বলে?

9. পৃষ্ঠ তরঙ্গ সহযোগে সঞ্চারের ক্ষেত্রে সমাবর্তন ধর্ম টি ভূমিকা কি?

10. বেতার দিগন্ত কাকে বলে? ইহার রাশিমালা নির্ণয় কর?

11. কোন বার্তাকে সরাসরি সম্প্রচার না করে একটি বাহক তরঙ্গের মাধ্যমে সম্প্রচার করা হয় কেন?

12. ভূমি তরঙ্গের মাধ্যমে বায়ু মন্ডলের মধ্য দিয়ে বেশি দূর পর্যন্ত সঞ্চার সম্ভব হয় না কেন?

13. হর্ষ (short wave) তরঙ্গ সম্প্রচার দিনের তুলনায় রাতে বেশি স্পষ্ট হয় কেন?

14. দেশ তরঙ্গের মাধ্যমে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে সঞ্চার ব্যবস্থার সুবিধা এবং অসুবিধা কি?কিভাবে এই অসুবিধা দূর করা যায়?

15. বেতার তরঙ্গ প্রবাহের ক্ষেত্রে মুখ্য তিনটি পদ্ধতির পার্থক্য উল্লেখ কর। এদের মধ্যে কোন পদ্ধতির সাহায্যে মাইক্রোওয়েভ এর প্রবাহ ঘটে থাকে?

16. আয়ন মন্ডল দেশ তরঙ্গ কে প্রতিফলিত করতে পারে না কেন?

17. এমপ্লিটিউড মডুলেটেড তরঙ্গের একটি পরিষ্কার তরঙ্গ চিত্র অঙ্কন কর? মডুলেশন সূচকের রাশিমালা লেখ? এবং ব্যবহৃত প্রতিটি রাশি উক্ত চিত্রে দেখাও।

18. ভিন্ন ভিন্ন কোন পদ্ধতিতে প্রেরক এন্টেনা থেকে গ্রাহক এন্টেনা দিকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ প্রবাহিত হয় লেখ? মাইক্রোওয়েভ এর একটি প্রধান ব্যবহার উল্লেখ কর?

19. মডেম কাকে বলে? ব্যবহার কি?

20. বেশি দূরবর্তী স্থানে টিভি সম্প্রচারে উপগ্রহ ব্যবহার করা হয় কেন?

21. ডি মডুলেশন বলতে কী বোঝায়? মডুলেশন সূচকের গুরুত্ব কি?

22. একটি টিভি টাওয়ারের উচ্চতা 125 মিটার। টাওয়ারটি থেকে সম্প্রচারিত সংকেত সর্বাধিক কত দূরত্ব পর্যন্ত পাওয়া যাবে নির্ণয় কর।

23. এন্টেনা কি? একটি বাহক তরঙ্গের কম্পাঙ্ক 300 MHz হলে দ্বিমেরু এন্টেনার দৈর্ঘ্য বার কর?

Physics – পদার্থবিদ্যা : Set 02

পরামর্শদাতা: শিক্ষক শ্রী সোমনাথ গুপ্ত, হাটগোবিন্দপুর এমসি হাইস্কুল, পূর্ব বর্ধমান

 
Unit- 1
 
Electro Statics 
 
Marks: 1
 
1. সর্বাপেক্ষা কম তড়িৎ পরিমাণ কত?
2. 4 c.m. ব্যাস যুক্ত একটি গোলীয় পরিবাহীতে 10 e.s.u. আধান দেওয়া হল। ওর তলমাত্রিক ঘনত্ব কত হবে?
3. তড়িৎ দ্বিমেরু অংকের উপর অবস্থিত বিন্দুর মধ্যে ক্ষেত্র প্রাবল্য E হবে=
a) E∝1/r2,b) E∝R^2,c)E∝1/r^3   ,d)E∝r^3 
4. 1 emu= ___ esu আধান
5. একটি  ‘V’  বিভবযুক্ত তলকে তড়িৎ বল রেখা কত কোণে ছেদ করবে?
6. 1F= ___ stat F
7. C ধারকত্ব ও V বিভবযুক্ত পরিবাহীর স্থিতিশক্তি কত?
8. ধারকত্ব কী ধরণের রাশি?
9.V= 4 x2 volt হলে (1m,0,2m) বিন্দুতে ক্ষেত্র প্রাবাল্য কত?
10. যদি স্থির তড়িৎ বিজ্ঞানের ক্ষেত্রে (২২>০) হয় তবে আধান দুটির মধ্যে কী ধরণের বল ক্রিয়া করবে?
 
Marks: 2
1. পরিবাহী শলাকার “তীক্ষ্ণাগ্রের ক্রিয়া” র ব্যাখ্যা-সহ বজ্রবহের কার্যপ্রণালী নির্ণয় কর।
2. 1Q আধানযুক্ত পরিবাহীর মধ্যে কত সংখ্যক প্রাথমিক আধান বর্তমান?
3. তড়িৎ দ্বিমেরু উপর ক্রিয়ারত টর্কের রাশিমালা নির্ণয় কর।
4. বিচ্ছিন্ন ও যুগ্ম আধানের ক্ষেত্রে তড়িৎ বলরেখা গুলির চিত্র অঙ্কন কর।
5. প্রমাণ করো যে ধারকের স্থিতিশক্তি = 1/2 cv2
6. 1μ,2μF এবং 3μ ধারকত্বের তিনটি ধারককে শ্রেণী সমবায়ে যুক্ত করে সমবায়টিতে 1100 volt বিভব পার্থক্য প্রয়োগ করা হলো। প্রত্যেক ধারকের আধান ও বিভব পার্থক্য নির্ণয় করো।
Marks: 3
1. একটি গোলক A কে আর একটি বৃহত্তর ব্যাসার্ধের সংলগ্ন গোলক B দ্বারা সম্পূর্ণ আবৃত করলে প্রমাণ কর যে A গোলকের ধারকত্ব n গুণ বৃদ্ধি পায়। যদি B গোলক এবং A গোলোকের ব্যাসার্ধের অনুপাত হয় n/((n-1) )
2. বিভিন্ন বিভব যুক্ত দুই পরিবাহীর ভিতরের আধান বন্টনের  রাশিমালা নির্ণয় কর।
3. গ্রসের উপপাদ্যটি বিবৃত কর। সুদীর্ঘ ঋজু তারের সন্নিকটস্থ কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় কর।
4. তড়িৎ দ্বিমেরু কাকে বলে? এর অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় কর।
5. 10 cm বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারটি কোণের প্রত্যেকটিতে 20 c ধনাত্মক আধান আছে। বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ও তড়িৎ বিভব নির্ণয় কর।
6. আবেশের সাহায্যে একটি ধাতব বস্তুকে কিভাবে ধনাত্মক আধানে আহিত করবে তা ব্যাখ্যা কর।
 
Unit- 2
 
Current Electricity
 
Marks:1
1. একটি গৌণ কোষ এর সামর্থ্য 30amp-hr এই উক্তির অর্থ কী?
2. Drift velocity এর রাশিমালা টি হল a) Vd=Iη/(α.e) b) Vd=Iα/ηe c) Vd= Ie/ηα d) Vd=I/(η.α.e)
3. মুক্ত e- -এর অনুপ্রবাহের বেগ কত?   n = 8.4×1022 cm3,  j=480 A/cm2
4. A ও Bএর তূল্যরোধ কত?
5. একটি তারকে টেনে লম্বা করলে এর আপেক্ষিক রোধ বাড়বে/কমবে/একই থাকবে?
6. কোন পদার্থের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধ কমে?
7. S.I. পদ্ধতিতে সচলতার একক কী?
8. A ও B-এর মধ্যে রোধ কত হবে?
9.এ ক্ষেত্রে কোনটি ঠিক: T1> T2, T1< T2, T1= T2, T1=2T2
10. কোন উষ্ণতায় ধাতব পরিবাহীর রোধ প্রায় শূন্য হয়ে যায়?
 
Marks: 2
1. প্রাথমিক ও গৌণ কোণ -এর মধ্যে পার্থক্য লেখ।
2. 24 cm. দৈর্ঘ্য,0.003 cm ব্যাস এবং 162 Ω মোট বোধের একটি তারের রোধঙ্ক নির্ণয় কর।
3. একটি Super Conductor-এর নাম লেখ। (উষ্ণতা সহ)
4. বিভব বিভাজক (Potential Divider) কাকে বলে?
5. কির্সফ এর সূত্র দুটি বিবৃত কর।
 
Marks: 3
1.চিত্রে একটি নিস্পন্দ (Balanced) হইটস্টেনে ব্রিজ দেখানো হয়েছে। ‘X’  রোধের মান নির্ণয় কর।
2. একটি ইলেকট্রিক বাতি দিয়ে 2min সময়ে কতগুলি e-  প্রবাহিত হবে? বর্তনীতে তড়িৎ প্রবাহের মান 300mA এবং e- আধান ধরে নাও।
3. এই চিত্রে R- এর মান কত হবে?
4. কোন মিশ্র সমবায় কোশগুলিকে কী রূপে সাজালে বহিবর্তনীতে প্রবাহমাত্রা সর্বোচ্চ হবে?
5. ‘সান্ট’ কী? কোন গ্যালভানোমিটারের রোধ 199Ω কত যুক্ত করলে মূল প্রবাহের 1/200 অংশ গ্যালভানোমিটারে যাবে?
 
Unit: 3
 
Electro-Magnetism, Magnetism
 
Marks: 1
1. 1 e.m.u.=_____________ a.m.p.
2. লোরেঞ্জ বলের রাশিমালা টি লেখ।
3. 1T= 104 Gauss প্রমাণ করো
4. Cyclotron frequency এর রাশিমালা টি লেখ
5. কোন ধরনের তড়িৎ আধানের চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে ?
6. Galvanometer এর লঘুগুণক কী?
7.µr= 1) 1+k, 2)1-k, 3)1+k2, 4)1-k2
8. Diamagnetism এর চৌম্বক গ্রাহীতা (X) কিরূপ?
9. তড়িৎচুম্বক নির্মাণের সর্বকৃষ্ট উপাদান পদার্থ হল 1)ইস্পাত,2) তামা, 3)লোহা,4) অ্যালুমিনিয়াম
10. একটি চুম্বক শলাকা কে অসম চুম্বক ক্ষেত্রে রাখা হল চুম্বকের উপর প্রযুক্ত হবে-1) একটি বল ও শূন্য টর্ক, 2) একটি টর্ক ও শূন্য বল, 3) শূন্য বল ও শূন্য টর্ক, 4) একটি বল ও একটি টর্ক।
 
Marks: 2
1. বায়োসাভার্ট সূত্রের গাণিতিক রূপটি লেখ।
2. বল রেখার ধর্ম গুলি লেখ
3. একটি e^-,▁E=i ̂+2j ̂-8k ̂ volt/m তড়িৎ ক্ষেত্র এবং B ⃗= (2j ̂+3k ̂ )tesla চৌম্বক ক্ষেত্রে (2i ̂+2j ̂ )  m/s বেগ নিয়ে প্রবেশ করলো এর উপর বলের মান নির্ণয় করো
4. ভূচুম্বক ক্ষেত্রের মূল উপাদান গুলি কী কী?
5. চৌম্বক মধ্যরেখার সঙ্গে 450 কোন করে কোন এক বিন্দুতে আপাত বিনতি কোন 300। প্রকৃত বিনতি কোণ কত?
 
Marks:3
1. লম্ব সমদ্বিখন্ডক এর উপর চৌম্বক ক্ষেত্র নির্ণয় কর।
2. অ্যাম্পিয়ারের বদ্ধ পথ সূত্রের প্রয়োগ করে কোন সলিনয়েড চৌম্বক ক্ষেত্র নির্ণয় কর।
3. a)সুষম চৌম্বকক্ষেত্রে রাখা তড়িৎবাহী লুপের উপর টর্ক নির্ণয় কর।
b) পরস্পর চৌম্বকক্ষেত্রের দুটি পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ হলে তাদের মধ্যে কিরূপ বল ক্রিয়া করবে কখন?
4. অয় পরা তির চৌম্বক পদার্থের মধ্যে তিনটি পার্থক্য লেখ।
5. চৌম্বক দ্বিমেরু কাকে বলে? এর মধ্যে ক্রিয়াশীল টর্কের রাশিমালা নির্ণয় করো এবং কৃতকার্যের রাশিমালা টি কে বের কর।
 
Unit:4
 
E.M. Induction, A.C., D.C., Circuit, E.M. Wave
 
Marks:1
1. চৌম্বক প্রবাহ ঘনত্ব (B) হল
a. B=φ/A, b. B=φ.A, c. B=φ.A^2, d. B=φ^2.A    Where, φ=Flux,A=Area
2. টেসলা (T) কী?
3. 1 Oe=?
4. Eddy current কী?
5. স্বাবেশাঙ্ক এর একক কী?
 
Marks: 2
1. 50 cm. লম্বা একটি পরিবাহী AB, B=0.01wb/m2 ক্ষেত্র প্রাবল্য এর ক্ষেত্রে 4m/s বেগে ছুটছে যদি বর্তনীর রোধ 0.1Ω হয় তবে পরিবাহীতে উদ্ভূত বিভব পার্থক্যের উৎপন্ন ক্ষমতা নির্ণয় কর।
2. একটি λ দৈর্ঘ্য বিশিষ্ট তারকে B প্রাবল্য ও চৌম্বক ক্ষেত্রে সমকোণে V বেগে চালনা করলে উৎপন্ন আবিষ্ট তড়িৎ চালকের বলের মান কত হবে?
3. যদি φ=4t^2+6t+5 হয়; তবে t=0.5 sec এ আবিষ্ট প্রবাহ মাত্রার মান কত হবে?
4. D.C. অপেক্ষা A.C. বেশি বিপদজনক কেন?
5. iac=10 Sin(200πt-π/15) এর সর্বোচ্চ প্রবাহ মাত্রার কম্পাঙ্ক কত?
 
Marks: 1
1. কোন ধারকের © ধারকী প্রতিঘাত হল 
a)   1/(w^2 c) , b)  1/(w^2 c^2 ), c)  1/wc , d)  w/c                 w= কৌণিক বেগ
2.Wattless current কী?
3. A.C. ammeter দিয়ে কী পরিমাপ করা হয়?
4. AC এবং DC পরিবাহীর কোনটিতে Ohm’s law প্রযোজ্য?
5. 220 volt -5 cycles পরিবর্তী বিভব-প্রভেদের 300 milli-henry মানের একটি বিশুদ্ধ আবেশক যুক্ত আছে এর প্রতিঘাত (X2) কত?
 
Marks: 3
1. পরিবর্তী প্রবাহের r.m.s. মান বলতে কী বোঝ?
2. বাড়িতে ‘220V-50 Hz’ চিহ্নিত লেন্সের ক্ষেত্রে তাৎক্ষণিক ভোল্টেজ এর রাশিমালা নির্ণয় কর।
3. L-C-R circuit এর ক্ষেত্রে প্রতিরোধ ‘Z’ এর রাশিমালা লেখ।
4. লেঞ্জের সূত্র থেকে শক্তির সংরক্ষণ এর শক্তির সংরক্ষণ সূত্র থেকে প্রথমটি প্রতিষ্ঠা করো।
5. তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র বিবৃত করো। আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ কীরূপে নির্ণয় করবে।
 
Unit: 5 & 6
 
Electromagnetic waves / Others
 
Marks: 1
1. E/B= a) C2, b) √C, c) C, d) C3/2        C= Velocity of light in vaccum
2. 1/√(μ_(0f_0 ) )=?
3. যদি কোন e.m. তরঙ্গের Ey=90 sin(6×10^15 t+2×10^7 x)Vm^(-1) হয় তাহলে কম্পাঙ্ক (n) কত হবে?
4. দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত?
5. গোলীয় লেন্সের ফোকাস দূরত্ব (f) এর বক্রতা ব্যাসার্ধের পারস্পারিক সম্পর্ক কি?
6. গোলীয় দর্পণের ক্ষেত্রে অনুবন্ধী ফোকাস যুগল এর সংজ্ঞা লেখ।
7. aμ_b= 1. μ_a μ_b , 2. μ_(a^2 ) μ_b, 3. μ_a/μ_b  , 4. μ_b/μ_a 
8. Optical fibre কি দিয়ে তৈরি?
9. cm এককে লেন্সের ক্ষমতা কত?
10. একটি সমান্তরাল কাঁচ ফলকের ক্ষমতা কত?
11. কি শর্তে উত্তল লেন্স অবতল লেন্সের মতো আচরণ করবে?
12. বিক্ষেপিত আলোর তীব্রতা ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কী?
13. একটি ক্যামেরা লেন্সের ‘f’ সংখ্যা বলতে কী বোঝ?
14. মানব চক্ষুর অভিযোজন কাকে বলে?
15. দুটি তরঙ্গের ভিতর পার্থক্য λ হলে তাদের ভিতর দশা পার্থক্য কত হবে?
16. সংকট কোণ এবং সমাবর্তন কোণের মধ্যে সম্পর্ক কী?
 
Marks: 2
1. Brewster’s law টি বিবৃত কর ও এর গাণিতিক রূপটি লেখ।
2. পোলারয়েড কি? এর একটি ব্যবহার লেখ।
3. 0.1 mm চওড়া রেখা ছিদ্রের অপবর্তন নকশা 100 cm দূরে একটি পর্দায় গঠন করা হল। নকশার কেন্দ্রবিন্দুর থেকে প্রথম কৃষ্ণ বিন্দুর দূরত্ব নির্ণয় কর।
4. ফ্রনহফার এবং ফ্রেনেলের অপবর্তনের মধ্যে পার্থক্য লেখ।
5. সুসংগত উৎস কাকে বলে? ২ টি ভিন্ন উৎস থেকে কি সুসংগত উৎস পাওয়া যায়?
6. হাইগেনসের নীতিটি লেখ।
7. রামন বর্ণালীর বৈশিষ্ট্য লেখ।
8. শুদ্ধ বর্ণালী গঠনের শর্ত লেখ।
9. দেখাও যে পাতলা Prism কর্তৃক কোন রশ্মির চ্যুতি ধ্রুবক।
10. লেন্স প্রস্তুতকারকের ফর্মুলাটি লেখ
11. বায়ুর তুলনায় জলের প্রতিসরাঙ্ক ‘〖4/3〗^’ এর বায়ুর তুলনায় কাঁচের প্রতিসরাঙ্ক ‘3/2’ হলে জলের তুলনায় কাঁচের কত হবে?
12. গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো যে ফোকাস দৈর্ঘ্য f=r/2
 
Marks: 3
1. দেখাও যে, a এবং b দুটি মাধ্যমের ভিতর সামান্তরাল ধারযুক্ত অপর একটি স্বছ মাধ্যম c প্রবেশ করালে a এবং b মাধ্যমদ্বয়ের সংকট কোণের কোন পরিবর্তন হয় না।
2. μ_2/v – μ_2/u=(μ_2-μ_1)/R সম্পর্কটি প্রতিষ্ঠা করো। এর সাধারণ সূত্র প্রমাণ কর।
3. Lens-এর সাধারন সূত্র প্রমাণ কর।
4. উওল লেন্সের ক্ষেত্রে প্রমাণ কর,
a) f= (D^2-X^2)/(4 D) , b) f =x/(m_2-m_1 ) , c) d = √(d_1  d_2 )
5. প্রিজমের ক্ষেত্রে প্রমাণ কর যে, চ্যুতি কোণ δ=i_1+i_2-A এবং δ vs i লেখচিত্র অঙ্কন কর।
6. পূর্ণ প্রতিফলন Prism- এর চিত্রঅঙ্কন কর। বেগুনি বর্ণের আলোকের ক্ষেত্রে একটি লেন্সের ফোকাস দৈর্ঘ্য 5.0 cm। লাল আলোকের জন্য ঐ লেন্সের ফোকাস কত হবে? লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক বেগুনী ও লাল আলো যথাক্রমে 1.532 ও 1.512।
7. হাইগেনসের এর তত্ত্ব অনুযায়ী প্রতিসরণ এর চিত্র অঙ্কন কর। এবং এর সাথে অভিসারী এবং সমান্তরাল রশ্মিগুচ্ছের ক্ষেত্রে তরঙ্গ মুখের ছবি আঁকো। 
8. ব্যতিচার এর গাণিতিক বিশ্লেষণ করে ধ্বংসাত্মক ও গঠনমূলক ব্যতিকে ব্যাখ্যা দাও।
9. একটি দ্বি রেখাচিত্র পরীক্ষায় ছিদ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 0.5mm এবং সেটি নীল ক্যাডমিয়াম আলো (λ=4800 A^°) দিয়ে আলোকিত করা হল। দ্বি রেখাছিদ্রের পিছনে কত দূরে একটি পর্দা রাখলে তার উপর প্রটি প্রস্থ 1 mm হবে? একবর্ণী আলোর বদলে যদি কোন ক্ষেত্রে সাদা আলো ব্যবহৃত হয় তাহলে কি ঘটবে?
10. অপবর্তন গ্রেটিং(Diffraction Grating) কি? এর সাথে Prism-এর তুলনা কর।
11. সমবর্তন এর ক্ষেত্রে ম্যালাসের সূত্রটি ব্যাখ্যা কর। এটি কোন তরঙ্গের ধর্ম?
12. A প্রতিসারক কোণের একটি প্রিজমের প্রতিসারক তল ঘেঁষে একটি আলোকরশ্মি প্রিজমের অভ্যন্তরে প্রবেশ করলে এবং অপর প্রতিসারক তলের অভিলম্বের সাথে ‘D’ কোন করে প্রিজম থেকে নির্গত হল। প্রমাণ করো যে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক  μ=[1+((□cos cos A+ □sin sin θ )/(□sin sin A ))^2 ]^(1/2)
13. সমান ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল ও একটি অবতল লেন্সের সংস্পর্শে অবস্থায় সমবায়ের ফোকাস দৈর্ঘ্য ও ক্ষমতা কত? এর একটি অসদ বস্তু ও তার প্রতিবিম্ব গঠনের চিত্র অঙ্কন কর।
 
Unit: 7
 
Dual nature of Matter & Radiation
 
Marks: 1
1. সবচেয়ে শক্তিশালী Photon-এবং সবচেয়ে কম শক্তিশালী Photon কনার নাম লেখ।
2. Planck law’- কোন ক্ষেত্রে প্রযোজ্য?
3. আলোক তড়িৎ ক্রিয়ার জন্য আলোর কোন ধর্ম দায়ী?
4. 200 Å তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট Photon- এর শক্তি কত eV?
5. আলোক তড়িৎ ক্রিয়ার বিপরীত ঘটনা থেকে কি উৎপন্ন হয়?
6. h/p = h/√2mE  সমীকরণটি কি সত্যি? ব্যাখ্যা করো।
7. ফোটনের বিরাম ভর কত এবং ভরবেগ কত?
8. একটি নির্দিষ্ট গতিশক্তির জন্য নিচের কোনটির দ্য ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্রতম হবে?
a) Proton, b) Electron, c) α Particle
9. একটি উপাদানের কার্য অপেক্ষক 4 eV। এ থেকে প্রাপ্ত সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য যুক্ত Photon- এর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে?
10. V বিভব যুক্ত তড়িৎক্ষেত্রে উৎপন্ন Photon-এর তরঙ্গ দৈর্ঘ্য কত?
 
Marks: 2
1. একটি মুক্ত ইলেকট্রনের গতিশক্তি দ্বিগুণ করা হয় তবে তার দ্যি- ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য কত?
2. ব্রাগ সূত্রটি ব্যাখ্যা কর।
3. আলোক তড়িৎ ক্রিয়া কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখ
4. নিবৃত্তি বিভব এবং প্রারম্ভ কম্পাঙ্ক কাকে বলে?
5. একটি Photon-এর ভরবেগ ও শক্তি কত হবে? দেওয়া আছে তরঙ্গদৈর্ঘ্য λ=2.48×〖10〗^(-7)m.
 
Marks: 3
1. একটি ধাতুপৃষ্ঠে আপাতিত Photon-এর শক্তি 5.6 eV এবং আলোক তড়িৎ নিবৃত্তি বিভব 1.4 V। ধাতু টির প্রারম্ভ তরঙ্গদৈর্ঘ্য কত?
2. আইনস্টাইনের আলোক তড়িৎ সংক্রান্ত সূত্রটি ব্যাখ্যা কর।
3. কোন ধাতুর প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য 3000 Å। ঐ ধাতুপৃষ্ঠে 1000 Å তরঙ্গ দৈর্ঘ্যের আলো পড়লে যে ইলেকট্রন নির্গত হবে তার শক্তি কত? h =6.56×〖10〗^(-34 ) j.s.;1cv=1.61×〖10〗^(-19 ) joule
4. অনেক শক্তিসম্পন্ন Photon অনেক সময় আলোক তড়িৎ ক্রিয়া ঘটাতে পারে না– উক্তিটি ব্যাখ্যা কর।
5. প্রমাণ করো যে w×v=c^2    যেখানে  w= তরঙ্গ গতিবেগ v= কনার গতিবেগ c=আলোর গতিবেগ
 
Unit: 8
 
Structure of Atom
 
Marks: 1
1. রাদারফোর্ডের  α কণার বিক্ষেপণ থেকে মূল কোন বিষয়টি জানা যায়?
2. স্থায়ীবস্থা কি?
3. কোন ঘূর্ণায়মান ইলেকট্রনের মোট শক্তির ব্যঞ্জক টি লেখ।
4. হাইড্রোজেন পরমাণুর ১ম উদ্দীপ্ত স্তরের শক্তি কত হবে?
5. হলুদ আলো কোন শ্রেণীর বর্ণালীর অন্তর্গত?
6. X-RAY-এর হ্রস্বতম তরঙ্গদৈর্ঘ্যের রাশিমালা লেখ।
7. α,βএবং γএর রশ্মির মধ্যে কে সমাবর্তন ধর্ম দেখায়?
8. 15P30                    14Si30 +   _______________ (শূন্যস্থান পূরণ কর)।
9. প্রত্যেক তেজস্ক্রিয় মৌলের শেষ সুস্থিত সদস্য কোনটি?
10. n সংখ্যক অর্ধায়ুকাল পরে কোন তেজস্ক্রিয় পদার্থের যে ভগ্নাংশটি অবিঘটিত থাকবে তা হল- 1.2^n,2.(1/2)^n 3.1/n  ,4.4 4
11. নিউক্লিয় বল কি ধরনের বল?
12. 1 a.m.u. ভর শক্তিতে রূপান্তরিত হলে কত শক্তি উৎপন্ন হবে?
 
Marks: 2
1. z x A     পরমাণু প্রথমে একটি αকণা এরপরে পরপর β দুটি কণা নিঃসরণ করে y পরমাণু তে পরিণত হল। x,y এর সম্পর্ক কি ধরনের সম্পর্কযুক্ত?
2. 5 দিনে কোন তেজস্ক্রিয় পদার্থের 20 % বিঘটিত হল। 15 দিন পরে প্রাথমিক ভর এর কত অংশ অবিঘটিত থাকবে?
3. α,β এবং γএর রশ্মির মধ্যে ২ টি করে পার্থক্য লেখ।
4. তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু এবং গড় আয়ুর মধ্যে সম্পর্ক নির্ণয় করো
5. বোরের স্বীকার্য গুলি লেখ।
6. বন্ধন শক্তি কাকে বলে? ম্যাজিক নম্বর কী?
Marks: 3
1. লাইম্যান শ্রেনীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত?
2. কোমল এবং কঠিন X-Ray কী? এদের বৈশিষ্ট্য লেখ।
3. একটি উত্তেজিত হাইড্রোজেনের পরমাণু শক্তির  -1.51ev বোরের তত্ত্ব অনুযায়ী ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো এবং মোট শক্তির E স্থিতিশক্তি Ep ও গতিশক্তির Ek এর মধ্যে একে অপরের সহিত পৃথকভাবে কিরূপ সম্পর্কে সংযুক্ত তাহা লেখ।
4. মোজেল এর সূত্রটি বিবৃত করো। ‘X ray’ও ‘β-ray’ এর দুটি ধর্ম লেখ।
5. a) 7N14 + 2He4               (9F18)                    _______+ 1H1+ ________         (শূন্যস্থানে মৌলটি লেখ)
 b) কার্বনের তেজস্ক্রিয় আইসোটোপ কী? এর ব্যবহার লেখ
 c) 5B10+0n1                 3Li7+ __________  (শূন্যস্থানে কণাটির নাম লেখ)
6. a) একটি নিউক্লিয় বিভাজন এ 0.2 e.m.u. মানের ভর শক্তিতে রূপান্তরিত হলে কত জুল শক্তি উৎপন্ন হবে?1 e.m.u.=1.66×〖10〗^(-27) kg। 
b) নিউক্লিয়াসের ব্যাসার্ধের সহিত ভরসংখ্যার সম্পর্ক নির্ণয় করো।
7. নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া দুটি উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো।
 
Unit: 9
 
Semi-Conductor
 
Marks: 1
1. দুটি বিশুদ্ধ অর্ধপরিবাহীর নাম ও যোজ্যতা লেখ।
2. n type semi-conductor এর উদাহরণ দাও
3. ‘Hole’- কি? এটা কার মুখ্য বাহক?
4. Diode- এর সম্মুখ ও বিপরীত সংযোগের চিত্র বর্তনী অঙ্কন কর।
5. জেনার ডায়োড এর প্রতীক চিহ্ন আঁকো এটি কোন ধর্মের উপর কাজ করে।
6. p-n-p ও  n-p-n এর প্রতীক চিহ্ন আঁক।
7. ট্রানজিস্টারে সর্বাধিক ও সর্বাপেক্ষা কম বেধযুক্ত অংশ দুটির নাম লেখ।
8. ট্রানজিস্টারে বিবর্ধন গুণাঙ্ক (β)ও  (α)এর মধ্যে সম্পর্ক নির্ণয় কর।
9. (27.625)_10-কে দ্বিক সংখ্যায় রূপান্তর করো।
10. (10.111)_2কে দশমিক সংখ্যায় প্রকাশ করো।
11.Output টি কি হবে?
12. মৌলিক Logic gate গুলির নাম লেখ।
 
Marks: 2
1.
A B y
0 0 1
1 0 0
0 1 0
1 1 0
 
 এটি কোন Logic Gate- কে নির্দেশ করে  এর Logic Symbol টি আঁক
2. Universal Logic Gate কাদের এবং কেন বলা হয়?
3. বিভিন্ন প্রকার ডায়োড এর একটি করে ব্যবহার লেখ।
4. p-n সংযোগ কি?
5. নিঃশোষিত অঞ্চলের সৃষ্টি কীভাবে হয় চিত্র সহ লেখ।
 
Marks: 3
1. p-type, n-type অর্ধপরিবাহী এবং বিশুদ্ধ অর্ধপরিবাহীর পরিবহণ ও যোজ্যতা পটির চিত্র অঙ্কন করো। ( ফার্মিস্তর উল্লেখ করে)।
2. Conductor, Semiconductor ও Insulator এর শক্তি (পটি) তত্ত্বের অনুসারে চিত্র অঙ্কন কর।
3. ‘অ্যাভাল্যাঙ্ক’ ও ‘জেনার’ ব্রেক ডাউন বলতে কী বোঝো?
4. n-p-n ট্রানজিস্টারে CE মোডে বর্তনীর চিত্র অঙ্কন কর এবং বৈশিষ্ট্য লেখ আঁক।
5. NAND GATE থেকে NOT ও NOR থেকে OR GATE তৈরি কর।
6.  প্রমাণ কর যে, ▁(A+B)=▁A.▁B,▁(A.B)=▁A+ ▁B        [ 1+1=1,1+0=1, A+1=1, A+▁A=A, A ▁A =0]
 
Unit- 10
 
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও।
 
১)ট্রান্সডিউসার কোন কাজে ব্যবহৃত হয়? অডিও সিগন্যাল কেন সরাসরি প্রেরণ করা যায় না?
২)মডুলেশন ও ডিম মডুলেশন বলতে কী বোঝো? ইলেকট্রনিক্স সিগন্যাল কি? এ এম ও এফ এম এর ক্ষেত্রে বিরূপ অঙ্কের রাশিমালা গাণিতিক বিশ্লেষণ করে দেখাও এবং উভয় ক্ষেত্রে শক্তি অপচয়ের তুলনামূলক আলোচনা কর।
৩)নয়েজ কি? এফ এম, এ এম ও পিএম এর দুটি করে তুলনা ও পার্থক্য নিরূপণ কর ।
৪)কোন সিগন্যাল কে এক স্থান থেকে অন্য স্থানে পাঠাতে হলে এন্টেনা  মধ্যবর্তী দূরত্ব বিবেচনা করে অ্যান্টেনার দৈর্ঘ্য কীরূপ হবে তা গাণিতিক ভাষায় বিব্রত কর।
৫) রেডিও তরঙ্গ আয়ন মন্ডলের মধ্য দিয়ে গেলে কী ঘটনা ঘটবে? তিনটি সাইন ধর্মী তরঙ্গের যোগফল কিরূপ তরঙ্গ হবে? 
৬)বাহক তরঙ্গ কেন ব্যবহার করা হয়? একটি টিভি ট্রান্স মিটারের প্রেরক ও গ্রাহক অ্যান্টেনার দৈর্ঘ্য যথাক্রমে ১৪০ মিটার ও ৪০ মিটার হলে, কোন সংকেতকে সর্বাধিক কত দূরত্ব পর্যন্ত প্রেরণ করা যাবে? দেয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ ৬৪০০ কিলোমিটার। 
৭)ব্রডব্যান্ড ও সমাক্ষিও রজ্জু কী ?একটি পূর্ণসঞ্চার ব্যবস্থার ব্লগ ডায়াগ্রাম অঙ্কন কর ।
৮)স্পেস ওয়েব, গ্রাউন্ড ওয়েব ও  স্কাই ওয়েভ এর দ্বারা কত কম্পাঙ্কের তরঙ্গ পাঠানো সম্ভব? রেডিও তরঙ্গের ক্ষেত্রে কোনটি উপযুক্ত?

Physics – পদার্থবিদ্যা : Set 03

স্থির তড়িৎ (Unit-1) :

  1. ধারকত্বের সংজ্ঞা দাও? ইহার একক ও মাত্রা লেখ?
  2. 1 F এর সংজ্ঞা দাও? 1 F এবং 1 statt F এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা কর।
  3. কোন ধারকে সঞ্চিত স্থিতিশক্তির রাশিমালা প্রতিষ্ঠা কর।
  4. দুটি আহিত বস্তুকে তাপ দিয়ে সংযোগ করলে উহাদের সাধারণ বিভাবে রাশিমালা প্রতিষ্ঠা কর।
  5. ধারক এর শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্বের রাশি মালা প্রতিষ্ঠা কর।
  6. ধারক এর সমান্তরাল সমবায়ের তুল্য ধারকত্বের রাশি মালা প্রতিষ্ঠা কর।
  7. সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা প্রতিষ্ঠা কর।
  8. কোন গোলিও ধারকের ধারকত্বের রাশিমালা এবং ব্যাসার্ধ এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা কর।
  9. কোন সমান্তরাল পাত ধারকের শক্তি ঘনত্বের রাশিমালা প্রতিষ্ঠা কর।
  10. দুটি আহিত বস্তুর মধ্যে আধান বন্টনের জন্য উহাদের সাধারণ বিভাবের রাশি মালা প্রতিষ্ঠা কর।
  11. আধানের কোয়ান্টয়ন বলতে কি বোঝ?
  12. আধানের তলমাত্রিক ঘনত্বের সংজ্ঞা দাও। ইহার একক ও মাত্রা লেখ?
  13. তড়িৎপর্দা কাকে বলে? এর ব্যবহার লেখ?
  14. কুলম্বের সূত্রটি বিবৃত কর। ইহার ভেক্টর রূপটি লেখ।
  15. তড়িৎ ভেদ্যতার সংজ্ঞা দাও। ইহার একক ও মাত্রা লেখ ইহার মান লেখ।
  16. পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে।
  17. তড়িৎ দ্বিমেরু কাকে বলে? তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলে? ইহার একক ও মাত্রা লেখ।
  18. কোন তড়িৎ দ্বিমেরুর অক্ষস্থিত কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবাল্য নির্ণয় কর।
  19. কোন তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডক এর ওপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবাল্য নির্ণয় কর।
  20. তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞা দাও। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞা দাও। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক এবং মাত্র লেখ?
  21. তড়িৎ বিভবের সংজ্ঞা দাও। ইহার রাশিমালা প্রতিষ্ঠা কর। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং তড়িৎ বলের সম্পর্ক প্রতিষ্ঠা কর।
  22. তড়িৎ স্থিতিশক্তি বলতে কী বোঝো। তড়িৎ স্থিতিশক্তির রাশিমালা প্রতিষ্ঠা কর।
  23. গাউসের উপপাদ্যটি বিব্রত কর। গাউসের উপপাদ্যের সাহায্যে অসীম দৈর্ঘ্য সম্পন্ন আহিত পরিবাহীর জন্য উহার নিকটে কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের
  24. তড়িৎ ফ্লাক্স এর সংজ্ঞা দাও। একক এবং মাত্রা লেখ।
  25. রাশিমালা নির্ণয় কর।
  26. গাউসের উপপাদ্যের সাহায্যে কোন বিন্দু আধানের জন্য নিকটবর্তী কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবাল্য নির্ণয় কর।
  27. গাউসের উপপাদ্যের সাহায্যে গোলকের ভিতর, বাইরে এবং উহার ওপরে অবস্থিত কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করা
  28. সমবিভব তল কাকে বলে? ইহার বৈশিষ্ট্য গুলি লেখ। প্রমাণ কর সমবিভব তল তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে লম্বভাবে ছেদ করে।
  29. তড়িৎ বলরেখার সংজ্ঞা দাও? ইহার বৈশিষ্ট্য গুলি লেখ।
  30. বিভিন্ন আধানের ক্ষেত্রে তড়িৎ বলরেখার চিত্র অঙ্কন কর। তড়িৎ ফ্লাক্স বলতে কী বোঝ? তড়িৎ ফ্লাক্স ঘনত্ব কাকে বলে?

প্রবাহী তড়িৎ (Unit-2) :

  1. ভোল্টেজ রেটিং এবং ওয়াট রেটিং বলতে কী বোঝো? ইহার গুরুত্ব কি?
  2. BOT এর সংজ্ঞা দাও? 1 BOT = কত জুল?
  3. ফিউজ কি? ফিউজ তারের বৈশিষ্ট্য কি? ফিউজ এর প্রয়োজনীয়তা কি?
  4. কোন শর্তে একটি তড়িৎ কোষ বহিবর্তনীতে সর্বোচ্চ ক্ষমতা প্রদান করতে পারে এবং লেখচিত্র অঙ্কন করো।
  5. নষ্ট ভোল্ট কাকে বলে? রাশিমালা দাও।
  6. অভ্যন্তরীণ রোধ কাকে বলে? ইহার মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে।
  7. বিচলন বেগ বা অনুপ্রবাহ বেগের সংজ্ঞা দাও? ইহার রাশি মালা প্রতিষ্ঠা কর।
  8. ইলেকট্রনের সচলতা বলতে কী বোঝো? ইহার একক ও মাত্র লেখ।
  9. তড়িৎ প্রবাহমাত্রা ঘনত্ব কাকে বলে? সমীকরণ দাও?
  10. ওহমের সূত্রের ভেক্টর রূপটি প্রতিষ্ঠা কর।
  11. বিশ্রাম কাল (relaxation time) এর সংজ্ঞা দাও?
  12. কার্বন রোধক কাকে বলে? Colourcide of carbon resistance আলোচনা কর।
  13. তড়িৎ আধান ও তড়িৎ প্রবাহমাত্রা বলতে কী বোঝো?ইহাদের একক ও মাত্রা লেখো।
  14. তড়িৎচালক বলের সংজ্ঞা দাও? তড়িৎ বিভবের সংজ্ঞা দাও তড়িৎচালক বল এবং তড়িৎ বিভবের মধ্যে পার্থক্য লেখ?
  15. প্রাথমিক কোষ এবং গৌণকোষ কাকে বলে। উদাহরণ দাও প্রাথমিক কোষ এবং গৌণ কোষের মধ্যে পার্থক্য লেখ।
  16. ওহমের সূত্রটি বিবৃত কর? ওহমিও এবং অ-ওহমিয় পরিবাহী বলতে কী বোঝো। উদাহরণ দাও এবং ইহাদের লেখচিত্র দেখাও।
  17. রোধের সংজ্ঞা দাও? রোধের মান কোন কোন বিষয়ের উপর কীভাবে নির্ভর করে?
  18. রোধাঙ্কের সংজ্ঞা দাও ইহার একক এবং মাত্রা লেখ?
  19. তামার রোধাঙ্ক 8.9 x 10 -4 S.I Unit বলতে কী বোঝো? তড়িৎ পরিবাহিতাঙ্ক কাকে বলে?
  20. উষ্ণতার ওপর রোধের মান কিভাবে পরিবর্তিত হয়? গাণিতিকভাবে দেখাও। রোধের উষ্ণতার গুণকের সংজ্ঞা এবং সমীকরণ দাও?
  21. রোধের শ্রেণী এবং সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান নির্ণয় কর।
  22. সান্ট কাকে বলে? ইহার প্রয়োজনীয়তা কি? গাণিতিক বিশ্লেষণের সাহায্যে সান্ট এর রাশিমালা নির্ণয় করো।
  23. তড়িৎ কোষের সমান্তরাল সমবায় তড়িৎ প্রবাহমাত্রার রাশিমালা নির্ণয় কর এবং প্রবাহ মাত্রা সর্বোচ্চ হওয়ার শর্ত প্রতিষ্ঠা কর।
  24. অ্যামিমিটার এবং ভোল্টমিটার কাকে বলে? ইহাদের পার্থক্য লেখ? আদর্শ অ্যামিমিটার ও ভোল্টমিটারের রোধ কত হয়?
  25. কাশ্যপের বা কির্ণফএর সূত্র দুটি বিবৃত কর? ইহা কোন কোন রাশির সংরক্ষণ নীতি কে বিবৃত করে?
  26. হুইটস্টোন ব্রিজের চিত্রসহ বর্ণনা কর এবং ইহার প্রতিমিত অবস্থার শর্ত প্রতিষ্ঠা কর।
  27. মিটার ব্রিজের কার্যনীতি বর্ণনা কর।
  28. পোটেনশিওমিটার বলতে কী বোঝো? ইহার ব্যবহার কি।
  29. ইহার সাহায্যে কিভাবে কোন তড়িৎ কোষের তড়িৎচালক বল নির্ণয় করা যায় তাহা চিত্রসহ আলোচনা কর।
  30. পোটেনশিওমিটারের সাহায্যে কিভাবে কোন তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় করা যায় তাহা দেখাও।

তড়িৎ চুম্বকত্ব (Unit-3) :

  1. টেসলার সংজ্ঞা দাও?
  2. চল কুণ্ডলী এবং চলচুম্বক গ্যালভানোমিটার এর মধ্যে পার্থক্য লেখ।
  3. অ্যাম্পিয়ারের সূত্রের সাহায্যে কোন টরয়েড এর অক্ষস্থিত কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা প্রতিষ্ঠা করো।
  4. কোন চৌম্বক ক্ষেত্রের মধ্যে আধান গতিশীল হলে উহার ওপর প্রযুক্ত বলের রাশিমালা লেখ এবং ইহা কখন সর্বোচ্চ হবে।
  5. লোরেজ বলের রাশিমালা লেখ।
  6. ফ্লেমিং এর বাম হস্ত সূত্রটি বিবৃত করো।
  7. কোন সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে আয়তকার পরিবাহীর ওপর প্রযুক্ত টর্কের রাশিমালা প্রতিষ্ঠা কর এবং ইহার একটি দেখাও।
  8. চৌম্বক ক্ষেত্রে কোন পরিবাহীর ওপর প্রযুক্ত বলের রাশিমালা প্রতিষ্ঠা করো।
  9. দুটি সমান্তরাল তড়িৎবাহী পরিবাহী তারের মধ্যে ক্রিয়াশীল বলের রাশিমালা নির্ণয় কর এবং এখান থেকে এক অ্যাম্পিয়ার সংজ্ঞা দাও।
  10. গ্যালভানোমিটার কাকে বলে ইহা কয় প্রকার ও কি কি? প্রতিটির সংক্ষিপ্ত বর্ণনা দাও।
  11. কিভাবে একটি গ্যালভানোমিটার কে অ্যামিমিটারে রূপান্তর করা যায় তা দেখাও।
  12. কিভাবে একটি গ্যালভানোমিটার কে ভোল্ট মিটারে রুপান্তরিত করা যায় তা দেখাও।
  13. অ্যামিটার এবং ভোল্টমিটারের এর পার্থক্য লেখ।
  14. চৌম্বক বলরেখার সংজ্ঞা দাও। বৈশিষ্ট্য গুলি লেখ।
  15. চৌম্বক দ্বিমেরু বলতে কী বোঝো। চৌম্বক দ্বিমেরু ভ্রামক কাকে বলে? ইহার একক মাত্র লেখ। এবং দিক লেখ।
  16. দেখাও যে একটি সলিনয়েড চৌম্বক দত্তের মত আচরণ করে।
  17. একটি বৃত্তাকার তড়িৎ পরিবাহীর চৌম্বক দ্বিমেরু ভ্রামকের রাশিমালা কত।
  18. বৃত্তাকার পথে আবর্তনরত কোন আধানের চৌম্বক দ্বিমেরু ভ্রামক এর রাশিমালা নির্ণয় কর।
  19. বোর ম্যাগনেটন কাকে বলে ইহার রাশিমালা লেখো এবং মান লেখ।
  20. সংজ্ঞা দাও: চৌম্বক দ্বিমেরু, চৌম্বক দ্বিমেরু ভ্রামক, চৌম্বক সহনশীলতা, চুম্বক ধারণ ক্ষমতা, চুম্বক কোন মাত্রা, চৌম্বক প্রবণতা, চৌম্বক ভেদ্যতা, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা, পরা চুম্বক পদার্থ, তিরশ চৌম্বক পদার্থ, অয়শ চুম্বক পদার্থ, কুরি বিন্দু, হিস্টোরিসিস, নতি কোণ বা বিনতি কোণ, চ্যুতি কোণ বা বিচ্যুতি কোণ, ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ, ভূচৌম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ, উদাসীন বিন্দু, অনু চুম্বক।
  21. চৌম্বক প্রবণতা এবং আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা কর।
  22. হিস্টোরিসিস লেখচিত্রটি অঙ্কন কর।
  23. পরা চুম্বক, তিরশ চুম্বক এবং আয়োশ চুম্বক এর মধ্য পার্থক্য লেখ।
  24. কোন চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটি আধান প্রবেশ করলে উহার ওপর প্রযুক্ত বল শূন্য হয়। এখান থেকে কি আমরা সিদ্ধান্তে আসতে পারি আধানটির গতিবেগ শূন্য? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
  25. সাইক্লোট্রন কম্পাঙ্ক কাকে বলে? ইহার রাশিমালা প্রতিষ্ঠা কর।
  26. পিচ কাকে বলে? ইহার রাশিমালা প্রতিষ্ঠা কর।
  27. প্রমাণ কর চৌম্বক বল একটি কার্যহীন বল।
  28. বায়ো সাভার্ট সূত্রটি বিবৃত করো এবং ইহার ভেক্টর রূপ দেখাও।
  29. বায়ো স্যাভার্ট সূত্রের সাহায্যে কিভাবে অসীম দৈর্ঘ্য সম্পন্ন কোন দীর্ঘ পরিবাহীর নিকটে কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করা হয় তাহা রাশিমালা প্রতিষ্ঠা করো।
  30. বায়ো স্যাভার্ট সূত্রের সাহায্যে বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা প্রতিষ্ঠা করো।

তড়িৎ চুম্বকীয় আবেশ এবং পরবর্তী প্রবাহ (Unit-4) :

  1. স্পন্দকের সংজ্ঞা লেখো? ইহার ব্যবহার লেখ।
  2. ট্রান্সফরমার কাকে বলে। ইহা কয় প্রকার ও কি কি? ইহার ব্যবহার এবং কার্যনীতি লেখো।
  3. R.M.S প্রবাহ এবং R.M.S তড়িচ্চালক বল বলতে কী বোঝো?
  4. আর এম এস প্রবাহ এবং শীর্ষ মনের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা কর।
  5. ২২০ ভোল্ট DC অপেক্ষা ২২০ ভোল্ট AC বেশি বিপদজনক কেন?
  6. আকৃতি গুণক কাকে বলে?
  7. ক্ষমতা গুণাঙ্ক এর সংজ্ঞা দাও?
  8. একটি বিশুদ্ধ রোধক বর্তনী আলোচনা কর।
  9. একটি বিশুদ্ধ ধারক বর্তনী আলোচনা কর।
  10. একটি বিশুদ্ধ আবেশক বর্তনী আলোচনা কর।
  11. অনুনাদ বলতে কী বোঝো। ইহার শর্ত লেখ।
  12. ধরোকী প্রতিরোধ এবং আবেশী প্রতিরোধ কাকে বলে ইহাদের রাশিমালা লেখ।
  13. তড়িৎ চুম্বকীয় আবেশ কাকে বলে?
  14. আবিষ্ট তড়িচ্চালক বল এবং আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রার সংজ্ঞা দাও?
  15. ফ্যারাডের সূত্র দুটি বিবৃত কর। এবং ব্যাখ্যা কর।
  16. লেঞ্জের সূত্রটি বিব্রত কর।
  17. শক্তির সংরক্ষণ সূত্র থেকে লেঞ্জের সূত্রটি প্রতিষ্ঠা কর। 
  18. লেজের সূত্র থেকে শক্তির সংরক্ষণ সূত্র ব্যাখ্যা কর।
  19. চৌম্বক কাকে বলে ইয়ার একক ও মাত্রা রেখো।
  20. স্বাবেশ কাকে বলে। স্বাবেশ গুণাঙ্ক এর সংজ্ঞা দাও। কুন্ডলীর সাবেশাঙ্ক ওয়ান হেনরি বলতে কী বোঝো?
  21. কোন কুন্ডলীর সাবেশাঙ্ক ওয়ান হেনরি বলতে কী বোঝো?
  22. কোন সলিনয়েডের স্বাবেশ গুনাঙ্কের রাশিমালা নির্ণয় কর।
  23. পারস্পরিক আবেশ কাকে বলে? পারস্পরিক আবেশ গুণাঙ্ক এর সংজ্ঞা দাও।
  24. কোন সাবেশ কুন্ডলীর শক্তির রাশিমালা প্রতিষ্ঠা কর।
  25. পরিবর্তিত তড়িৎ প্রবাহ মাত্রা বলতে কী বোঝো?
  26. A.C এর রাশিমালা প্রতিষ্ঠা কর।
  27. ডায়নামোর কার্যনীতি চিত্রসহ বর্ণনা কর। 
  28. মোটরের কার্যনীতি চিত্রসহ বর্ণনা কর।
  29. মোটর এবং ডায়নামোর পার্থক্য লেখ।
  30. ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম কি লেখ?

তড়িৎ চুম্বকীয় তরঙ্গ (Unit-5) :

  1. তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সংজ্ঞা লেখ?
  2. তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য গুলি লেখ।
  3. পয়েন্টিং ভেক্টর বলতে কী বোঝো? ইহার রাশিমালা লেখো।
  4. সরণ প্রবাহ কাকে বলে? ইহার রাশিমালা লেখ? ইহার প্রয়োজনীয়তা কি?
  5. তড়িৎ চুম্বকীয় বর্ণালী বলতে কী বোঝো। প্রতিটির নাম লেখ। প্রতিটির উৎস ব্যবহার এবং তরঙ্গদৈর্ঘ্য, কম্পাঙ্ক এর মান এবং বেশি কম লেখ।

আলোকবিজ্ঞান (Unit-6) :

  1. অপবর্তন কাকে বলে? ইহা কয় প্রকার ও কি কি? প্রতিটির সংজ্ঞাসহ উদাহরণ দাও?
  2. বিশ্লেষণী সীমার সংজ্ঞা দাও? বিশ্লেষণি ক্ষমতা বলতে কি বোঝো।
  3. অণুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে বিশ্লেষণী ক্ষমতা রাশিমালা লেখ এবং প্রতিটি পদ ব্যাখ্যা কর।
  4. নভোবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে বিশ্লেষণই ক্ষমতার রাশিমালা লেখ এবং প্রতিটি পদ ব্যাখ্যা কর।
  5. সমাবর্তন কাকে বলে?
  6. সমাবর্তন তল এবং কম্পন তল এর সংজ্ঞা দাও? ইহাদের মধ্যবর্তী কোণ কত?
  7. সমাবর্তন কোণের সংজ্ঞা দাও?
  8. অসবর্তিত আলো এবং সমবর্তিত আলো বলতে কী বোঝো?চিত্রসহ দেখাও।
  9. ব্রুস্টারের সূত্র বিবৃত কর এবং প্রমাণ কর।
  10. মেলাসের সূত্রটি বিবৃত কর?
  11. উত্তল এবং অবতল লেন্সের ক্ষেত্রে u,v এবং f এরমধ্য সম্পর্ক প্রতিষ্ঠা কর।
  12. অবতল লেন্সের পতিম্বের গঠন চিত্রসহ বর্ণনা কর।
  13. উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তুর বিভিন্ন অবস্থানে (6 অবস্থান) প্রতিবিম্ব গঠন চিত্রসহ আলোচনা কর।
  14. লেন্সের ক্ষেত্রে নিউটনের সমীকরণটি প্রতিষ্ঠা কর।
  15. বিভিন্ন প্রকারের বিবর্তনের সংজ্ঞা দাও।
  16. লেন্সের ক্ষমতার সংজ্ঞা দাও? ইহার সমীকরণ দাও? ক্ষমতার একক লেখ। ওয়ান D এর সংজ্ঞা দাও।
  17. দুটি লেন্সকে পাশাপাশি রাখলে তুল্য ফোকাস দূরত্বের রাশি মালা প্রতিষ্ঠা কর।
  18. লেন্স নির্মাতার সূত্রটি লেখ এবং প্রতিষ্ঠা কর।
  19. দেখাও যে উত্তর লেন্স দ্বারা সদ বিশ্ব গঠনের ক্ষেত্রে বস্তু ও পর্দার মধ্যে ন্যূনতম দূরত্ব লেন্সের ফোকাস দৈর্ঘ্যের চারগুণের সমান।
  20. প্রমাণ কর যে লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় প্রত্যেকবারই প্রতিবিম্ব গঠিত হলে, লেন্সের ফোকাস দৈর্ঘ্য [f = D2 – X2/ 4D] যেখানে লেন্স দুটির অবস্থানের মধ্য দূরত্ব x এবং বস্তু ও পর্দার মধ্যে দূরত্ব D।
  21. লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় দুটি প্রতিবিম্ব পাওয়া গেলে, প্রমাণ কর u₁= v₂ এবং v₁ = u₂
  22. লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য গঠিত পর্দায় প্রতিবিম্ব দুটির আকার যদি d₁ ও d₂ হয় তবে বস্তুর আকার d=√d₁d₂, প্রমাণ কর।
  23. প্রমাণ কর যে লেন্সের দুটি ভিন্ন অবস্থানে প্রতিবিম্বের বিবর্তন m1 এবং m₂ হলে লেন্সের ফোকাস দূরত্ব F=x/(m₂ – m1) যেখানে লেন্স দুটির অবস্থানে মধ্যে দূরত্ব।
  24. কখন একটি উত্তল লেন্স অবতল লেন্সের ন্যায় আচরণ করবে।
  25. আলোর বিচ্ছুরণ কাকে বলে এর কারণ লেখ।
  26. আলোর বিক্ষেপণ বলতে কী বোঝো? বিক্ষেপণ সংক্রান্ত রেলের সূত্রটি লেখ?
  27. রামন ক্রিয়া কাকে বলে? ইহার বৈশিষ্ট্য গুলি লেখ। ইহার গুরুত্ব লেখো।
  28. কৌণিক বিচ্ছুরণের সংজ্ঞা দাও এবং সমীকরণ দাও।
  29. বিচ্ছুরণ ক্ষমতার সংজ্ঞা দাও এবং সমীকরণ দাও।
  30. বন্যা প্রেরণ কাকে বলে
  31. প্রিজমের ক্ষেত্রে চুতি কোণের রাশিমালা প্রতিষ্ঠা কর।
  32. চুতি কোণের সঙ্গে আপাতন কোণের লেখচিত্র অঙ্কন কর এবং এখান থেকে ন্যূনতম চ্যুতিকনের শর্ত প্রতিষ্ঠা কর।
  33. প্রিজম কোন, প্রিজমের প্রতিসরাঙ্ক এবং ন্যূনতম চুতি কোণের মধ্যেও সম্পর্ক প্রতিষ্ঠা কর।
  34. পাতলা প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণের রাশিমালা প্রতিষ্ঠা কর।
  35. একটি প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য প্রিজম কোণের সীমান্ত মানের রাশিমালা প্রতিষ্ঠা কর।
  36. একটি প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য আপতন কোণের সীমান্ত মানের রাশিমালা প্রতিষ্ঠা কর।
  37. সংজ্ঞা দাও: আলোর প্রতিফলন, নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন, প্রতিবিম্ব, সদ বিশ্ব, অসদ বিশ্ব, উত্তল দর্পণ, অবতল দর্পণ, বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ, ফোকাস বিন্দু, ফোকাস দূরত্ব, দর্পনের উন্মেষ, গৌণ ফোকাস, দর্পনের মেরু, ফোকাস তল। 
  38. প্রমাণ কর কোন বক্র দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের অর্ধেক।
  39. সমতল দর্পণে প্রতিবিম্ব গঠন চিত্রসহ দেখাও এবং এর বৈশিষ্ট্য লেখ।
  40. নিয়মিত এবং বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য লেখ।
  41. প্রতিবিম্ব কাকে বলে? ইহা কয় প্রকার ও কি কি? প্রতিটি সংজ্ঞা দাও? উদাহরণ দাও?সদবিশ্ব এবং অসদ বিশ্বের পার্থক্য লেখ।
  42. কোন দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব (u), প্রতিবিম্ব দূরত্ব (v) এবং ফোকাস দূরত্বের (f) মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা কর।
  43. উত্তল দর্পণ কর্তৃক প্রতিবিম্ব গঠন চিত্রসহ বর্ণনা কর।
  44. অবতল দর্পণ কর্তৃক বস্তুর বিভিন্ন অবস্থানে প্রতিবিম্ব গঠন চিত্রসহ আলোচনা কর, (6 টি case)।
  45. কিভাবে একটি গোলীয় দর্পণ অসৎ বস্তুর সদ প্রতিবিম্ব গঠন করতে পারে তাহা চিত্রসহ দেখাও।
  46. গোলীয় দর্পণের ব্যবহার গুলি আলোচনা করো।
  47. গোলীয় দর্পণের চিহ্নের নিয়ম গুলি লেখ। নিউটনের সমীকরণ প্রতিষ্ঠা কর।
  48. কিভাবে উত্তল, অবতল এবং সমতল দর্পণ কে পৃথক করা হয়।
  49. কোন গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে উত্তল দর্পণ কেন ব্যবহৃত হয়?
  50. গোলীয় অপেরণ কাকে বলে? ইহা প্রতিকারের উপায় লেখো।
  51. প্রতিফলনের সূত্র গুলি বিব্রত কর।
  52. পার্শ্বয় পরিবর্তন বলতে কী বোঝো চিত্রসহ কারণ ব্যাখ্যা কর।
  53. তরঙ্গমুখ কাকে বলে? কয় প্রকার ও কি কি? প্রতিটি চিত্র অঙ্কন কর।
  54. হাইগেনের নীতিতে বিবৃত কর।
  55. হাইগেনের নীতির সাহায্যে আলোর প্রতিফলনের সূত্র প্রমাণ কর।
  56. হাইগেনের নীতির সাহায্যে আলোর প্রতিসরণের সূত্র প্রমাণ কর।
  57. আলোর ব্যতিচার কাকে বলে? স্থায়ী ব্যতিচারের শর্ত গুলি লেখ।
  58. বিবর্ধনের সংজ্ঞা দাও? রৈখিক বিবর্ধন, ক্ষেত্র বিবর্ধন, কৌণিক বিবর্ধন এবং অনুদৈর্ঘ্য বিবর্ধন এর সংজ্ঞা ও সমীকরণ দাও।
  59. সংজ্ঞা দাও: (i) প্রতিসরণ, (ii) প্রতিসরাঙ্ক, (iii) পরম প্রতিসরাঙ্ক, (iv) আপেক্ষিক প্রতিসরাঙ্ক, (v)সংকট কোণ, (vi) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, (vii) মাধ্যমের আলোকীয় ঘনত্ব, (viii) আলোক বাহী তক্ত, (ix) প্রিজম, (x) পাতলা প্রিজম, (xi) পূর্ণ প্রতিফপ্রিজম, (xi) যুগ্মপ্রিজম (xii) আলোকীয় পথ
  60. আলোর প্রতিসরণের সূত্র দুটি বিবৃত কর।
  61. স্নেলের সাধারণ সূত্রটি বিবৃত কর এবং প্রতিষ্ঠা কর।
  62. প্রতিসরণের ক্ষেত্রে ক্ষেত্রে আলোকরশ্মির চ্যুতিকনের রাশিমালা নির্ণয় কর।
  63. পরম প্রতিসরাঙ্ক এবং আপাত প্রতিসরাঙ্কের মধ্যেও সম্পর্ক প্রতিষ্ঠা কর।
  64. প্রতিসরাঙ্ক এবং আলোকরশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি?
  65. প্রতিসরাঙ্কের সঙ্গে আলোক রশ্মির বেগের সম্পর্ক লেখ।
  66. অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এর শর্ত লেখো।
  67. সংকট কোন এবং প্রতিসরাঙ্কের সম্পর্ক প্রতিষ্ঠা কর।
  68. কোন সমান্তরাল কাচের স্লাবের মধ্যে আলোকরশ্মির প্রতিসরণের ফলে পার্শ্বসরণের রাশিমালা প্রতিষ্ঠা কর।
  69. আলোকবাহী তক্তর ব্যবহার লেখ।
  70. আলোক বাহী তক্তর সুবিধা গুলি লেখ।

কোয়ান্টাম তত্ত্ব (Unit-7) :

  1. ডি ব্রগলির প্রকল্প বিবৃত কর?
  2. পদার্থ তরঙ্গ কাকে বলে?
  3. পদার্থ তরঙ্গ এবং আলোক তরঙ্গের মধ্যে পার্থক্য কি।
  4. একটি গতিশীল কণার বেগ যদি আলোর বেগের কাছাকাছি হয় তাহলে কণাটির ডি ব্লগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে?
  5. ডেভিসন গার্মার পরীক্ষা থেকে কি সিদ্ধান্তে উপনীত হওয়া যায়? বস্তু তরঙ্গ কি তড়িৎ চুম্বকের তরঙ্গ? ব্যাখ্যা কর?
  6. এক্স রশ্মি উৎপাদন এবং আলোক তড়িৎ ক্রিয়ায় ইলেকট্রন নিঃসরণ পরস্পর বিপরীত ঘটনা- এইরূপ উক্তির যথার্থতা ব্যক্ত কর?
  7. ফটো ইলেকট্রনের গতিশক্তি এবং নিভৃতি বিভবের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা কর।
  8. আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত লেখচিত্র গুলি অঙ্কন কর।
  9. লেখচিত্র এর সাহায্যে আইনস্টাইনের সমীকরণ প্রকাশ করো, এবং এখান থেকে প্ল্যাঙ্কের ধ্রুবক কিভাবে নির্ণয় করা যায় দেখাও।
  10. আপাতিত আলোকরশ্মি তীব্রতা বাড়ালেও আলোক তড়িৎ ক্রিয়ার নিঃসৃত ইলেকট্রন গুলির গতিশক্তি বাড়ে না। কারণ ব্যাখ্যা কর।
  11. একটি প্রোটন ও একটি ইলেকট্রনের গতিশক্তি সমান। কার ক্ষেত্রে ডি ব্লগলি তরঙ্গদৈর্ঘ্য বেশি?
  12. একটি প্রোটন এবং একটি ইলেকট্রনের ডি ব্লগলি তরঙ্গদৈর্ঘ্য সমান। কার গতিশক্তি বেশি?
  13. একটি ইলেকট্রনের গতিশক্তি কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস হলে ইলেকট্রনটির ডি ব্লগলি তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক হয়ে যাবে?
  14. সংজ্ঞা দাও: আলোক তড়িৎ ক্রিয়া, আলোক তড়িৎ প্রবাহ মাত্রা, কার্য অপেক্ষক, সূচনা কম্পাঙ্ক, নিভৃতি বিভব, আলোক তড়িৎ কোষ, সৌর কোষ
  15. আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য গুলি লেখ।
  16. আলোক তড়িৎ কোষের ব্যবহার গুলি লেখ।
  17. আইনস্টাইনের আলোকে তড়িৎ সমীকরণটি লেখ।
  18. কিভাবে কোয়ান্টাম তথ্যের সাহায্যে আলোক তড়িৎ ক্রিয়ার মূল বৈশিষ্ট্য গুলি ব্যাখ্যা করা যায় তাহা আলোচনা কর।
  19. ফোটন কাকে বলে? ইহার বৈশিষ্ট্য গুলি লেখ?

পরমাণু গঠন এবং পারমাণবিক নিউক্লিয়াস (Unit-8) :

  1. নিউক্লিয় সংযোজন এর শর্ত গুলি লেখ?
  2. তেজস্ক্রিয় আইসটোপের ব্যবহারগুলি লেখ।
  3. নিউক্লিয় বলের বৈশিষ্ট্য গুলি লেখ।
  4. তেজস্ক্রিয় বিঘটনের সূচকীয় সূত্রটি বিবৃত কর। ইহার রাশিমালা প্রতিষ্ঠা কর
  5. অর্ধ জীবনকাল এবং গড়ায়ুর রাশিমালা প্রতিষ্ঠা কর। ইহাদের সম্পর্ক লেখো
  6. তেজস্ক্রিয়তার একক গুলি সংজ্ঞা সহ লেখ।
  7. আলফা বিঘটন সূত্রটি বিবৃত কর?
  8. β -বিঘটন সূত্রটি বিবৃত কর?
  9. আলফা, ẞ এবং গামা রশ্মির বৈশিষ্ট্য গুলি লেখ? এবং ইহাদের পার্থক্য লেখ।
  10. নিউক্লিয়াসের ব্যাসার্ধের রাশিমালা প্রতিষ্ঠা কর এবং এখান থেকে ঘনত্বের মান নির্ণয় কর
  11. তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য গুলি লেখ।
  12. পরমাণুর ভর সংখ্যার সাথে কণা প্রতি নিউক্লিও বন্ধন শক্তির পরিবর্তন এর লেখচিত্রটি অঙ্কন কর এবং ওই লেখচিত্রে সুস্থির এবং অস্থির অঞ্চল দুটি চিহ্নিত কর।
  13. নিউক্লিয় বন্ধন শক্তি এবং ভর ত্রুটির মধ্যে সম্পর্ক কি।
  14. পারমাণবিক রিয়েক্টর বলতে কী বোঝো। ইহা কি কাজে ব্যবহৃত হয়।
  15. নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজন এর পার্থক্য লেখ।
  16. পরমাণু মডেল সম্পর্কিত বোররের স্বীকার্যগুলি বিবৃত কর?
  17. ডি ব্লগলি প্রকল্প থেকে বোরের কোয়ান্টাম শর্তটি প্রতিপন্ন করো?
  18. রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি উল্লেখ কর?
  19. বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা লেখ?
  20. বোরের স্বীকার্য গুলি থেকে হাইড্রোজেনের বর্ণালী রেখার উৎপত্তি ব্যাখ্যা কর?
  21. n-তম কক্ষ করতে আবর্তনরত কোন ইলেকট্রনের ক্ষেত্রে (ⅰ) কক্ষপথের ব্যাসার্ধ, (ii) কক্ষীয় বেগ (iii) কম্পাঙ্ক এবং পর্যায় কাল (iv) গতিশক্তি এবং স্থিতি শক্তি (v) মোট শক্তির রাশিমালা নির্ণয় কর।
  22. কোমল এবং কঠিন X- রশ্মি কাকে বলে? ইহাদের প্রকৃতি কিরূপ?
  23. X-রশ্মির ধর্ম গুলি লেখ?
  24. X- রশ্মির ব্যবহার গুলি লেখ?
  25. সংজ্ঞা দাও: পারমাণবিক ভর একক, আইসোটোপ, আইসোবার, আইসোটোন, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, নিউক্লিয় বন্ধন শক্তি, নিউক্লিয় বল, ভর ত্রুটি, তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয় মৌল, তেজস্ক্রিয় সমস্থানিক, আলতা কোন, বিটা কোন, গামা রশ্মি, তেজস্ক্রিয় বিঘটন ধ্রুবক, অধ্যায়ু বা অর্ধ জীবনকাল, গড় আয়ু, সক্রিয়তা, নিউক্লিয় বিক্রিয়া, কৃত্রিম বা আবিষ্ট তেজস্ক্রিয়তা, নিউক্লিয় বিভাজন, সন্ধি আঁকার, শৃংখল বিক্রিয়া, মডারেটর, নিউক্লিয় সংযোজন, তাপীয় নিউট্রন, কৃত্রিম মৌলান্তর, প্রান্ত ভর্তি বিক্রিয়া, বিঘটন শক্তি

অর্ধপরিবাহী এবং ডিজিটাল বর্তনী (Unit-9) :

  1. LED কাকে বলে? ব্যবহার লেখ? প্রতীক চিহ্ন অঙ্কন কর? বৈশিষ্ট্য লেখ অঙ্কন কর।
  2. ট্রানজিস্টার কাকে বলে? ইহার মূল কাজ কি?
  3. একটি pnp ও npn ট্রানজিস্টরের বর্তনী প্রতীক অঙ্কন কর?
  4. চিত্র সহযোগে NPN- ট্রানজিস্টরের গঠন দেখাও
  5. একটি ট্রানজিস্টরের প্রবাহ পরিবৃত্তি অনুপাত ৫ বলতে কী বোঝো?
  6. একটি ট্রানজিস্টরের ক্ষেত্রে প্রবাহ বিবর্তন গুণক ও বলতে কী বোঝায়?
  7. a এবং ẞ মধ্যে সর্ম্পক প্রতিষ্ঠা কর?
  8. N-P-N ট্রানজিস্টরের ক্ষেত্রে আউটপুট বৈশিষ্ট্য লেখক অঙ্কন কর এবং বিভিন্ন অংশ চিহ্নিত কর।
  9. স্পন্দক বা প্রকম্পনের সংজ্ঞা দাও?
  10. পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহীর সংখ্যাগুরু ও সংখ্যালঘু বাহক গুলি কি কি?
  11. ট্রানজিস্টার কিভাবে সুইচ এর কাজ করে বর্তনী চিত্রসহ ব্যাখ্যা কর।
  12. ফটোডায়ড বিপরীত বায়াসে কাজ করে কেন?
  13. বাইনারি থেকে দশমিক সংখ্যার রূপান্তর এবং দশমিক থেকে বাইনারি সংখ্যার রূপান্তরে নিয়ম?
  14. বাইনারির যোগ এবং বিয়োগের নিয়ম।
  15. নিম্নলিখিত গেট গুলির সংজ্ঞা দাও, প্রতীক চিহ্ন অঙ্কন কর, প্রতিটির সত্যতা সারণি লেখো, প্রতিটির আউটপুট সমীকরণ লেখ? ডায়োড সহযোগে চিত্র – (i) OR (ii) AND (iii) NOT (iv) NOR (v) NAND
  16. শুধুমাত্র (i) NOR বা (ii) NAND গেটের সাহায্যে কিভাবে মৌলিক গেট গুলি তৈরি করা যায় তাহা দেখাও।
  17. NOR এবং NAND গেটকে বিশ্বজনীন বা সার্বজনীন গেট বলা হয় কেন
  18. এনালগ বর্তনী এবং ডিজিটাল বর্তনীর পার্থক্য লেখ।
  19. অর্ধপরিবাহী কাকে বলে? ইহার বৈশিষ্ট্য লেখ?
  20. পরিবাহী অন্তরক এবং অর্ধপরিবাহীর মধ্যে পার্থক্য লেখ।।
  21. একটি অর্ধপরিবাহীর রোধ তাপমাত্রা সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়?
  22. শক্তি পটির চিত্রের সাহায্যে অর্ধপরিবাহী পরিবাহী এবং অন্তরকের পার্থক্য দেখাও।
  23. অদ্ধপরিবাহীর ডোপিং বলতে কী বোঝো?
  24. এন টাইপ এবং পি টাইপ পদ্মপরিবাহী বলতে কী বোঝো প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও।
  25. N- টাইপ এবং P- টাইপ অর্ধপরিবাহীর পার্থক্য লেখ।
  26. বিশুদ্ধ অর্ধপরিবাহী কাকে বলে? কিভাবে ইহাকে N- টাইপ এবং P- টাইপ অর্ধপরিবাহীতে রূপান্তরিত করা হয়?
  27. দাতা পরমাণু এবং গ্রহীতা পরমাণু বলতে কী বোঝো?
  28. ফার্মি শক্তি স্তর কাকে বলে? N- টাইপ এবং P- টাইপের ক্ষেত্রে চিত্র দেখাও?
  29. নিঃশেষিত অঞ্চল কাকে বলে? এর সঙ্গে বায়াস বিভবের সম্পর্ক কি?
  30. P-N সংযোগ ডায়োডের সংজ্ঞা দাও? ইহার প্রতীক চিহ্ন অঙ্কন কর।

যোগাযোগ ব্যবস্থা (Unit-10) :

  1. মডেম কাকে বলে? ব্যবহার কি?
  2. বেশি দূরবর্তী স্থানে টিভি সম্প্রচারে উপগ্রহ ব্যবহার করা হয় কেন?
  3. ডি মডুলেশন বলতে কী বোঝায়? মডুলেশন সূচকের গুরুত্ব কি?
  4. একটি টিভি টাওয়ারের উচ্চতা 125 মিটার। টাওয়ারটি থেকে সম্প্রচারিত সংকেত সর্বাধিক কত দূরত্ব পর্যন্ত পাওয়া যাবে নির্ণয় কর।
  5. এন্টেনা কি? একটি বাহক তরঙ্গের কম্পাঙ্ক 300 MHz হলে দ্বিমেরু এন্টেনার দৈর্ঘ্য বার কর?
  6. তথ্য সংকেত বলতে কী বোঝো?
  7. সঞ্চার পটি কাকে বলে?
  8. সঞ্চার ব্যবস্থায় মূল উপাদান গুলি দেখিয়ে একটি সহজ ছক চিত্র অঙ্কন কর।
  9. মডুলেশন কাকে বলে? ইহার প্রয়োজনীয়তা কি?
  10. বাহক তরঙ্গের পটিবেধ বলতে কী বোঝো?
  11. বিস্তার মডুলেশন এর সংজ্ঞা দাও?
  12. AM এবং FM এর পার্থক্য লেখ?
  13. অবসর বা নয়েজ কাকে বলে?
  14. পৃষ্ঠ তরঙ্গ সহযোগে সঞ্চারের ক্ষেত্রে সমাবর্তন ধর্ম টি ভূমিকা কি?
  15. বেতার দিগন্ত কাকে বলে? ইহার রাশিমালা নির্ণয় কর?
  16. কোন বার্তাকে সরাসরি সম্প্রচার না করে একটি বাহক তরঙ্গের মাধ্যমে সম্প্রচার করা হয় কেন?
  17. ভূমি তরঙ্গের মাধ্যমে বায়ু মন্ডলের মধ্য দিয়ে বেশি দূর পর্যন্ত সঞ্চার সম্ভব হয় না কেন?
  18. হর্ষ (short wave) তরঙ্গ সম্প্রচার দিনের তুলনায় রাতে বেশি স্পষ্ট হয় কেন?
  19. দেশ তরঙ্গের মাধ্যমে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে সঞ্চার ব্যবস্থার সুবিধা এবং অসুবিধা কি?কিভাবে এই অসুবিধা দূর করা যায়?
  20. বেতার তরঙ্গ প্রবাহের ক্ষেত্রে মুখ্য তিনটি পদ্ধতির পার্থক্য উল্লেখ কর। এদের মধ্যে কোন পদ্ধতির সাহায্যে মাইক্রোওয়েভ এর প্রবাহ ঘটে থাকে?

Biology – জীববিদ্যা : Set 01

১. সপুষ্পক উদ্ভিদের নিষেক বা দ্বিনিষেক বা যৌন জনন।

২. দ্বিবীজপত্রী গুপ্তবীজী উদ্ভিদের ভ্রুনগঠন পদ্ধতি

৩. IVF – ET/ZIFT / GIFT কী? ART কী? সহযোগী জননগত প্রযুক্তি

৪. STD কি? উদাহরণ দাও। গনোরিয়া সিফিলিস এর জীবাণুর নাম কি?

৫. NTP কি? এর নিরাপদ সময় লেখ। ভেসেকটোমি ও টিউবেকটমি কী?

৬.অ‍্যামনিওসেন্টেসিস কী? এর তাৎপর্য কি? IUD কী?

৭. সপুষ্পক উদ্ভিদের স্ত্রীলিঙ্গধর উৎপত্তি ও পরিস্ফুটন ব্যাখ্যা কর। বহুভ্রুনতা কি? উদাহরণ দাও

৮. সপুষ্পক উদ্ভিদের ইতর পরাগযোগ কৌশল/ ইতর পরাগযোগের জন্য অভিযোজন/বায়ুপরাগী ও পতঙ্গপরাগী ফুলের উদাহরণসহ বৈশিষ্ট্য লেখ।

৯. মানবদেহে পুংজননতন্ত্রের চিত্রসহ বিবরণ দাও। স্ত্রী জননতন্ত্রের অংশ গুলির নাম লেখ

১০. মানুষের শুক্রাশয় কলাস্থানিক গঠন বর্ণনা কর। ফেলোপিয়ান নালী ও প্রস্টেট গ্রন্থির অবস্থান ও কাজ লেখ। আইসোগ‍্যামি, অ‍্যানাইসোগ‍্যামি ও উগ‍্যামি বর্ননা কর।

১১. মেনার্কি ও মেনোপাস এর পার্থক্য কি? রজঃচক্রের সময় ডিম্বানু ও জড়ায়ুর পরিবর্তন।

১২. স্পোরোপোলেনিন, ফালিকুলাস, ট‍্যাপেটাম ও ক্লিস্টোগ‍্যামি কী?

১৩. কনিডিয়া, এন্ডোগ‍্যামি, এক্সোগ‍্যামি, অপুংজনি, প্রকৃত ও অপ্রকৃত ফল।

১৪. শস্যল ও অসস্যল বীজ কী? পরিভ্রুন কী? অ‍্যাপোমিক্সিয়া কী?

১৫. কোলোস্ট্রাম কী? এতে কোন অ্যান্টি বডি থাকে? জননগত স্বাস্থ্য বলতে কি বোঝ?

১৬. ক‍্যাপাসিটেশন ও এক্রোজোম বিক্রিয়া কী? ভ্রুন কোন দশায় কোথায় রোপিত হয়?

১৭. শুক্রাণু ও ডিম্বানু উৎপাদন পদ্ধতি রেখাচিত্র সাহায্যে বর্ণনা কর।

১৮. স্পার্মাটোজেনেসিস ও উজেনেসিস কী?

১৯. সারটোলি কোষ কি? শুক্রাণু অপসারণ কি? প্লাসেন্টার দুটি কাজ? বহু বিভাজন কি?

১. ট্রান্সক্রিপশনের প্রারম্ভিক দশা বর্ণনা কর।

২. ট্রান্সলেশনের প্রারম্ভিক দশা বর্ণনা কর। লিঙ্ক জিন কী? অটোজোম ঘটিত রোগের কারণ।

৩. ABO গ্রুপ দ্বারা মাল্টিপল অ‍্যালিল বর্ননা কর। পলিজেনিক উত্তরাধিকার কি?

৪. অসম্পূর্ণ প্রকটতা ও সহ প্রকটতা পার্থক্য লেখ।

৫. প্রাকৃতিক নির্বাচন কয় প্রকার ও কি কি? অভিযোজনগত বিচ্ছুরণ কি? উদাহরণ দাও।

৬. RNA Pol 1, Pol IIও Pol III এর কাজ কী? m- rna, r – rna ও t- rna কী?

৭. যেকোন তিন প্রকার জীবাশ্মঘটিত প্রমাণ লেখ।

৮. নয়া ডারউইন বাদ বা বিবর্তনে আধুনিক সংশ্লেষণ বর্ণনা কর। নয়া ডারউইন বাদ বা বিবর্তনে আধুনিক সংশ্লেষণ বর্ণনা কর।

৯. HGP কী? সুবিধা ও অসুবিধা লেখ। MGP এর দুটি বৈশিষ্ট‍্য।

১০. বিবর্তনের তিন প্রকার আধুনিক প্রমাণ।

১১. ডাউন সিনড্রোম, টার্নারসিনড্রোম ও ক্লাইনফেল্টার সিনড্রোমের কারণ ও উপসর্গ লেখ

১২. জেনেটিক কোডন কি? বৈশিষ্ট্য কি? প্রারম্ভিক ও সমাপ্তির কোডন এর নাম লেখ। লিঙ্গ সংযোজিত বংশগতি কি?

১৩. গ্রিফিথ, হার্জে ও ঢেজেজ পরীক্ষা।

১৪. টেলোমিয়ার ও সেন্ট্রোমিয়ারের কাজ। DNA ফিঙ্গারপ্রিন্টিং এর মূলনীতি। ফিঙ্গারপ্রিন্টের সুবিধা ও অসুবিধা

১৫. ডি এন এর গঠন সংক্ষেপে বর্ণনা কর। বারবডি কী? বংশগতির ক্রোমোজোম তত্ত্ব কি? নিউক্লিওজোম ও সলিনয়েড তত্ত্ব

১৬. হার্ডি উইনবার্গের মূলনীতি ও গুরুত্ব। জিনপুল, জিন ফ্রিকোয়েন্সি, জিন ফ্লো ও জেনেটিক ড্রিফট কী?

১৭. মৌমাছি ও পাখির লিঙ্গ নির্ধারণের পদ্ধতি বর্ণনা কর। মানুষের লিঙ্গ নির্ধারণে SRY জিনের কি ভূমিকা?

১৮. সেন্ট্রাল ডগমা, ইনট্রন এক্সন কী? RNA স্প্লাইসিং কী?

১৯. DNA প্রতিলিপি করণে নিম্নলিখিত উৎসেচক গুলির ভূমিকা

  1. SSB প্রোটিন
  2. RNA প্রাইমার
  3. DNA পলিমারেজ III

২০. ট্রাইজোমি কি?

১. একটি আদর্শ অ‍্যান্টিবডির গঠন চিত্রসহ বর্ণনা কর। এপিটোপ ও প্যারাটপ কি? FAB ও FC কী?

২. ম্যালেরিয়া রোগের জীবাণু লক্ষণ ও বিস্তার পদ্ধতি। অ‍্যাসকেরিয়েসিস রোগের লক্ষণ জীবাণু ও বিস্তার পদ্ধতি। লোফার্স সিনড্রোম ও র‍্যাবডিটিফর্ম লার্ভা কী?

৩. ফাইলেরিয়েসিস রোগের জীবাণু লক্ষণ ও বিস্তার পদ্ধতি। টাইফয়েড রোগের কারন ও উপসর্গ। WIDAL টেস্ট কী?

৪. পার্থক্য লিখ:

  1. রসভিত্তিক ও কোষভিত্তিক অনাক্রমতা
  2. সক্রিয় ও নিষ্ক্রিয় অনাক্রমতা
  3. সহজাত ও অর্জিত অনাক্রমতা।

৫. ইন্টারফেরন কাকে বলে? কোয়াড্রেনিউক্লিয়েট দশা কী? NACO এর পুরো নাম।

৬. ড্রাগের অপব্যবহার কাকে বলে? একটি উত্তেজক ট্রাঙ্কুইলাইজার ও হ‍্যালুসিনোজেন ড্রাগের উদাহরণ।

৭. সিডেটিভ ও ওপিয়েট কী? AIDS ওHIV কী? ELISA কী? AIDSরোগে কোন লিম্ফোসাইট আক্রান্ত হয়?

৮. জৈব সার কি? জৈব সারে অনুজীবের ভূমিকা লেখ। মধুর উপাদান কি কি? পিসিকালচার কী? মাইক্রোপ্রোপাগেশনের ধাপ গুলি লেখ।

৯. উদ্ভিদের কলা পালনের পদ্ধতি বর্ণনা কর। ইহার গুরুত্ব লেখ। SCP ও বায়োফর্টিফিকেশন কী?

১০. নর্দমার জল বিশুদ্ধকরণ বা বর্জ্য ব্যবস্থাপনায় সেপটিক ট্যাংক বা নর্দমার জল বিশুদ্ধকরণে অনুজীবের ভূমিকা। সক্রিয় স্লাজ, ফ্লুডস ও BOD কী?

১১. পেস্টের জৈবিক নিয়ন্ত্রণে ব্যাকটেরিয়া ভাইরাস ও ছত্রাক এর ভূমিকা। টিকা করন কি? কৃত্রিম ইনসেমিনেশন কি? MOET কী? প্রাণী প্রজননের উদ্দেশ্য।

১২. কার্পের প্রণোদিত প্রজননে পিটুইটারি নির্যাস কিভাবে প্রস্তুত করা হয়? মেজর ও মাইনর কার্প কী? বিদেশি কার্পের বিজ্ঞানসম্মত নাম।

১৩. খাদ্য চর্ম ওষুধ উৎপাদন ও শক্তি উৎপাদনে অনুজীবের ভূমিকা কি? সাইকোস্পারন A কী? অণু বিস্তারে দুটি সুবিধা

১৪. কারসিনোজেন কি? ক্যান্সারের কারণ লক্ষণ ও বিস্তার পদ্ধতি বর্ননা কর।

১৫. ইমাসকুলেশনের তিনটি পদ্ধতি লেখ। ব্যাগিং কি? সংকরায়ন কাকে বলে? উদ্ভিদ প্রজননবিদ্যার দুটি উদ্দেশ্য।

১৬. মৌমাছি ও পোলট্রি পাখির একটি করে ভাইরাস ও ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম লেখ। মুরগির একটি টেবিল ও লেয়নের নাম লেখ।

১৭. পোলট্রি ফার্ম ম্যানেজমেন্ট কী? বেকার ইস্ট বা ব্রুয়ার ইস্ট কী? হেটারোসেস কি? মাছের একটি রোগের কারণ ও লক্ষণ লেখ।

১৮. ইমাসকুলেশন কী? ব‍্যাগিং কী? সংকরায়নের ধাপগুলি লেখ। উদ্ভিদ প্রজনন বিদ‍্যার দুটি উদ্দেশ্য লেখ।

১৯. পোলট্রি ফার্ম ম‍্যানেজমেন্ট কী? ব্রেকার বা ব্রুয়ার ইস্ট কী? হেটেরোসিস কী? মৌমাছি ও পোলট্রি পাখির একটি করে ভাইরাস ও ব‍্যাকটেরিয়া গঠিত রোগের নাম লেখ।

১. মানব ইনসুলিন কি? জৈব প্রযুক্তির দ্বারা মানব ইনসুলিন উৎপাদনে পদ্ধতি লেখ।

২. জিন থেরাপি বিষয় সংক্ষিপ্ত বর্ণনা কর।বায়ো সেফটি বা জৈব সুরক্ষা কি?এর তিনটি বিচার্য বিষয় লেখ।

৩. বায়ো পাইরেসি বা বায়ো পেটেন্ট কি? উদাহরণ দাও। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে? এর ধাপ গুলি লেখ

৪. GMO কী? কীভাবে BT শস্য তৈরি করা হয়? FLAVER SAVER কী? কৃষি ক্ষেত্রে জৈবপ্রযুক্তির ভূমিকা

৫. ট্রান্সজেনিক কোশ কী? রিকমবিন‍্যান্ট DNA যুক্ত কোশকে পোষক কোশে প্রক্রিয়া করনের পদ্ধতি বর্ননা কর। আণবিক কাচি ও আণবিক আঠা কি? রেস্ট্রিকশন সাইট কী?ক্লোনিং ভেক্টর কী? এর দুটি বৈশিষ্ট্য বা গুরুত্ব লেখো

৬. pbr প্লাসমিডের চিত্র এঁকে রেস্ট্রিকশন সাইট ও এন্টিবায়োটিক প্রতিরোধক সাইট চিহ্নিত কর। pcr পদ্ধতি বর্ণনা কর। এর সুবিধা লেখ। জিন এমপ্লিফিকেশন কী? চিকিৎসা ক্ষেত্রে জৈবপ্রযুক্তির ভূমিকা

১. যেকোনো প্রকার জনসংখ্যা বা কমিউনিটির আন্তঃক্রিয়া উদাহরণসহ বর্ণনা কর। কমেনসালিজম ও অ‍্যামেনসালিজমের পার্থক‍্য লেখ। বায়ু দূষণের কারণ কি? এর ক্ষতিকর প্রভাব ও লক্ষণ লেখ? PAN কী?

২. ওজন গহ্বর কি? বিভিন্ন গ্রীন হাউস গ্যাসের উৎস বর্ণনা কর। গ্লোবাল ওয়ার্মিং এর দুটি ক্ষতিকারক প্রভাব বর্ণনা কর।

হান্ট্রিল প্রোটোকল কী? জাঙ্গল উদ্ভিদের অভিযোজন গুলি লেখ। প্রানীর ক্ষেত্রে অভিযোজন গুলির লেখ।

৩. জৈব বৈচিত্র অপলুপ্তির চারটি কারন লেখ। জীবগত ও প্রজাতিগত বৈচিত্রের পার্থক্য লেখ। বাস্তুতান্ত্রিক বৈচিত্র কাকে বলে।

৪. পার্থক‍্য লেখ

  • হ‍্যাবিট‍্যাট ও নিচ
  • অটোইকোলজি ও সিনইকোলজি
  • হোলিওফাইট ও সিওফাইট

৫. হটস্পটের শর্ত কি? এন্ডোডার্ম ও পয়কিলোয়ার্ম প্রানীর পার্থক‍্য। ফটোকেমিক‍্যাল ও ক্লাসিক‍্যাল স্মোকের পার্থক‍্য লেখ।

৬. চিপকো আন্দোলন বলতে কী বোঝো? এই আন্দোলনের নিরীখে JFM বর্ননা কর। সাইলেন্ট ভ‍্যালি আন্দোলন কি? জীব বৈচিত্রের দুইটি বৈশিষ্ট্য।

৭. প্রাণীর মরু অভিযোজনের ব‍্যাখ‍্যা কর। অসমোরেগুলেটর ও অসমোকনফরমার কী?হাইড্রোক্লাইমেট কী? বায়োম কী? ক‍্যারিং ক‍্যাপাসিটি কী?

৮. জৈব বিবর্ধন বা ইউট্রোফিকেশন কী? উদাহরন দাও। ইনসিটু ও এক্সসিটু সংরক্ষণের সংজ্ঞা দাও। রেড ডাটা বুক কী?লবনাম্বু ও জলজ উদ্ভিদের তিনটি করে অভিযোজন লেখ।

৯. উৎপাদনশীলতা বা বিয়োজন কি? লেখচিত্রের সাহায্যে ফসফরাস চক্র বর্ণনা কর।বিয়োজক কি? NPP ও GPP কী? গ্রেজিং ও ডেট্রিটাস শূঙ্খল কী? খাদ‍্যশৃঙ্খল ও খাদ‍্যজাল কী?

১০. বাস্তুতান্ত্রিক পিরামিড কী? ওল্টানো পিরামিড কি?বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম কী? ইকোটম কী? ক্রায়ো সংরক্ষণ কী? জেরোসিরি ও হাইড্রোসিরি কী?

১১. পপুলেশন কাকে বলে? জন্মহার ও মৃত্যুহার এর পার্থক্য কি?j ও s আকৃতির লেখচিত্রের বর্ণনা কর। পপুলেশনের বিভিন্ন বয়স ভিত্তিক পিরামিডের বর্ণনা কর।

১২. কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় তিনটি পদ্ধতি লেখ। E-waste কী? বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের চারটি প্রভাবক ও পর্যায়ের বর্ণনা কর।

Biology – জীববিদ্যা : Set 02

পরামর্শদাতা: শিক্ষক ড: উৎপল অধিকারী, আঝাপুর হাইস্কুল, পূর্ব বর্ধমান

যে বিষয়গুলিতে জোর দিয়ে পড়তে হবে :

জনন

পার্থক্য লেখ 

  •  দ্বিবিভাজন ও বহুবিভাজন 
  •  কাটিং ও লেয়ারিং 
  •  অ্যালোগ্যামী ও জেনোগ্যামী 
  •   আইসোগ্যামী ও উগ্যামি
  • স্পারমাটোজেনেসিস ও স্পারমিওজেনেসিস
  • কোরকোদ্গম বা বাডিং কাকে বলে, উদাহরণ দাও 
  • খণ্ডীভবন কী? 
  • অণুবিস্তারণের সুবিধা লেখ  
  • অটোগ্যামী বলতে কী বোঝ? স্বপরাগযোগের দুটি সুবিধা ও দুটি অসুবিধা বল।  
  • এন্টোমোফিলির দুটি বৈশিষ্ট্য লেখ।  
  • দ্বিবীজপত্রী ভ্রুণের গঠন ও একবীজপত্রী ভ্রুণের গঠন সংক্ষেপে লেখ।  
  • পার্থেনোজেনেসিস ও পার্থেনোকাপি কাকে বলে।   
  • শুক্রাশয়ের লেডিগের আন্তরকোষ ও সারটোলি কোষ- সম্পর্কে আলোচনা।  
  • কাজ লেখ – গ্রাফিয়ান ফলিকল,  করপাস লিউটিয়াম। 
  • রজঃচক্রের দশা গুলি কী কী?
  • রজঃচক্রের নিয়ন্ত্রণে দুটি হরমোনের নাম লেখ । LH সার্জ বলতে কী বোঝ?
  • সংজ্ঞা লেখ –  ক্যাপাসিটেশন, অ্যাক্রোজোম বিক্রিয়া, মানবদেহে পলিস্পার্মি বন্ধ করার দুটি কৌশল, প্লাসেন্টেশন
  • প্লাসেন্টা থেকে কী হরমোন নির্গত হয়? শিশুর জন্মের পর তাকে কলোস্ট্রাম খাওয়ানো হয় কেন?
  • মানবদেহে স্ত্রীজননতন্ত্রের চিহ্নিত চিত্রসহ বিবরণ দাও। 
  •  পুরুষদের যৌন সঞ্চারিত দুটি রোগের নাম লেখো।       
  • হেপাটাইটিস  বি রোগ কোন অঙ্গকে আক্রমণ করে ? 
  • হেপাটাইটিস B এর জন্য কোন ভাইরাস দায়ী?               
  • ভ্যাসেকটমি ও টিউবেকটমি কী ?
  • অ্যামনিওসেনটোসিসের প্রয়োজনীয়তা কী ? 
  • আইইউডি-র পুরো নাম কী ?
  • গর্ভ নিরোধক পদ্ধতির দুটি রাসায়নিক পদ্ধতির নাম লেখ। 
  • সহযোগী জননগত প্রযুক্তির দুটি পদ্ধতি লেখ 

জিনতত্ত্ব ও বিবর্তন

  •  বোম্বে ফিনোটাইপ বলতে কী বোঝ? এপিস্ট্যাসিস কী?
  • মৌমাছির লিঙ্গ নির্ধারণে হ্যাপ্লয়েড-ডিপ্লয়েড বলতে কী বোঝ?
  • প্রকরণ সৃষ্টিতে ক্রসিং ওভারের ভূমিকা লেখ।
  •  প্রতিস্থাপন মিউটেশন কয় প্রকার ও কী কী?
  •  পার্থক্য লেখ:  প্যারাসেন্ট্রিক ও পেরিসেপ্টিক , ট্রানজিশন ও ট্রান্সভারশন 
  • রাজকীয় হিমোফিলিয়া কোন ফ্যাক্টরের অভাবে হয়? 
  • খ্রিস্টমাস ডিজিস কী? 
  • স্বাভাবিক (বাহক) মহিলা ও স্বাভাবিক পুরুষের বিবাহে স্বাভাবিক পুত্র হওয়ার সম্ভবনা শতকরা কত ভাগ? 
  • বর্ণান্ধ পুরুষ ও স্বাভাবিক মহিলার বিবাহে বর্ণান্ধ পুত্র হওয়ার সম্ভবনা শতকরা কত ভাগ? 
  • হাইড্রপস ফিটালিস ও কুলিজ অ্যানিমিয়া বনাতে কী বোঝ?  
  • ডাউন সিনড্রোম এর তিনটি বৈশিষ্ট্য লেখ। ডাউন সিনড্রোম এর কারণ কী? 
  • টার্নার সিনড্রোম ও ক্লাউনফেল্টার সিনড্রোমের ক্যারিওটাইপ গুলি কী কী?
  • DNA হল- জেনেটিক পদার্থ” এটি একটি পরীক্ষার সাহায্যে প্রমান কর। কোন বিজ্ঞানীরা এই পরীক্ষা করেন? 
  • হার্সে ও চেজের পরীক্ষা থেকে কী সিদ্ধান্তে উপনীত হওয়া যায়? 
  • সেন্ট্রাল ডগমা বলতে কী বোঝ ? 
  • মেসেলটন ও স্টালের পরীক্ষা থেকে কী সিদ্ধান্তে উপনীত হওয়া যায় ?  
  • সংজ্ঞা দাওঃ
    ওকাজাকি ফ্রাগমেন্টস , রেপ্লিকন , ল্যাগিং ও লিডিং স্ট্রান্ড , সাইন-ডালগারনো সিকোয়েন্স  
  • ট্রান্সক্রিপশন এর সমাপ্তি দশাটি সংক্ষেপে লেখ।
  • ট্রান্সলেশনে স্টার্ট কোডন ও স্টপ কোডন কী কী ? ট্রান্সলোকেশন কী ? 
  • DNA ফিঙ্গার প্রিন্টিং-এর সাউদার্ন ব্লটিং-এর প্রয়োগ কী? 
  • মিলার ও উরের পরীক্ষায় কী কী পদার্থ থেকে কী কী উৎপন্ন হয়? ঘোড়ার বিবর্তনের রৈখিক চিত্র।   
  • অভিব্যক্তিতে ল্যামার্কের প্রতিপাদ্যগুলি কী কী 
  •  প্রাকৃতিক নির্বাচন গুলি কী কী? 
  •  ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম বলতে কী বোঝ, উদাহরণ সহ ব্যাখ্যা কর
  •  হার্ডি উইনবার্গের মূলনীতিটি কী
  • হোমোহ্যাবিলিস থেকে মানুষের বিবর্তনের রৈখিক বর্ণনা কর।

    জীববিদ্যা ও মানবকল্যাণ   

  • সংক্ষেপে লেখঃ IgG, 1gA, IgE, IgM , এপিটোপ ও প্যারাটোপ 
  •  ফাইলেরিয়েসিস রোগ বিস্তার কিভাবে ঘটে?
  •  অঙ্কোজিন ও মেটাস্ট্যাসিস কী? ক্যানসার প্রতিরোধের দুটি উপায় বল।
  • সংজ্ঞা দাও – সিডেটিভ ও ট্রাঙ্কুইলাইজার ড্রাগ। 
  • ইমাসকিউলেশন কী? এর দুটি পদ্ধতি লেখ। 
  • কলা পালনের কৌশল কী। কলাপালনের দুটি গুরুত্ব লেখ। 
  • এসসিপি কী, এর দুটি সুবিধা লেখ।
  •  বায়োফর্টিফিকেশন কী? দুটি বায়োফর্টিফায়েড খাদ্য সামগ্রীর খাদ্য সামগ্রীর নাম (লখ।
  •  AI বা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা কৃত্রিম ইনসেমিনেশন কী?
  •  প্রাণোদিত প্রজননে ইনজেকশনের পদ্ধতি কী? এর দুটি সুবিধা বল। মাছের উদরি বা ড্রপসি রোগ কী?
  •  মুরগী প্রতিপালনে ডিপ-লিটার সিস্টেম কিভাবে তৈরি করা হয়? রানিক্ষেত ডিসিজ কোন প্রাণির দেহে হয় ? ব্রিডিং হাপা ও হ্যাচিং কী কী।  
  • ওষুধ উৎপাদনে অণুজীবদের ভূমিকা লেখ । সিউয়েজ- ট্রিটমেন্ট-এর দুটি পদ্ধতি সংক্ষেপে লেখ।  জৈবিক, নিয়ন্ত্রণের, কতকগুলি এজেন্ট বা  প্রতিনিধির নাম লেখ।
  •  বায়োফার্টিলাইজার বা জীবসার কি? 
  • অনুজীব বায়োফার্টিলাইজার সম্বন্ধে সংক্ষেপে লেখ
  •  পার্থক্য লেখ ⇒ এক্টোমাইকোরাইজা ও এন্ডোমাইকোরাইজা

জৈব প্রযুক্তিবিদ্যা এবং তার প্রয়োগ

  • জিন লাইব্রেরি কয় প্রকার ও কী কী? 
  • CDNA কিভাবে তৈরি করবে?
  •  রিকম্বিন্যান্ট DNA প্রযুক্তিবিদ্যা দ্বারা ইনসুলিন কিভাবে উৎপাদন করবে?
  •  জিন থেরাপি কী?
  • বায়োরিঅ্যাক্টর কী?
  • GMO কী? একটি উদাহরণ দাও।
  •  বায়োসেফটি কী?  বায়োইনফরম্যাটিক্সের দুটি প্রয়োগ লেখ। 
  • বায়োপাইরেসি বলতে কী বোঝ? এর ফলে ভারতীয় কোন কোন বস্তু ভারতীয়ত্বের মর্যাদা পায়নি? 

বাস্তব্যবিদ্যা ও পরিবেশ

  • অটোইকোলজি ও সিন্ইকোলজি বলতে কী বোঝ? ইকোলজিক্যাল নীচ বলতে কী বোঝ ? 
  • S-shaped curve বলতে কী বোঝ? ব্যাকটিরিয়ার সংখ্যা বৃদ্ধি ব্যাখ্যা করে কোন লেখচিত্র? 
  •  সংজ্ঞা লেখ – কমেনসালিজম, প্রোটোকোঅপারেশন , ন্যাটালিটি, মর্টালিটি
  •  বয়সভিত্তিক জনসংখ্যার বিভিন্ন আকৃতির পিরামিড গুলি লেখ। এর মধ্যে ভারতীয় জনসংখ্যা বৃদ্ধি কোন পিরামিড দ্বারা ব্যাখ্যা করা যায়?
  •  সুন্দরবন অঞ্চলে গড়ে উঠা একটি কর্কর খাদ্য শৃঙ্খল, বা ডেট্রিটাস ফুড চেন উদাহরণ সহ লেখ।
  • বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখ।
  • Y- আকৃতির শক্তি প্রবাহের মডেল কী?   
  • বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম বলতে কী বোঝ? • সিরি কি? • বাস্ততান্ত্রিক কর্মসাধন কাকে বলে? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যে আলফা বৈচিত্র ও গামা বৈচিত্র্য কাকে বলে?
  •  জীববৈচিত্র্য বিলুপ্তের দুটি কারণ লেখ। কোনও স্থান হটস্পট হওয়ার শর্ত কি কী ?
  •  বায়োস্ফিয়ার রিজার্ভের অঞ্চলগুলি কী কী? 
  • জিন ব্যাঙ্ক কীভাবে জীববৈচিত্র্য সংরক্ষণে সাহায্য করে লেখ।
  • জীববৈচিত্র্য সংরক্ষণে JFM ও PBR এর ভূমিকা লেখ।
  •  লন্ডন ধোঁয়াশা ও লস এঞ্জেলস ধোঁয়াশা কাকে বলে? 
  • কয়েকটি যন্ত্রের নাম বল যা বায়ুদূষণ প্রতিরোধ করে। 
  • একটি উদাহরণ দিয়ে বায়োম্যাগনিফিকেশন প্রক্রিয়াটি বল।
  •  আর্সেনিক শক্তি দূষণের কুপ্রভাব কী কী 
  • একটি উদাহরণ দিয়ে বায়োম্যাগনিফিকেশন প্রক্রিয়াটি বল। 
  •  পরিবেশের উপর অ্যাসিড বৃষ্টির দুটি কুপ্রভাব লেখ। 
  • ওজন হোল সৃষ্টির জন্য কোন কোন গ্যাস দায়ী।
  •  সাইলেন্ট ভ্যালি আন্দোলনের সুপ্রভাব কী  

Geography – ভূগোল : Set 01

উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন

  • সমুদ্র তরঙ্গের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ বর্ণনা দাও.
  • মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব আলোচনা কর.ক্রান্তীয় ঘূর্ণবাত উৎপত্তির কারণ আলোচনা কর.
  • ভারতের জনসংখ্যা বন্টন এ পরিবেশের প্রভাব আলোচনা কর.কিভাবে জনঘনত্ব নিয়ন্ত্রণ করা হয়. জনঘনত্ব ও মানুষ–জমি অনুপাত এর সম্পর্ক দেখাও.
  • মালভূমির খাড়া ঢালে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে তাকে কি বলে?
  • রেগোলিথ কাকে বলে ?
  • শস্যাবর্তন কাকে বলে ?
  • দক্ষিণ ভারতের দুটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম কর.
  • জলবিন্দু বসতি বলতে কী বোঝো ?
  • দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণ কী কী?
  • ভারতের নীল বিপ্লব বলতে কী বোঝায়?
  • বিভিন্ন প্রকার প্রবাল প্রাচীর এর উৎপত্তি ও বৈশিষ্ট্য উপযুক্ত চিত্রসহ সংক্ষেপে লেখ ?
  • ভারতের রেডিমেড পোশাক শিল্প সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর.
  • কাস্ট অঞ্চলের বিভিন্ন ভূমিরূপ কী রূপে সৃষ্টি হয় তা চিত্রসহ ব্যাখ্যা দাও.মৃত্তিকা সৃষ্টির আদি শিলার প্রভাব আলোচনা কর.
  • মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য আলোচনা কর.মৃত্তিকা পরিলেখ কাকে বলে.
  • ভারতের আদমশুমারি অনুযায়ী পৌর বসতি বলতে কী বোঝায় উদাহরণসহ লেখ.
  • মিশ্র কৃষি সুবিধা ও অসুবিধা আলোচনা করো.
  • কানাডায় কাগজ শিল্পের উন্নতির কারণ.
  • ভারতে মোটর গাড়ি নির্মাণ শিল্পের অবস্থান ও উন্নতির কারণ লেখ.
  • ভারতের নগরায়নের সমস্যা কেন তার কারণ সহ ব্যাখ্যা দাও.
  • তৃতীয় স্তরের কার্যাবলীর বৈশিষ্ট্য.
  • মৃত্তিকার শ্রেণীবিভাগ আলোচনা কর.
  • জীব বৈচিত্রের সংরক্ষণের পদ্ধতি সম্পর্কে যা জান লেখ.
  • মুম্বাই আমেদাবাদের কার্পাস বয়ন শিল্পের একাদশী ভবনের কারণ.
  • পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ গুলি লেখ.
  • জেট বায়ু প্রবাহ কাকে বলে ?
  • অনুগামী নদী কাকে বলে ?

Loading

Leave a Reply

error: